মিম লস্কর পিংকী

উপকরণ
জলপাই ১ কেজি, লবণ পরিমাণমতো, হলুদের গুঁড়ো আধা টেবিল চামচ, মরিচের গুঁড়ো আধা টেবিল চামচ, সরিষাবাটা ১ কাপের ৪ ভাগের ১ ভাগ, রসুনের কোয়া ১ কাপের ৪ ভাগের ১ ভাগ, আস্ত শুকনো মরিচ ৫-৬টি, পাঁচফোড়ন ১ টেবিল চামচ, বিটলবণ ১ টেবিল চামচ, সরিষার তেল ২৫০ মিলি, চিনি আধা কাপ, সাদা ভিনেগার আধা কাপ।
স্পেশাল মসলার জন্য
আচারের স্পেশাল মসলার জন্য জিরা আধা টেবিল চামচ, ধনে আধা টেবিল চামচ, মৌরি আধা টেবিল চামচ, পাঁচফোড়ন আধা টেবিল চামচ, শুকনো মরিচ ৬-৭টি। সব মসলা একসঙ্গে শুকনো তাওয়ায় হালকা ভেজে আধভাঙা করে গুঁড়াে করে নিতে হবে।
প্রণালি
জলপাইগুলো ধুয়ে পরিষ্কার করে পানি মুছে বা শুকিয়ে নিতে হবে। জলপাইয়ের গা চিরে লবণ, হলুদ ও মরিচের গুঁড়াে দিয়ে মাখিয়ে ৩০ মিনিট রাখতে হবে। ৩০ মিনিট পর চুলায় কড়াই বসিয়ে তাতে সরিষার তেল দিতে হবে। তেল গরম হলে শুকনো মরিচ ও পাঁচফোড়ন দিয়ে ৩০ সেকেন্ড ভেজে রসুনের কোয়াগুলো দিতে হবে। রসুনের কোয়া একটু ভাজা হলে সরিষাবাটা দিয়ে সব মসলা একসঙ্গে কষিয়ে নিয়ে আগে থেকে মাখিয়ে রাখা জলপাইগুলো দিতে হবে।
এবার চিনি মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। জলপাই সেদ্ধ হয়ে এলে বিটলবণ, আচারের স্পেশাল মসলা মিশিয়ে দিতে হবে। সবশেষে ভিনেগার দিয়ে চুলা বন্ধ করে দিতে হবে। আচার পুরোপুরি ঠান্ডা হলে কাচের বয়ামে ভরে রাখতে হবে। খেয়াল রাখতে হবে জলপাইগুলো যেন তেলের নিচে ডুবে থাকে। তেল কম হলে সরিষার তেল ফুটিয়ে ঠান্ডা করে আচারে দিতে হবে।

উপকরণ
জলপাই ১ কেজি, লবণ পরিমাণমতো, হলুদের গুঁড়ো আধা টেবিল চামচ, মরিচের গুঁড়ো আধা টেবিল চামচ, সরিষাবাটা ১ কাপের ৪ ভাগের ১ ভাগ, রসুনের কোয়া ১ কাপের ৪ ভাগের ১ ভাগ, আস্ত শুকনো মরিচ ৫-৬টি, পাঁচফোড়ন ১ টেবিল চামচ, বিটলবণ ১ টেবিল চামচ, সরিষার তেল ২৫০ মিলি, চিনি আধা কাপ, সাদা ভিনেগার আধা কাপ।
স্পেশাল মসলার জন্য
আচারের স্পেশাল মসলার জন্য জিরা আধা টেবিল চামচ, ধনে আধা টেবিল চামচ, মৌরি আধা টেবিল চামচ, পাঁচফোড়ন আধা টেবিল চামচ, শুকনো মরিচ ৬-৭টি। সব মসলা একসঙ্গে শুকনো তাওয়ায় হালকা ভেজে আধভাঙা করে গুঁড়াে করে নিতে হবে।
প্রণালি
জলপাইগুলো ধুয়ে পরিষ্কার করে পানি মুছে বা শুকিয়ে নিতে হবে। জলপাইয়ের গা চিরে লবণ, হলুদ ও মরিচের গুঁড়াে দিয়ে মাখিয়ে ৩০ মিনিট রাখতে হবে। ৩০ মিনিট পর চুলায় কড়াই বসিয়ে তাতে সরিষার তেল দিতে হবে। তেল গরম হলে শুকনো মরিচ ও পাঁচফোড়ন দিয়ে ৩০ সেকেন্ড ভেজে রসুনের কোয়াগুলো দিতে হবে। রসুনের কোয়া একটু ভাজা হলে সরিষাবাটা দিয়ে সব মসলা একসঙ্গে কষিয়ে নিয়ে আগে থেকে মাখিয়ে রাখা জলপাইগুলো দিতে হবে।
এবার চিনি মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। জলপাই সেদ্ধ হয়ে এলে বিটলবণ, আচারের স্পেশাল মসলা মিশিয়ে দিতে হবে। সবশেষে ভিনেগার দিয়ে চুলা বন্ধ করে দিতে হবে। আচার পুরোপুরি ঠান্ডা হলে কাচের বয়ামে ভরে রাখতে হবে। খেয়াল রাখতে হবে জলপাইগুলো যেন তেলের নিচে ডুবে থাকে। তেল কম হলে সরিষার তেল ফুটিয়ে ঠান্ডা করে আচারে দিতে হবে।

সঠিক রং, মানানসই কাট আর আরামদায়ক কাপড় নির্বাচন করলে অষ্টাদশী মেয়েরা যেমন আত্মবিশ্বাসী থাকেন, তেমনই উৎসবের প্রতিটি মুহূর্তও হবে তাঁদের কাছে স্মরণীয়। তাঁদের পোশাক নিয়ে ফ্যাশন উদ্যোগ আর্টেমিসের স্বত্বাধিকারী...
১৮ মিনিট আগে
বাসা বদলের কথা এলেই অনেকের মাথায় আকাশ ভেঙে পড়ে। প্যাকিং থেকে শুরু করে নতুন জায়গায় সবকিছু গুছিয়ে নেওয়া, পুরো প্রক্রিয়াটি যেমন ক্লান্তিকর তেমনই মানসিক চাপেরও বটে। তবে আজকাল অনেকে ব্যস্ততার কারণে বিভিন্ন শিফটিং প্রতিষ্ঠানের ওপর প্যাকিং ও মালপত্র পৌঁছে দেওয়ার জন্য ভরসা করছে। এসব প্রতিষ্ঠানের কর্মীরা...
১ ঘণ্টা আগে
নতুন ভাইরাল ট্রেন্ড স্কিন ফ্লাডিং। এর মানে হলো, ত্বকের এমন যত্ন নেওয়া, যাতে শীতের শুষ্ক আবহাওয়ায়ও ত্বক ভেজা বা আর্দ্র দেখাবে। যাঁদের ত্বক অতিরিক্ত শুষ্ক, তাঁদের জন্যই মূলত এই স্কিন ফ্লাডিং টেকনিক উপযোগী।
১ ঘণ্টা আগে
বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি প্রদর্শনী কনজ্যুমার ইলেকট্রনিকস শো বা সিইএস- ২০২৬ আবারও প্রমাণ করল, ভবিষ্যৎ শুধু কল্পনায় সীমাবদ্ধ নেই। তা আমাদের ঘরে ঢুকে পড়ছে। এবারের প্রদর্শনীতে এমন কিছু ঘরোয়া প্রযুক্তিপণ্য প্রদর্শিত হয়েছে, যেগুলো প্রতিদিনের কাজ শুধু সহজ নয়, অনেক ক্ষেত্রে প্রায় স্বয়ংক্রিয় করে তুলতে
১৪ ঘণ্টা আগে