জীবনধারা ডেস্ক

ফ্যাশনের প্রসঙ্গ এলে বলিউডে চোখ রাখতেই হয়! বলিউড অভিনেত্রীরা বরাবরই ট্রেন্ড সেটার। আর সেই ট্রেন্ড হু হু করে ছড়িয়ে পরে এপার থেকে ওপার, সীমা ছাড়িয়ে। এবার বলিউড ইন্ডাস্ট্রি মেতেছে পেস্তা বাদামের রঙে। হালকা সে সবুজ রঙের পোশাক গায়ে জড়িয়ে ভক্তদের হৃদয় কেড়ে নিচ্ছেন বলিউড নায়িকারা। ঐতিহ্যবাহী লেহেঙ্গা থেকে এ সময়ের পোশাক, সবখানেই যেন রাজত্ব করছে পেস্তা রং। একেক সময়ে একেক রং পোশাকআশাকে প্রভাব বিস্তার করে। আর এখন বোধ হয় পেস্তা রংই দাপিয়ে বেড়াবে কিছুদিন।
এই রঙের প্রভাব এড়াতে পারেননি বলিউডের চলতি সময়ের জনপ্রিয় নায়িকারা। অনন্যা পাণ্ডে, সোনম কাপুর, কিয়ারা আদভানি ও আলিয়া ভাটের ইনস্টাগ্রামে পাওয়া গেছে পেস্তা রঙের পোশাকের এমন কিছু জাঁকালো ছবি। এই ঈদে কি এই পেস্তা রংই হতে যাচ্ছে ট্রেন্ড সেটার?
পেস্তা-সবুজ রঙের লেহেঙ্গা, ম্যাচিং জুয়েলারি পরে যে কনটেমপোরারি লুক এনেছেন নিজের সাজপোশাকে, তাতে অনন্যা পাণ্ডের ওপর থেকে চোখ সরানোই দায়। আধুনিক দেশি কন্যা বলতে যা বোঝায়, তিনি যেন তা-ই। ফলে স্পটলাইট তো তাঁকে ঘিরেই থাকবেই, তাই না?বলিউড পাড়ায় ফ্যাশন আইকন হিসেবে সোনম কাপুরের নাম আছে। নিজের ফ্যাশনধারা দিয়ে বরাবরই সবাইকে মুগ্ধ করেছেন এই অভিনেত্রী। সব সময় পরার উপযোগী আনারকলি সেট ও ভারতীয় গয়নায় তাঁর এই লুক যেন বরাবরের মতোই হৃদয় হরণ করেছে ভক্তদেরপোশাক হোক বা মেকআপ, কিয়ারা আদভানি বরাবরই মিনিমালিস্টদের দলে। ফলে পেস্তা সবুজ রং যে তাঁর মনে ধরবে এ কথা বলার অপেক্ষা রাখে না। সিল্কের পেস্তা রঙা লেহেঙ্গায় গোলাপি ফুলেল নকশা ও মিনিমাল গয়না, সবটা মিলে স্নিগ্ধরূপেই ধরা দিলেন তিনি।
সিনেমা, অ্যাওয়ার্ড অনুষ্ঠান বা রিয়্যালিটি শো সবখানেই আলিয়া ভাট ন্য়ুড মেকআপেই হাজির হন। ইনস্টা থেকে পাওয়া পেস্তা রঙা জমকালো লেহেঙ্গার বেলাতেও এর ব্যতিক্রম হয়নি। ভারতীয় ধাঁচের মিনিমাল গয়নায় ‘সিম্পল অ্যান্ড সুইট’ লুকে হাজির হয়েছেন তিনি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ফ্যাশনের প্রসঙ্গ এলে বলিউডে চোখ রাখতেই হয়! বলিউড অভিনেত্রীরা বরাবরই ট্রেন্ড সেটার। আর সেই ট্রেন্ড হু হু করে ছড়িয়ে পরে এপার থেকে ওপার, সীমা ছাড়িয়ে। এবার বলিউড ইন্ডাস্ট্রি মেতেছে পেস্তা বাদামের রঙে। হালকা সে সবুজ রঙের পোশাক গায়ে জড়িয়ে ভক্তদের হৃদয় কেড়ে নিচ্ছেন বলিউড নায়িকারা। ঐতিহ্যবাহী লেহেঙ্গা থেকে এ সময়ের পোশাক, সবখানেই যেন রাজত্ব করছে পেস্তা রং। একেক সময়ে একেক রং পোশাকআশাকে প্রভাব বিস্তার করে। আর এখন বোধ হয় পেস্তা রংই দাপিয়ে বেড়াবে কিছুদিন।
এই রঙের প্রভাব এড়াতে পারেননি বলিউডের চলতি সময়ের জনপ্রিয় নায়িকারা। অনন্যা পাণ্ডে, সোনম কাপুর, কিয়ারা আদভানি ও আলিয়া ভাটের ইনস্টাগ্রামে পাওয়া গেছে পেস্তা রঙের পোশাকের এমন কিছু জাঁকালো ছবি। এই ঈদে কি এই পেস্তা রংই হতে যাচ্ছে ট্রেন্ড সেটার?
পেস্তা-সবুজ রঙের লেহেঙ্গা, ম্যাচিং জুয়েলারি পরে যে কনটেমপোরারি লুক এনেছেন নিজের সাজপোশাকে, তাতে অনন্যা পাণ্ডের ওপর থেকে চোখ সরানোই দায়। আধুনিক দেশি কন্যা বলতে যা বোঝায়, তিনি যেন তা-ই। ফলে স্পটলাইট তো তাঁকে ঘিরেই থাকবেই, তাই না?বলিউড পাড়ায় ফ্যাশন আইকন হিসেবে সোনম কাপুরের নাম আছে। নিজের ফ্যাশনধারা দিয়ে বরাবরই সবাইকে মুগ্ধ করেছেন এই অভিনেত্রী। সব সময় পরার উপযোগী আনারকলি সেট ও ভারতীয় গয়নায় তাঁর এই লুক যেন বরাবরের মতোই হৃদয় হরণ করেছে ভক্তদেরপোশাক হোক বা মেকআপ, কিয়ারা আদভানি বরাবরই মিনিমালিস্টদের দলে। ফলে পেস্তা সবুজ রং যে তাঁর মনে ধরবে এ কথা বলার অপেক্ষা রাখে না। সিল্কের পেস্তা রঙা লেহেঙ্গায় গোলাপি ফুলেল নকশা ও মিনিমাল গয়না, সবটা মিলে স্নিগ্ধরূপেই ধরা দিলেন তিনি।
সিনেমা, অ্যাওয়ার্ড অনুষ্ঠান বা রিয়্যালিটি শো সবখানেই আলিয়া ভাট ন্য়ুড মেকআপেই হাজির হন। ইনস্টা থেকে পাওয়া পেস্তা রঙা জমকালো লেহেঙ্গার বেলাতেও এর ব্যতিক্রম হয়নি। ভারতীয় ধাঁচের মিনিমাল গয়নায় ‘সিম্পল অ্যান্ড সুইট’ লুকে হাজির হয়েছেন তিনি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

হাঁটা স্বাস্থ্যের জন্য উপকারী। এটা জানতে কোনো চিকিৎসকের পরামর্শের দরকার হয় না। একজন মানুষ হাঁটলে শুধু যে তাঁর মন ভালো থাকে, তা নয়; এতে মানুষ মানসিকভাবেও সুস্থ থাকে। ২০ জানুয়ারি ছিল টেক আ ওয়াক আউটডোরস ডে বা বাইরে হাঁটাহাঁটি করার দিন। যান্ত্রিক জীবনের ব্যস্ততা আর চারদেয়ালের বন্দিদশা কাটিয়ে এক...
৪৪ মিনিট আগে
আপনি কি প্রায়ই অন্য়ের সঙ্গে নিজের তুলনা করেন? বন্ধু, সহকর্মী বা অন্য কারও সঙ্গে হরহামেশা নিজের হাল মেলান? তাহলে দিনটি আপনার জন্যই। আজ আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা দিবস। তুলনা বা প্রতিযোগিতা করার পরিবর্তে, নিজের প্রতি ভালোবাসা দেখানো এবং নিজের বিশেষ গুণাবলিকে গ্রহণ করার মাধ্য়মে সুন্দর জীবন গড়ে তোলার...
১৩ ঘণ্টা আগে
ঠিকভাবে ঘরের লাইটিং করা শুধু বিদ্যুতের বিল কমানোর জন্য নয়; বরং এটি ঘরের সৌন্দর্য বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু অনেক সময় ছোট ছোট ভুলে ঘরের আলোর কারণে চোখে চাপ পড়ে, ছায়া তৈরি হয় বা পুরো রুমই অন্ধকার মনে হয়। এসব দূরে রাখতে যে ১০টি কাজ করবেন, সেগুলো হলো...
১৫ ঘণ্টা আগে
বৈবাহিক সম্পর্ক সাধারণত হঠাৎ খারাপ হয়ে যায় না। দায়িত্ব, যোগাযোগ ও ব্যক্তিগত ছোট ছোট অমিল ধীরে ধীরে জমে বড় ফাটল তৈরি করে। এমনটাই মনে করেন চীনের ঝেজিয়াং ইউনিভার্সিটি হাসপাতালের মনোবিজ্ঞানী লুয়ো মিংজিন। তিনি ‘লাইফ নেভার এন্ডস’ বইয়ে লিখেছেন, ‘অনেক আধুনিক দম্পতি একই ছাদের নিচে থেকেও গভীর একাকিত্বে...
১৭ ঘণ্টা আগে