রিদা মুনাম হক
বারান্দায় বসার জন্য চেয়ার কিনেছিলেন। কিন্তু দীর্ঘদিন ব্যবহার আর ঘষে পরিষ্কার করতে করতে চেয়ারের রঙের বারোটা বেজে গেছে। যেহেতু ভেঙে যায়নি, তাই ফেলতেও মায়া হচ্ছে, তাই তো? চাইলে পুরোনো এই চেয়ারকে নতুন কোনো কাজে লাগাতে পারেন। কীভাবে?
রাঙিয়ে তুলুন
চেয়ারের রং নষ্ট হয়ে গেলে তা নতুন করে রাঙিয়ে নিতে পারেন। অনুপ্রেরণা নিতে পারেন পিন্টারেস্ট থেকে। উজ্জ্বল রং; যেমন সরষে হলুদ, ম্যাজেন্টা, টারকোয়াইজ নীলের একটি চেয়ার রোদভরা বারান্দায় রাখলে কিন্তু মন্দ লাগবে না।
ছাদ বা বারান্দা বাগানের শেলফ
আপনার ভাঙা চেয়ারের পায়া খুলে নিয়ে বাকিটা কায়দা করে বারান্দার গ্রিল বা দেয়ালের সঙ্গে ঝুলিয়ে দিলেই সুন্দর একটা গাছ রাখার শেলফ হয়ে যাবে। চাইলে ঝলমলে কোনো রঙে রাঙিয়ে নিতে পারেন শেলফখানা।
কাঠের চেয়ারে দোলনা
চেয়ারের পায়াগুলো খুলে নিন। এবার সিটারটি দড়ি বেঁধে ঝুলিয়ে দিলেই চমৎকার একটা দোলনা হয়ে যাবে। বসার আরামের জন্য দোলনায় দিয়ে দিতে পারেন আরামদায়ক কুশন।
তৈরি করুন স্টোরেজ বক্স
চেয়ারের পায়ার ফাঁকগুলো বোর্ড বা এ ধরনের কিছু দিয়ে বন্ধ করে নিচে একটা তলা লাগিয়ে নিন। এবার বসার জায়গার পাটাতনটা খুলে নিয়ে সেটাতে কবজা বসিয়ে দিলেই হয়ে যাবে ঢাকনা। বাক্সটি মনের মতো করে সাজিয়ে নিয়ে রাখতে পারেন আপনার বাথরুম বা বেডরুমে।
শেলফ ও হ্যাঙ্গার
অনেক পুরোনো নকশার চেয়ারের ওপরের দিকটা দেখতে ছোটখাটো তাকের মতো হয়ে থাকে। সেই চেয়ারগুলোর পিঠ ঠেকানোর জায়গাটা খুলে নিয়ে তৈরি করতে পারেন হ্যাঙ্গার বা শেলফ।
সূত্র: ডাই অ্যান্ড ক্র্যাফটস

বারান্দায় বসার জন্য চেয়ার কিনেছিলেন। কিন্তু দীর্ঘদিন ব্যবহার আর ঘষে পরিষ্কার করতে করতে চেয়ারের রঙের বারোটা বেজে গেছে। যেহেতু ভেঙে যায়নি, তাই ফেলতেও মায়া হচ্ছে, তাই তো? চাইলে পুরোনো এই চেয়ারকে নতুন কোনো কাজে লাগাতে পারেন। কীভাবে?
রাঙিয়ে তুলুন
চেয়ারের রং নষ্ট হয়ে গেলে তা নতুন করে রাঙিয়ে নিতে পারেন। অনুপ্রেরণা নিতে পারেন পিন্টারেস্ট থেকে। উজ্জ্বল রং; যেমন সরষে হলুদ, ম্যাজেন্টা, টারকোয়াইজ নীলের একটি চেয়ার রোদভরা বারান্দায় রাখলে কিন্তু মন্দ লাগবে না।
ছাদ বা বারান্দা বাগানের শেলফ
আপনার ভাঙা চেয়ারের পায়া খুলে নিয়ে বাকিটা কায়দা করে বারান্দার গ্রিল বা দেয়ালের সঙ্গে ঝুলিয়ে দিলেই সুন্দর একটা গাছ রাখার শেলফ হয়ে যাবে। চাইলে ঝলমলে কোনো রঙে রাঙিয়ে নিতে পারেন শেলফখানা।
কাঠের চেয়ারে দোলনা
চেয়ারের পায়াগুলো খুলে নিন। এবার সিটারটি দড়ি বেঁধে ঝুলিয়ে দিলেই চমৎকার একটা দোলনা হয়ে যাবে। বসার আরামের জন্য দোলনায় দিয়ে দিতে পারেন আরামদায়ক কুশন।
তৈরি করুন স্টোরেজ বক্স
চেয়ারের পায়ার ফাঁকগুলো বোর্ড বা এ ধরনের কিছু দিয়ে বন্ধ করে নিচে একটা তলা লাগিয়ে নিন। এবার বসার জায়গার পাটাতনটা খুলে নিয়ে সেটাতে কবজা বসিয়ে দিলেই হয়ে যাবে ঢাকনা। বাক্সটি মনের মতো করে সাজিয়ে নিয়ে রাখতে পারেন আপনার বাথরুম বা বেডরুমে।
শেলফ ও হ্যাঙ্গার
অনেক পুরোনো নকশার চেয়ারের ওপরের দিকটা দেখতে ছোটখাটো তাকের মতো হয়ে থাকে। সেই চেয়ারগুলোর পিঠ ঠেকানোর জায়গাটা খুলে নিয়ে তৈরি করতে পারেন হ্যাঙ্গার বা শেলফ।
সূত্র: ডাই অ্যান্ড ক্র্যাফটস

নারী ও পুরুষের প্রেমের প্রাথমিক পর্যায়গুলো আনন্দদায়ক হলেও, একটি সুস্থ দাম্পত্যজীবন বজায় রাখার জন্য ক্রমাগত পরিশ্রম এবং নিষ্ঠার প্রয়োজন হয়। ব্যস্ত সময়সূচি ও নানাবিধ দায়িত্বের মধ্যে দম্পতিরা নিজস্ব সময় কাটানো যেমন চ্যালেঞ্জিং বলে মনে করেন, তেমনি এই সম্পর্ককে দীর্ঘমেয়াদি রূপ দেওয়াকেও জটিল বলে...
২ ঘণ্টা আগে
হাতের আঙুলের ডগায় নিখুঁত রঙের ছোঁয়া কিংবা নখের সূক্ষ্ম কারুকাজ কেবল সাজগোজ নয়। বরং তা একজন নারীর আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্বের এক শৈল্পিক বহিঃপ্রকাশ। নখের এই ক্ষুদ্র ক্যানভাসে যাঁরা জাদুর ছোঁয়া দেন, তাঁদেরই একজন বেকি হলিস। মাত্র ২৯ বছর বয়সে তিনি প্রমাণ করেছেন, সদিচ্ছা আর কঠোর পরিশ্রম থাকলে সাধারণ...
৪ ঘণ্টা আগে
বয়স বেড়ে যাওয়া প্রকৃতির এক অপরিবর্তনীয় নিয়ম। কিন্তু সেই বার্ধক্য যেন অকালে আমাদের লাবণ্য কেড়ে নিতে না পারে, তার চাবিকাঠি লুকিয়ে আছে প্রতিদিনের খাদ্যতালিকায়। বিভিন্ন গবেষণা জানাচ্ছে, সঠিক পুষ্টি শুধু আমাদের ফিটনেস বা শারীরিক সক্ষমতাই বাড়ায় না, বরং ত্বক সতেজ রেখে দীর্ঘকাল তারুণ্য...
১০ ঘণ্টা আগে
আজ আপনার শরীরে এনার্জি থাকবে অলিম্পিক অ্যাথলেটের মতো। অফিসে আপনার কঠোর পরিশ্রম দেখে বস এতটাই খুশি হবেন যে আপনাকে ‘পুরস্কার’ হিসেবে আরও তিনটি প্রজেক্টের দায়িত্ব গছিয়ে দিতে পারেন। মনে রাখবেন, গাধার খাটুনি আর ঘোড়ার চালের মধ্যে পার্থক্য বজায় রাখাটাই আসল চ্যালেঞ্জ।
১০ ঘণ্টা আগে