ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন

আমার বড় বোনের প্রেমের বিয়ে ডিভোর্স হয়ে যায় বছর তিনেক আগে। তাঁদের একটি কন্যাসন্তান আছে, যে আমার বোনের সঙ্গে থাকে। এই সন্তানের কারণে তাঁদের দুজনের আবারও যোগাযোগ শুরু হয় গত বছর থেকে। যোগাযোগ হলেও তাঁরা একসঙ্গে থাকেন না। কিন্তু এখন মেয়ে বড় হচ্ছে। বিভিন্ন দিক ভেবে আমার বোন চাইছেন তাঁর সাবেক স্বামীকে আবার বিয়ে করতে। তাঁর সাবেক স্বামীকে জানানো হলে তিনি সরাসরি না বলেননি, আবার সম্মতিও দেননি। তবে জানিয়েছেন, কারও সঙ্গে সম্পর্ক নেই তাঁর। তিনি ভয় পান আবারও সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার। তাঁদের আবার বিয়েতে কি আইনি কোনো বাধা আছে? এ ক্ষেত্রে খোরপোশ ও দেনমোহরের আগের হিসাবগুলো কী হবে?
কানিজ শামস, ঢাকা
উত্তর: যেহেতু আপনার বোনের তিন বছর আগে ডিভোর্স হয়েছে, তাই তাঁরা আবার বিয়ে করতে পারবেন। এ ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই। ডিভোর্স হওয়ার পরের তিন মাস পর্যন্ত যদি তিনি ভরণপোষণ না পেয়ে থাকেন, তাহলে সেই পরিমাণ ভরণপোষণ এবং দেনমোহর যদি বাকি থাকে, সেই দেনমোহর আপনার বোন পাবেন। নতুন করে বিয়ে হোক বা না হোক, এই হিসাবটা আলাদা। তবে এর জন্য পারিবারিক আদালতে না গিয়ে আপসে সমাধান করে নেওয়াই ভালো।
স্ত্রী তালাক দিলে দেনমোহর পাবেন না, এটি আমাদের দেশে প্রচলিত ভুল ধারণা। স্ত্রী তালাক দিলেও দেনমোহর পাবেন। বিবাহবিচ্ছেদ যেভাবেই হোক, স্ত্রী অবশ্যই দেনমোহর পাবেন। তবে নিকাহনামায় কোনো উশুল লেখা থাকলে বকেয়া টাকা পাবেন। বিয়ে যত দিন চলমান থাকবে, তত দিন স্বামী তাঁর স্ত্রীকে উপযুক্ত পরিমাণে ভরণপোষণ দিতে বাধ্য থাকবেন। এর ব্যত্যয় ঘটলে স্ত্রী যেকোনো সময় আইনের আশ্রয় নিতে পারবেন।
পরামর্শ দিয়েছেন: অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

আমার বড় বোনের প্রেমের বিয়ে ডিভোর্স হয়ে যায় বছর তিনেক আগে। তাঁদের একটি কন্যাসন্তান আছে, যে আমার বোনের সঙ্গে থাকে। এই সন্তানের কারণে তাঁদের দুজনের আবারও যোগাযোগ শুরু হয় গত বছর থেকে। যোগাযোগ হলেও তাঁরা একসঙ্গে থাকেন না। কিন্তু এখন মেয়ে বড় হচ্ছে। বিভিন্ন দিক ভেবে আমার বোন চাইছেন তাঁর সাবেক স্বামীকে আবার বিয়ে করতে। তাঁর সাবেক স্বামীকে জানানো হলে তিনি সরাসরি না বলেননি, আবার সম্মতিও দেননি। তবে জানিয়েছেন, কারও সঙ্গে সম্পর্ক নেই তাঁর। তিনি ভয় পান আবারও সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার। তাঁদের আবার বিয়েতে কি আইনি কোনো বাধা আছে? এ ক্ষেত্রে খোরপোশ ও দেনমোহরের আগের হিসাবগুলো কী হবে?
কানিজ শামস, ঢাকা
উত্তর: যেহেতু আপনার বোনের তিন বছর আগে ডিভোর্স হয়েছে, তাই তাঁরা আবার বিয়ে করতে পারবেন। এ ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই। ডিভোর্স হওয়ার পরের তিন মাস পর্যন্ত যদি তিনি ভরণপোষণ না পেয়ে থাকেন, তাহলে সেই পরিমাণ ভরণপোষণ এবং দেনমোহর যদি বাকি থাকে, সেই দেনমোহর আপনার বোন পাবেন। নতুন করে বিয়ে হোক বা না হোক, এই হিসাবটা আলাদা। তবে এর জন্য পারিবারিক আদালতে না গিয়ে আপসে সমাধান করে নেওয়াই ভালো।
স্ত্রী তালাক দিলে দেনমোহর পাবেন না, এটি আমাদের দেশে প্রচলিত ভুল ধারণা। স্ত্রী তালাক দিলেও দেনমোহর পাবেন। বিবাহবিচ্ছেদ যেভাবেই হোক, স্ত্রী অবশ্যই দেনমোহর পাবেন। তবে নিকাহনামায় কোনো উশুল লেখা থাকলে বকেয়া টাকা পাবেন। বিয়ে যত দিন চলমান থাকবে, তত দিন স্বামী তাঁর স্ত্রীকে উপযুক্ত পরিমাণে ভরণপোষণ দিতে বাধ্য থাকবেন। এর ব্যত্যয় ঘটলে স্ত্রী যেকোনো সময় আইনের আশ্রয় নিতে পারবেন।
পরামর্শ দিয়েছেন: অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

বাইরের পৃথিবীতে হাসিমুখে থাকা কিংবা অন্যদের হাসানো আমাদের অনেকের কাছে খুব সহজ মনে হয়। কিন্তু দিন শেষে নিজের আপনজন বা পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটানো মাঝে মাঝে বেশ কঠিন কাজ হয়ে দাঁড়ায়। আমরা সাধারণত পরিবারকে এমন একটি নিরাপদ আশ্রয় ভাবি, যেখানে আমাদের সব ধরনের আবেগ, রাগ বা বিরক্তি সরাসরি প্রকাশ করে
১১ ঘণ্টা আগে
অনেকে মনে করেন, ভাগ্য হঠাৎ আকাশ থেকে নেমে আসে। কিন্তু বাস্তবে ভাগ্য তৈরি হয় আমাদের অভ্যাস, দৃষ্টিভঙ্গি এবং চারপাশের পৃথিবীর সঙ্গে আমাদের আচরণের মাধ্যমে। ১৯৪৫ সালের ৬ আগস্ট। জাপানের হিরোশিমায় কাজ করছিলেন সুতোমু ইয়ামাগুচি। সেদিন ইতিহাসের প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরিত হয় ঠিক তাঁর সামনেই।
১২ ঘণ্টা আগে
শীতে বাড়িতে কোনো না কোনো স্য়ুপ তো তৈরি করছেনই। খাওয়ার সময় একটা জিনিসই মিস করছেন, তা হলো অনথন। ইতস্তত না করে বাড়িতে এবার বানিয়ে ফেলুন সুস্বাদু এই খাবার।
১৪ ঘণ্টা আগে
কথাটা সবার সঙ্গে নিশ্চয় মিলে গেল! আমরা যারা ফিট থাকতে চাই, সুস্বাস্থ্যের অধিকারী হতে চাই, বছরের শেষ দিনটিতে প্রায় প্রত্যেকে একটি প্রতিজ্ঞা করি। সেই প্রতিজ্ঞায় থাকে, এই বছর আমরা কোনো অস্বাস্থ্যকর খাবার খাব না, কোনো ধরনের ভাজাপোড়া, অতিরিক্ত শর্করা, মিষ্টিজাতীয় খাবার, চিনি ইত্যাদি এড়িয়ে চলব...
১৮ ঘণ্টা আগে