আজকের পত্রিকা ডেস্ক

আপনার কি মাঝে মাঝেই মনে হয়, আপনি সেরা? আশপাশে যাঁরা আছেন, তাঁদের তুলনায় আপনি অনেক উন্নত বা আরও অনেক ভালো কিছু আপনার প্রাপ্য?
যদি এমন হয়ে থাকে, তাহলে চলুন, আজ সেদিকেই একটু মনোযোগ দিই। কারণ, নিজেকে অন্যদের তুলনায় রুচিতে, শিক্ষায়, যোগ্যতায় উন্নত ভাবাকে বলা হয় ইগো বা অহম। আর আজ ‘ইগো সচেতনতা দিবস’। ইগো সচেতনতা দিবস হলো আত্মপর্যালোচনার একটি বিশেষ দিন, যা আমাদের অহম বা ‘ইগো’ নিয়ে ভাবতে উদ্বুদ্ধ করে। এই দিবস মানুষকে তার আচরণ, সম্পর্ক ও সিদ্ধান্তে ইগোর প্রভাব বুঝতে সাহায্য করে। অহম কমিয়ে সহানুভূতি, ধৈর্যশীল শ্রোতা হওয়া এবং আত্ম-উন্নয়নের পথে এগিয়ে নেওয়াই এ দিবসের লক্ষ্য।
বিশ্ব ইগো সচেতনতা দিবসের ইতিহাস
ইগো সচেতনতা দিবসের ইতিহাস খুব বেশি পুরোনো নয়। ২০১৮ সালে মনোবিজ্ঞানী ও লেখক ড. জ্যোতিকা ছিব্বর দিনটির প্রচলন করেন। এই দিবস চালু করার পেছনে মূল লক্ষ্য ছিল—ইগো কীভাবে মানুষের আচরণ ও দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করে, সে সম্পর্কে সচেতনতা তৈরি করা।
জ্যোতিকা জানান, দিবসটি চালুর পেছনে মূল প্রেরণা ছিল—অতিরিক্ত অহংবোধে আক্রান্ত মানুষের মানসিক ও সামাজিক সমস্যাগুলোর দিকে দৃষ্টি আকর্ষণ করা। ড. জ্যোতিকা ও তাঁর দল বুঝতে পারেন, ইগোর লাগামহীন প্রভাব অনেক সময় সম্পর্ক নষ্টের কারণ হয়, মানুষের মধ্যে সহানুভূতির অভাব তৈরি করে এবং বাস্তবতা বোঝার সক্ষমতা নষ্ট করে দেয়।
কেন পালন করব বিশ্ব ইগো সচেতনতা দিবস
প্রতিদিনের ব্যস্ততায় আমরা প্রায়ই ভুলে যাই আমাদের আচরণ, সিদ্ধান্ত কিংবা সম্পর্কের পেছনের কারণ আসলে কী। আমরা কি সচেতনভাবে প্রতিটি সিদ্ধান্ত নিচ্ছি, নাকি প্রভাব আছে ইগো বা অহংবোধের? ঠিক এই প্রশ্নগুলোর মুখোমুখি করতেই প্রতিবছর পালিত হয় বিশ্ব ইগো সচেতনতা দিবস, যা মানুষকে নিজের ভেতরে উঁকি দেওয়ার সুযোগ করে দেয়। এই দিবস পালনের লক্ষ্য একটাই—নিজে কতটা ইগো বা অহংবোধের অধীন হয়ে পড়েছি, তা বুঝতে পারা এবং সেই সঙ্গে আরও সংবেদনশীল, সচেতন ও মানবিক হয়ে ওঠা।
ইগো সচেতনতা মানুষকে তার মনস্তত্ত্বের গভীরে পৌঁছাতে সহায়তা করে। ইগোর অতিরিক্ত প্রভাব শুধু সম্পর্কের অবনতিই ঘটায় না, ব্যক্তিগত বিকাশের পথেও বড় অন্তরায় হয়ে দাঁড়ায়।
বিশ্ব ইগো সচেতনতা দিবস আমাদের শেখায়, কৃতজ্ঞতা, বিনয় ও সহানুভূতির চর্চা করে কীভাবে সৎ, সুন্দর ও পরিপূর্ণ জীবন গড়ে তোলা সম্ভব। নিজেকে জানার এই যাত্রায় প্রথম পদক্ষেপ হলো, নিজের অহংবোধকে চিহ্নিত করা এবং তা নিয়ন্ত্রণে রাখা।
ইগো সচেতনতা দিবস উদ্যাপন করবেন কীভাবে
আত্মপর্যালোচনা করুন ও লিখে রাখুন: বিশেষ এই দিনে নিজের আচরণ, চিন্তা-ভাবনা নিয়ে একটু ভাবুন। চিন্তা করুন দৈনন্দিন জীবনে ইগো কীভাবে প্রকাশ পায়। আপনি কি তখন নিজের ইগোর প্রভাবে সিদ্ধান্ত নিয়েছেন, নাকি সত্যিই মন দিয়ে অন্যের কথা শুনেছেন এবং সহানুভূতিশীল ছিলেন? এরপর নিজের সম্পর্কে আপনার পর্যালোচনা একটা ডায়েরি বা কোনো অ্যাপে লিখে ফেলুন। কথায় আছে, কোনো সমস্যা যদি সুনির্দিষ্টভাবে লিখে ফেলা যায়, তাহলে সমাধানের পথও বেরিয়ে যায়।
আরও বেশি শুনুন
আজকের দিনে চেষ্টা করুন যতটা সম্ভব আশপাশের মানুষের কথা বেশি শুনতে। প্রতিটি কথোপকথনে প্রতিপক্ষকে বলার সুযোগ দিন। পুরোপুরি না শুনে কথার মাঝে থামিয়ে দিয়ে কিছু বলবেন না। শোনার অভ্যাস অন্যকে আরও ভালোভাবে বোঝার সুযোগ তৈরি করে এবং আপনার ইগো যেন অন্য কারও সঙ্গে যোগাযোগে বাধা হয়ে না দাঁড়ায়, তা নিশ্চিত করে। এটি ছোট্ট একটি পদক্ষেপ হলেও কার্যকর যোগাযোগ গড়ে তোলার পথে বড় প্রভাব ফেলতে পারে এই ছোট্ট অভ্যাস।
অন্যের প্রশংসা করুন
আজ অন্তত তিনজনের আন্তরিকভাবে প্রশংসা করুন। কিন্তু শুধুই ‘তোমার জামাটি সুন্দর’ বা ‘তোমাকে সুন্দর লাগছে’ এ ধরনের মন্তব্য যথেষ্ট নয়। যদি আপনি সত্যিই কারও স্টাইল বা ফ্যাশনের প্রশংসা করতে চান, তাহলে বিশদভাবে করুন। এ ছাড়া কারও গুণ বা সাফল্য আপনার জীবনে কীভাবে ইতিবাচক প্রভাব ফেলেছে, তা বলুন। আত্মকেন্দ্রিকতা থেকে বেরিয়ে অন্যের ভালো দিক যদি আপনি খুঁজে বের করতে পারেন, তাহলে ইগোকেও সহজে জয় করতে পারবেন।
মেডিটেশন করুন
আজ কিছু সময় মেডিটেশনে ব্যয় করুন। এসব অভ্যাস ইগো বা অহমকে ভেঙে নিজের ভালো গুণ সম্বন্ধে আমাদের সচেতন করে। এ চর্চা এমন এক মানসিক অবস্থার দিকে নিয়ে যায়, যেখানে কোনো বিচার-বিশ্লেষণ বা আত্মকেন্দ্রিকতা থাকে না, মানুষ বর্তমানে বিরাজ করে এবং নিজের প্রতি সচেতন থাকে। মাত্র পাঁচ মিনিটের একটি মেডিটেশনও আপনার দিনটিকে আরও ইগো-সচেতন করে তুলতে পারে।

আপনার কি মাঝে মাঝেই মনে হয়, আপনি সেরা? আশপাশে যাঁরা আছেন, তাঁদের তুলনায় আপনি অনেক উন্নত বা আরও অনেক ভালো কিছু আপনার প্রাপ্য?
যদি এমন হয়ে থাকে, তাহলে চলুন, আজ সেদিকেই একটু মনোযোগ দিই। কারণ, নিজেকে অন্যদের তুলনায় রুচিতে, শিক্ষায়, যোগ্যতায় উন্নত ভাবাকে বলা হয় ইগো বা অহম। আর আজ ‘ইগো সচেতনতা দিবস’। ইগো সচেতনতা দিবস হলো আত্মপর্যালোচনার একটি বিশেষ দিন, যা আমাদের অহম বা ‘ইগো’ নিয়ে ভাবতে উদ্বুদ্ধ করে। এই দিবস মানুষকে তার আচরণ, সম্পর্ক ও সিদ্ধান্তে ইগোর প্রভাব বুঝতে সাহায্য করে। অহম কমিয়ে সহানুভূতি, ধৈর্যশীল শ্রোতা হওয়া এবং আত্ম-উন্নয়নের পথে এগিয়ে নেওয়াই এ দিবসের লক্ষ্য।
বিশ্ব ইগো সচেতনতা দিবসের ইতিহাস
ইগো সচেতনতা দিবসের ইতিহাস খুব বেশি পুরোনো নয়। ২০১৮ সালে মনোবিজ্ঞানী ও লেখক ড. জ্যোতিকা ছিব্বর দিনটির প্রচলন করেন। এই দিবস চালু করার পেছনে মূল লক্ষ্য ছিল—ইগো কীভাবে মানুষের আচরণ ও দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করে, সে সম্পর্কে সচেতনতা তৈরি করা।
জ্যোতিকা জানান, দিবসটি চালুর পেছনে মূল প্রেরণা ছিল—অতিরিক্ত অহংবোধে আক্রান্ত মানুষের মানসিক ও সামাজিক সমস্যাগুলোর দিকে দৃষ্টি আকর্ষণ করা। ড. জ্যোতিকা ও তাঁর দল বুঝতে পারেন, ইগোর লাগামহীন প্রভাব অনেক সময় সম্পর্ক নষ্টের কারণ হয়, মানুষের মধ্যে সহানুভূতির অভাব তৈরি করে এবং বাস্তবতা বোঝার সক্ষমতা নষ্ট করে দেয়।
কেন পালন করব বিশ্ব ইগো সচেতনতা দিবস
প্রতিদিনের ব্যস্ততায় আমরা প্রায়ই ভুলে যাই আমাদের আচরণ, সিদ্ধান্ত কিংবা সম্পর্কের পেছনের কারণ আসলে কী। আমরা কি সচেতনভাবে প্রতিটি সিদ্ধান্ত নিচ্ছি, নাকি প্রভাব আছে ইগো বা অহংবোধের? ঠিক এই প্রশ্নগুলোর মুখোমুখি করতেই প্রতিবছর পালিত হয় বিশ্ব ইগো সচেতনতা দিবস, যা মানুষকে নিজের ভেতরে উঁকি দেওয়ার সুযোগ করে দেয়। এই দিবস পালনের লক্ষ্য একটাই—নিজে কতটা ইগো বা অহংবোধের অধীন হয়ে পড়েছি, তা বুঝতে পারা এবং সেই সঙ্গে আরও সংবেদনশীল, সচেতন ও মানবিক হয়ে ওঠা।
ইগো সচেতনতা মানুষকে তার মনস্তত্ত্বের গভীরে পৌঁছাতে সহায়তা করে। ইগোর অতিরিক্ত প্রভাব শুধু সম্পর্কের অবনতিই ঘটায় না, ব্যক্তিগত বিকাশের পথেও বড় অন্তরায় হয়ে দাঁড়ায়।
বিশ্ব ইগো সচেতনতা দিবস আমাদের শেখায়, কৃতজ্ঞতা, বিনয় ও সহানুভূতির চর্চা করে কীভাবে সৎ, সুন্দর ও পরিপূর্ণ জীবন গড়ে তোলা সম্ভব। নিজেকে জানার এই যাত্রায় প্রথম পদক্ষেপ হলো, নিজের অহংবোধকে চিহ্নিত করা এবং তা নিয়ন্ত্রণে রাখা।
ইগো সচেতনতা দিবস উদ্যাপন করবেন কীভাবে
আত্মপর্যালোচনা করুন ও লিখে রাখুন: বিশেষ এই দিনে নিজের আচরণ, চিন্তা-ভাবনা নিয়ে একটু ভাবুন। চিন্তা করুন দৈনন্দিন জীবনে ইগো কীভাবে প্রকাশ পায়। আপনি কি তখন নিজের ইগোর প্রভাবে সিদ্ধান্ত নিয়েছেন, নাকি সত্যিই মন দিয়ে অন্যের কথা শুনেছেন এবং সহানুভূতিশীল ছিলেন? এরপর নিজের সম্পর্কে আপনার পর্যালোচনা একটা ডায়েরি বা কোনো অ্যাপে লিখে ফেলুন। কথায় আছে, কোনো সমস্যা যদি সুনির্দিষ্টভাবে লিখে ফেলা যায়, তাহলে সমাধানের পথও বেরিয়ে যায়।
আরও বেশি শুনুন
আজকের দিনে চেষ্টা করুন যতটা সম্ভব আশপাশের মানুষের কথা বেশি শুনতে। প্রতিটি কথোপকথনে প্রতিপক্ষকে বলার সুযোগ দিন। পুরোপুরি না শুনে কথার মাঝে থামিয়ে দিয়ে কিছু বলবেন না। শোনার অভ্যাস অন্যকে আরও ভালোভাবে বোঝার সুযোগ তৈরি করে এবং আপনার ইগো যেন অন্য কারও সঙ্গে যোগাযোগে বাধা হয়ে না দাঁড়ায়, তা নিশ্চিত করে। এটি ছোট্ট একটি পদক্ষেপ হলেও কার্যকর যোগাযোগ গড়ে তোলার পথে বড় প্রভাব ফেলতে পারে এই ছোট্ট অভ্যাস।
অন্যের প্রশংসা করুন
আজ অন্তত তিনজনের আন্তরিকভাবে প্রশংসা করুন। কিন্তু শুধুই ‘তোমার জামাটি সুন্দর’ বা ‘তোমাকে সুন্দর লাগছে’ এ ধরনের মন্তব্য যথেষ্ট নয়। যদি আপনি সত্যিই কারও স্টাইল বা ফ্যাশনের প্রশংসা করতে চান, তাহলে বিশদভাবে করুন। এ ছাড়া কারও গুণ বা সাফল্য আপনার জীবনে কীভাবে ইতিবাচক প্রভাব ফেলেছে, তা বলুন। আত্মকেন্দ্রিকতা থেকে বেরিয়ে অন্যের ভালো দিক যদি আপনি খুঁজে বের করতে পারেন, তাহলে ইগোকেও সহজে জয় করতে পারবেন।
মেডিটেশন করুন
আজ কিছু সময় মেডিটেশনে ব্যয় করুন। এসব অভ্যাস ইগো বা অহমকে ভেঙে নিজের ভালো গুণ সম্বন্ধে আমাদের সচেতন করে। এ চর্চা এমন এক মানসিক অবস্থার দিকে নিয়ে যায়, যেখানে কোনো বিচার-বিশ্লেষণ বা আত্মকেন্দ্রিকতা থাকে না, মানুষ বর্তমানে বিরাজ করে এবং নিজের প্রতি সচেতন থাকে। মাত্র পাঁচ মিনিটের একটি মেডিটেশনও আপনার দিনটিকে আরও ইগো-সচেতন করে তুলতে পারে।

প্রতিদিনের নানামুখী চাপ শরীরের পাশাপাশি মনের ওপরও প্রভাব ফেলে। এসব চাপ থেকে শরীর ও মনকে রেহাই দিতে আধা ঘণ্টা কুসুম গরম পানিতে গোসল করার পরামর্শ দেন অনেকে। এই গরম পানিতে আরামদায়ক গোসল সারা দিনের চাপ এবং উত্তেজনাকে একটু হলেও হালকা করে। চলতি ট্রেন্ডে কেবল কুসুম গরম পানিই নয়, সে পানিতে লবণ যোগ করার...
২ ঘণ্টা আগে
২০২৫ সালের শেষে ‘ভোগ’ জানিয়েছিল, বয়ফ্রেন্ডরা আর ট্রেন্ডি নয়। তাহলে ২০২৬ সালে ট্রেন্ড কী? অতীতের দিকে তাকালে যেমন নির্দিষ্ট কিছু ফ্যাশন বা খাবার দেখে সেই সময়কালকে চেনা যেত। ২০২৬ সালও তার ব্যতিক্রম হবে না। তবে এই বছরের মূলমন্ত্র হলো—সবকিছুকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তোলা। বড় ইভেন্ট বা উচ্চ...
৮ ঘণ্টা আগে
১৯৯৮ সালে ইংল্যান্ডের ইস্ট ইয়র্কশায়ারের হাল শহর থেকে যাত্রা শুরু করেছিলেন বুশবি। তখন বয়স ছিল ২৯। আজ বয়স ৫৬। প্রায় ২৭ বছর তিনি হেঁটে চলেছেন। পাড়ি দিয়েছেন ২৫টি দেশের প্রায় ৫৮ হাজার কিলোমিটার পথ। এই অভিযানের নাম তিনি দিয়েছিলেন গোলিয়াথ অভিযান। যেখানে একমাত্র শর্ত ছিল, কোনো মোটরচালিত যান ব্যবহার করা...
১০ ঘণ্টা আগে
কোনো এক হিজলের বনে মুগ্ধ হয়েছিলেন জীবনানন্দ দাশ। লিখেছিলেন কবিতার এই লাইন। এমনই এক ঘুঘু-ডাকা হিজলের বন দাঁড়িয়ে আছে হাকালুকি হাওরের বুকে। ভাই-বন্ধুরা মিলে শীতের রাতে আড্ডা দিতে দিতে ঠিক হলো, সবাই মিলে হিজল বন দেখতে যাব। এর নৈসর্গিক রূপ উপভোগ করতে হলে যেতে হবে ভোরেই।
১৪ ঘণ্টা আগে