Ajker Patrika

দেশের অ্যাম্বাসেডর হিসেবে কীভাবে নেগোসিয়েশন করবেন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী মো. বাদল মিয়া। তিনি ৪৪তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাঁর ভাইভা অভিজ্ঞতা শুনেছেন এম এম মুজাহিদ উদ্দীন।

এম এম মুজাহিদ উদ্দীন
মো. বাদল মিয়া
মো. বাদল মিয়া

বোর্ড: ডা. মো. আমিনুল ইসলাম, সিরিয়াল: ৯, ভাইভার ব্যাপ্তি: ১০-১২ মিনিট।

চেয়ারম্যান: আপনি এখন কোথায় আছেন?

মো. বাদল মিয়া: স্যার, জেলা পরিসংখ্যান কার্যালয়, মৌলভীবাজারের উপপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করছি।

চেয়ারম্যান: ক্যাডার থেকে?

মো. বাদল মিয়া: জি স্যার, ৪০তম বিসিএস পরিসংখ্যান ক্যাডার থেকে।

চেয়ারম্যান: আপনার প্রথম পছন্দ কী?

মো. বাদল মিয়া: বিসিএস ফরেন অ্যাফেয়ার্স।

চেয়ারম্যান: আচ্ছা ধরুন, উনি (এক্সটার্নাল-১-কে দেখিয়ে) কাতারের আমির। আপনি বাংলাদেশের একজন অ্যাম্বাসেডর হিসেবে কাতারের আমিরের সামনে দুই মিনিটে বাংলাদেশকে অ্যাড্রেস করুন, ইংরেজিতে।

মো. বাদল মিয়া: স্যার দাঁড়িয়ে বলব?

চেয়ারম্যান: দাঁড়িয়ে বললে আমাদের দেশের মানসম্মান থাকবে? বসেই বলুন।

উত্তর: Assalamu Alaikum. It is my honor and privilege to represent Bangladesh before Your Highness. I bring warm greetings and heartfelt respect from the Honorable President and Chief Advisor of Bangladesh, as well as from the people of our nation. Bangladesh is a committed to peace, development, and international cooperation. Our bilateral relations with Qatar are rooted in brotherhood and mutual respect. We deeply appreciate Qatar’s continued support, particularly in hosting over Four million Bangladeshi expatriates and we are committed to strengthening cooperation in labor, trade, energy and investment. Your Excellency, I urge Qatar to recruit more labor from our country. We have 100 Specialized Economic Zones and I also urge Qatar to invest in this sector. As Ambassador, it is my sincere commitment to work tirelessly to deepen the strategic partnership between our two brotherly countries. I believe our relations will continue to flourish for the mutual benefit of our peoples. May Allah bless you and the State of Qatar.

চেয়ারম্যান: Thank you.

এক্সটার্নাল-১: বর্তমানে ইরান-ইসরায়েল যুদ্ধে বাংলাদেশের অ্যাম্বাসেডর হিসেবে কীভাবে নেগোসিয়েশন করবেন?

মো. বাদল মিয়া: স্যার, আমার প্রথম প্রায়োরিটি হবে, ইরানে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তার ব্যবস্থা করা, তাদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া। এর মধ্যে যারা বাংলাদেশে ফিরে আসতে চায়, তাদের দেশে পাঠানোর ব্যবস্থা করা। চলমান পরিস্থিতি সম্পর্কে ঢাকাকে সময়ে সময়ে রিপোর্ট করা এবং বাংলাদেশ সরকার যে স্ট্যান্ড নেবে, অর্থাৎ যে দেশের পক্ষ নেবে, সে দেশের পক্ষে কাজ করা। আর যদি কোনো পক্ষ অবলম্বন না করে, তবে নিরপেক্ষ অবস্থানে থেকে বিষয়টি ডিল করা।

এক্সটার্নাল-২ : আপনি কি বলতে পারবেন ফরেন সার্ভিসে জয়েন করলে আপনার কাজগুলো কী হবে? যদিও আপনি এখনো জয়েন করেননি, বই পড়ে যতটুকু জেনেছেন বলুন।

মো. বাদল মিয়া: স্যার, বিদেশে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা, দেশকে সময়ে সময়ে রিপোর্ট করা, অন্য দেশের সঙ্গে, বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্ট প্রিজার্ভ করা, কনস্যুলার সেবা প্রদান করা, ইকোনমিক ডিপ্লোমেসি, পাবলিক ডিপ্লোমেসি ফুলফিল করা, বাংলাদেশে এফডিআই/ ফরেন এইড আনার ব্যবস্থা করা ইত্যাদি। (ভুলে অ্যাম্বাসেডর/ফরেন মিশনের কাজ বলে ফেলেছিলাম)

এক্সটার্নাল-২ : আপনি তো বারবার ফরেন এইডের কথা বলছেন, তো একটি Multilateral সংস্থা ও একটি Bilateral সংস্থার নাম বলুন, যারা ফরেন এইড দেয়।

মো. বাদল মিয়া: স্যার, World Bank Group হলো Multilateral সংস্থা, জাপানের জাইকা হলো Bilateral সংস্থা।

এক্সটার্নাল-১ : লাস্ট একটা প্রশ্ন। বাংলাদেশের কোন মন্ত্রণালয় ও কোন বিভাগের মাধ্যমে ফরেন এইড আসে।

মো. বাদল মিয়া: অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বা Economic Relation Division.

চেয়ারম্যান: ঠিক আছে আপনি এখন আসতে পারেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ব্র্যাক ব্যাংকে ম্যানেজার পদে চাকরি, কর্মস্থল ঢাকা

চাকরি ডেস্ক 
ব্র্যাক ব্যাংকে ম্যানেজার পদে চাকরি, কর্মস্থল ঢাকা

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। ব্যাংকটিতে ‘ম্যানেজার’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। শনিবার (৬ ডিসেম্বর) এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেন করতে পারবেন।

পদের নাম: ম্যানেজার, (আস্থা, ডিজিটাল অনবৰ্ডিং অ্যান্ড সার্ভিস প্লাটফর্ম, টেকনোলজি)।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে প্রার্থীদের ৭-১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: পূর্ণকালীন।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

বয়সসীমা: নির্ধারিত নয়।

কর্মস্থল: ঢাকা।

বেতন: আলোচনা সাপেক্ষে।

সুযোগ–সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদনের পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৩ ডিসেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

টিআইবিতে চাকরির সুযোগ, বেতন ১ লাখ ১২ হাজার টাকা

চাকরি ডেস্ক 
টিআইবিতে চাকরির সুযোগ, বেতন ১ লাখ ১২ হাজার টাকা

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির সিভিক এংগেজমেন্ট বিভাগের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ৪ ডিসেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: এরিয়া কোঅর্ডিনেটর, (সিভিক এংগেজমেন্ট)।

পদসংখ্যা: ২টি।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পিপিটি ইত্যাদিতে দক্ষতা সহ কম্পিউটারে দক্ষ দক্ষতা; ইংরেজি এবং বাংলায় লিখিত এবং মৌখিক উভয় ভাষায় দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ৪ বছর।

চাকরির ধরন: ফুলটাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় ধরনের প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ২৮–৬০ বছর।

কর্মস্থল: যশোর, ঝিনাইদহ

বেতন: ১১২,৩৬৯ টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২০ ডিসেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

দুদকের তিন পদের নিয়োগ পরীক্ষা ১৩ ডিসেম্বর

চাকরি ডেস্ক 
দুদকের তিন পদের নিয়োগ পরীক্ষা ১৩ ডিসেম্বর

দুর্নীতি দমন কমিশনের (দুদক) তিনটি পদে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, ১৩ ডিসেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত ১ ডিসেম্বর প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন জাহাঙ্গীর পরিচালক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পদগুলো হলো: সহকারী পরিদর্শক, হিসাবরক্ষক ও ক্যাশিয়ার। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পদগুলোতে অনুষ্ঠিতব্য লিখিত (রচনামূলক) পরীক্ষাগ্রহণ সংক্রান্ত এসএমএস প্রার্থীদের মুঠোফোনে পাঠানো হয়েছে।

আগামী ১৩ ডিসেম্বর (শনিবার) সকাল ১০টা থেকে বিকাল ২টা পর্যন্ত সেগুন বাগিচা হাই স্কুল কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিক বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এদিনের লিখিত পরীক্ষায় অংশ নেবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

মৎস্য উন্নয়ন কর্পোরেশনের ফল প্রকাশ, উত্তীর্ণ ১৯০

চাকরি ডেস্ক 
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ১১: ১১
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ১৯০ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। কর্পোরেশনের যুগ্মপরিচালক মো. মাসুদুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পদগুলো হলো: ব্যবস্থাপক, প্রকৌশলী, ৩য় প্রকৌশলী, প্রশাসনিক অফিসার, সহকারী মার্কেটিং অফিসার, ৪র্থ প্রকৌশলী, ফোরম্যান, সহকারী হিসাব রক্ষক, ক্যাশিয়ার, সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, সাঁট লিপিকার কাম-কম্পিউটার অপারেটর ও নার্সারী সহকারী।

এর আগে, ৫ ডিসেম্বর এসব পদে লিখিত পরীক্ষা তেজগাঁও কলেজ ও তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে টেলিটকের মাধ্যমে এসএমএস যোগে প্রার্থীদের জানানো হবে এবং যথারীতি কর্পোরেশনের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত