
বিশ্বকাপ ক্রিকেটে আজ ধর্মশালায় ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। হিমালয় পর্বতমালার পাদদেশে অবস্থিত ধর্মশালা স্টেডিয়ামটি যেমন চোখ জুড়িয়ে দেবে আপনার, তেমনি সুন্দর শহরটি। সত্যি বলতে ধর্মশালা যে হিমাচল প্রদেশের অংশ সেখানে দেখার মতো জায়গার অভাব নেই। তুষারে ঢাকা পর্বত, অরণ্য, বন্যপ্রাণী, মনোমুগ্ধকর জলপ্রপাত কী নেই সেখানে! আজ তাই ধর্মশালাসহ ভারতের হিমাচল প্রদেশের অসাধারণ সুন্দর ১০টি জায়গার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি আজ।
কাসল
পার্বতী নদীর তীরে ছোট্ট শহর কাসলের অবস্থান। বিশেষ করে ব্যাকপ্যাকার এবং ট্র্যাকিং যারা পছন্দ করেন তাঁদের জন্য আদর্শ এক জায়গা এটি। তুষার-ঢাকা পর্বতমালা, দৃষ্টিনন্দন সব উপত্যকা, অসাধারণ সুন্দর জলপ্রপাত এবং ভিড়-বাট্টা নেই এমন ট্রেকিংয়ের পথ একে প্রকৃতিপ্রেমী এবং ট্র্যাকারদের জন্য অসাধারণ এক জায়গায় পরিণত করেছে। নানান স্বাদের খাবার পরিবেশ এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশের জন্য এখানকার রেস্তোরাঁগুলোর নাম আছে। কম খরচে থাকার ব্যবস্থা পর্যটকদের কাছে আকর্ষণ আরও বাড়িয়েছে এর।
কাসল যখন যাবেনই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আশপাশের গ্রামগুলো যেমন ছালাল, মালানা, রাসল কিংবা তোশে থেকে ঘুরে আসতেও ভুলবেন না।
শিমলা
হিমালয় পর্বতমালার তুষারাবৃত সব চূড়া এবং পর্বত পাদদেশের সবুজ বৃক্ষের মধ্যে অবস্থান শহরটিকে পর্যটকদের কাছে প্রিয় করে তুলেছে। শীত শুরু হলে শহর ও আশপাশের এলাকা যখন বরফে ঢেকে যায় তখন অন্যরকম এক সৌন্দর্যের জন্ম হয়। ঔপনিবেশিক যুগের স্থাপত্যরীতির সেরা কিছু নিদর্শনের দেখা পাবেন এখানে। যার মধ্যে রয়েছে ভাইসরিগেল লজ, টাউন হল, গেইতি থিয়েটার প্রভৃতি। শিমলার যাওয়ার কিংবা সেখান থেকে ফিরে আসার পথে শিমলা-কলকা টয় ট্রেনের রোমাঞ্চকর যাত্রা থেকেও নিজেকে বঞ্চিত করবেন না আশা করি।
কাসৌলি
সাগর সমতল থেকে ১ হাজার ৯০০ মিটার উচ্চতায় কাসৌলি শহরটি। জনসংখ্যা, বাণিজ্যিক কিংবা ইমারতের দিক থেকে এটি একেবারেই সাদামাটা এক শহর। আর এতেই লুকিয়ে আছে এর আসল সৌন্দর্য এবং আবেদন। এখানকার নির্মল বাতাস, শান্তিপূর্ণ পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করবে আপনাকে। এ ছাড়া ব্যাপ্টিস্ট চার্চ, ক্রাইস্ট চার্চ, নাহরি মন্দির এবং কাসৌলি ক্লাব ঘুরে দেখতে পারেন। পাঞ্জাব এবং হরিয়ানার কাছে অবস্থিত শহরটির সঙ্গে সড়কপথে যোগাযোগ বেশ ভালো।
ধর্মশালা
কাংড়া উপত্যকার ওপরের অংশে অবস্থিত ধর্মশালার দিকে এখন অনেকেরই নজর। কারণ বিশ্বকাপের কয়েকটি খেলা হচ্ছে সেখানে। তবে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য জায়গাটি আগে থেকেই বিখ্যাত। ধৌলাধর পর্বতমালার তুষার ঢাকা চূড়া এবং পাইন বনবেষ্টিত এক শহরটি। ভারতীয়দের পাশাপাশি তিব্বতিদের বসবাস থাকায় এখানে এমন একটি পরিবেশ পাবেন যেমনটা খুব কম জায়গাই পাবেন। রেস্তোরাঁ ও দোকানগুলোতে আছে বৈচিত্র্য। এর শহরতলী, যেমন ম্যাকলয়েডগঞ্জ (একে ভারতের মিনি তিব্বত বলে পরিচয় করিয়ে দেন কেউ কেউ), ধরমকোট, সিন্ধবাড়ি, রামনগরের মতো এলাকাগুলি মুগ্ধ করবে আপনাকে। এ ছাড়া ট্রেকিং করার মতো প্রচুর পথ, জলপ্রপাত এবং মনোরম উপত্যকাগুলি আকৃষ্ট করে পর্যটকদের।
এখনকার বিভিন্ন বৌদ্ধ মঠ, কাংড়া আর্ট মিউজিয়াম, দালাই লামা টেম্পল কমপ্লেক্স ঘুরে দেখার পাশাপাশি কাংড়া উপত্যকায় পাহাড়ের পাদদেশে চমৎকার চা বাগানও চোখ জুড়িয়ে দেবে।
স্পিতি উপত্যকা
৩ হাজার ৮১০ মিটার উচ্চতায়, স্পিতি উপত্যকা শীতল পার্বত্য এলাকার মধ্যে অবস্থিত একটি উপত্যকা ও প্রত্যন্ত গ্রাম। মোটামুটি বিচ্ছিন্ন একটি এলাকা হওয়ার পরও অনেক দুঃসাহসিক পর্যটকের প্রায় ভ্রমণ গন্তব্য এটি। এখানকার বড় আকর্ষণ বিস্তৃত এলাকায় ছড়িয়ে থাকা কিছু বৌদ্ধ মনাস্ট্রি বা গুম্ফা। এ ছাড়া ট্রেকিং, মাউন্টেন বাইকিং, র্যাফটিং এবং বন্যপ্রাণী দেখার জন্য রোমাঞ্চপ্রেমীদের আকৃষ্ট করে জায়গাটি। আশপাশের উঁচু এলাকায় অবস্থিত টাবো, কাজা, ধনকার, কিব্বার, কমিক এবং ল্যাংজার মতো গ্রামগুলোতো কিছুটা সময় দেওয়া স্পিতি ভ্রমণে যাওয়া প্রকৃতিপ্রেমী একজন পর্যটকের জন্য অবশ্য কর্তব্য।
কুলু ও মানালি
বিয়াস নদীর উপত্যকায় ২ হাজার ৫০ মিটার উচ্চতায় অবস্থিত আশ্চর্য সুন্দর এক পাহাড়ি পর্যটনকেন্দ্র মানালি। হিমাচল ভ্রমণে গিয়েছেন কিন্তু মানালি যাননি এমন পর্যটক খুব বেশি পাবেন না। পাইন এবং দেবদারুর বন, তুষারাবৃত পর্বতমালা, মনোরম তৃণভূমি, জলপ্রপাত এবং উপত্যকার মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য অভিযাত্রী এবং প্রকৃতিপ্রেমীদের আকৃষ্ট করে। এ ছাড়া প্রাচীন সব মন্দির এবং তিব্বতি মঠগুলিও এখানকার বড় আকর্ষণ। আর মানালি গেলে তো আপনি অবশ্যই কুলু শহরেও যাবেন। তুষার আচ্ছাদিত পর্বতের মাঝখানে তাজা বাতাস এবং সবুজ পাহাড় দেখতে চান তবে কুলু-মানালি আপনার প্রিয় ভ্রমণ-গন্তব্যের লিস্টিতে প্রথম দিকে থাকা উচিত।
কুলু ও মানালি গেলে সোলাং উপত্যকায়, মানালি পাখি অভয়ারণ্যে ভ্রমণের পাশাপাশি ট্র্যাকিং ও নদীতে র্যাফটিংয়ের সুযোগ থেকে নিজেকে বঞ্চিত করবেন না আশা করি।
চিতকুল
হিমাচলের কিন্নর জেলায় ছোট্ট কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি গ্রাম চিতকুল। ভারত-চীন সীমান্তের কাছেই অবস্থান গ্রামটির। এখানকার সবুজ গাছপালা, তুষারাবৃত পর্বত এবং আপেলের বাগানের সৌন্দর্য মন কেড়ে নেয়। শান্ত পরিবেশে প্রকৃতির কোলে কয়েকটি দিন কাটাতে চাইলে চিতকুলকে বেছে নিতে পারেন অনায়াসে। এখানকার কাঠ কিংবা পাথরের ছাদের বাড়িগুলোও আপনাকে আকৃষ্ট করবে।
বীর বিলিং
আকার ছোট্ট একটি এলাকা। প্যারাগ্লাইডিংয়ের জন্য এটি আদর্শ জায়গা। ভারতের ‘প্যারাগ্লাইডিং ক্যাপিটাল’ হিসেবে পরিচিতি পেয়ে গেছে জায়গাটি। বছরজুড়ে স্বাস্থ্যকর আবহাওয়া এবং হিমালয় পর্বতমালার চমৎকার দৃশ্য চোখ জুড়ায়। ট্র্যাকারদেরও ভারি পছন্দের জায়গা এটি।
ডালহৌসি
মোটামুটি বছরজুড়েই ছুটির গন্তব্য হিসেবে জনপ্রিয় ডালহৌসি। তবে শীতের মাসগুলিতে এর আবেদন অনেক বেশি। তখন পুরো পাহাড়ি শহরটি যেন সাদা চাদরে আবৃত থাকে। মনোমুগ্ধকর পর্বত, ধাপে ধাপে নেমে আসা জলপ্রপাত, হ্রদ, পাইন এবং ওক গাছ এখানকার বড় আকর্ষণ। পাহাড়-অরণ্যে ট্রেকিং, নদীতে রাফটিং, কায়াকিং এবং ক্যাম্পিংয়ের জন্য ডালহৌসিতে আসতে পছন্দ করেন পর্যটকেরা। শান্তিপূর্ণ পরিবেশ এবং আদিম প্রকৃতি আকৃষ্ট করে নিসর্গপ্রেমীদের।
খাজিয়ার
খাজিয়ারের ঘন পাইন বন, সবুজ ঘাস এবং তুষারাবৃত হিমালয় মুগ্ধ করবে আপনাকে। ‘ভারতের সুইজারল্যান্ড’ বলে একে পরিচয় করিয়ে দেওয়া হয়। এখানকার কালাতপ বন্যপ্রাণী অভয়ারণ্যে দেখা মেলে হিমালয়ান কালো ভালুক, চিতা বাঘ, সেরাও, হিমালয়ান ব্ল্যাক মার্টিনসহ নানা জাতের বন্যপ্রাণীর। ট্র্যাকিং, ঘোড়ায় চড়া এবং খাজিয়ার লেক এলাকায় প্যারাগ্লাইডিংও টানে পর্যটকদের। দ্বাদশ শতাব্দীতে নির্মিত খাজি নাগ মন্দিরও মুগ্ধ করবে আপনাকে।
আরও পডুন:

বিশ্বকাপ ক্রিকেটে আজ ধর্মশালায় ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। হিমালয় পর্বতমালার পাদদেশে অবস্থিত ধর্মশালা স্টেডিয়ামটি যেমন চোখ জুড়িয়ে দেবে আপনার, তেমনি সুন্দর শহরটি। সত্যি বলতে ধর্মশালা যে হিমাচল প্রদেশের অংশ সেখানে দেখার মতো জায়গার অভাব নেই। তুষারে ঢাকা পর্বত, অরণ্য, বন্যপ্রাণী, মনোমুগ্ধকর জলপ্রপাত কী নেই সেখানে! আজ তাই ধর্মশালাসহ ভারতের হিমাচল প্রদেশের অসাধারণ সুন্দর ১০টি জায়গার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি আজ।
কাসল
পার্বতী নদীর তীরে ছোট্ট শহর কাসলের অবস্থান। বিশেষ করে ব্যাকপ্যাকার এবং ট্র্যাকিং যারা পছন্দ করেন তাঁদের জন্য আদর্শ এক জায়গা এটি। তুষার-ঢাকা পর্বতমালা, দৃষ্টিনন্দন সব উপত্যকা, অসাধারণ সুন্দর জলপ্রপাত এবং ভিড়-বাট্টা নেই এমন ট্রেকিংয়ের পথ একে প্রকৃতিপ্রেমী এবং ট্র্যাকারদের জন্য অসাধারণ এক জায়গায় পরিণত করেছে। নানান স্বাদের খাবার পরিবেশ এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশের জন্য এখানকার রেস্তোরাঁগুলোর নাম আছে। কম খরচে থাকার ব্যবস্থা পর্যটকদের কাছে আকর্ষণ আরও বাড়িয়েছে এর।
কাসল যখন যাবেনই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আশপাশের গ্রামগুলো যেমন ছালাল, মালানা, রাসল কিংবা তোশে থেকে ঘুরে আসতেও ভুলবেন না।
শিমলা
হিমালয় পর্বতমালার তুষারাবৃত সব চূড়া এবং পর্বত পাদদেশের সবুজ বৃক্ষের মধ্যে অবস্থান শহরটিকে পর্যটকদের কাছে প্রিয় করে তুলেছে। শীত শুরু হলে শহর ও আশপাশের এলাকা যখন বরফে ঢেকে যায় তখন অন্যরকম এক সৌন্দর্যের জন্ম হয়। ঔপনিবেশিক যুগের স্থাপত্যরীতির সেরা কিছু নিদর্শনের দেখা পাবেন এখানে। যার মধ্যে রয়েছে ভাইসরিগেল লজ, টাউন হল, গেইতি থিয়েটার প্রভৃতি। শিমলার যাওয়ার কিংবা সেখান থেকে ফিরে আসার পথে শিমলা-কলকা টয় ট্রেনের রোমাঞ্চকর যাত্রা থেকেও নিজেকে বঞ্চিত করবেন না আশা করি।
কাসৌলি
সাগর সমতল থেকে ১ হাজার ৯০০ মিটার উচ্চতায় কাসৌলি শহরটি। জনসংখ্যা, বাণিজ্যিক কিংবা ইমারতের দিক থেকে এটি একেবারেই সাদামাটা এক শহর। আর এতেই লুকিয়ে আছে এর আসল সৌন্দর্য এবং আবেদন। এখানকার নির্মল বাতাস, শান্তিপূর্ণ পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করবে আপনাকে। এ ছাড়া ব্যাপ্টিস্ট চার্চ, ক্রাইস্ট চার্চ, নাহরি মন্দির এবং কাসৌলি ক্লাব ঘুরে দেখতে পারেন। পাঞ্জাব এবং হরিয়ানার কাছে অবস্থিত শহরটির সঙ্গে সড়কপথে যোগাযোগ বেশ ভালো।
ধর্মশালা
কাংড়া উপত্যকার ওপরের অংশে অবস্থিত ধর্মশালার দিকে এখন অনেকেরই নজর। কারণ বিশ্বকাপের কয়েকটি খেলা হচ্ছে সেখানে। তবে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য জায়গাটি আগে থেকেই বিখ্যাত। ধৌলাধর পর্বতমালার তুষার ঢাকা চূড়া এবং পাইন বনবেষ্টিত এক শহরটি। ভারতীয়দের পাশাপাশি তিব্বতিদের বসবাস থাকায় এখানে এমন একটি পরিবেশ পাবেন যেমনটা খুব কম জায়গাই পাবেন। রেস্তোরাঁ ও দোকানগুলোতে আছে বৈচিত্র্য। এর শহরতলী, যেমন ম্যাকলয়েডগঞ্জ (একে ভারতের মিনি তিব্বত বলে পরিচয় করিয়ে দেন কেউ কেউ), ধরমকোট, সিন্ধবাড়ি, রামনগরের মতো এলাকাগুলি মুগ্ধ করবে আপনাকে। এ ছাড়া ট্রেকিং করার মতো প্রচুর পথ, জলপ্রপাত এবং মনোরম উপত্যকাগুলি আকৃষ্ট করে পর্যটকদের।
এখনকার বিভিন্ন বৌদ্ধ মঠ, কাংড়া আর্ট মিউজিয়াম, দালাই লামা টেম্পল কমপ্লেক্স ঘুরে দেখার পাশাপাশি কাংড়া উপত্যকায় পাহাড়ের পাদদেশে চমৎকার চা বাগানও চোখ জুড়িয়ে দেবে।
স্পিতি উপত্যকা
৩ হাজার ৮১০ মিটার উচ্চতায়, স্পিতি উপত্যকা শীতল পার্বত্য এলাকার মধ্যে অবস্থিত একটি উপত্যকা ও প্রত্যন্ত গ্রাম। মোটামুটি বিচ্ছিন্ন একটি এলাকা হওয়ার পরও অনেক দুঃসাহসিক পর্যটকের প্রায় ভ্রমণ গন্তব্য এটি। এখানকার বড় আকর্ষণ বিস্তৃত এলাকায় ছড়িয়ে থাকা কিছু বৌদ্ধ মনাস্ট্রি বা গুম্ফা। এ ছাড়া ট্রেকিং, মাউন্টেন বাইকিং, র্যাফটিং এবং বন্যপ্রাণী দেখার জন্য রোমাঞ্চপ্রেমীদের আকৃষ্ট করে জায়গাটি। আশপাশের উঁচু এলাকায় অবস্থিত টাবো, কাজা, ধনকার, কিব্বার, কমিক এবং ল্যাংজার মতো গ্রামগুলোতো কিছুটা সময় দেওয়া স্পিতি ভ্রমণে যাওয়া প্রকৃতিপ্রেমী একজন পর্যটকের জন্য অবশ্য কর্তব্য।
কুলু ও মানালি
বিয়াস নদীর উপত্যকায় ২ হাজার ৫০ মিটার উচ্চতায় অবস্থিত আশ্চর্য সুন্দর এক পাহাড়ি পর্যটনকেন্দ্র মানালি। হিমাচল ভ্রমণে গিয়েছেন কিন্তু মানালি যাননি এমন পর্যটক খুব বেশি পাবেন না। পাইন এবং দেবদারুর বন, তুষারাবৃত পর্বতমালা, মনোরম তৃণভূমি, জলপ্রপাত এবং উপত্যকার মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য অভিযাত্রী এবং প্রকৃতিপ্রেমীদের আকৃষ্ট করে। এ ছাড়া প্রাচীন সব মন্দির এবং তিব্বতি মঠগুলিও এখানকার বড় আকর্ষণ। আর মানালি গেলে তো আপনি অবশ্যই কুলু শহরেও যাবেন। তুষার আচ্ছাদিত পর্বতের মাঝখানে তাজা বাতাস এবং সবুজ পাহাড় দেখতে চান তবে কুলু-মানালি আপনার প্রিয় ভ্রমণ-গন্তব্যের লিস্টিতে প্রথম দিকে থাকা উচিত।
কুলু ও মানালি গেলে সোলাং উপত্যকায়, মানালি পাখি অভয়ারণ্যে ভ্রমণের পাশাপাশি ট্র্যাকিং ও নদীতে র্যাফটিংয়ের সুযোগ থেকে নিজেকে বঞ্চিত করবেন না আশা করি।
চিতকুল
হিমাচলের কিন্নর জেলায় ছোট্ট কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি গ্রাম চিতকুল। ভারত-চীন সীমান্তের কাছেই অবস্থান গ্রামটির। এখানকার সবুজ গাছপালা, তুষারাবৃত পর্বত এবং আপেলের বাগানের সৌন্দর্য মন কেড়ে নেয়। শান্ত পরিবেশে প্রকৃতির কোলে কয়েকটি দিন কাটাতে চাইলে চিতকুলকে বেছে নিতে পারেন অনায়াসে। এখানকার কাঠ কিংবা পাথরের ছাদের বাড়িগুলোও আপনাকে আকৃষ্ট করবে।
বীর বিলিং
আকার ছোট্ট একটি এলাকা। প্যারাগ্লাইডিংয়ের জন্য এটি আদর্শ জায়গা। ভারতের ‘প্যারাগ্লাইডিং ক্যাপিটাল’ হিসেবে পরিচিতি পেয়ে গেছে জায়গাটি। বছরজুড়ে স্বাস্থ্যকর আবহাওয়া এবং হিমালয় পর্বতমালার চমৎকার দৃশ্য চোখ জুড়ায়। ট্র্যাকারদেরও ভারি পছন্দের জায়গা এটি।
ডালহৌসি
মোটামুটি বছরজুড়েই ছুটির গন্তব্য হিসেবে জনপ্রিয় ডালহৌসি। তবে শীতের মাসগুলিতে এর আবেদন অনেক বেশি। তখন পুরো পাহাড়ি শহরটি যেন সাদা চাদরে আবৃত থাকে। মনোমুগ্ধকর পর্বত, ধাপে ধাপে নেমে আসা জলপ্রপাত, হ্রদ, পাইন এবং ওক গাছ এখানকার বড় আকর্ষণ। পাহাড়-অরণ্যে ট্রেকিং, নদীতে রাফটিং, কায়াকিং এবং ক্যাম্পিংয়ের জন্য ডালহৌসিতে আসতে পছন্দ করেন পর্যটকেরা। শান্তিপূর্ণ পরিবেশ এবং আদিম প্রকৃতি আকৃষ্ট করে নিসর্গপ্রেমীদের।
খাজিয়ার
খাজিয়ারের ঘন পাইন বন, সবুজ ঘাস এবং তুষারাবৃত হিমালয় মুগ্ধ করবে আপনাকে। ‘ভারতের সুইজারল্যান্ড’ বলে একে পরিচয় করিয়ে দেওয়া হয়। এখানকার কালাতপ বন্যপ্রাণী অভয়ারণ্যে দেখা মেলে হিমালয়ান কালো ভালুক, চিতা বাঘ, সেরাও, হিমালয়ান ব্ল্যাক মার্টিনসহ নানা জাতের বন্যপ্রাণীর। ট্র্যাকিং, ঘোড়ায় চড়া এবং খাজিয়ার লেক এলাকায় প্যারাগ্লাইডিংও টানে পর্যটকদের। দ্বাদশ শতাব্দীতে নির্মিত খাজি নাগ মন্দিরও মুগ্ধ করবে আপনাকে।
আরও পডুন:

ভ্রমণপিপাসুদের জন্য দারুণ খবর। ভ্রমণে গিয়ে নিরাপত্তার কথা ভাবলে এখন সবার আগে যে নামটি আসবে, তা হলো সূর্যোদয়ের দেশ জাপান। বিশ্বখ্যাত ট্রাভেল ইনস্যুরেন্স কোম্পানি ‘বার্কশায়ার হ্যাথাওয়ে ট্রাভেল প্রোটেকশন’-এর ২০২৬ সালের প্রতিবেদন অনুযায়ী, এশিয়ার সবচেয়ে নিরাপদ দেশের মর্যাদা পেয়েছে জাপান। কঠোর আইন এবং অতি
১৪ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন বহুল ব্যবহৃত। অফিস থেকে শুরু করে শ্রেণিকক্ষ—সবখানেই এর বিচরণ অবাধে। তবে এর অপব্যবহার শিক্ষার্থীদের বিকাশ ও সৃজনশীলতাকে নেতিবাচক দিকে ধাবিত করছে। এর ক্রমবর্ধমান অপব্যবহার রুখতে এবং শিক্ষার্থীরা সত্যিই বিষয়টি বুঝতে পারছে কি না, তা যাচাই করতে উত্তর আমেরিকার
১৬ ঘণ্টা আগে
হয়ে গেল বিনোদন দুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন গোল্ডেন গ্লোবস। তবে কেবল পুরস্কারের হিসাব-নিকাশ নয়, এই আসরটি বিশ্বজুড়ে সমাদৃত এর বর্ণিল ‘রেড কার্পেট’ ফ্যাশনের জন্য। দীর্ঘ দিনের ধারাবাহিকতায় এ বছরও তারকারা এমন সব সাজে হাজির হয়েছিলেন যা ফ্যাশন সচেতনদের মুগ্ধ করেছে। ২০২৬ সালের গোল্ডেন গ্লোবস ফ্যাশন ছি
১৮ ঘণ্টা আগে
আজ আপনার জন্য টাকাপয়সা ফেরত পাওয়ার দিন। অনেক আগে কাউকে ধার দেওয়া টাকা বা পুরোনো প্যান্টের পকেটে রাখা নোট আজ উদ্ধার হতে পারে। পুরোনো ঋণ শোধের জন্য আজ সেরা দিন, এতে মনের ওপর থেকে বড় একটা পাথর নেমে যাবে।
১৯ ঘণ্টা আগে