Ajker Patrika

যত্নই হতে পারে ত্বকের ক্ষতির কারণ

ফিচার ডেস্ক, ঢাকা 
যত্নই হতে পারে ত্বকের ক্ষতির কারণ
মডেল: ঋতু দত্ত, ছবি: আজকের পত্রিকা

ত্বকের যত্নে মানুষ কী না করে? শতভাগ বিশুদ্ধ অক্সিজেন ট্রিটমেন্ট থেকে শুরু করে হারবাল উপকরণে এর যত্ন নেওয়া, খানা খাদ্যে বিধিনিষেধ সবই আছে এর মধ্যে। ত্বকের এত যত্ন কেন? কারণ ত্বক শরীরের বাইরের দৃশ্যমান সবচেয়ে বড় অংশ। এটি যত সতেজ থাকবে, যত নীরোগ থাকবে নিজেকে ততই সুন্দর দেখাবে। কিন্তু জানেন কি, যত্নই হতে পারে ত্বকের ক্ষতির কারণ! শরীরের এই অংশ ভালো রাখতে বারবার মুখে পানির ঝাপটা দেওয়া, সপ্তাহে বেশ কয়েকটি স্ক্র‍্যাব করা ইত্যাদির ফলেও কিন্তু ত্বক তার স্বাভাবিক লাবণ্য হারাতে পারে। জেনে নিন কোন কোন অভ্যাসের কারণে ত্বকের সমস্যা বাড়ার আশঙ্কা রয়েছে।

বারবার মুখ ধোয়া

মুখের ত্বকের যত্নে মুখ ধোয়ার কোনো বিকল্প নেই। প্রাকৃতিক ভাবে মুখের ত্বক সুস্থ রাখতে এটি গুরুত্বপূর্ণ। তবে অতিরিক্ত মুখ ধোয়া বিপদ ডেকে আনতে পারে। মনে রাখতে হবে যে, বারবার মুখ ধুতে থাকলে ত্বকের তেল গ্রন্থি ক্ষতিগ্রস্ত হয়। ত্বক ধীরে ধীরে অতিমাত্রায় শুষ্ক হয়ে ওঠে। ইচ্ছে হলেই মুখ ধোয়ার চিন্তা বাদ দিন। দিনে সর্বোচ্চ দুই থেকে তিন বার মুখ ধোয়া যেতে পারে। এর বেশি না ধোয়াই ভালো।

বারবার মুখ ধোয়ার কারণে ত্বকের তেল গ্রন্থি ক্ষতিগ্রস্ত হয় এবং ত্বক ধীরে ধীরে শুষ্ক হয়ে ওঠে। ছবি: আজকের পত্রিকা
বারবার মুখ ধোয়ার কারণে ত্বকের তেল গ্রন্থি ক্ষতিগ্রস্ত হয় এবং ত্বক ধীরে ধীরে শুষ্ক হয়ে ওঠে। ছবি: আজকের পত্রিকা

অতিরিক্ত ঘষে মুখ মোছা

মুখ ধোয়ার পর মুখ মুছতে হবে। তবে সেটাও যদি জবরদস্তির পর্যায়ে যায় তাহলে ক্ষতি–ই হবে ত্বকের। এতে ত্বকের উপরিভাগের পাতলা স্তর, তেল গ্রন্থি এবং কোষ নষ্ট হতে পারে। পাশাপাশি ত্বকে শুষ্ক স্ক্র‍্যাচ পড়ে অনেক সময়, যা পরবর্তীতে বলিরেখায় রূপান্তরিত হয়। অনেকে আবার গরমে বেশ ঘামেন বলে রুমাল ব্যবহার করেন। বারবার রুমাল দিয়ে মুখ মোছার কারণেও ত্বকের অনেক অংশ খসখসে হয়ে যায় এবং তাতে র‍্যাশ দেখা দেয়।

যেকোনো ফেইসওয়াশ ব্যবহার

মুখের ত্বকের যত্নে ফেইসওয়াশের ব্যবহার ব্যাপক। প্রায় সব বয়সের মানুষ এটি ব্যবহার করে। বিষয়টা এমন যে মুখ একটু ঘামলে বা তেলতেলে হলেই অনেকে ফেইসওয়াশ নিয়ে বসে যান মুখ পরিষ্কার করতে। বাস্তবতা বলছে, এটা ঠিক নয়। ফেইসওয়াশ আপনার মুখের ত্বকের উপযোগী কি না, তা আগে জেনে নিন। ভুল ফেইসওয়াশ ব্যবহার করলে ত্বকের সমস্যা কমার বদলে বাড়তে পারে। তৈলাক্ত ত্বকে ব্যবহারের ফেইসওয়াশ শুষ্ক ত্বকে ব্যবহারের উপযোগী নয়। আবার ত্বক বেশি স্পর্শকাতর হলে সেটি বুঝেশুনে কেনা উচিত।

ফেইসওয়াশ আপনার মুখের ত্বকের উপযোগী কি না, তা আগে জেনে নিন। ছবি: আজকের পত্রিকা
ফেইসওয়াশ আপনার মুখের ত্বকের উপযোগী কি না, তা আগে জেনে নিন। ছবি: আজকের পত্রিকা

মুখ ধোয়ার সময় ত্বকের সব অংশে যেন ফেইসওয়াশ পৌঁছায় সেদিকেও লক্ষ্য রাখা জরুরি। আবার এটি দিয়ে মুখ পরিষ্কারের পর পানির ঝাপটায় ত্বক থেকে ভালোভাবে ফেনা সরিয়ে ফেলতে হবে। নয়তো এখান থেকেও ত্বকে নানান সমস্যা দেখা দিতে পারে।

অতিরিক্ত স্ক্র‍্যাব

ত্বক গভীর থেকে পরিষ্কার করতে স্ক্রাবিংয়ের জুড়ি নেই। কিন্তু সপ্তাহে কদিন স্ক্র্যাব করতে হয়? এ হিসাব অনেকেই জানেন না। মৃত কোষ দূর করে ত্বক সতেজ ও তরতাজা করতে যদি সপ্তাহে দুই দিনের বেশি স্ক্র্যাব ব্যবহার করেন তাহলে বিপদ ডেকে আনবেন। উপকরণ ঘরোয়া বা কেনা যাই হোক না কেন, সপ্তাহে দুই দিনের বেশি স্ক্র্যাব করবেন না। তাতে ত্বকের শুষ্ক ভাব, জ্বালাপোড়া, ব্রণ ও র‍্যাশের সমস্যা বাড়বে। রোমকূপ বড় হয়ে যাবে এবং ত্বকের স্বাভাবিক পেলব ভাব আর থাকবে না।

ফেসপ্যাকে ফেইস ডাউন

হারবাল ফেসপ্যাক ব্যবহারে মুখের ত্বক সজীব থাকবে। কথাটা মিথ্যা নয়। তবে শতভাগ সঠিকও নয়। তাই যেকোনো ফেসপ্যাক ব্যবহারের আগে প্যাচ টেস্ট করে দেখে নিন তাতে আপনার অ্যালার্জি আছে কি না। নইলে ত্বক তো সজীব থাকবেই না, বরং ডাউন হয়ে যাবে। কারণটা বলি। ত্বকের যত্নে অ্যালোভেরা প্রাকৃতিক উপাদান হিসেবে খুবই ভালো। কিন্তু কারও যদি অ্যালোভেরা জেলে অ্যালার্জি থাকে তাহলে সেটা ব্যবহার করা যাবে না। তাতে ত্বকে চুলকানি, লালচে ভাব ও র‍্যাশ দেখা দিতে পারে। অনেকের আবার মধুতে অ্যালার্জি রয়েছে কিংবা লেবুর রস ব্যবহারে অনেকের ত্বকে র‍্যাশ দেখা দেয়। ফলে কোন উপকরণটি আপনার ত্বক সাদরে গ্রহণ করছে বা করছে না সেদিকেও লক্ষ্য রাখা জরুরি।

সূত্র: আমেরিকান অ্যাসোসিয়েশন অব ডার্মাটোলজি, স্কিনক্র‍্যাফট ও অন্যান্য

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত