গণেশ দাস, বগুড়া

পাখির চোখে পরিচিত জিনিস দেখার আলাদা এক মজা আছে। চাইলে এখন চেনা জগৎ পাখির চোখেই দেখা যাবে!
হেলিকপ্টারে পরিচিত জায়গা ওপর থেকে দেখার সুযোগ করে দিচ্ছে বগুড়ার প্রতিষ্ঠান বিসিএল অ্যাভিয়েশন। টিএমএসএসের সহযোগী এ প্রতিষ্ঠানটি দুটি হেলিকপ্টার দিয়ে এই সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে ২০১৭ সাল থেকে। ১০ ও ৮ মিনিটের প্যাকেজে নেওয়া যাবে এই সুযোগ। এই হেলিকপ্টার রাইড পাওয়া যাবে বগুড়ার পাঁচ তারকা হোটেল মম ইন থেকে।
১০ মিনিটের প্যাকেজ
১০ মিনিটের প্যাকেজে দেখা যাবে মহাস্থানগড়, বেহুলা-লখিন্দরের বাসরঘর এবং বগুড়া শহর। এক সঙ্গে চারজন ওঠা যাবে একবারে।
ব্যয়
১০ মিনিট আকাশে হেলিকপ্টারে
ঘুরতে ব্যয় করতে হবে জনপ্রতি ৪
হাজার ৪০০ টাকা। চারজনের এই প্যাকেজ হেলিকপ্টার রাইডে ব্যয় করতে হবে ১৭ হাজার ৬০০ টাকা।
৮ মিনিটের প্যাকেজ
৮ মিনিটের প্যাকেজটিও চারজনের। এই রাইডে আকাশ থেকে বগুড়া শহর ছাড়া অন্য জায়গাগুলো
দেখা যাবে।
ব্যয়
চারজনের এই প্যাকেজে ব্যয় হবে ১৪ হাজার ৪০০ টাকা।
এই হেলিকপ্টার রাইড পাওয়া যাবে সপ্তাহে তিন দিন—বৃহস্পতি, শুক্র ও শনিবার।
অতি জরুরি পরিবহন বা পারিবারিক অনুষ্ঠানেও ভাড়া নেওয়া যায় এ হেলিকপ্টারগুলো। এ ছাড়া রয়েছে প্রতি বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে বগুড়া এবং শনিবার বগুড়া থেকে ঢাকা যাতায়াতের জন্য হেলিকপ্টার রাইডের ব্যবস্থা। চার আসনের হেলিকপ্টারের সিট অনুযায়ী রয়েছে ভাড়ার কম-বেশি।
ভাড়া
সামনের সিটের ভাড়া ১৪ হাজার, পেছনের সিট ১২ হাজার এবং মাঝখানের সিটের ভাড়া ১১ হাজার টাকা। সপ্তাহের এই দুই দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত যে কেউ হেলিকপ্টারে চড়ে ঢাকা-বগুড়া যাতায়াত করতে পারবেন।
বিসিএল সিভিল অ্যাভিয়েশনের ডেপুটি ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন জানান, এই সুবিধাগুলো ছাড়াও জরুরি প্রয়োজনে যে কেউ হেলিকপ্টার নিয়ে ঢাকায় যেতে চাইলে গুনতে হবে ১ লাখ ৩০ হাজার টাকা। যদি শুক্রবার কিংবা যেকোনো সরকারি ছুটির দিন হয়, তাহলে আরও ১৫ হাজার টাকা যোগ হবে।

পাখির চোখে পরিচিত জিনিস দেখার আলাদা এক মজা আছে। চাইলে এখন চেনা জগৎ পাখির চোখেই দেখা যাবে!
হেলিকপ্টারে পরিচিত জায়গা ওপর থেকে দেখার সুযোগ করে দিচ্ছে বগুড়ার প্রতিষ্ঠান বিসিএল অ্যাভিয়েশন। টিএমএসএসের সহযোগী এ প্রতিষ্ঠানটি দুটি হেলিকপ্টার দিয়ে এই সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে ২০১৭ সাল থেকে। ১০ ও ৮ মিনিটের প্যাকেজে নেওয়া যাবে এই সুযোগ। এই হেলিকপ্টার রাইড পাওয়া যাবে বগুড়ার পাঁচ তারকা হোটেল মম ইন থেকে।
১০ মিনিটের প্যাকেজ
১০ মিনিটের প্যাকেজে দেখা যাবে মহাস্থানগড়, বেহুলা-লখিন্দরের বাসরঘর এবং বগুড়া শহর। এক সঙ্গে চারজন ওঠা যাবে একবারে।
ব্যয়
১০ মিনিট আকাশে হেলিকপ্টারে
ঘুরতে ব্যয় করতে হবে জনপ্রতি ৪
হাজার ৪০০ টাকা। চারজনের এই প্যাকেজ হেলিকপ্টার রাইডে ব্যয় করতে হবে ১৭ হাজার ৬০০ টাকা।
৮ মিনিটের প্যাকেজ
৮ মিনিটের প্যাকেজটিও চারজনের। এই রাইডে আকাশ থেকে বগুড়া শহর ছাড়া অন্য জায়গাগুলো
দেখা যাবে।
ব্যয়
চারজনের এই প্যাকেজে ব্যয় হবে ১৪ হাজার ৪০০ টাকা।
এই হেলিকপ্টার রাইড পাওয়া যাবে সপ্তাহে তিন দিন—বৃহস্পতি, শুক্র ও শনিবার।
অতি জরুরি পরিবহন বা পারিবারিক অনুষ্ঠানেও ভাড়া নেওয়া যায় এ হেলিকপ্টারগুলো। এ ছাড়া রয়েছে প্রতি বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে বগুড়া এবং শনিবার বগুড়া থেকে ঢাকা যাতায়াতের জন্য হেলিকপ্টার রাইডের ব্যবস্থা। চার আসনের হেলিকপ্টারের সিট অনুযায়ী রয়েছে ভাড়ার কম-বেশি।
ভাড়া
সামনের সিটের ভাড়া ১৪ হাজার, পেছনের সিট ১২ হাজার এবং মাঝখানের সিটের ভাড়া ১১ হাজার টাকা। সপ্তাহের এই দুই দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত যে কেউ হেলিকপ্টারে চড়ে ঢাকা-বগুড়া যাতায়াত করতে পারবেন।
বিসিএল সিভিল অ্যাভিয়েশনের ডেপুটি ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন জানান, এই সুবিধাগুলো ছাড়াও জরুরি প্রয়োজনে যে কেউ হেলিকপ্টার নিয়ে ঢাকায় যেতে চাইলে গুনতে হবে ১ লাখ ৩০ হাজার টাকা। যদি শুক্রবার কিংবা যেকোনো সরকারি ছুটির দিন হয়, তাহলে আরও ১৫ হাজার টাকা যোগ হবে।

কৈশোর পেরিয়ে তারুণ্যে পা রাখা এক অদ্ভুত সুন্দর সময়। এ নিয়ে কত কবিতা, কত গান! তবে এই পরিবর্তনটাও জীবনের ‘একটু ভুল’ হয়ে যাওয়ার সময়। কৈশোরের গণ্ডি পেরিয়ে তারুণ্যে পা রাখার সময়টিতে ছেলেমেয়েদের জীবনে শারীরিক ও মানসিক অনেক পরিবর্তন আসে। এ সময়েই তারা ডেটিং বা রোমান্টিক সম্পর্কের প্রতি আগ্রহী হয়ে ওঠে...
২ ঘণ্টা আগে
বেশি ভ্রমণ করা দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। পুরো দেশটিকে পর্যটকদের জন্য বিভিন্নভাবে সাজিয়েছে সে দেশের সরকার। কিন্তু গত বছর থেকে রাজনৈতিক অবস্থা এবং বর্তমান সরকারের কর-সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্তের কারণে জনপ্রিয়তা হারানো শুরু করেছে যুক্তরাষ্ট্রে ভ্রমণের বিষয়টি...
৪ ঘণ্টা আগে
সামনেই বসন্ত। আর আপনি? ৪০টি বসন্ত পার করে এসেছেন। এখন আপনার মধ্য়ে তরুণীসুলভ ভাব নেই, দারুণ কিছুতেও খুব নিয়ন্ত্রিত আবেগ দেখান। স্বাধীন, আত্মবিশ্বাসী ও জীবনকে নিয়ন্ত্রণে রাখার দুনিয়ায় আপনাকে স্বাগতম।
৬ ঘণ্টা আগে
বাজারে ও ফলের দোকানে পাওয়া যায় শাকালু। এটি সবজি না ফল, তা নিয়ে অনেকের মধ্যে দ্বিধা আছে। কিন্তু যে বিষয়ে দ্বিধা নেই তা হলো, এটি রান্না করে খাওয়া যায়। আবার সালাদ হিসেবেও খাওয়া যায়। আপনাদের জন্য শাকালু দিয়ে তৈরি দুই রকমের সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৬ ঘণ্টা আগে