ইমরান খান

একসময় খুব ভালো বন্ধু ছিলেন। কাঁধে কাঁধ মিলিয়ে বহু পথ হেঁটেছেন। টুকটাক খাবারটাও ভাগ করে খেয়েছেন। কিন্তু জীবনের বাস্তবতায় এখন আর যোগাযোগ নেই। আপন মনে বাল্যকাল, শিক্ষাজীবন ও কর্মক্ষেত্রের দিনগুলোর কথা ভাবলে নিশ্চয়ই এমন কিছু বন্ধুকে একনজরে মনে পড়বে। মনে পড়তে পারে সামান্য ভুল বোঝাবুঝি থেকে ভালো বন্ধুত্বের মাঝে দূরত্ব সৃষ্টির ঘটনাও।
বাল্যকালে নিজের অজান্তেই বাড়ির আশপাশের সমবয়সীদের সঙ্গে বন্ধুত্ব। কিন্ডারগার্টেন, প্রাথমিক বিদ্যালয়েও মিলেছে এমন বন্ধু। এদের সঙ্গে রয়েছে এক সঙ্গে খেলাধুলা, আনন্দ, চকলেট-আচার ভাগাভাগি কিংবা টুকটাক দ্বন্দ্বের স্মৃতি। অভিভাবকের কর্মক্ষেত্র পরিবর্তনসহ নানা কারণে বাসা ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিবর্তন হওয়ায় হারিয়ে গেছে এমন অনেক বন্ধু। নিজের ছোটবেলায় নাড়া পড়লে দেখবেন আপনার গল্পগুলোতে তাদেরও ছিল সমান ভাগ। নির্মম হলেও সত্য, তখন হারিয়ে ফেলা অনেককে হয়তো এখন দেখলেও চেনা যাবে না।
মাধ্যমিকের অনেক বন্ধু নিশ্চয়ই ছড়িয়ে পড়েছেন বিভিন্ন কলেজে, কলেজে সবাই জুটিয়ে নিয়েছে নতুন বন্ধু। তাঁরা হয়ে উঠেছেন পড়াশোনা, নানা সংগঠন, কৈশোরের নানা নিজস্ব গল্প কিংবা বিপদের একান্ত সহচর। বিশ্ববিদ্যালয়ে এসে দেখলেন এদের অনেকের সঙ্গেই নেই নিয়মিত যোগাযোগ, ক্যাম্পাসে নতুন বন্ধু নিয়ে কাটছে বিন্দাস জীবন।
কর্মজীবনে এসেছে নতুন ব্যস্ততা। এই জীবনে খাপ খাইয়ে নিতেই দিনের বেশির ভাগ সময় চলে যায়। আর কর্মক্ষেত্রে খুব কম সহপাঠীকে সহকর্মী হিসেবে পাওয়া যায়। এর মাঝে অনেকের সঙ্গে কমতে থাকে যোগাযোগ, বাড়ে দূরত্ব। সম্পর্কগুলোর যত্ন নেওয়ার সুযোগ খুব কমই মেলে। সব মিলে জীবনের বহু বন্ধু এত দূরে চলে যায়, অনেকের সঙ্গে হয়তো জীবনেও আর দেখা হবে না।

জীবনে চলার পথে এভাবে বন্ধুত্বের নবায়ন, কাছের মানুষের সংখ্যা বৃদ্ধির বিষয়টি বেশ ইতিবাচক। একই সঙ্গে প্রতিটি স্তরের বন্ধুত্বের ধারাটি ধরে রাখাও কিন্তু জীবনেরই অংশ। জীবনের যেকোনো কালের বন্ধুকেই হারাতে দেওয়ার মানেই জীবনের ডায়েরি থেকে কিছু পৃষ্ঠা ছিঁড়ে ফেলা। তবে চলার পথের বহু বন্ধু সময়ের প্রয়োজনে হারিয়ে যাবে, জীবনেও দেখা হবে না—এটাই বাস্তবতা।
তবে সকল ধাপের কিছু বন্ধুর সঙ্গে কিছুদিন পরপর হলেও যোগাযোগটা ধরে রাখা আবশ্যক। সরাসরি বাসায় যাওয়া, বাইরে সাক্ষাৎ ছাড়াও ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম, ভিডিও কলেও হতে পারে এই যোগাযোগ। করোনা বাস্তবতায় সরাসরি যোগাযোগে সমস্যা হলেও জীবন থেকে যাতে ‘বন্ধু’ হারিয়ে না যায়, সে ভাবনা কিন্তু থাকতেই হবে। আর ফেসবুকে মাঝে মাঝে ছবি দেখলে ‘ভালোই তো আছে’ না ভেবে খোঁজ নিন। জানতে চান ‘কেমন আছো বন্ধু?’
সব সময় যে অপর পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হবে—এই ধারণা না রাখাই উত্তম। বন্ধুর সঙ্গে যোগাযোগ করতে পারেন নিজে থেকেই, গল্প জমিয়ে ফিরে যেতে পারেন তখনকার সময়ে। দীর্ঘ বিরতি পড়ে গেলে নিজে থেকে আগ্রহী হয়ে দুচারবার যোগাযোগটা করেই দেখুন না। দেখবেন, হয়তো আপনার বন্ধুই এই যাত্রার বাকিটা পথ টেনে নেবে। আর অতীতের ভুল বোঝাবুঝি থাকলেও মিটিয়ে নিতে পারেন আজকের ‘বন্ধু দিবস’-এর সুবাদে। আর বেশ পুরোনো বন্ধুকে ফোন দিয়ে বন্ধু দিবসের শুভেচ্ছা জানিয়ে তাঁর অনুভূতিকে তাজা করে দেওয়ার সুযোগ তো থাকছেই।
আরও পড়ুন

একসময় খুব ভালো বন্ধু ছিলেন। কাঁধে কাঁধ মিলিয়ে বহু পথ হেঁটেছেন। টুকটাক খাবারটাও ভাগ করে খেয়েছেন। কিন্তু জীবনের বাস্তবতায় এখন আর যোগাযোগ নেই। আপন মনে বাল্যকাল, শিক্ষাজীবন ও কর্মক্ষেত্রের দিনগুলোর কথা ভাবলে নিশ্চয়ই এমন কিছু বন্ধুকে একনজরে মনে পড়বে। মনে পড়তে পারে সামান্য ভুল বোঝাবুঝি থেকে ভালো বন্ধুত্বের মাঝে দূরত্ব সৃষ্টির ঘটনাও।
বাল্যকালে নিজের অজান্তেই বাড়ির আশপাশের সমবয়সীদের সঙ্গে বন্ধুত্ব। কিন্ডারগার্টেন, প্রাথমিক বিদ্যালয়েও মিলেছে এমন বন্ধু। এদের সঙ্গে রয়েছে এক সঙ্গে খেলাধুলা, আনন্দ, চকলেট-আচার ভাগাভাগি কিংবা টুকটাক দ্বন্দ্বের স্মৃতি। অভিভাবকের কর্মক্ষেত্র পরিবর্তনসহ নানা কারণে বাসা ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিবর্তন হওয়ায় হারিয়ে গেছে এমন অনেক বন্ধু। নিজের ছোটবেলায় নাড়া পড়লে দেখবেন আপনার গল্পগুলোতে তাদেরও ছিল সমান ভাগ। নির্মম হলেও সত্য, তখন হারিয়ে ফেলা অনেককে হয়তো এখন দেখলেও চেনা যাবে না।
মাধ্যমিকের অনেক বন্ধু নিশ্চয়ই ছড়িয়ে পড়েছেন বিভিন্ন কলেজে, কলেজে সবাই জুটিয়ে নিয়েছে নতুন বন্ধু। তাঁরা হয়ে উঠেছেন পড়াশোনা, নানা সংগঠন, কৈশোরের নানা নিজস্ব গল্প কিংবা বিপদের একান্ত সহচর। বিশ্ববিদ্যালয়ে এসে দেখলেন এদের অনেকের সঙ্গেই নেই নিয়মিত যোগাযোগ, ক্যাম্পাসে নতুন বন্ধু নিয়ে কাটছে বিন্দাস জীবন।
কর্মজীবনে এসেছে নতুন ব্যস্ততা। এই জীবনে খাপ খাইয়ে নিতেই দিনের বেশির ভাগ সময় চলে যায়। আর কর্মক্ষেত্রে খুব কম সহপাঠীকে সহকর্মী হিসেবে পাওয়া যায়। এর মাঝে অনেকের সঙ্গে কমতে থাকে যোগাযোগ, বাড়ে দূরত্ব। সম্পর্কগুলোর যত্ন নেওয়ার সুযোগ খুব কমই মেলে। সব মিলে জীবনের বহু বন্ধু এত দূরে চলে যায়, অনেকের সঙ্গে হয়তো জীবনেও আর দেখা হবে না।

জীবনে চলার পথে এভাবে বন্ধুত্বের নবায়ন, কাছের মানুষের সংখ্যা বৃদ্ধির বিষয়টি বেশ ইতিবাচক। একই সঙ্গে প্রতিটি স্তরের বন্ধুত্বের ধারাটি ধরে রাখাও কিন্তু জীবনেরই অংশ। জীবনের যেকোনো কালের বন্ধুকেই হারাতে দেওয়ার মানেই জীবনের ডায়েরি থেকে কিছু পৃষ্ঠা ছিঁড়ে ফেলা। তবে চলার পথের বহু বন্ধু সময়ের প্রয়োজনে হারিয়ে যাবে, জীবনেও দেখা হবে না—এটাই বাস্তবতা।
তবে সকল ধাপের কিছু বন্ধুর সঙ্গে কিছুদিন পরপর হলেও যোগাযোগটা ধরে রাখা আবশ্যক। সরাসরি বাসায় যাওয়া, বাইরে সাক্ষাৎ ছাড়াও ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম, ভিডিও কলেও হতে পারে এই যোগাযোগ। করোনা বাস্তবতায় সরাসরি যোগাযোগে সমস্যা হলেও জীবন থেকে যাতে ‘বন্ধু’ হারিয়ে না যায়, সে ভাবনা কিন্তু থাকতেই হবে। আর ফেসবুকে মাঝে মাঝে ছবি দেখলে ‘ভালোই তো আছে’ না ভেবে খোঁজ নিন। জানতে চান ‘কেমন আছো বন্ধু?’
সব সময় যে অপর পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হবে—এই ধারণা না রাখাই উত্তম। বন্ধুর সঙ্গে যোগাযোগ করতে পারেন নিজে থেকেই, গল্প জমিয়ে ফিরে যেতে পারেন তখনকার সময়ে। দীর্ঘ বিরতি পড়ে গেলে নিজে থেকে আগ্রহী হয়ে দুচারবার যোগাযোগটা করেই দেখুন না। দেখবেন, হয়তো আপনার বন্ধুই এই যাত্রার বাকিটা পথ টেনে নেবে। আর অতীতের ভুল বোঝাবুঝি থাকলেও মিটিয়ে নিতে পারেন আজকের ‘বন্ধু দিবস’-এর সুবাদে। আর বেশ পুরোনো বন্ধুকে ফোন দিয়ে বন্ধু দিবসের শুভেচ্ছা জানিয়ে তাঁর অনুভূতিকে তাজা করে দেওয়ার সুযোগ তো থাকছেই।
আরও পড়ুন

কৈশোর পেরিয়ে তারুণ্যে পা রাখা এক অদ্ভুত সুন্দর সময়। এ নিয়ে কত কবিতা, কত গান! তবে এই পরিবর্তনটাও জীবনের ‘একটু ভুল’ হয়ে যাওয়ার সময়। কৈশোরের গণ্ডি পেরিয়ে তারুণ্যে পা রাখার সময়টিতে ছেলেমেয়েদের জীবনে শারীরিক ও মানসিক অনেক পরিবর্তন আসে। এ সময়েই তারা ডেটিং বা রোমান্টিক সম্পর্কের প্রতি আগ্রহী হয়ে ওঠে...
২ ঘণ্টা আগে
বেশি ভ্রমণ করা দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। পুরো দেশটিকে পর্যটকদের জন্য বিভিন্নভাবে সাজিয়েছে সে দেশের সরকার। কিন্তু গত বছর থেকে রাজনৈতিক অবস্থা এবং বর্তমান সরকারের কর-সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্তের কারণে জনপ্রিয়তা হারানো শুরু করেছে যুক্তরাষ্ট্রে ভ্রমণের বিষয়টি...
৪ ঘণ্টা আগে
সামনেই বসন্ত। আর আপনি? ৪০টি বসন্ত পার করে এসেছেন। এখন আপনার মধ্য়ে তরুণীসুলভ ভাব নেই, দারুণ কিছুতেও খুব নিয়ন্ত্রিত আবেগ দেখান। স্বাধীন, আত্মবিশ্বাসী ও জীবনকে নিয়ন্ত্রণে রাখার দুনিয়ায় আপনাকে স্বাগতম।
৬ ঘণ্টা আগে
বাজারে ও ফলের দোকানে পাওয়া যায় শাকালু। এটি সবজি না ফল, তা নিয়ে অনেকের মধ্যে দ্বিধা আছে। কিন্তু যে বিষয়ে দ্বিধা নেই তা হলো, এটি রান্না করে খাওয়া যায়। আবার সালাদ হিসেবেও খাওয়া যায়। আপনাদের জন্য শাকালু দিয়ে তৈরি দুই রকমের সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৬ ঘণ্টা আগে