
যাঁরা প্রকৃতি ভালোবাসেন, তাঁরা সবকিছুতেই যেন চান প্রকৃতির স্পর্শ। তা কাপড় হোক বা গয়না। প্রকৃতিপ্রেমীদের এই চাওয়াকে পূর্ণতা দিতে অনেকেই কিন্তু কাজে নেমে পড়েছেন। যাঁরা অল্প দামে সুন্দর ও টিপটপ গয়না কিনতে চান, তাঁদের কাছে হরপ্পা নামটি পরিচিত। ফেসবুকে গয়নার পেজ হরপ্পা খুললেই পেয়ে যাবেন রঙিন পুঁতির সব মালা, কানের দুল, আংটি ইত্যাদি। এসব গয়নার দামও বেশি নয়। পাওয়া যাবে ১০০ থেকে ১ হাজার টাকার মধ্যেই।
প্রথমে পুঁতি দিয়ে কাজ শুরু করলেও পরে কাপড়ে সেলাই করে গয়না তৈরির কথা ভাবেন হরপ্পার স্বত্বাধিকারী সাদিকা রুমন। কাপড়ের গয়নায় প্রথম সোনালু ফুলের একটা মালা তৈরি করে হরপ্পা। এরপর সাদিকা রুমন শুধু ফুল আর গাছ দিয়ে একটি সিরিজ করার কথা ভাবেন। কারণ ফুল ও গাছ প্রকৃতির কথা বলে। হরপ্পার পেজে একটা অ্যালবাম আছে, যার নাম আরণ্যক। এই অ্যালবামের সব গয়নাই কাপড়ের ওপর হাতে সেলাই করে তৈরি। এর বিষয় ফুল ও গাছ।
প্রকৃতিকে গয়নায় ধারণ করার বিষয়ে সাদিকা রুমন বলেন, ‘সুই–সুতার কাজকেই আরও বিস্তৃতভাবে করতে চাই। তা ছাড়া প্রকৃতি নিয়ে কাজ করতে চাই আরও বিশদভাবে। আমি চিন্তা করছি, ছেলেবেলায় যা ফেলে এসেছি বা আমার স্মৃতিতে যা স্থান করে নিয়েছে, সেগুলো নিয়ে বিস্তৃতভাবে কাজ করব ভবিষ্যতে।’
কখন কেমন গয়না পরা উচিত—এমন প্রশ্নের উত্তরে রুমন বলেন, ‘আমার কাছে সাজ হচ্ছে এ রকম, যা ব্যক্তির সৌন্দর্য আরও ফুটিয়ে তোলে। তা যদি হয় আমি তৈরি হয়ে গলায় ছোট্ট একটা মালা পরাতেই সাজটা ফুটে উঠল, তাহলে সেটাই আমার পূর্ণতা। গয়না আমার সাজকে পূর্ণতা দেবে, কিন্তু ছাপিয়ে উঠবে না আমার ব্যক্তিত্বকে।’

যাঁরা প্রকৃতি ভালোবাসেন, তাঁরা সবকিছুতেই যেন চান প্রকৃতির স্পর্শ। তা কাপড় হোক বা গয়না। প্রকৃতিপ্রেমীদের এই চাওয়াকে পূর্ণতা দিতে অনেকেই কিন্তু কাজে নেমে পড়েছেন। যাঁরা অল্প দামে সুন্দর ও টিপটপ গয়না কিনতে চান, তাঁদের কাছে হরপ্পা নামটি পরিচিত। ফেসবুকে গয়নার পেজ হরপ্পা খুললেই পেয়ে যাবেন রঙিন পুঁতির সব মালা, কানের দুল, আংটি ইত্যাদি। এসব গয়নার দামও বেশি নয়। পাওয়া যাবে ১০০ থেকে ১ হাজার টাকার মধ্যেই।
প্রথমে পুঁতি দিয়ে কাজ শুরু করলেও পরে কাপড়ে সেলাই করে গয়না তৈরির কথা ভাবেন হরপ্পার স্বত্বাধিকারী সাদিকা রুমন। কাপড়ের গয়নায় প্রথম সোনালু ফুলের একটা মালা তৈরি করে হরপ্পা। এরপর সাদিকা রুমন শুধু ফুল আর গাছ দিয়ে একটি সিরিজ করার কথা ভাবেন। কারণ ফুল ও গাছ প্রকৃতির কথা বলে। হরপ্পার পেজে একটা অ্যালবাম আছে, যার নাম আরণ্যক। এই অ্যালবামের সব গয়নাই কাপড়ের ওপর হাতে সেলাই করে তৈরি। এর বিষয় ফুল ও গাছ।
প্রকৃতিকে গয়নায় ধারণ করার বিষয়ে সাদিকা রুমন বলেন, ‘সুই–সুতার কাজকেই আরও বিস্তৃতভাবে করতে চাই। তা ছাড়া প্রকৃতি নিয়ে কাজ করতে চাই আরও বিশদভাবে। আমি চিন্তা করছি, ছেলেবেলায় যা ফেলে এসেছি বা আমার স্মৃতিতে যা স্থান করে নিয়েছে, সেগুলো নিয়ে বিস্তৃতভাবে কাজ করব ভবিষ্যতে।’
কখন কেমন গয়না পরা উচিত—এমন প্রশ্নের উত্তরে রুমন বলেন, ‘আমার কাছে সাজ হচ্ছে এ রকম, যা ব্যক্তির সৌন্দর্য আরও ফুটিয়ে তোলে। তা যদি হয় আমি তৈরি হয়ে গলায় ছোট্ট একটা মালা পরাতেই সাজটা ফুটে উঠল, তাহলে সেটাই আমার পূর্ণতা। গয়না আমার সাজকে পূর্ণতা দেবে, কিন্তু ছাপিয়ে উঠবে না আমার ব্যক্তিত্বকে।’

কর্মস্থলে জেনারেশন জেড (জেন জি)-দের নিয়ে আলোচনা ও সমালোচনা দেখা যায় বিস্তর। দীর্ঘদিন ধরে যে নিয়মে কর্মস্থলের কর্মীরা চলে আসছেন সেসব যেন সহজে মেনে নিতে পারেন না জেন-জি কর্মীরা। অনেকে জেন-জি প্রজন্মকে ‘চাকরির অযোগ্য’ বলেও অভিহিত করেন। এদিকে নতুন এক জরিপে দেখা গেছে, জেন-জিরা চাকরিকে ‘দীর্ঘমেয়াদি
১৪ ঘণ্টা আগে
কলা আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় খুবই পরিচিত একটি ফল। কিন্তু সমস্যা একটাই—কলা খুব দ্রুত পেকে যায়, খোসা কালচে হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত নষ্ট হয়ে যায়। তবে একটু সচেতন হলে এবং কিছু সহজ কৌশল অনুসরণ করলে কলা প্রায় এক মাস পর্যন্ত টাটকা রাখা সম্ভব। এর মধ্যে কার্যকর ও সহজ উপায় হলো লবণপানিতে কলা ধুয়ে...
১৫ ঘণ্টা আগে
বাজার চলতি কড়া রাসায়নিক উপাদানযুক্ত ডিশওয়াশিং লিকুইড দিয়ে বাসন মাজতে গিয়ে হাত আরও শুষ্ক ও খসখসে হয়ে যায়। অনেকের তো হাতের চামড়া উঠে যাওয়া বা অ্যালার্জির মতো সমস্যাও দেখা দিতে শুরু করে। এসব সমস্যা থেকে মুক্ত থাকতে ডিশওয়াশিং লিকুইডের কিছু প্রাকৃতিক বিকল্প রয়েছে। সেগুলো হাত শুকিয়ে যাওয়াসহ বিভিন্ন...
১৭ ঘণ্টা আগে
যেসব বলিউড অভিনেত্রীকে আমরা আইকন মানি, তাঁদের রূপ রুটিনে চোখ রাখলে দেখা যায়, ঘরোয়া টোটকাই সেখানে রাজত্ব করছে। কৃতি শ্যাননের কথাই ধরুন। তাঁর মাখন কোমল ত্বকের রহস্য় লুকিয়ে আছে সাধারণ গ্লিসারিনের বোতলে। একটি সাক্ষাৎকারে কৃতি শ্যানন জানান, ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে গ্লিসারিন। তা ছাড়া এটি...
১৯ ঘণ্টা আগে