মইনুল হাসান

বিস্ময়কর ঔষধি গুণ এবং সেই সঙ্গে খাদ্যে স্বাদ এবং ঘ্রাণ বৃদ্ধিতে রসুনের তুলনা খুব কম আছে! ভারতীয়, মিসরীয়, ব্যাবিলনীয়, গ্রিক, রোমান ও চীনা সভ্যতায় ওষুধ হিসেবে রসুন ব্যবহারের কথা জানা যায়। প্রথম দিকে রসুন শুধু বিভিন্ন অসুখ সারানোর জন্যই ব্যবহার হতো। দ্বিতীয় মহাযুদ্ধের সময় রাশিয়ান সেনাদের চিকিৎসার জন্য রসুনের ব্যাপক ব্যবহারে এর আরেকটি নাম হয়েছিল ‘রাশিয়ান পেনিসিলিন’। কারণ, রসুন ক্ষতিকর অণুজীব, ছত্রাক এবং এমনকি ভাইরাস দমনে অনেকটাই অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে।
রসুনের উপকারিতা:
রসুনের গুণের শেষ নেই। এর মধ্যে যেগুলোর কথা উল্লেখ করতেই হয়—
* বেশ কিছু ভিটামিন আছে এতে, আছে সেলেনিয়াম। এটি ক্যানসার প্রতিরোধে দারুণ কাজ করে।
* রসুনে আছে এলিসিন নামে খুবই চমৎকার একটি উপাদান। সে জন্য বিশেজ্ঞেরা হৃদ্পিণ্ডের শক্তিবর্ধক রসুনকে ‘সুপার ফুড’ আখ্যা দিয়েছেন।
* রসুন খারাপ কোলেস্টেরলের মাত্রা ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়ায়।
* এটি ত্বক ভালো রাখে। চেহারার রুক্ষতা দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, দীর্ঘদিন চেহারায় লাবণ্য ধরে রাখতে সাহায্য করে।
* অঙ্কুরোদ্গম হলে রসুনে বাড়তি অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়।
* বদহজম সারাতে এটি সহায়তা করে।
* পাকস্থলীর আলসার ও ক্যানসারের জন্য দায়ী ব্যাকটেরিয়া হেলিকোব্যাক্টর পাইলোরি বৃদ্ধিতে বাধা দেয় এটি।
* ঠান্ডা, সর্দি-জ্বর উপশমে রসুন সহায়তা করে।
* রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধিতে রসুন খুবই উপকারী।
যেভাবে খাওয়া যায়
রসুন খেতে পারেন নানাভাবে—
* সকালে খালি পেটে রসুন চিবিয়ে খাওয়া যায়।
* একটু অলিভ তেলে একটি লেবু পাতাসহ রসুন কোয়া থেঁতলে নিয়ে সালাদে মিশিয়ে খেতে ভালো লাগবে।
* তরকারিতে মসলা হিসেবে রসুন খাওয়া যায়।
* গোটা রসুন মাংসে দিয়ে খাওয়া যায়। রসুনের ভর্তা আমাদের দেশে জনপ্রিয় খাবার।
পার্শ্বপ্রতিক্রিয়া
দিনে চার কোয়ার বেশি কাঁচা রসুন খেলে শরীরে কাটা চেরা থেকে রক্ত জমাট বাধায় কিছুটা সমস্যা দেখা দিতে পারে। যদিও এর আশঙ্কা খুবই কম, তবে কোনো কোনো অস্ত্রোপচারের অন্তত দশদিন আগে ও পরে রসুন খাওয়া কমিয়ে দিতে চিকিৎসকেরা পরামর্শ দিয়ে থাকেন।
মইনুল হাসান: ফ্রান্সপ্রবাসী গবেষক

বিস্ময়কর ঔষধি গুণ এবং সেই সঙ্গে খাদ্যে স্বাদ এবং ঘ্রাণ বৃদ্ধিতে রসুনের তুলনা খুব কম আছে! ভারতীয়, মিসরীয়, ব্যাবিলনীয়, গ্রিক, রোমান ও চীনা সভ্যতায় ওষুধ হিসেবে রসুন ব্যবহারের কথা জানা যায়। প্রথম দিকে রসুন শুধু বিভিন্ন অসুখ সারানোর জন্যই ব্যবহার হতো। দ্বিতীয় মহাযুদ্ধের সময় রাশিয়ান সেনাদের চিকিৎসার জন্য রসুনের ব্যাপক ব্যবহারে এর আরেকটি নাম হয়েছিল ‘রাশিয়ান পেনিসিলিন’। কারণ, রসুন ক্ষতিকর অণুজীব, ছত্রাক এবং এমনকি ভাইরাস দমনে অনেকটাই অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে।
রসুনের উপকারিতা:
রসুনের গুণের শেষ নেই। এর মধ্যে যেগুলোর কথা উল্লেখ করতেই হয়—
* বেশ কিছু ভিটামিন আছে এতে, আছে সেলেনিয়াম। এটি ক্যানসার প্রতিরোধে দারুণ কাজ করে।
* রসুনে আছে এলিসিন নামে খুবই চমৎকার একটি উপাদান। সে জন্য বিশেজ্ঞেরা হৃদ্পিণ্ডের শক্তিবর্ধক রসুনকে ‘সুপার ফুড’ আখ্যা দিয়েছেন।
* রসুন খারাপ কোলেস্টেরলের মাত্রা ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়ায়।
* এটি ত্বক ভালো রাখে। চেহারার রুক্ষতা দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, দীর্ঘদিন চেহারায় লাবণ্য ধরে রাখতে সাহায্য করে।
* অঙ্কুরোদ্গম হলে রসুনে বাড়তি অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়।
* বদহজম সারাতে এটি সহায়তা করে।
* পাকস্থলীর আলসার ও ক্যানসারের জন্য দায়ী ব্যাকটেরিয়া হেলিকোব্যাক্টর পাইলোরি বৃদ্ধিতে বাধা দেয় এটি।
* ঠান্ডা, সর্দি-জ্বর উপশমে রসুন সহায়তা করে।
* রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধিতে রসুন খুবই উপকারী।
যেভাবে খাওয়া যায়
রসুন খেতে পারেন নানাভাবে—
* সকালে খালি পেটে রসুন চিবিয়ে খাওয়া যায়।
* একটু অলিভ তেলে একটি লেবু পাতাসহ রসুন কোয়া থেঁতলে নিয়ে সালাদে মিশিয়ে খেতে ভালো লাগবে।
* তরকারিতে মসলা হিসেবে রসুন খাওয়া যায়।
* গোটা রসুন মাংসে দিয়ে খাওয়া যায়। রসুনের ভর্তা আমাদের দেশে জনপ্রিয় খাবার।
পার্শ্বপ্রতিক্রিয়া
দিনে চার কোয়ার বেশি কাঁচা রসুন খেলে শরীরে কাটা চেরা থেকে রক্ত জমাট বাধায় কিছুটা সমস্যা দেখা দিতে পারে। যদিও এর আশঙ্কা খুবই কম, তবে কোনো কোনো অস্ত্রোপচারের অন্তত দশদিন আগে ও পরে রসুন খাওয়া কমিয়ে দিতে চিকিৎসকেরা পরামর্শ দিয়ে থাকেন।
মইনুল হাসান: ফ্রান্সপ্রবাসী গবেষক

কর্মস্থলে জেনারেশন জেড (জেন জি)-দের নিয়ে আলোচনা ও সমালোচনা দেখা যায় বিস্তর। দীর্ঘদিন ধরে যে নিয়মে কর্মস্থলের কর্মীরা চলে আসছেন সেসব যেন সহজে মেনে নিতে পারেন না জেন-জি কর্মীরা। অনেকে জেন-জি প্রজন্মকে ‘চাকরির অযোগ্য’ বলেও অভিহিত করেন। এদিকে নতুন এক জরিপে দেখা গেছে, জেন-জিরা চাকরিকে ‘দীর্ঘমেয়াদি
৬ ঘণ্টা আগে
কলা আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় খুবই পরিচিত একটি ফল। কিন্তু সমস্যা একটাই—কলা খুব দ্রুত পেকে যায়, খোসা কালচে হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত নষ্ট হয়ে যায়। তবে একটু সচেতন হলে এবং কিছু সহজ কৌশল অনুসরণ করলে কলা প্রায় এক মাস পর্যন্ত টাটকা রাখা সম্ভব। এর মধ্যে কার্যকর ও সহজ উপায় হলো লবণপানিতে কলা ধুয়ে...
৮ ঘণ্টা আগে
বাজার চলতি কড়া রাসায়নিক উপাদানযুক্ত ডিশওয়াশিং লিকুইড দিয়ে বাসন মাজতে গিয়ে হাত আরও শুষ্ক ও খসখসে হয়ে যায়। অনেকের তো হাতের চামড়া উঠে যাওয়া বা অ্যালার্জির মতো সমস্যাও দেখা দিতে শুরু করে। এসব সমস্যা থেকে মুক্ত থাকতে ডিশওয়াশিং লিকুইডের কিছু প্রাকৃতিক বিকল্প রয়েছে। সেগুলো হাত শুকিয়ে যাওয়াসহ বিভিন্ন...
১০ ঘণ্টা আগে
যেসব বলিউড অভিনেত্রীকে আমরা আইকন মানি, তাঁদের রূপ রুটিনে চোখ রাখলে দেখা যায়, ঘরোয়া টোটকাই সেখানে রাজত্ব করছে। কৃতি শ্যাননের কথাই ধরুন। তাঁর মাখন কোমল ত্বকের রহস্য় লুকিয়ে আছে সাধারণ গ্লিসারিনের বোতলে। একটি সাক্ষাৎকারে কৃতি শ্যানন জানান, ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে গ্লিসারিন। তা ছাড়া এটি...
১২ ঘণ্টা আগে