আনিকা জীনাত

আমরা যত স্মৃতি জমাই তার মধ্যে অন্যতম হলো ভ্রমণের স্মৃতি। কোথাও থেকে বেড়িয়ে এলে সে স্মৃতি দীর্ঘদিন টাটকা থাকে। স্মৃতি শুধু বড়দের জন্য নয়, ছোটদের জন্যও অমূল্য। কারণ বাসায় বা স্কুলে তারা যা শেখে না, ভ্রমণে গিয়ে সেগুলো তারা শিখতে পারে। ভ্রমণে তাদের অভিজ্ঞতার ভান্ডার বড় হয়, কঠিন পরিস্থিতি সামলে নেওয়ার দক্ষতা তৈরি হয় বলে তারা পরিপক্ব আচরণ করতে শেখে। বিজনেস ইনসাইডার অবলম্বনে বিস্তারিত জানাচ্ছেন আনিকা জীনাত।
দায়িত্ববোধ
পরিবারের সঙ্গে ঘুরতে গেলে তারা নিজেদের কাজ নিজেরা করতে শেখে। নিজের ব্যাগ বহন করা বা সময়মতো গাড়ি ধরতে প্রস্তুত হওয়ার তাগিদ তাদের দায়িত্ববোধ থেকেই আসে। হাঁটতে হাঁটতে ক্লান্ত হলেও গন্তব্যে পৌঁছাতে চেষ্টা করে। কিছু দায়িত্ব ভাগ করে দিলেও তারা অনেক কিছু শিখতে পারে।
মানিয়ে নেওয়া
পরিকল্পনায় অনেক পরিবর্তন এলেও তারা সেটা সহজভাবে নেয়। সবকিছু মনের মতো হবে না, এটা তারা বুঝতে শেখে। ভ্রমণ-পরিকল্পনায় কোনো পরিবর্তন এলে তারাও নিজেদের মতামত জানাতে পারে।
গ্যাজেটহীন সময় কাটানো
ঘরের মধ্যে শিশুরা গ্যাজেটে বুঁদ থাকে। অন্য কোনো কাজে তারা আগ্রহ পায় না। সাড়ে ৬ ইঞ্চির এই স্ক্রিন তার চারপাশে অদৃশ্য দেয়াল তৈরি করে ভার্চুয়াল জগতে নিয়ে যায়। ভ্রমণে বের হলে শিশুরা পরিবারের সঙ্গে সময় কাটায়, নানা মানুষের সঙ্গে মিশতে পারে, নতুন জায়গা দেখেও রোমাঞ্চিত হয়। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারে বলে বন্ধনও দৃঢ় হয়।
সহনশীলতা
শিশুরা নিজের সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা, মানুষ ও ধর্মের ব্যাপারে সহনশীল হতে শেখে। নিজস্ব ভাবনা নিয়ে কঠোর অবস্থানে থাকে না। সব ধরনের মানুষের সঙ্গেই মিশতে শেখে।

আমরা যত স্মৃতি জমাই তার মধ্যে অন্যতম হলো ভ্রমণের স্মৃতি। কোথাও থেকে বেড়িয়ে এলে সে স্মৃতি দীর্ঘদিন টাটকা থাকে। স্মৃতি শুধু বড়দের জন্য নয়, ছোটদের জন্যও অমূল্য। কারণ বাসায় বা স্কুলে তারা যা শেখে না, ভ্রমণে গিয়ে সেগুলো তারা শিখতে পারে। ভ্রমণে তাদের অভিজ্ঞতার ভান্ডার বড় হয়, কঠিন পরিস্থিতি সামলে নেওয়ার দক্ষতা তৈরি হয় বলে তারা পরিপক্ব আচরণ করতে শেখে। বিজনেস ইনসাইডার অবলম্বনে বিস্তারিত জানাচ্ছেন আনিকা জীনাত।
দায়িত্ববোধ
পরিবারের সঙ্গে ঘুরতে গেলে তারা নিজেদের কাজ নিজেরা করতে শেখে। নিজের ব্যাগ বহন করা বা সময়মতো গাড়ি ধরতে প্রস্তুত হওয়ার তাগিদ তাদের দায়িত্ববোধ থেকেই আসে। হাঁটতে হাঁটতে ক্লান্ত হলেও গন্তব্যে পৌঁছাতে চেষ্টা করে। কিছু দায়িত্ব ভাগ করে দিলেও তারা অনেক কিছু শিখতে পারে।
মানিয়ে নেওয়া
পরিকল্পনায় অনেক পরিবর্তন এলেও তারা সেটা সহজভাবে নেয়। সবকিছু মনের মতো হবে না, এটা তারা বুঝতে শেখে। ভ্রমণ-পরিকল্পনায় কোনো পরিবর্তন এলে তারাও নিজেদের মতামত জানাতে পারে।
গ্যাজেটহীন সময় কাটানো
ঘরের মধ্যে শিশুরা গ্যাজেটে বুঁদ থাকে। অন্য কোনো কাজে তারা আগ্রহ পায় না। সাড়ে ৬ ইঞ্চির এই স্ক্রিন তার চারপাশে অদৃশ্য দেয়াল তৈরি করে ভার্চুয়াল জগতে নিয়ে যায়। ভ্রমণে বের হলে শিশুরা পরিবারের সঙ্গে সময় কাটায়, নানা মানুষের সঙ্গে মিশতে পারে, নতুন জায়গা দেখেও রোমাঞ্চিত হয়। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারে বলে বন্ধনও দৃঢ় হয়।
সহনশীলতা
শিশুরা নিজের সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা, মানুষ ও ধর্মের ব্যাপারে সহনশীল হতে শেখে। নিজস্ব ভাবনা নিয়ে কঠোর অবস্থানে থাকে না। সব ধরনের মানুষের সঙ্গেই মিশতে শেখে।

গয়না শুধু সাজসজ্জার অনুষঙ্গ নয়; বরং এটি রুচি ও ব্যক্তিত্বের প্রকাশ ঘটায়। ফ্যাশন দুনিয়ার পূর্বাভাস অনুযায়ী, এ বছর গয়নার ডিজাইনে পাথরের ব্যবহারে আসতে চলেছে বড় পরিবর্তন। ২০২৬ সাল হবে হালকা ও শীতল রঙের পাথরের বছর। ফলে এ বছর গয়নার ক্ষেত্রে হালকা রঙের পাথরের চাহিদা বাড়বে। তা ছাড়া কাস্টমাইজেশন বা নিজের...
২ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল ঘুরে দেখতে হলে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাতায়াত করতে হবে। এ ক্ষেত্রে পর্যটকদের জন্য স্বস্তির খবর হলো, সিউলের গণপরিবহনব্যবস্থা বিশ্বের সেরা ব্যবস্থাগুলোর একটি। পরিষ্কার, সময়নিষ্ঠ এবং যাত্রীবান্ধব এই নেটওয়ার্ক শহরজুড়ে চলাচলকে সহজ করে তুলেছে...
৫ ঘণ্টা আগে
বাজারে চুকাই ফুল বা রোজেলা পাওয়া যাচ্ছে। এই ফুল দিয়ে মাছ রান্না করা যায়। এ তথ্য জানেন কি? পুঁটি মাছের চচ্চড়িতে এবার দিয়েই দেখুন, খেতে দারুণ সুস্বাদু। আপনাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৭ ঘণ্টা আগে
আজ আপনার তেজ তুঙ্গে! প্রযুক্তির সহায়তায় ব্যবসায় একদম রকেটের গতিতে উন্নতি করবেন। অফিসে বসের প্রিয়পাত্র হতে পারেন, তবে সহকর্মীদের হিংসা থেকে সাবধান। স্বামী বা স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের যোগ আছে।
৮ ঘণ্টা আগে