
হুল্লোড়ে বোঝা না গেলেও ভ্রমণে ত্বকের ক্ষতি হয় বেশ খানিকটা। ভ্রমণকালে কোন প্রসাধনী সঙ্গে যাবে আর কেমন হবে ভ্রমণে মেকআপ, তা জানিয়েছেন রূপবিশেষজ্ঞ শারমিন কচি। লিখেছেন সানজিদা সামরিন।
প্রতিদিনের মতো ভ্রমণকালে দীর্ঘ সময় নিয়ে সৌন্দর্যচর্চা হয়তো সম্ভব নয়। তাই বলে ভ্রমণে ত্বক, চুল ইত্যাদির যত্ন হবে না, তা হয় না। সারা দিন রোদে থাকা, পর্যাপ্ত পানি পানের সুযোগের অভাব, হঠাৎ করে স্বাভাবিকের চেয়ে বেশি পরিশ্রম—এগুলো কিন্তু ত্বকে, চুলে প্রভাব ফেলে। এক-আধদিন হলে সেগুলো উপেক্ষা করা যায়। কিন্তু কয়েক দিন উপেক্ষা করাটা কঠিন। তাতে ত্বক বা চুলের কিছুটা স্থায়ী ক্ষতি হয়ে
যেতে পারে।

মেকআপের টুকিটাকি
ভ্রমণের সময়টা যদি সকালে হয় তাহলে ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে আইস থেরাপি নিতে হবে। কারণ এ সময়টাতে সকালের দিকে একটু গরম পড়ে। ফলে বাইরে ঘোরাঘুরির সময় ত্বক যাতে গরম না হয়ে যায়, সে জন্য পাতলা কাপড়ে বরফ পেঁচিয়ে মুখে পাঁচ মিনিট ঘষে নিতে হবে।
হোটেল, রিসোর্ট, হোমস্টে যেখানেই থাকুন, যদি বরফ না পাওয়া যায় সে ক্ষেত্রে ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে মুখ ধুতে হবে। এরপর মুখ মুছে টোনার ব্যবহার করে অল্প ময়েশ্চারাইজার লাগাতে হবে।
আর ময়েশ্চারাইজার ব্যবহার করতে না চাইলে সরাসরি সান প্রোটেক্টেড ক্রিম লাগালেও চলবে। যাঁদের ত্বক তৈলাক্ত, তাঁরা ত্বকে হালকা ময়েশ্চারাইজার লাগিয়ে সান প্রোটেক্টেড পাউডার বুলিয়ে নিতে পারেন। এতে করে ত্বক রোদে পুড়ে ক্ষতিগ্রস্ত হবে না। তবে ব্যাগে অবশ্যই ক্লিনজার নিতে হবে। কারণ সানস্ক্রিন দুই থেকে আড়াই ঘণ্টা পর কার্যকারিতা হারায় এবং এর পার্শ্বপ্রতিক্রিয়া শুরু হতে থাকে। তাই সানস্ক্রিন লাগানোর পর সময়মতো তা ধুয়ে প্রয়োজনে আবার লাগাতে হবে।
ভ্রমণের বেলায় ‘নো মেকআপ’ লুকটাই গুরুত্বপূর্ণ। আর প্রসাধনী ব্যবহার করলেও ফেস পাউডার, হোয়াইট পাউডার বা প্রেস পাউডারজাতীয় প্রসাধনী ব্যবহার করাই ভালো।

কারণ বিবি ক্রিম, ফাউন্ডেশন এগুলো একটু তৈলাক্ত। ফলে বাইরের ধুলাবালি ত্বকে লেগে থাকার আশঙ্কা বেশি থাকে; যা পরে র্যাশ ও ব্রণ সৃষ্টি করতে পারে। পাউডার তুলনামূলক কম ঝুঁকির প্রসাধনী।
সন্ধ্যায় বারবিকিউ পার্টির আয়োজন—মেকআপ করতে চাইলে মাসকারা ও ম্যাট লিপস্টিক ব্যবহার করা যেতে পারে। ফটোগ্রাফি লুকের জন্য হালকা পিংক ব্লাশন ব্যবহার করা যেতে পারে। তবে ট্রেকিংয়ে সানস্ক্রিন ছাড়া কোনো ধরনের প্রসাধনী ব্যবহার করার দরকার নেই। কারণ ক্লান্তি দূর করতে মুখ-হাত ধোয়ার ব্যাপার রয়েছে।
সারা দিন পর সন্ধ্যায় হোটেলে ফেরার পর চুল ভালোভাবে শ্যাম্পু করে বেশি পরিমাণে কন্ডিশনার লাগিয়ে পাঁচ মিনিট পর ধুয়ে নিতে হবে। চুলের কথা খুব গুরুত্বসহকারে মনে রাখতে হবে। কারণ বেশির ভাগেরই ভ্রমণ শেষে চুলের রুক্ষতার সমস্যা দেখা দেয়। ফলে যে কদিন বাড়ির বাইরে থাকবেন, সেই কদিন চুলের যত্নের জন্য কোমল শ্যাম্পু ও ভালো কন্ডিশনার ব্যাগে পুরে নিন। ব্যাকপ্যাকে সব সময় ছোট একটা স্কার্ফ রাখুন। বাসে, ট্রেনে বা ধুলোময় স্থানে ঘুরে বেড়ানোর সময় চুল স্কার্ফ দিয়ে ঢেকে নিন। এতে ধুলা-ময়লা ও রোদের প্রকোপ থেকে বাঁচবে চুল।
সঙ্গে নেবেন যা
যা মানা দরকার
সুযোগ পেলেই জিরিয়ে নিন এবং চোখ-মুখ পানি দিয়ে পরিষ্কার করুন। তাতে ত্বকে ময়লা কম জমবে।

হুল্লোড়ে বোঝা না গেলেও ভ্রমণে ত্বকের ক্ষতি হয় বেশ খানিকটা। ভ্রমণকালে কোন প্রসাধনী সঙ্গে যাবে আর কেমন হবে ভ্রমণে মেকআপ, তা জানিয়েছেন রূপবিশেষজ্ঞ শারমিন কচি। লিখেছেন সানজিদা সামরিন।
প্রতিদিনের মতো ভ্রমণকালে দীর্ঘ সময় নিয়ে সৌন্দর্যচর্চা হয়তো সম্ভব নয়। তাই বলে ভ্রমণে ত্বক, চুল ইত্যাদির যত্ন হবে না, তা হয় না। সারা দিন রোদে থাকা, পর্যাপ্ত পানি পানের সুযোগের অভাব, হঠাৎ করে স্বাভাবিকের চেয়ে বেশি পরিশ্রম—এগুলো কিন্তু ত্বকে, চুলে প্রভাব ফেলে। এক-আধদিন হলে সেগুলো উপেক্ষা করা যায়। কিন্তু কয়েক দিন উপেক্ষা করাটা কঠিন। তাতে ত্বক বা চুলের কিছুটা স্থায়ী ক্ষতি হয়ে
যেতে পারে।

মেকআপের টুকিটাকি
ভ্রমণের সময়টা যদি সকালে হয় তাহলে ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে আইস থেরাপি নিতে হবে। কারণ এ সময়টাতে সকালের দিকে একটু গরম পড়ে। ফলে বাইরে ঘোরাঘুরির সময় ত্বক যাতে গরম না হয়ে যায়, সে জন্য পাতলা কাপড়ে বরফ পেঁচিয়ে মুখে পাঁচ মিনিট ঘষে নিতে হবে।
হোটেল, রিসোর্ট, হোমস্টে যেখানেই থাকুন, যদি বরফ না পাওয়া যায় সে ক্ষেত্রে ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে মুখ ধুতে হবে। এরপর মুখ মুছে টোনার ব্যবহার করে অল্প ময়েশ্চারাইজার লাগাতে হবে।
আর ময়েশ্চারাইজার ব্যবহার করতে না চাইলে সরাসরি সান প্রোটেক্টেড ক্রিম লাগালেও চলবে। যাঁদের ত্বক তৈলাক্ত, তাঁরা ত্বকে হালকা ময়েশ্চারাইজার লাগিয়ে সান প্রোটেক্টেড পাউডার বুলিয়ে নিতে পারেন। এতে করে ত্বক রোদে পুড়ে ক্ষতিগ্রস্ত হবে না। তবে ব্যাগে অবশ্যই ক্লিনজার নিতে হবে। কারণ সানস্ক্রিন দুই থেকে আড়াই ঘণ্টা পর কার্যকারিতা হারায় এবং এর পার্শ্বপ্রতিক্রিয়া শুরু হতে থাকে। তাই সানস্ক্রিন লাগানোর পর সময়মতো তা ধুয়ে প্রয়োজনে আবার লাগাতে হবে।
ভ্রমণের বেলায় ‘নো মেকআপ’ লুকটাই গুরুত্বপূর্ণ। আর প্রসাধনী ব্যবহার করলেও ফেস পাউডার, হোয়াইট পাউডার বা প্রেস পাউডারজাতীয় প্রসাধনী ব্যবহার করাই ভালো।

কারণ বিবি ক্রিম, ফাউন্ডেশন এগুলো একটু তৈলাক্ত। ফলে বাইরের ধুলাবালি ত্বকে লেগে থাকার আশঙ্কা বেশি থাকে; যা পরে র্যাশ ও ব্রণ সৃষ্টি করতে পারে। পাউডার তুলনামূলক কম ঝুঁকির প্রসাধনী।
সন্ধ্যায় বারবিকিউ পার্টির আয়োজন—মেকআপ করতে চাইলে মাসকারা ও ম্যাট লিপস্টিক ব্যবহার করা যেতে পারে। ফটোগ্রাফি লুকের জন্য হালকা পিংক ব্লাশন ব্যবহার করা যেতে পারে। তবে ট্রেকিংয়ে সানস্ক্রিন ছাড়া কোনো ধরনের প্রসাধনী ব্যবহার করার দরকার নেই। কারণ ক্লান্তি দূর করতে মুখ-হাত ধোয়ার ব্যাপার রয়েছে।
সারা দিন পর সন্ধ্যায় হোটেলে ফেরার পর চুল ভালোভাবে শ্যাম্পু করে বেশি পরিমাণে কন্ডিশনার লাগিয়ে পাঁচ মিনিট পর ধুয়ে নিতে হবে। চুলের কথা খুব গুরুত্বসহকারে মনে রাখতে হবে। কারণ বেশির ভাগেরই ভ্রমণ শেষে চুলের রুক্ষতার সমস্যা দেখা দেয়। ফলে যে কদিন বাড়ির বাইরে থাকবেন, সেই কদিন চুলের যত্নের জন্য কোমল শ্যাম্পু ও ভালো কন্ডিশনার ব্যাগে পুরে নিন। ব্যাকপ্যাকে সব সময় ছোট একটা স্কার্ফ রাখুন। বাসে, ট্রেনে বা ধুলোময় স্থানে ঘুরে বেড়ানোর সময় চুল স্কার্ফ দিয়ে ঢেকে নিন। এতে ধুলা-ময়লা ও রোদের প্রকোপ থেকে বাঁচবে চুল।
সঙ্গে নেবেন যা
যা মানা দরকার
সুযোগ পেলেই জিরিয়ে নিন এবং চোখ-মুখ পানি দিয়ে পরিষ্কার করুন। তাতে ত্বকে ময়লা কম জমবে।

আমাদের মতো গ্রীষ্মপ্রধান দেশে রোদে পোড়া বা ‘সানবার্ন’ খুবই পরিচিত সমস্যা। তবে আমরা অনেকে জানি না যে সাধারণ এই রোদে পোড়া দাগ যখন চরমে পৌঁছায়, তখন তাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ‘সান পয়জনিং’ বলা হয়।
২ ঘণ্টা আগে
আজ ২১ জানুয়ারি, বিশ্বজুড়ে পালিত হচ্ছে মিউজিয়াম সেলফি ডে। একসময় ‘ছবি তোলা নিষেধ’ লেখা সাইনবোর্ড আর অতীতমুখী নিস্তব্ধতায় মগ্ন থাকা জাদুঘর এখন খানিক উদার ও প্রাণবন্ত। বিশ্বের অনেক জাদুঘরে এখন ছবি তোলা যায়। আর সেলফি হলো সেই ছবি তোলার এক দারুণ মাধ্যম।
৪ ঘণ্টা আগে
মাঝরাতে সুইট ক্রেভিং হয়? দোকানের মিষ্টি মুখে না পুরে ঘরে তৈরি ক্ষীর খেতে পারেন। খেতেও ভালো, পুষ্টিকরও। আপনাদের জন্য খেজুরের গুড়ের ক্ষীরের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৬ ঘণ্টা আগে
অফিসে আপনার কাজের গতি দেখে বস আজ অবাক হতে পারেন। তবে সহকর্মীদের সঙ্গে তর্কে জড়াবেন না, বিশেষ করে লাঞ্চ ব্রেকে রাজনীতির আলোচনা এড়িয়ে চলুন। পদোন্নতির ফাইল নড়াচড়া করতে পারে। সঙ্গীর সঙ্গে ভুল-বোঝাবুঝি মিটে যাবে। অবিবাহিতদের জন্য বিয়ের যোগাযোগ আসতে পারে, তবে তাড়াহুড়ো করবেন না।
৭ ঘণ্টা আগে