
মায়ের আলমারিতে উঁকিঝুঁকি দেয় না, এমন মেয়ের সংখ্যা খুব কম? পুরোনো দিনের কত রকম শাড়ি সেখানে জমা। সাজিয়ে রাখা কাতান, সিল্ক, কত রকমের জর্জেট, জামদানি। কিছু শাড়ি স্মৃতি হিসেবে সংগ্রহে রাখা গেলেও দেখা যায়, একটা সময় এ ধরনের শাড়ি চাকচিক্য হারায়। সে ক্ষেত্রে এসব শাড়ি ব্যবহার করতে পারেন ঘর সাজানোর কাজে।
যা করা যায়
টেবিল রানার
ডাইনিং টেবিলের ওপর সুন্দর টেবিল রানার বিছিয়ে রাখতে আমরা সবাই ভালোবাসি। বিশেষ দিনগুলোর জন্য বা নৈশভোজের আয়োজন থাকলে একটু ভারী রং বা নকশার টেবিল রানার ব্যবহার করতে দেখা যায়। সে ক্ষেত্রে পুরোনো কাতান শাড়ি দিয়ে টেবিল রানার বানিয়ে নিতে পারেন। শাড়ির পাড় রানারের চারপাশে লাগিয়ে নিলে আলাদা একটা সৌন্দর্য তৈরি হবে। চাইলে রানারের চার কোন টার্সেল লাগিয়েও নেওয়া যায়।
টেবিল ম্যাট
ঘরোয়া অনুষ্ঠানগুলোয় ঘরের সাজে নতুনত্ব কে না আনতে চায়? ডাইনিং টেবিলের ম্যাট কিনতে বাড়তি খরচ না করে এবার পুরোনো কাতান শাড়ি দিয়েই বানিয়ে নিতে পারেন টেবিল ম্যাট। শাড়ির পাড় ব্যবহার করুন পাইপিং দেওয়ার কাজে। রঙের মিল ও একটু বুদ্ধি খাটিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারেন ব্যতিক্রমধর্মী নান্দনিক এই টেবিল ম্যাট।
পর্দা
একরঙা জর্জেট, জামদানি, চওড়া পাড়ের সিল্ক বা কাতান শাড়ি দিয়ে চমৎকার পর্দা বানিয়ে ফেলা যায়। শোবার ও বসার ঘরের মাঝখানে ঝোলানোর জন্য বা শোবার ঘরের জানালার জন্য এ ধরনের শাড়ি দিয়ে ডেকোরেটিভ পর্দা বানালে ভালো লাগবে। তবে কোন ধরনের শাড়ি দিয়ে পর্দা বানাবেন, তা নির্ভর করে ঘরের আকার ও দেয়ালের রঙের ওপর। ঘরের আকার ছোট হলে জানালার পর্দার জন্য জামদানি বা জর্জেটের শাড়ি ব্যবহার করলে ভালো হবে।
আরামগদির কাভার
বসার ঘরের মেঝেতে অনেকে আরামগদি রাখেন। বিশেষ দিনগুলোয় বিছানোর জন্য সানন্দা কাতানের মতো শাড়ি দিয়ে বানিয়ে নেওয়া যেতে পারে ঝলমলে কভার। সে ক্ষেত্রে সেই কভারের রং যেন সোফা ও বসার ঘরের অন্যান্য ফ্যাব্রিকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
কুশন কভার
সোফা বা আরামগদির ওপর ছড়িয়ে রাখার জন্য কুশন কভারও বানিয়ে নেওয়া যায় শাড়ি কেটে। এ ক্ষেত্রে জামদানি, কাতান ও সিল্কই সেরা। চাইলে ম্যাচিং করে দুই রঙের শাড়ি দিয়ে কুশন কভার বানিয়ে নিতে পারেন।

মায়ের আলমারিতে উঁকিঝুঁকি দেয় না, এমন মেয়ের সংখ্যা খুব কম? পুরোনো দিনের কত রকম শাড়ি সেখানে জমা। সাজিয়ে রাখা কাতান, সিল্ক, কত রকমের জর্জেট, জামদানি। কিছু শাড়ি স্মৃতি হিসেবে সংগ্রহে রাখা গেলেও দেখা যায়, একটা সময় এ ধরনের শাড়ি চাকচিক্য হারায়। সে ক্ষেত্রে এসব শাড়ি ব্যবহার করতে পারেন ঘর সাজানোর কাজে।
যা করা যায়
টেবিল রানার
ডাইনিং টেবিলের ওপর সুন্দর টেবিল রানার বিছিয়ে রাখতে আমরা সবাই ভালোবাসি। বিশেষ দিনগুলোর জন্য বা নৈশভোজের আয়োজন থাকলে একটু ভারী রং বা নকশার টেবিল রানার ব্যবহার করতে দেখা যায়। সে ক্ষেত্রে পুরোনো কাতান শাড়ি দিয়ে টেবিল রানার বানিয়ে নিতে পারেন। শাড়ির পাড় রানারের চারপাশে লাগিয়ে নিলে আলাদা একটা সৌন্দর্য তৈরি হবে। চাইলে রানারের চার কোন টার্সেল লাগিয়েও নেওয়া যায়।
টেবিল ম্যাট
ঘরোয়া অনুষ্ঠানগুলোয় ঘরের সাজে নতুনত্ব কে না আনতে চায়? ডাইনিং টেবিলের ম্যাট কিনতে বাড়তি খরচ না করে এবার পুরোনো কাতান শাড়ি দিয়েই বানিয়ে নিতে পারেন টেবিল ম্যাট। শাড়ির পাড় ব্যবহার করুন পাইপিং দেওয়ার কাজে। রঙের মিল ও একটু বুদ্ধি খাটিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারেন ব্যতিক্রমধর্মী নান্দনিক এই টেবিল ম্যাট।
পর্দা
একরঙা জর্জেট, জামদানি, চওড়া পাড়ের সিল্ক বা কাতান শাড়ি দিয়ে চমৎকার পর্দা বানিয়ে ফেলা যায়। শোবার ও বসার ঘরের মাঝখানে ঝোলানোর জন্য বা শোবার ঘরের জানালার জন্য এ ধরনের শাড়ি দিয়ে ডেকোরেটিভ পর্দা বানালে ভালো লাগবে। তবে কোন ধরনের শাড়ি দিয়ে পর্দা বানাবেন, তা নির্ভর করে ঘরের আকার ও দেয়ালের রঙের ওপর। ঘরের আকার ছোট হলে জানালার পর্দার জন্য জামদানি বা জর্জেটের শাড়ি ব্যবহার করলে ভালো হবে।
আরামগদির কাভার
বসার ঘরের মেঝেতে অনেকে আরামগদি রাখেন। বিশেষ দিনগুলোয় বিছানোর জন্য সানন্দা কাতানের মতো শাড়ি দিয়ে বানিয়ে নেওয়া যেতে পারে ঝলমলে কভার। সে ক্ষেত্রে সেই কভারের রং যেন সোফা ও বসার ঘরের অন্যান্য ফ্যাব্রিকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
কুশন কভার
সোফা বা আরামগদির ওপর ছড়িয়ে রাখার জন্য কুশন কভারও বানিয়ে নেওয়া যায় শাড়ি কেটে। এ ক্ষেত্রে জামদানি, কাতান ও সিল্কই সেরা। চাইলে ম্যাচিং করে দুই রঙের শাড়ি দিয়ে কুশন কভার বানিয়ে নিতে পারেন।

গয়না শুধু সাজসজ্জার অনুষঙ্গ নয়; বরং এটি রুচি ও ব্যক্তিত্বের প্রকাশ ঘটায়। ফ্যাশন দুনিয়ার পূর্বাভাস অনুযায়ী, এ বছর গয়নার ডিজাইনে পাথরের ব্যবহারে আসতে চলেছে বড় পরিবর্তন। ২০২৬ সাল হবে হালকা ও শীতল রঙের পাথরের বছর। ফলে এ বছর গয়নার ক্ষেত্রে হালকা রঙের পাথরের চাহিদা বাড়বে। তা ছাড়া কাস্টমাইজেশন বা নিজের...
৩ মিনিট আগে
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল ঘুরে দেখতে হলে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাতায়াত করতে হবে। এ ক্ষেত্রে পর্যটকদের জন্য স্বস্তির খবর হলো, সিউলের গণপরিবহনব্যবস্থা বিশ্বের সেরা ব্যবস্থাগুলোর একটি। পরিষ্কার, সময়নিষ্ঠ এবং যাত্রীবান্ধব এই নেটওয়ার্ক শহরজুড়ে চলাচলকে সহজ করে তুলেছে...
৩ ঘণ্টা আগে
বাজারে চুকাই ফুল বা রোজেলা পাওয়া যাচ্ছে। এই ফুল দিয়ে মাছ রান্না করা যায়। এ তথ্য জানেন কি? পুঁটি মাছের চচ্চড়িতে এবার দিয়েই দেখুন, খেতে দারুণ সুস্বাদু। আপনাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৫ ঘণ্টা আগে
আজ আপনার তেজ তুঙ্গে! প্রযুক্তির সহায়তায় ব্যবসায় একদম রকেটের গতিতে উন্নতি করবেন। অফিসে বসের প্রিয়পাত্র হতে পারেন, তবে সহকর্মীদের হিংসা থেকে সাবধান। স্বামী বা স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের যোগ আছে।
৬ ঘণ্টা আগে