রিক্তা রিচি, ঢাকা

ঘরের দুর্গন্ধ দূর করতে আমরা এয়ার ফ্রেশনার ব্যবহার করি। এগুলো ভালো কাজ করলেও কখনো কখনো অস্বস্তি তৈরি করে। কারণ, অধিকাংশ এয়ার ফ্রেশনারে কৃত্রিম উপাদান ব্যবহার করা হয়, যা থেকে মাথাব্যথা, শ্বাসকষ্ট হতে পারে। ঘরে থাকা জিনিসেই ঘর সুরভিত রাখা যায়।
কফি
কফি পান করলে যেমন শরীর সতেজ হয়, তেমনি কফির দানা ঘরে রাখলেও ঘর সুরভিত থাকে। কিছু কফির দানা গুঁড়া করে নিন। এগুলো একটি বাটিতে নিয়ে ঘরের এক কোণে রেখে দিন। আপত্তিকর দুর্গন্ধ সহজেই দূর হবে। ময়লার ব্যাগের নিচেও কফির গুঁড়া রেখে দিতে পারেন। দুর্গন্ধ থাকবে না।
লেবু
রান্নাঘর কিংবা পুরো ঘরের দুর্গন্ধ দূর করবে লেবু। একটি লেবু দুই টুকরো করে কেটে তা ওভেনে বেক করুন। বেক শেষে ওভেন বন্ধ করে তার দরজা খুলে দিন। পুরো ঘরে সুগন্ধ ছড়িয়ে পড়বে।
বেকিং সোডা
কার্পেট, কাপড় কিংবা ঘর সাজানোর সামগ্রীর দুর্গন্ধ দূর করতে বেকিং সোডা ব্যবহার করতে পারেন। এগুলোর ওপর কিছুটা ভিনেগার ছিটিয়ে সারা রাত রেখে দিন। সকালে ভালোভাবে পরিষ্কার করে ফেলুন।
ভিনেগার
একটি খালি স্প্রের বোতলে এক ভাগ সাদা ভিনেগার ও চার ভাগ পানি মিশিয়ে নিন। এই পানি ঘরে স্প্রে করলে দুর্গন্ধ দূর হবে। একটি বাটিতে খানিকটা ভিনেগার নিয়ে রান্নাঘরের এক কোণে রাখলেও ঘর গন্ধমুক্ত থাকবে।
লেবু পাতা ও কমলার খোসা
ঘর সুরভিত ও সতেজ রাখতে সাহায্য করে লেবুপাতা ও কমলার শুকনো খোসা। এই দুটি উপাদান রুম ফ্রেশনার হিসেবে ভালো কাজ করে। চন্দন গুঁড়ার সঙ্গে শুকনো নিমপাতা মিশিয়ে আলমারির এক কোনায় রেখে দিতে পারেন। এতে ঘরে সুগন্ধ ছড়াবে। এ ছাড়া ঘর সুরভিত রাখতে রজনিগন্ধা অথবা বেলিফুল রাখতে পারেন।
দারুচিনি ও তেজপাতার ব্যবহার
দারুচিনি, এলাচ ও তেজপাতা ব্যবহার করে ঘর সুগন্ধযুক্ত রাখতে পারেন। দারুচিনি, এলাচ ও তেজপাতা পানিতে ভালো করে ফুটিয়ে নিন। পানি ফুটে গেলে আঁচ কমিয়ে কিছুক্ষণ চুলায় রেখে দিন। সারা ঘরে মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়বে।
পরিষ্কার-পরিচ্ছন্নতা
ঘর সতেজ রাখতে পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখুন। বৃষ্টির দিনগুলোয় মেঝেতে থাকা কার্পেট তুলে ফেলুন। নয়তো ঘর স্যাঁতসেঁতে হয়ে যাবে।

ঘরের দুর্গন্ধ দূর করতে আমরা এয়ার ফ্রেশনার ব্যবহার করি। এগুলো ভালো কাজ করলেও কখনো কখনো অস্বস্তি তৈরি করে। কারণ, অধিকাংশ এয়ার ফ্রেশনারে কৃত্রিম উপাদান ব্যবহার করা হয়, যা থেকে মাথাব্যথা, শ্বাসকষ্ট হতে পারে। ঘরে থাকা জিনিসেই ঘর সুরভিত রাখা যায়।
কফি
কফি পান করলে যেমন শরীর সতেজ হয়, তেমনি কফির দানা ঘরে রাখলেও ঘর সুরভিত থাকে। কিছু কফির দানা গুঁড়া করে নিন। এগুলো একটি বাটিতে নিয়ে ঘরের এক কোণে রেখে দিন। আপত্তিকর দুর্গন্ধ সহজেই দূর হবে। ময়লার ব্যাগের নিচেও কফির গুঁড়া রেখে দিতে পারেন। দুর্গন্ধ থাকবে না।
লেবু
রান্নাঘর কিংবা পুরো ঘরের দুর্গন্ধ দূর করবে লেবু। একটি লেবু দুই টুকরো করে কেটে তা ওভেনে বেক করুন। বেক শেষে ওভেন বন্ধ করে তার দরজা খুলে দিন। পুরো ঘরে সুগন্ধ ছড়িয়ে পড়বে।
বেকিং সোডা
কার্পেট, কাপড় কিংবা ঘর সাজানোর সামগ্রীর দুর্গন্ধ দূর করতে বেকিং সোডা ব্যবহার করতে পারেন। এগুলোর ওপর কিছুটা ভিনেগার ছিটিয়ে সারা রাত রেখে দিন। সকালে ভালোভাবে পরিষ্কার করে ফেলুন।
ভিনেগার
একটি খালি স্প্রের বোতলে এক ভাগ সাদা ভিনেগার ও চার ভাগ পানি মিশিয়ে নিন। এই পানি ঘরে স্প্রে করলে দুর্গন্ধ দূর হবে। একটি বাটিতে খানিকটা ভিনেগার নিয়ে রান্নাঘরের এক কোণে রাখলেও ঘর গন্ধমুক্ত থাকবে।
লেবু পাতা ও কমলার খোসা
ঘর সুরভিত ও সতেজ রাখতে সাহায্য করে লেবুপাতা ও কমলার শুকনো খোসা। এই দুটি উপাদান রুম ফ্রেশনার হিসেবে ভালো কাজ করে। চন্দন গুঁড়ার সঙ্গে শুকনো নিমপাতা মিশিয়ে আলমারির এক কোনায় রেখে দিতে পারেন। এতে ঘরে সুগন্ধ ছড়াবে। এ ছাড়া ঘর সুরভিত রাখতে রজনিগন্ধা অথবা বেলিফুল রাখতে পারেন।
দারুচিনি ও তেজপাতার ব্যবহার
দারুচিনি, এলাচ ও তেজপাতা ব্যবহার করে ঘর সুগন্ধযুক্ত রাখতে পারেন। দারুচিনি, এলাচ ও তেজপাতা পানিতে ভালো করে ফুটিয়ে নিন। পানি ফুটে গেলে আঁচ কমিয়ে কিছুক্ষণ চুলায় রেখে দিন। সারা ঘরে মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়বে।
পরিষ্কার-পরিচ্ছন্নতা
ঘর সতেজ রাখতে পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখুন। বৃষ্টির দিনগুলোয় মেঝেতে থাকা কার্পেট তুলে ফেলুন। নয়তো ঘর স্যাঁতসেঁতে হয়ে যাবে।

বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি প্রদর্শনী কনজ্যুমার ইলেকট্রনিকস শো বা সিইএস- ২০২৬ আবারও প্রমাণ করল, ভবিষ্যৎ শুধু কল্পনায় সীমাবদ্ধ নেই। তা আমাদের ঘরে ঢুকে পড়ছে। এবারের প্রদর্শনীতে এমন কিছু ঘরোয়া প্রযুক্তিপণ্য প্রদর্শিত হয়েছে, যেগুলো প্রতিদিনের কাজ শুধু সহজ নয়, অনেক ক্ষেত্রে প্রায় স্বয়ংক্রিয় করে তুলতে
৬ ঘণ্টা আগে
যদি পাকা টুকটুকে লাল টমেটো থাকে হাতের কাছে, তাহলে এই মৌসুমে ত্বক নিয়ে বাড়তি ভাবনা থাকবে না। সেধে সেধে রোদে গিয়ে দাঁড়িয়ে বাড়ি ফিরে মন খারাপ করে বসে আছেন? শীতকালের রোদেও তো ত্বক পোড়ে। টমেটো থেঁতলে ত্বকে ঘষে নিলেই সমস্যা মিটে যাবে। শুধু তাই নয়, আরও নানান সমস্যা সমাধান করবে টমেটো। সবজিটির এই এক সুবিধা।
৭ ঘণ্টা আগে
ফুলকপির মৌসুমে প্রায় রোজই নানান পদে এই সবজি ব্যবহার করি আমরা। সেসব তো থাকবেই। এবার একটু অন্যরকমে আচারি ফুলকপি রেঁধে দেখুন। আপনাদের জন্য আচারি ফুলকপির রেসিপি
৯ ঘণ্টা আগে
জীবনে আমরা প্রায়ই এমন কিছু লক্ষ্য তাড়া করি, যেগুলো আসলে যতটা না জরুরি, তার চেয়ে বেশি আমাদের ওপর চাপিয়ে দেওয়া। অতিমূল্যায়িত বা ওভাররেটেড লক্ষ্য এবং তার পরিবর্তে যা করা উচিত, সে সম্পর্কে আমাদের সঠিক ধারণা থাকতে হবে। তা না হলে জীবনে সাফল্যের চেয়ে ব্যর্থতার পাল্লা সব সময় ভারী থাকবে। কারণ জীবন কোনো...
১৩ ঘণ্টা আগে