Ajker Patrika

৪৫তম বিসিএস লিখিত: কৃষি বিষয়ের প্রস্তুতি

আনিসুল ইসলাম নাঈম
৪৫তম বিসিএস লিখিত: কৃষি বিষয়ের প্রস্তুতি

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর শুরু হবে। কৃষি বিষয়ে পড়া শিক্ষার্থীদের টেকনিক্যাল কৃষি ক্যাডারের পরীক্ষা আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ বিষয়ে ভালো প্রস্তুতির জন্য প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন ৪১তম বিসিএস কৃষি ক্যাডারে সুপারিশপ্রাপ্ত শেখ নাইমুর রশিদ লিখন। 

কৃষি বিষয়ে পড়া শিক্ষার্থীরা টেকনিক্যাল কৃষি ক্যাডারের জন্য কৃষি প্রথম পত্র ও দ্বিতীয় পত্রের ২০০ নম্বরের ৪ ঘণ্টার লিখিত পরীক্ষায় অংশ নেবেন। এতে ১৬টি অধ্যায় থেকে ১৫ সেট প্রশ্ন হয়ে থাকে ১৫ নম্বর প্রশ্নসহ (টীকা) যেকোনো ১০টি প্রশ্নের উত্তর করতে হয়। বাংলা ও ইংরেজি যেকোনো ভাষায় উত্তর করা যায়। এ বিষয়ের অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ টপিকগুলো হলো—

কৃষি প্রথম পত্র 
■  প্রথম অধ্যায় (মাঠ ফসল উৎপাদন): ধান, গম, পাট, আখ উৎপাদন প্রক্রিয়া ও ফসলের বৈশিষ্ট্য, চা প্রক্রিয়াজাতকরণ, তৈলজাতীয় ও ডালজাতীয় ফসল উৎপাদনের সমস্যা ও উৎপাদন বৃদ্ধিতে করণীয়, পাট চাষ বৃদ্ধিতে সরকারের উদ্যোগ, ৫টি করে লবণাক্ত-বন্যা-খরাসহনশীল ধানের জাত ও জিঙ্কসমৃদ্ধ ধানের জাতের নাম, বাংলাদেশের ক্রপিং সিজন ও কয়েকটি ফসলের উদাহরণ।

দ্বিতীয় অধ্যায় (উদ্যান ফসল উৎপাদন): কলা, আলু, আম, পেঁয়াজ, রসুন উৎপাদন প্রক্রিয়া, টমেটো চাষের সমস্যা ও সমাধান, উদ্যান ফসলের পোস্ট হার্ভেস্ট ম্যানেজমেন্ট (টমেটো, আলু), আনারস ও কাঁঠাল মধুপুরে, লিচু দিনাজপুরে, আম রাজশাহীতে, চা সিলেটে, পেয়ারা স্বরূপকাঠিতে, আলু পঞ্চগড়ে, ফুল যশোরে—কেন ভালো হয়? (ওই অঞ্চলের অ্যাগ্রোক্লাইমেটিক কন্ডিশন বর্ণনা)।

তৃতীয় অধ্যায় (সেচ ও নিষ্কাশন): নিষ্কাশন ও সেচের প্রয়োজনীয়তা, গুরুত্ব ও মূলনীতি, সেচের পদ্ধতি, সেচ পানির উৎস, সেচের পানির ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর, নিরাপদ সেচ পানির বৈশিষ্ট্য, লস অব ওয়াটার ফ্রম সয়েল, ভূগর্ভের পানি কমে যাওয়ার কারণ, ফলাফল ও সমাধান।

চতুর্থ অধ্যায় (ফসলের পুষ্টি ও সার ব্যবস্থাপনা): জৈব সারের গুরুত্ব, জৈব সার কমে যাওয়ার কারণ, ফলাফল ও সমাধান, ৫টি গ্রিন ম্যানুরিং শস্যের বৈজ্ঞানিক নাম, প্রচলিত সারগুলোর নাম, রাসায়নিক সংকেত ও মিনারেলের পরিমাণ, জিঙ্ক-বোরন-পটাশিয়াম-ক্যালসিয়াম-আয়রন-ফসফরাসের কাজ ও ঘাটতির ফলাফল, ৫টি জৈব সার ও জীবাণু সারের নাম।

পঞ্চম অধ্যায় (ফসলের রোগবালাই) ও ষষ্ঠ অধ্যায় (কীটনাশক): বায়ো-ফার্টিলাইজার, বায়ো-কন্ট্রোল এজেন্ট, ধান-পাট-আখ-আম-আলু-টমেটো-পেঁপে-কাঁঠালের গুরুত্বপূর্ণ কীটপতঙ্গ-রোগবালাইগুলো (জীবাণুর বৈজ্ঞানিক নাম, আক্রমণের ধরন, কন্ট্রোল), ৫টি পরিবেশবান্ধব কীটপতঙ্গ নিয়ন্ত্রণ টেকনিক, বায়ো-বালাইনাশকের উপকারিতা, বালাইনাশকের নাম-প্রকারভেদ-পরিবেশ ও মানুষের ওপর প্রভাব-মোড অব অ্যাকশন, অর্গানোক্লোরিনেটেড বালাইনাশক নিষিদ্ধ হওয়ার কারণ, IPM সংজ্ঞা-উপকারিতা-সীমাবদ্ধতা।

সপ্তম অধ্যায় (কৃষি সম্প্রসারণ): সম্প্রসারণ প্রোগ্রাম পরিকল্পনার ধাপগুলো, NAEP-এর মূলনীতি, টেকনোলজি ট্রান্সফার প্রসেস, ফিল্ড ট্রায়াল ও স্টেশন ট্রায়াল, কৃষিতে নারী-তরুণদের ভূমিকা।

কৃষি দ্বিতীয় পত্র 
প্রথম অধ্যায় (প্ল্যান্ট জেনেটিক রিসোর্সেস): প্ল্যান্ট জেনেটিক রিসোর্সের প্রকারভেদ-সংরক্ষণ-ব্যবস্থাপনা-অ্যাকটিভিটি, জীববৈচিত্র্যের প্রকারভেদ ও গুরুত্ব, জিন ব্যাংক, ইনসিটু-এক্সসিটু সংরক্ষণ।

দ্বিতীয় অধ্যায় (ফসল উন্নয়ন): হাইব্রিড ভ্যারাইটি তৈরির উপায়, নতুন জাত উদ্ভাবন প্রক্রিয়া, মিউটেশন ব্রিডিং, SCA/NSB দ্বারা বীজ প্রত্যয়ন ও রিলিজ প্রক্রিয়া, ব্রিডিং অ্যাকটিভিটিস।

তৃতীয় অধ্যায় (জৈবপ্রযুক্তি): বায়োসেফটি, টিস্যুকালচার, বিটি বেগুন উদ্ভাবন প্রক্রিয়া, এথিকাল ইস্যুস (GMO), মাইক্রোপ্রোপাগেশন, প্লাসমিড ও জিন স্থানান্তর প্রক্রিয়া।

চতুর্থ অধ্যায় (প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর-PGR): PGR সংজ্ঞা ও প্রকারভেদ, ৫টি রাইপেনিং কেমিক্যাল ও তাদের ইফেক্ট, কালটারের ব্যবহার ও অপকারিতা, ম্যাচুয়েশন ও রাইপেনিংয়ের সময় ফলের পরিবর্তন, ক্লাইম্যাকটেরিক ফল, নন-ক্লাইম্যাকটেরিক ফল, ইথিলিনের কাজ।

পঞ্চম অধ্যায় (বীজবিজ্ঞান): বীজের সংজ্ঞা, বীজ উৎপাদনের মূলনীতি, বীজের বিশুদ্ধতা নির্ণয় পরীক্ষা, বীজ অঙ্কুরোদগমের প্রক্রিয়া ও ফ্যাক্টর।

ষষ্ঠ অধ্যায় (আগাছা ব্যবস্থাপনা): সমন্বিত আগাছা দমন, ধান, পাট, গম, আখখেতের কয়েকটি আগাছার বৈজ্ঞানিক নাম, কয়েকটি আগাছানাশকের নাম।

সপ্তম অধ্যায় (পরিবেশবিজ্ঞান): পরিবেশদূষণের কারণ ও প্রতিকার (মাটি, পানি, বায়ু), গ্রিনহাউস ইফেক্ট ও কৃষি, কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব, লবণাক্ততা দূরীকরণের উপায়, টেকসই কৃষি।

অষ্টম অধ্যায় (কৃষি বনায়ন): সল্টের ধাপগুলো, কৃষি বনায়নের ভূমিকা, প্রকারভেদ ও উপকারিতা, কৃষিজমি কমে যাওয়ার কারণ, বরেন্দ্র বা পাহাড়ি এলাকার কৃষির সমস্যা ও সমাধান।

নবম অধ্যায় (অর্থকরী ফসল): ১০টি অর্থকরী ফসল ও ১০টি মেডিসিনাল প্ল্যান্টের বৈজ্ঞানিক নাম,৫টি নারকোটিক উদ্ভিদ, তৈল উদ্ভিদ ও পানীয় উৎপাদনকারী উদ্ভিদের বৈজ্ঞানিক নাম, চা ও রাবার প্রসেসিং। 

গুরুত্বপূর্ণ টীকা
রসুন উৎপাদন (জিরো টিলেজ), ভাসমান সবজি উৎপাদন, বিকল্প ওয়েটিং ও ড্রাইং পদ্ধতি, পার্সিং পদ্ধতিতে কীটপতঙ্গ নিয়ন্ত্রণ, আইপিএম বা আইসিএম, ট্রু পটেটো সিড, সল্ট বা জুমচাষ, ETL/EIL/MRL/LD-50, জিএমও বা বিটিবেগুন, ডিএই/বিএআরসি/ এনএআরএস, পিজিআর/ ফাইটোহরমোন, জেনেটিক ইরোশন/জিনপুল, ক্রপ রোটেশন/ ক্রপিং ইনটেনসিটি/ক্রপিং প্যাটার্ন/ ক্রপ ডাইভারসিফিকেশন/ক্রপ ফোরকাস্টিং, এলিলোপ্যাথি, শস্য-আগাছা প্রতিযোগিতা, খাদ্যনিরাপত্তা ও নিরাপদ খাদ্য, SCA/NSB, কোয়ালিটি সিড, ব্যালান্সড ফার্টিলাইজার/বায়ো-ফার্টিলাইজার, ক্রপ রেটুনিং, পাটের রিবন রেটিং, মাশরুম চাষ, এইজেড, জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন ও কৃষি, তামাক ও চায়ের কিউরিং, গ্রাউন্ড নাটের পেগিং, কলিফ্লাওয়ারের বাটনিং, রাবার তৈরি, হাইব্রিডাইজেশন, ফিল্ড ট্রায়াল, ডেমোনেসট্রেশন প্লট, বায়োগ্যাস ও বায়োফুয়েল, হাইড্রোপনিক্স, প্রাইমিং, বরেন্দ্র ভূমি, কৃষি যান্ত্রিকীকরণ, রেইন ফরেস্ট/ডেসিডিয়াস ফরেস্ট, সাপ্লিমেন্টারি সেচ, ক্রপ জোনিং, ভূমিহীন কৃষক, টিস্যুকালচার, জৈবপ্রযুক্তি। 

গুরুত্বপূর্ণ পার্থক্য
ব্ল্যাক টি-গ্রিন টি, সি৩-সি ৪ উদ্ভিদ, সিড ভায়াবিলিটি-সিড ভিগর, ক্রপ রোটেশন-ক্রপিং প্যাটার্ন, আলুর ব্ল্যাক হার্ট-হলো হার্ট, অ্যালে ক্রপিং-ইন্টার ক্রপিং, ব্রিডার বীজ-ভিত্তি বীজ-প্রত্যয়ন বীজ, অর্গানিক কৃষি-প্রচলিত কৃষি, ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট-লিফ স্ট্রিক, হাইব্রিড-আধুনিক জাত, বায়োলজিক্যাল ফলন-অর্থনৈতিক ফলন, খাদ্যনিরাপত্তা -নিরাপদ খাদ্য, ব্যাক ক্রস-টেস্ট ক্রস, ভার্মি কম্পোস্ট-ট্রাইকো কম্পোস্ট, বায়োডাইভার্সিটি-জেনেটিক ডাইভার্সিটি, ফিজিওলজিক্যাল ম্যাচুরিটি-হর্টিকালচারাল ম্যাচুরিটি, জৈব সার-অজৈব সার, পিজিআর-ফাইটোহরমোন, রিকালসিট্রান্ট সিড-অর্থোডক্স সিড। 

গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন 
■  কৃষিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান লিখুন। 
■  কৃষি উন্নয়ন, কৃষি যান্ত্রিকীকরণ ও খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণে বর্তমান সরকারের সাফল্য ও গৃহীত পদক্ষেপ বর্ণনা করুন। 
■  স্বাধীনতা-পূর্ব ও স্বাধীনতা-পরবর্তী কৃষি উন্নয়নের ধারাবাহিকতা আলোচনা করুন। 
■  বঙ্গবন্ধু ধান-১০০/ব্রি ধান-১০৫ (ডায়াবেটিস ধান), ব্রি ধান-১০৬/পঞ্চব্রীহি ধানের বৈশিষ্ট্য বর্ণনা করুন। 
■  স্মার্ট বাংলাদেশ গঠনে কৃষিতে কী কী পরিবর্তন আনতে হবে? ই-কৃষি নিয়ে বিস্তারিত লিখুন। 
■  SDG/ডেলটাপ্ল্যান-২১০০-এর কৃষির সঙ্গে সম্পর্কিত গোলগুলো লিখুন ও বাংলাদেশের অগ্রগতি বর্ণনা করুন। 
■  সাম্প্রতিক সময়ে কৃষি ও খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণ কী ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে করণীয় কী? 

অনুলিখন: আনিসুল ইসলাম নাঈম

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৬২ জনের চাকরি

চাকরি ডেস্ক 
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৬২ জনের চাকরি

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ৬ ক্যাটাগরির শূন্য পদে মোট ৬২ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ১৪ ডিসেম্বর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। গত সোমবার (১৫ ডিসেম্বর) থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে।

পদের নাম ও সংখ্যা: সহকারী লাইব্রেরিয়ান, ১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।

বয়সসীমা: ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ১৭টি।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।

বয়সসীমা: ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম ও সংখ্যা: ডেটা এন্ট্রি অপারেটর, ৩টি।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।

বয়সসীমা: ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম ও সংখ্যা: ওয়ার্ড মাস্টার, ৪টি।

যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা: ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম ও সংখ্যা: টেলিফোন অপারেটর, ১টি।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা: ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক, ৩৬ টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর।

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।

আবেদন ফি: ১ থেকে ৫ নম্বর ক্রমিকের জন্য আবেদন ফি বাবদ ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা । ৬ নম্বর ক্রমিকের জন্য ফি বাবদ ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।

আবেদনের পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩১ ডিসেম্বর, ২০২৫; বিকেল ৫টা।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

২০ কর্মী নেবে খুলনা বিশ্ববিদ্যালয়, ২০তম গ্রেডে বেতন

চাকরি ডেস্ক 
খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। ছবি: সংগৃহীত
খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। ছবি: সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টির ৩ ক্যাটাগরির শূন্য পদে মোট ২০ জনকে নিয়োগ দেওয়া হবে। ১০ ডিসেম্বর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ১১ ডিসেম্বর থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা: নিরাপত্তাপ্রহরী, ৭টি।

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট থাকতে হবে।

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।

পদের নাম ও সংখ্যা: মালি, ৩টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।

পদের নাম ও সংখ্যা: পরিচ্ছন্নতাকর্মী, ১০টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।

আবেদন ফি: আবেদন ফি বাবদ ১০০ টাকা অনলাইনে মোবাইল ব্যাংকিংয়ের (রকেট) মাধ্যমে পেমেন্ট করে পেমেন্ট স্লিপ আবেদনপত্রের একটির সঙ্গে সংযুক্ত করে প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ ৩ সেট আবেদনপত্র নির্ধারিত ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনের পদ্ধতি: নিয়োগ বিজ্ঞপ্তি এবং নিয়মাবলি খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইন আবেদন ছাড়া কোনো আবেদন গ্রহণযোগ্য নয়।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ‘অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা’।

আবেদনের শেষ সময়: ২৪ ডিসেম্বর, ২০২৫; বিকেল ৫টা।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

প্রাণিসম্পদ অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৪৮৩

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জনবল নিয়োগের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। প্রতিষ্ঠানটির রাজস্ব খাতভুক্ত ১ ক্যাটাগরির শূন্য পদে ৪৮৩ জনের নিয়োগের বড় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গত ২৫ নভেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ৩ ডিসেম্বর থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে।

পদের নাম ও সংখ্যা: ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (ডিএফএ), ৪৮৩টি।

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে অন্যূন এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সরকারি ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট বা লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।

বয়সসীমা: সব প্রার্থীদের ক্ষেত্রে ১ নভেম্বর পর্যন্ত বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা করতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সব তথ্য সঠিক ও সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে কিংবা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

আবেদনের অযোগ্যতা: বাংলাদেশের নাগরিক না হন, বাংলাদেশের স্থায়ী বাসিন্দা না হন অথবা বাংলাদেশের ডমিসাইল না হন; এরূপ কোনো ব্যক্তিকে বিয়ে করেন অথবা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন যিনি বাংলাদেশের নাগরিক নন; ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন; তবে তিনি আবেদন করার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন না।

মৌখিক পরীক্ষার সময় যেসব কাগজপত্র প্রদর্শন করতে হবে: অনলাইন আবেদনপত্রের হার্ড কপি, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সব শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার সনদ, জাতীয় পরিচয়পত্র, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি করপোরেশন কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ ও জন্মনিবন্ধন সনদ প্রদর্শন করতে হবে। এসব কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার মাধ্যমে সব সনদের সত্যায়িত ছায়ালিপি দাখিল করতে হবে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ—উভয় প্রার্থীরা আবেদন করতে পারবে।

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

আবেদন পদ্ধতি: প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র দাখিলের নিয়মাবলি ও শর্তাবলি প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েবসাইটের মেনুতে ‘অনলাইন নিয়োগ’ অপশনে অথবা ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদনের শেষ সময়: আগামী ৩১ জানুয়ারি, ২০২৬; বিকেল ৫টা।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

আকিজ ফুডে চাকরির সুযোগ, ২১ বছরেই করা যাবে আবেদন

চাকরি ডেস্ক 
আকিজ ফুডে চাকরির সুযোগ, ২১ বছরেই করা যাবে আবেদন

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১৭ ডিসেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম: সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, (পিপিএস প্ল্যান্ট)।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা (মেকানিক্যাল/ইলেক্ট্রিক্যাল)।

অভিজ্ঞতা: ১-৩ বছর অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ২১-২৮ বছর।

কর্মস্থল: ঢাকা (ধামরাই)।

বেতন: আলোচনা সাপেক্ষে।

সুযোগ–সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদনের পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৫ ডিসেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত