ফিচার ডেস্ক

ফ্রিজে মাঝে মাঝে বরফ এত বেশি জমাট বাঁধে যে সেগুলো দেখতে গুহার মতো লাগে। ফলে ফ্রিজের ভেতরের জায়গা কমে যায়, খাবার ঠিকমতো সংরক্ষণ করা যায় না, মেশিনের কাজের দক্ষতা কমে যায় এবং বিদ্যুতের বিল বাড়ে।
সাধারণত বেশির ভাগ ফ্রিজে একটা ডিফ্রস্ট বোতাম থাকে, যা দিয়ে বরফ ঝরানো যায়। কিন্তু অনেক পুরোনো বা সস্তা ফ্রিজারে এই ফিচার থাকে না। তাহলে কী করবেন?
এই সমস্যার সমাধান পেতে পারেন ৭টি সহজ, নিরাপদ ও কার্যকর উপায়ে।
ফ্রিজারের প্লাগ খুলে সব খাবার সরিয়ে নিন
প্রথম কাজ হলো নিরাপত্তার জন্য ফ্রিজের প্লাগ খুলে দেওয়া। এরপর ভেতরের খাবারগুলো দ্রুত অন্য কোনো কুলার ব্যাগে রাখুন, যাতে ঠান্ডা থাকে। এতে খাবার নষ্ট হওয়ার আশঙ্কা কমে। কিছুক্ষণ রাখলে ফ্রিজারের বরফ গলতে শুরু করবে।
গরম পানি দিয়ে ভাপ তৈরি করুন
পানি ফুটিয়ে গরম করে একটি বাটিতে ঢেলে ফ্রিজারের ভেতরে রেখে দরজা বন্ধ করে দিন। গরম পানির ভাপ জমাট বাঁধা বরফ গলতে সাহায্য করে। তারপর ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করুন। তবে খেয়াল রাখবেন, পানি যেন পড়ে না যায়।
প্লাস্টিক বা কাঠের চামচ দিয়ে ধীরে ধীরে বরফ তুলে নিন
বরফ নরম হয়ে গেলে প্লাস্টিকের বা কাঠের চামচ দিয়ে ধীরে ধীরে বরফ তুলে নিন। কখনো ধাতব ছুরি বা শক্ত কোনো জিনিস ব্যবহার করবেন না। তাতে ভেতরের পলিমার বা কুণ্ডলী ক্ষতিগ্রস্ত হতে পারে।
হেয়ার ড্রায়ার ব্যবহার করুন
হেয়ার ড্রায়ারকে মাঝারি বা ন্যূনতম তাপমাত্রায় চালিয়ে জমা বরফের ওপর গরম বাতাস দিন। বরফ গলতে শুরু করলে তা সরিয়ে নিন। সাবধানতা অবলম্বন করুন, যেন পানিকে ড্রায়ার স্পর্শ না করে। এতে পরবর্তী সময়ে বৈদ্যুতিক সমস্যা তৈরি করতে পারে।
তোয়ালে গরম পানি দিয়ে ভিজিয়ে নিয়ে বরফের ওপর ঢেকে দিন
গরম পানি দিয়ে মোটা তোয়ালে ভিজিয়ে, অতিরিক্ত পানি বরফের ওপর ঢেকে ৫ থেকে ১০ মিনিট রাখুন। গরম তোয়ালে বরফ গলতে সহায়তা করবে।

ফ্যান দিয়ে গরম বাতাস প্রবাহিত করুন
যদি হেয়ার ড্রায়ার ব্যবহার করতে অসুবিধা হয়, তবে ফ্রিজারের দরজা খোলা রেখে ফ্যান দিয়ে গরম বাতাস দিন। এতে বরফ ধীরে ধীরে গলে যাবে।
বরফ ঝরানোর পর করণীয়

ফ্রিজের ভেতর জমে থাকা বরফ শুধু জায়গা কমায় না, বিদ্যুতের খরচ বাড়ায় এবং ফ্রিজারের আয়ু কমিয়ে দেয়। তবে ভয় পাওয়ার কিছু নেই। এই সহজ ঘরোয়া উপায়গুলো প্রয়োগ করলেই ডিফ্রস্ট বোতাম ছাড়া বরফ ঝরানো সম্ভব। সঠিক নিয়মে পরিষ্কার করলে আপনার ফ্রিজ দীর্ঘদিন ভালোভাবে কাজ করবে এবং খাবার থাকবে তাজা ও নিরাপদ।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ফ্রিজে মাঝে মাঝে বরফ এত বেশি জমাট বাঁধে যে সেগুলো দেখতে গুহার মতো লাগে। ফলে ফ্রিজের ভেতরের জায়গা কমে যায়, খাবার ঠিকমতো সংরক্ষণ করা যায় না, মেশিনের কাজের দক্ষতা কমে যায় এবং বিদ্যুতের বিল বাড়ে।
সাধারণত বেশির ভাগ ফ্রিজে একটা ডিফ্রস্ট বোতাম থাকে, যা দিয়ে বরফ ঝরানো যায়। কিন্তু অনেক পুরোনো বা সস্তা ফ্রিজারে এই ফিচার থাকে না। তাহলে কী করবেন?
এই সমস্যার সমাধান পেতে পারেন ৭টি সহজ, নিরাপদ ও কার্যকর উপায়ে।
ফ্রিজারের প্লাগ খুলে সব খাবার সরিয়ে নিন
প্রথম কাজ হলো নিরাপত্তার জন্য ফ্রিজের প্লাগ খুলে দেওয়া। এরপর ভেতরের খাবারগুলো দ্রুত অন্য কোনো কুলার ব্যাগে রাখুন, যাতে ঠান্ডা থাকে। এতে খাবার নষ্ট হওয়ার আশঙ্কা কমে। কিছুক্ষণ রাখলে ফ্রিজারের বরফ গলতে শুরু করবে।
গরম পানি দিয়ে ভাপ তৈরি করুন
পানি ফুটিয়ে গরম করে একটি বাটিতে ঢেলে ফ্রিজারের ভেতরে রেখে দরজা বন্ধ করে দিন। গরম পানির ভাপ জমাট বাঁধা বরফ গলতে সাহায্য করে। তারপর ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করুন। তবে খেয়াল রাখবেন, পানি যেন পড়ে না যায়।
প্লাস্টিক বা কাঠের চামচ দিয়ে ধীরে ধীরে বরফ তুলে নিন
বরফ নরম হয়ে গেলে প্লাস্টিকের বা কাঠের চামচ দিয়ে ধীরে ধীরে বরফ তুলে নিন। কখনো ধাতব ছুরি বা শক্ত কোনো জিনিস ব্যবহার করবেন না। তাতে ভেতরের পলিমার বা কুণ্ডলী ক্ষতিগ্রস্ত হতে পারে।
হেয়ার ড্রায়ার ব্যবহার করুন
হেয়ার ড্রায়ারকে মাঝারি বা ন্যূনতম তাপমাত্রায় চালিয়ে জমা বরফের ওপর গরম বাতাস দিন। বরফ গলতে শুরু করলে তা সরিয়ে নিন। সাবধানতা অবলম্বন করুন, যেন পানিকে ড্রায়ার স্পর্শ না করে। এতে পরবর্তী সময়ে বৈদ্যুতিক সমস্যা তৈরি করতে পারে।
তোয়ালে গরম পানি দিয়ে ভিজিয়ে নিয়ে বরফের ওপর ঢেকে দিন
গরম পানি দিয়ে মোটা তোয়ালে ভিজিয়ে, অতিরিক্ত পানি বরফের ওপর ঢেকে ৫ থেকে ১০ মিনিট রাখুন। গরম তোয়ালে বরফ গলতে সহায়তা করবে।

ফ্যান দিয়ে গরম বাতাস প্রবাহিত করুন
যদি হেয়ার ড্রায়ার ব্যবহার করতে অসুবিধা হয়, তবে ফ্রিজারের দরজা খোলা রেখে ফ্যান দিয়ে গরম বাতাস দিন। এতে বরফ ধীরে ধীরে গলে যাবে।
বরফ ঝরানোর পর করণীয়

ফ্রিজের ভেতর জমে থাকা বরফ শুধু জায়গা কমায় না, বিদ্যুতের খরচ বাড়ায় এবং ফ্রিজারের আয়ু কমিয়ে দেয়। তবে ভয় পাওয়ার কিছু নেই। এই সহজ ঘরোয়া উপায়গুলো প্রয়োগ করলেই ডিফ্রস্ট বোতাম ছাড়া বরফ ঝরানো সম্ভব। সঠিক নিয়মে পরিষ্কার করলে আপনার ফ্রিজ দীর্ঘদিন ভালোভাবে কাজ করবে এবং খাবার থাকবে তাজা ও নিরাপদ।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আপনার চুল কি শুষ্ক, কোঁকড়া ও প্রাণহীন হয়ে পড়ছে? তাহলে নারকেল দুধ ব্যবহার করে দেখতে পারে। এটি ভিটামিন, খনিজ ও ফ্যাটি অ্যাসিডে ভরপুর। অ্যালোভেরা, ডিম এবং দইয়ের মতো অন্যান্য প্রাকৃতিক উপাদানের সঙ্গে মিশিয়ে নিলে নারকেল দুধ আপনার চুলের হারানো স্বাস্থ্য ফিরিয়ে দিতে পারে। এতে চুল হবে রেশমি ও তরতাজা।
৭ ঘণ্টা আগে
জেন-জি প্রজন্মের কাছে অর্থ উপার্জনের সংজ্ঞা বদলে গেছে। তারা এখন আর ৯ টা-৫টার নিয়ম বেঁধে চাকরি করতে চান না; বিশেষ করে এখন ফ্রিল্যান্সার হিসেবে কাজের সুযোগ বাড়ায় এই মনোভাব দিন দিন আরও দৃঢ় হচ্ছে। এই প্রজন্ম মূলত একাডেমিক জীবনের শেষে করোনা মহামারির সময় কর্মক্ষেত্রে প্রবেশ করে। অর্থাৎ, এই প্রজন্মের প্রথম
৯ ঘণ্টা আগে
এই মৌসুমে আমাদের অনেকের হাতের আঙুলের ডগা, কিউটিকল এবং নখের চারপাশের ত্বক থেকে চামড়া ওঠে। সাধারণত কয়েক দিনের মধ্যে এগুলো নিজে থেকে সেরে যায়। তবে কারও কারও ক্ষেত্রে এটি মৌসুমি নয়, বরং দীর্ঘমেয়াদি সমস্যা। চামড়া উঠতে উঠতে একেবারে রক্তও বের হয় অনেক সময়। কিন্তু সহজে সারে না।
১০ ঘণ্টা আগে
আমাদের মতো গ্রীষ্মপ্রধান দেশে রোদে পোড়া বা ‘সানবার্ন’ খুবই পরিচিত সমস্যা। তবে আমরা অনেকে জানি না যে সাধারণ এই রোদে পোড়া দাগ যখন চরমে পৌঁছায়, তখন তাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ‘সান পয়জনিং’ বলা হয়।
১৩ ঘণ্টা আগে