গণেশ দাস, বগুড়া

পাখির চোখে পরিচিত জিনিস দেখার আলাদা এক মজা আছে। চাইলে এখন চেনা জগৎ পাখির চোখেই দেখা যাবে!
হেলিকপ্টারে পরিচিত জায়গা ওপর থেকে দেখার সুযোগ করে দিচ্ছে বগুড়ার প্রতিষ্ঠান বিসিএল অ্যাভিয়েশন। টিএমএসএসের সহযোগী এ প্রতিষ্ঠানটি দুটি হেলিকপ্টার দিয়ে এই সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে ২০১৭ সাল থেকে। ১০ ও ৮ মিনিটের প্যাকেজে নেওয়া যাবে এই সুযোগ। এই হেলিকপ্টার রাইড পাওয়া যাবে বগুড়ার পাঁচ তারকা হোটেল মম ইন থেকে।
১০ মিনিটের প্যাকেজ
১০ মিনিটের প্যাকেজে দেখা যাবে মহাস্থানগড়, বেহুলা-লখিন্দরের বাসরঘর এবং বগুড়া শহর। এক সঙ্গে চারজন ওঠা যাবে একবারে।
ব্যয়
১০ মিনিট আকাশে হেলিকপ্টারে
ঘুরতে ব্যয় করতে হবে জনপ্রতি ৪
হাজার ৪০০ টাকা। চারজনের এই প্যাকেজ হেলিকপ্টার রাইডে ব্যয় করতে হবে ১৭ হাজার ৬০০ টাকা।
৮ মিনিটের প্যাকেজ
৮ মিনিটের প্যাকেজটিও চারজনের। এই রাইডে আকাশ থেকে বগুড়া শহর ছাড়া অন্য জায়গাগুলো
দেখা যাবে।
ব্যয়
চারজনের এই প্যাকেজে ব্যয় হবে ১৪ হাজার ৪০০ টাকা।
এই হেলিকপ্টার রাইড পাওয়া যাবে সপ্তাহে তিন দিন—বৃহস্পতি, শুক্র ও শনিবার।
অতি জরুরি পরিবহন বা পারিবারিক অনুষ্ঠানেও ভাড়া নেওয়া যায় এ হেলিকপ্টারগুলো। এ ছাড়া রয়েছে প্রতি বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে বগুড়া এবং শনিবার বগুড়া থেকে ঢাকা যাতায়াতের জন্য হেলিকপ্টার রাইডের ব্যবস্থা। চার আসনের হেলিকপ্টারের সিট অনুযায়ী রয়েছে ভাড়ার কম-বেশি।
ভাড়া
সামনের সিটের ভাড়া ১৪ হাজার, পেছনের সিট ১২ হাজার এবং মাঝখানের সিটের ভাড়া ১১ হাজার টাকা। সপ্তাহের এই দুই দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত যে কেউ হেলিকপ্টারে চড়ে ঢাকা-বগুড়া যাতায়াত করতে পারবেন।
বিসিএল সিভিল অ্যাভিয়েশনের ডেপুটি ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন জানান, এই সুবিধাগুলো ছাড়াও জরুরি প্রয়োজনে যে কেউ হেলিকপ্টার নিয়ে ঢাকায় যেতে চাইলে গুনতে হবে ১ লাখ ৩০ হাজার টাকা। যদি শুক্রবার কিংবা যেকোনো সরকারি ছুটির দিন হয়, তাহলে আরও ১৫ হাজার টাকা যোগ হবে।

পাখির চোখে পরিচিত জিনিস দেখার আলাদা এক মজা আছে। চাইলে এখন চেনা জগৎ পাখির চোখেই দেখা যাবে!
হেলিকপ্টারে পরিচিত জায়গা ওপর থেকে দেখার সুযোগ করে দিচ্ছে বগুড়ার প্রতিষ্ঠান বিসিএল অ্যাভিয়েশন। টিএমএসএসের সহযোগী এ প্রতিষ্ঠানটি দুটি হেলিকপ্টার দিয়ে এই সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে ২০১৭ সাল থেকে। ১০ ও ৮ মিনিটের প্যাকেজে নেওয়া যাবে এই সুযোগ। এই হেলিকপ্টার রাইড পাওয়া যাবে বগুড়ার পাঁচ তারকা হোটেল মম ইন থেকে।
১০ মিনিটের প্যাকেজ
১০ মিনিটের প্যাকেজে দেখা যাবে মহাস্থানগড়, বেহুলা-লখিন্দরের বাসরঘর এবং বগুড়া শহর। এক সঙ্গে চারজন ওঠা যাবে একবারে।
ব্যয়
১০ মিনিট আকাশে হেলিকপ্টারে
ঘুরতে ব্যয় করতে হবে জনপ্রতি ৪
হাজার ৪০০ টাকা। চারজনের এই প্যাকেজ হেলিকপ্টার রাইডে ব্যয় করতে হবে ১৭ হাজার ৬০০ টাকা।
৮ মিনিটের প্যাকেজ
৮ মিনিটের প্যাকেজটিও চারজনের। এই রাইডে আকাশ থেকে বগুড়া শহর ছাড়া অন্য জায়গাগুলো
দেখা যাবে।
ব্যয়
চারজনের এই প্যাকেজে ব্যয় হবে ১৪ হাজার ৪০০ টাকা।
এই হেলিকপ্টার রাইড পাওয়া যাবে সপ্তাহে তিন দিন—বৃহস্পতি, শুক্র ও শনিবার।
অতি জরুরি পরিবহন বা পারিবারিক অনুষ্ঠানেও ভাড়া নেওয়া যায় এ হেলিকপ্টারগুলো। এ ছাড়া রয়েছে প্রতি বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে বগুড়া এবং শনিবার বগুড়া থেকে ঢাকা যাতায়াতের জন্য হেলিকপ্টার রাইডের ব্যবস্থা। চার আসনের হেলিকপ্টারের সিট অনুযায়ী রয়েছে ভাড়ার কম-বেশি।
ভাড়া
সামনের সিটের ভাড়া ১৪ হাজার, পেছনের সিট ১২ হাজার এবং মাঝখানের সিটের ভাড়া ১১ হাজার টাকা। সপ্তাহের এই দুই দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত যে কেউ হেলিকপ্টারে চড়ে ঢাকা-বগুড়া যাতায়াত করতে পারবেন।
বিসিএল সিভিল অ্যাভিয়েশনের ডেপুটি ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন জানান, এই সুবিধাগুলো ছাড়াও জরুরি প্রয়োজনে যে কেউ হেলিকপ্টার নিয়ে ঢাকায় যেতে চাইলে গুনতে হবে ১ লাখ ৩০ হাজার টাকা। যদি শুক্রবার কিংবা যেকোনো সরকারি ছুটির দিন হয়, তাহলে আরও ১৫ হাজার টাকা যোগ হবে।

সোশ্যাল মিডিয়া এখন তরুণদের প্রতিদিনের জীবনের অংশ। নতুন এক গবেষণা বলছে, মাত্র এক সপ্তাহ সোশ্যাল মিডিয়া ব্যবহার কমালে বা বিরতি নিলে মানসিক স্বাস্থ্যে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। মেডিকেল সাময়িকী ‘জামা নেটওয়ার্ক ওপেন’-এ প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, গবেষণায় অংশগ্রহণের কারণে এক সপ্তাহ সোশ্যাল মিডিয়া...
১ ঘণ্টা আগে
বছরের শুরুতেই আমরা আমাদের ব্যক্তিগত জীবনের বিভিন্ন লক্ষ্য অর্জনের সংকল্প স্থির করে থাকি; যেমন বাড়তি ওজন কমানো, কোথাও ঘুরতে যাওয়া বা পরিবারকে সময় দেওয়া ইত্যাদি। এসব ব্যক্তিগত সংকল্প স্থির করলেও আমরা অনেক সময় ভুলেই যাই যে আমাদের দৈনন্দিন জীবনের একটা বড় অংশ আমাদের কর্মক্ষেত্রে কাটে। তাই নতুন বছরে...
৩ ঘণ্টা আগে
ভ্রমণ জগতে কত রকমের যে গন্তব্য বা ডেস্টিনেশনের তালিকা হয় বছর ভর, তার হিসাব রাখা সত্যি অসম্ভব। পৃথিবীর সেরা ১০ গন্তব্য কিংবা পৃথিবীর সেরা নিরাপদ শহর বা দেশ অথবা পৃথিবীর সেরা পরিচ্ছন্ন দেশ ইত্যাদির তালিকা হালনাগাদ হতে থাকে বছরভর। বড় বড় প্রতিষ্ঠান এবং পত্রপত্রিকা কিংবা ম্যাগাজিন এসব তালিকা করে থাকে...
১৭ ঘণ্টা আগে
বারো মাসই উত্তরবঙ্গের যেকোনো জেলা ভ্রমণের উপযুক্ত সময়। তবে শীতে উত্তরবঙ্গ ভ্রমণে আলাদা অভিজ্ঞতা নেওয়া যায়। যাঁরা শীত উপভোগ করতে চান, তাঁরা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত যেতে পারেন। হিমালয়ের কাছাকাছি হওয়ায় পুরো রংপুর বিভাগ অর্থাৎ উত্তরবঙ্গে শীতের প্রকোপ বেশি থাকে।...
১৯ ঘণ্টা আগে