সানজিদা সামরিন

আজ বিশ্বখ্যাত অভিনেত্রী মেরিলিন মনরোর জন্মদিন। ১৯২৬ সালের ১ জুন তিনি আমেরিকার লস অ্যাঞ্জেলস শহরে জন্মগ্রহণ করেন।
মেরিলিন মনরো, লাস্যময়ী এ হলিউড তারকার রূপ রহস্য জানতে চাননি এমন নারী খুঁজে পাওয়া দুষ্কর। ত্বকের যত্ন ও মেকআপ হিসেবে কী কী তিনি ব্যবহার করবেন বা তাঁর হ্যান্ডব্যাগে কোন ধরনের সৌন্দর্য উপকরণ থাকত তা জানতে রোজ কম মানুষ গুগল করেন না! তবে ত্বকের যত্নে মেরিলিন মনরো কী কী করতেন তা এবার একটু হলেও জানা গেছে।
নিউ ইয়র্ক সিটির মেকআপ মিউজিয়াম সম্প্রতি হলিউড হার্টথ্রব মেরিলিন মনরোর রূপের রহস্য ও সৌন্দর্য রক্ষায় খাবার তালিকা থেকে কোন কোন খাবার ছেঁটে ফেলেছিলেন তা সবার সামনে এনেছে। মিউজিয়ামে একটি প্রেসক্রিপশন প্রদর্শন করা হয়েছে। যেখানে তারিখ দেওয়া রয়েছে ১৭ মার্চ ১৯৫৯। মেরিলিন মনরোকে দেওয়া এই প্রেসক্রিপশনে আমেরিকান চর্ম বিশেষজ্ঞ এর্নো লাজলো লিখেছিলেন, ধাপে ধাপে কীভাবে ত্বকের যত্ন নিতে হবে। এই নথি অনুযায়ী, মনরোকে মুখের অতিরিক্ত তেল অপসারণের জন্য এবং লোমকূপ ছোট রাখতে কুসুম গরম জল ও ক্লিনজিং বার দিয়ে মুখ ও ঘার ধুতে হতো।
এরপর চোখের চারপাশ বাকি রেখে আলতো হাতে তিনি অল্প পরিমাণে এনার্জাইজার ক্রিম লাগাতেন। সবশেষে এর্নো লাজলোর কোম্পানির লুজ ফেস পাউডার লাগিয়ে ময়েশ্চার লক করতেন তিনি। পাশাপাশি পেতেন ম্যাট লুক। সন্ধ্যায় ঠিক কী নিয়মে ত্বকের যত্ন নিতেন তিনি তারও বিস্তারিত রয়েছে এখানে। এর্নো লাজলোর ব্র্যান্ডিং অফিসার প্যাট্রিসিয়া শুফেনহাওয়্যার বলেন, এর্নো তাঁর সব ক্লায়েন্টদের প্রেসক্রিপশন ব্যক্তিগতকরণ করতেন। মেরিলিন মনরোর প্রেসক্রিপশন ছিল শুষ্ক ত্বকের ক্যাটাগরিতে। ছাপা এই কাগজে চোখ বুলালেই দেখা যায়, তাঁকে যেসব সৌন্দর্যপণ্য ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছিল সেগুলোর সবই ত্বক হাইড্রেটেড রাখতে সহায়তা করত।
নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে জানা যায়, রোজ সকালে মেরিলিন মনরো ত্বকে ভ্যাসলিন ম্যাসাজ করে তিন ঘণ্টা ধরে হট বাথ নিতেন। তাঁর প্রেসক্রিপশন অনুযায়ী, মেরিলিন মনরো কোনো ধরনের বাদাম, চকলেট, জলপাই, ওয়েস্টার ও লবণ খেতেন না। এগুলো ত্বককে ডিহাইড্রেটেড করে ও চোখের নিচে ফোলাভাব তৈরি করে।

আজ বিশ্বখ্যাত অভিনেত্রী মেরিলিন মনরোর জন্মদিন। ১৯২৬ সালের ১ জুন তিনি আমেরিকার লস অ্যাঞ্জেলস শহরে জন্মগ্রহণ করেন।
মেরিলিন মনরো, লাস্যময়ী এ হলিউড তারকার রূপ রহস্য জানতে চাননি এমন নারী খুঁজে পাওয়া দুষ্কর। ত্বকের যত্ন ও মেকআপ হিসেবে কী কী তিনি ব্যবহার করবেন বা তাঁর হ্যান্ডব্যাগে কোন ধরনের সৌন্দর্য উপকরণ থাকত তা জানতে রোজ কম মানুষ গুগল করেন না! তবে ত্বকের যত্নে মেরিলিন মনরো কী কী করতেন তা এবার একটু হলেও জানা গেছে।
নিউ ইয়র্ক সিটির মেকআপ মিউজিয়াম সম্প্রতি হলিউড হার্টথ্রব মেরিলিন মনরোর রূপের রহস্য ও সৌন্দর্য রক্ষায় খাবার তালিকা থেকে কোন কোন খাবার ছেঁটে ফেলেছিলেন তা সবার সামনে এনেছে। মিউজিয়ামে একটি প্রেসক্রিপশন প্রদর্শন করা হয়েছে। যেখানে তারিখ দেওয়া রয়েছে ১৭ মার্চ ১৯৫৯। মেরিলিন মনরোকে দেওয়া এই প্রেসক্রিপশনে আমেরিকান চর্ম বিশেষজ্ঞ এর্নো লাজলো লিখেছিলেন, ধাপে ধাপে কীভাবে ত্বকের যত্ন নিতে হবে। এই নথি অনুযায়ী, মনরোকে মুখের অতিরিক্ত তেল অপসারণের জন্য এবং লোমকূপ ছোট রাখতে কুসুম গরম জল ও ক্লিনজিং বার দিয়ে মুখ ও ঘার ধুতে হতো।
এরপর চোখের চারপাশ বাকি রেখে আলতো হাতে তিনি অল্প পরিমাণে এনার্জাইজার ক্রিম লাগাতেন। সবশেষে এর্নো লাজলোর কোম্পানির লুজ ফেস পাউডার লাগিয়ে ময়েশ্চার লক করতেন তিনি। পাশাপাশি পেতেন ম্যাট লুক। সন্ধ্যায় ঠিক কী নিয়মে ত্বকের যত্ন নিতেন তিনি তারও বিস্তারিত রয়েছে এখানে। এর্নো লাজলোর ব্র্যান্ডিং অফিসার প্যাট্রিসিয়া শুফেনহাওয়্যার বলেন, এর্নো তাঁর সব ক্লায়েন্টদের প্রেসক্রিপশন ব্যক্তিগতকরণ করতেন। মেরিলিন মনরোর প্রেসক্রিপশন ছিল শুষ্ক ত্বকের ক্যাটাগরিতে। ছাপা এই কাগজে চোখ বুলালেই দেখা যায়, তাঁকে যেসব সৌন্দর্যপণ্য ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছিল সেগুলোর সবই ত্বক হাইড্রেটেড রাখতে সহায়তা করত।
নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে জানা যায়, রোজ সকালে মেরিলিন মনরো ত্বকে ভ্যাসলিন ম্যাসাজ করে তিন ঘণ্টা ধরে হট বাথ নিতেন। তাঁর প্রেসক্রিপশন অনুযায়ী, মেরিলিন মনরো কোনো ধরনের বাদাম, চকলেট, জলপাই, ওয়েস্টার ও লবণ খেতেন না। এগুলো ত্বককে ডিহাইড্রেটেড করে ও চোখের নিচে ফোলাভাব তৈরি করে।

কৈশোর পেরিয়ে তারুণ্যে পা রাখা এক অদ্ভুত সুন্দর সময়। এ নিয়ে কত কবিতা, কত গান! তবে এই পরিবর্তনটাও জীবনের ‘একটু ভুল’ হয়ে যাওয়ার সময়। কৈশোরের গণ্ডি পেরিয়ে তারুণ্যে পা রাখার সময়টিতে ছেলেমেয়েদের জীবনে শারীরিক ও মানসিক অনেক পরিবর্তন আসে। এ সময়েই তারা ডেটিং বা রোমান্টিক সম্পর্কের প্রতি আগ্রহী হয়ে ওঠে...
৪ ঘণ্টা আগে
বেশি ভ্রমণ করা দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। পুরো দেশটিকে পর্যটকদের জন্য বিভিন্নভাবে সাজিয়েছে সে দেশের সরকার। কিন্তু গত বছর থেকে রাজনৈতিক অবস্থা এবং বর্তমান সরকারের কর-সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্তের কারণে জনপ্রিয়তা হারানো শুরু করেছে যুক্তরাষ্ট্রে ভ্রমণের বিষয়টি...
৬ ঘণ্টা আগে
সামনেই বসন্ত। আর আপনি? ৪০টি বসন্ত পার করে এসেছেন। এখন আপনার মধ্য়ে তরুণীসুলভ ভাব নেই, দারুণ কিছুতেও খুব নিয়ন্ত্রিত আবেগ দেখান। স্বাধীন, আত্মবিশ্বাসী ও জীবনকে নিয়ন্ত্রণে রাখার দুনিয়ায় আপনাকে স্বাগতম।
৮ ঘণ্টা আগে
বাজারে ও ফলের দোকানে পাওয়া যায় শাকালু। এটি সবজি না ফল, তা নিয়ে অনেকের মধ্যে দ্বিধা আছে। কিন্তু যে বিষয়ে দ্বিধা নেই তা হলো, এটি রান্না করে খাওয়া যায়। আবার সালাদ হিসেবেও খাওয়া যায়। আপনাদের জন্য শাকালু দিয়ে তৈরি দুই রকমের সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৮ ঘণ্টা আগে