সানজিদা সামরিন

ঢাকা: ‘কমলা লেবুর খোসা বেটে মুখে মাখলে পরে/ ত্বক তোমার থাকবে পরিষ্কার’—অঞ্জন দত্ত গেয়েছিলেন কিছুটা শ্লেষ ভরেই। কিন্তু জানেন তো, কমলা লেবুর খোসার মতো ফেলে দেওয়া ঘরোয়া জিনিসপত্র দিয়ে এখন রূপচর্চা করা হয়। এই ঘরোয়া রূপচর্চার বিষয়টি এখন বেশ ট্রেন্ডি। এই ট্রেন্ড কিন্তু এখনকার নয়। রূপ, গুণ, বুদ্ধিমত্তা দিয়ে নিজের সময়ের সেরা পুরুষদের মন জয় করে নিয়েছিলেন যে রানি, তাঁর নাম ক্লিওপেট্রা। চোখ, ত্বক, চুল, ঠোঁট সবকিছুই নাকি ছিল তাঁর দশে দশ। তাঁর এই ভুবনভোলানো রূপের রহস্য ছিল ভেষজ এবং একেবারে হাতের কাছে পাওয়া জিনিসপত্র। তাঁর চর্চিত ভেষজ রূপচর্চার কৌশল আধুনিক বিশ্বে আজও ব্যবহৃত হয়ে আসছে। সামনের দিনগুলোয় বাড়িতে থাকতে হবে সবাইকে। চাইলে বাড়িতে বসে ক্লিওপেট্রা চর্চিত উপাদানে আপনিও করতে পারেন রূপচর্চা।
স্নানের জলে হলুদ ও দুধ
রানির স্নান বলে কথা, তাই শুধু জলই যথেষ্ট নয়! ক্লিওপেট্রা তাঁর স্নানের আয়োজনও করতেন ঘটা করে। স্নানের জলে মেশাতেন দুধ। এ ছাড়াও বাড়তি উপকারিতার জন্য যোগ করতেন কাঁচা হলুদ। দুধের মধ্যকার ল্যাক্টিক অ্যাসিড ক্লিওপেট্রার ত্বককে পরিচ্ছন্ন, কোমল ও দীপ্তিময় রাখতে সহায়তা করত। এই ধারাবাহিকতায় বর্তমানে স্পাগুলোয় মিল্ক বাথে যোগ করা হয় দুধ ও ল্যাভেন্ডার অয়েলের মতো এসেনশিয়াল অয়েল। তা ছাড়া প্রাচীনকাল থেকে ভারতীয় নারীদের সৌন্দর্যচর্চায় প্রাধান্য পেয়ে আসছে কাঁচা হলুদ। এটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।
ত্বকে সামুদ্রিক লবণ
ক্লিওপেট্রা মৃত সাগর ও গুহা থেকে লবণ আনার ব্যবস্থা করেছিলেন। তাঁর সৌন্দর্যচর্চায় এসব লবণ ছিল গুরুত্বপূর্ণ উপকরণ। তিনি বিশ্বাস করতেন, খনিজে পরিপূর্ণ সামুদ্রিক লবণ ত্বকের মরা কোষ ঝরাতে ও দাগ দূর করতে অতুলনীয়। তাঁর রাজকীয় স্নানে এক্সফলিয়েটর হিসেবে ব্যবহার হতো এই লবণ। এখন বিউটি স্যালনগুলোয় পরিষ্কারক ও এক্সফলিয়েটর হিসেবে সামুদ্রিক লবণের ব্যবহার দেখা যায়। তা ছাড়া ঘরোয়া রূপচর্চায় স্ক্র্যাবিংয়ের জন্য সাধারণ লবণও ব্যবহৃত হয়। হাত ও পায়ের ত্বকের কোমলতার জন্য পরিমাণমতো লবণের সঙ্গে নারকেল তেল ও কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল যোগ করে স্ক্র্যাব করা
যেতে পারে।
উপযোগী ময়েশ্চারাইজার
রূপচর্চায় ময়েশ্চারাইজার খুবই গুরুত্বপূর্ণ। ক্লিওপেট্রা ত্বকে ময়েশ্চারাইজার হিসেবে মৌ-মোম ব্যবহার করতেন। এটি ত্বকে ভিটামিনের জোগান দিত। পাশাপাশি ত্বকের ইলাস্টিসিটি ধরে রাখতে এবং ত্বকের কোলাজেন উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত।
চোখ সাজাতে সুরমা
ক্লিওপেট্রার সাজে প্রাধান্য পেত তাঁর চোখ। চোখ সাজাতে তিনি কালো গ্যালেনা ও সবুজ ম্যালাকাইট দিয়ে সুরমা তৈরি করতেন। সুরমা তৈরিতে যোগ করা হতো দারুচিনি গুঁড়ো, প্রাকৃতিক তেল বা পশুর চর্বি। এই সুরমা তৈরিতে আরও যোগ করা হতো জিংক অক্সাইড, যাতে সূর্যরশ্মি থেকে সুরক্ষিত থাকত ক্লিওপেট্রার চোখ।

ঢাকা: ‘কমলা লেবুর খোসা বেটে মুখে মাখলে পরে/ ত্বক তোমার থাকবে পরিষ্কার’—অঞ্জন দত্ত গেয়েছিলেন কিছুটা শ্লেষ ভরেই। কিন্তু জানেন তো, কমলা লেবুর খোসার মতো ফেলে দেওয়া ঘরোয়া জিনিসপত্র দিয়ে এখন রূপচর্চা করা হয়। এই ঘরোয়া রূপচর্চার বিষয়টি এখন বেশ ট্রেন্ডি। এই ট্রেন্ড কিন্তু এখনকার নয়। রূপ, গুণ, বুদ্ধিমত্তা দিয়ে নিজের সময়ের সেরা পুরুষদের মন জয় করে নিয়েছিলেন যে রানি, তাঁর নাম ক্লিওপেট্রা। চোখ, ত্বক, চুল, ঠোঁট সবকিছুই নাকি ছিল তাঁর দশে দশ। তাঁর এই ভুবনভোলানো রূপের রহস্য ছিল ভেষজ এবং একেবারে হাতের কাছে পাওয়া জিনিসপত্র। তাঁর চর্চিত ভেষজ রূপচর্চার কৌশল আধুনিক বিশ্বে আজও ব্যবহৃত হয়ে আসছে। সামনের দিনগুলোয় বাড়িতে থাকতে হবে সবাইকে। চাইলে বাড়িতে বসে ক্লিওপেট্রা চর্চিত উপাদানে আপনিও করতে পারেন রূপচর্চা।
স্নানের জলে হলুদ ও দুধ
রানির স্নান বলে কথা, তাই শুধু জলই যথেষ্ট নয়! ক্লিওপেট্রা তাঁর স্নানের আয়োজনও করতেন ঘটা করে। স্নানের জলে মেশাতেন দুধ। এ ছাড়াও বাড়তি উপকারিতার জন্য যোগ করতেন কাঁচা হলুদ। দুধের মধ্যকার ল্যাক্টিক অ্যাসিড ক্লিওপেট্রার ত্বককে পরিচ্ছন্ন, কোমল ও দীপ্তিময় রাখতে সহায়তা করত। এই ধারাবাহিকতায় বর্তমানে স্পাগুলোয় মিল্ক বাথে যোগ করা হয় দুধ ও ল্যাভেন্ডার অয়েলের মতো এসেনশিয়াল অয়েল। তা ছাড়া প্রাচীনকাল থেকে ভারতীয় নারীদের সৌন্দর্যচর্চায় প্রাধান্য পেয়ে আসছে কাঁচা হলুদ। এটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।
ত্বকে সামুদ্রিক লবণ
ক্লিওপেট্রা মৃত সাগর ও গুহা থেকে লবণ আনার ব্যবস্থা করেছিলেন। তাঁর সৌন্দর্যচর্চায় এসব লবণ ছিল গুরুত্বপূর্ণ উপকরণ। তিনি বিশ্বাস করতেন, খনিজে পরিপূর্ণ সামুদ্রিক লবণ ত্বকের মরা কোষ ঝরাতে ও দাগ দূর করতে অতুলনীয়। তাঁর রাজকীয় স্নানে এক্সফলিয়েটর হিসেবে ব্যবহার হতো এই লবণ। এখন বিউটি স্যালনগুলোয় পরিষ্কারক ও এক্সফলিয়েটর হিসেবে সামুদ্রিক লবণের ব্যবহার দেখা যায়। তা ছাড়া ঘরোয়া রূপচর্চায় স্ক্র্যাবিংয়ের জন্য সাধারণ লবণও ব্যবহৃত হয়। হাত ও পায়ের ত্বকের কোমলতার জন্য পরিমাণমতো লবণের সঙ্গে নারকেল তেল ও কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল যোগ করে স্ক্র্যাব করা
যেতে পারে।
উপযোগী ময়েশ্চারাইজার
রূপচর্চায় ময়েশ্চারাইজার খুবই গুরুত্বপূর্ণ। ক্লিওপেট্রা ত্বকে ময়েশ্চারাইজার হিসেবে মৌ-মোম ব্যবহার করতেন। এটি ত্বকে ভিটামিনের জোগান দিত। পাশাপাশি ত্বকের ইলাস্টিসিটি ধরে রাখতে এবং ত্বকের কোলাজেন উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত।
চোখ সাজাতে সুরমা
ক্লিওপেট্রার সাজে প্রাধান্য পেত তাঁর চোখ। চোখ সাজাতে তিনি কালো গ্যালেনা ও সবুজ ম্যালাকাইট দিয়ে সুরমা তৈরি করতেন। সুরমা তৈরিতে যোগ করা হতো দারুচিনি গুঁড়ো, প্রাকৃতিক তেল বা পশুর চর্বি। এই সুরমা তৈরিতে আরও যোগ করা হতো জিংক অক্সাইড, যাতে সূর্যরশ্মি থেকে সুরক্ষিত থাকত ক্লিওপেট্রার চোখ।

হাঁটা স্বাস্থ্যের জন্য উপকারী। এটা জানতে কোনো চিকিৎসকের পরামর্শের দরকার হয় না। একজন মানুষ হাঁটলে শুধু যে তাঁর মন ভালো থাকে, তা নয়; এতে মানুষ মানসিকভাবেও সুস্থ থাকে। ২০ জানুয়ারি ছিল টেক আ ওয়াক আউটডোরস ডে বা বাইরে হাঁটাহাঁটি করার দিন। যান্ত্রিক জীবনের ব্যস্ততা আর চারদেয়ালের বন্দিদশা কাটিয়ে এক...
৩৮ মিনিট আগে
আপনি কি প্রায়ই অন্য়ের সঙ্গে নিজের তুলনা করেন? বন্ধু, সহকর্মী বা অন্য কারও সঙ্গে হরহামেশা নিজের হাল মেলান? তাহলে দিনটি আপনার জন্যই। আজ আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা দিবস। তুলনা বা প্রতিযোগিতা করার পরিবর্তে, নিজের প্রতি ভালোবাসা দেখানো এবং নিজের বিশেষ গুণাবলিকে গ্রহণ করার মাধ্য়মে সুন্দর জীবন গড়ে তোলার...
১৩ ঘণ্টা আগে
ঠিকভাবে ঘরের লাইটিং করা শুধু বিদ্যুতের বিল কমানোর জন্য নয়; বরং এটি ঘরের সৌন্দর্য বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু অনেক সময় ছোট ছোট ভুলে ঘরের আলোর কারণে চোখে চাপ পড়ে, ছায়া তৈরি হয় বা পুরো রুমই অন্ধকার মনে হয়। এসব দূরে রাখতে যে ১০টি কাজ করবেন, সেগুলো হলো...
১৫ ঘণ্টা আগে
বৈবাহিক সম্পর্ক সাধারণত হঠাৎ খারাপ হয়ে যায় না। দায়িত্ব, যোগাযোগ ও ব্যক্তিগত ছোট ছোট অমিল ধীরে ধীরে জমে বড় ফাটল তৈরি করে। এমনটাই মনে করেন চীনের ঝেজিয়াং ইউনিভার্সিটি হাসপাতালের মনোবিজ্ঞানী লুয়ো মিংজিন। তিনি ‘লাইফ নেভার এন্ডস’ বইয়ে লিখেছেন, ‘অনেক আধুনিক দম্পতি একই ছাদের নিচে থেকেও গভীর একাকিত্বে...
১৭ ঘণ্টা আগে