Ajker Patrika

বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি

বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি

৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সময় হিসেবে আপাতত আগস্ট মাস নির্ধারণ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষায় ভালো করার জন্য নিজের অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিয়েছেন ৪৩তম বিসিএসে প্রশাসন ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত মো. শরীফুল ইসলাম। 

বিষয়ভিত্তিক পরামর্শ
বাংলা: বাংলা ব্যাকরণ অংশের জন্য সন্ধি, প্রকৃতি ও প্রত্যয়, উপসর্গ, সমাস, দ্বিরুক্তিসহ শব্দ গঠনের বিভিন্ন পদ্ধতি ভালো করে পড়ুন। পাশাপাশি বাক্যের প্রকারভেদ, সরল-জটিল ও যৌগিক বাক্যের রূপান্তর, বাগ্‌ধারা ও প্রবাদ-প্রবচন দেখে নিন। তৎসম ও অতৎসম শব্দের বানান, ‘শ-স-ষ’-এর বানান, ণ-ত্ব ও ষ-ত্ব বিধান গুরুত্ব অনুসারে পড়ুন। সারাংশ-সারমর্ম, ভাব সম্প্রসারণ, সংলাপ, চিঠি-প্রতিবেদন বা আবেদনপত্রের ক্ষেত্রে শুধু ফরম্যাট দেখে নিলেই যথেষ্ট। বাকিটা আপনার লেখার দক্ষতার ওপর নির্ভরশীল। গ্রন্থ সমালোচনা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। উইকিপিডিয়া থেকে বিখ্যাত লেখকদের প্রসিদ্ধ সাহিত্যকর্মটির মূলভাব দেখে নিন এবং চরিত্রগুলো নোট করে রাখুন। রচনার জন্য আলাদা করে প্রস্তুতি নেওয়ার দরকার হয় না। এ অংশে জানাশোনা বিষয় থেকেই প্রশ্ন আসে। আপনাকে শুধু ভাষাগত দক্ষতার প্রয়োগ ঘটাতে হবে।

ইংরেজি: ইংরেজি ভালো করার জন্য ভোকাবুলারিতে সমৃদ্ধ হতে হবে ও গ্রামারে দক্ষ হতে হবে। যাঁরা ভোকাবুলারি কম জানেন, তাঁদের গ্রামার অংশে জোর দেওয়া উচিত। Thematic Question-এ Passage থেকে হুবহু কপি করা যাবে না। এ ক্ষেত্রে বড় বাক্যকে ভেঙে Simple Sentence দিয়ে উত্তর করবেন। পাশাপাশি Summary, Letter to Editor এবং Essay-তে Passive, Compound ও Complex বাক্য ব্যবহার করে লেখাকে আকর্ষণীয় করার চেষ্টা করতে হবে। 

বাংলাদেশ বিষয়াবলি: বাংলাদেশ বিষয়াবলিতে ভালো করার জন্য সংবিধানের ওপর ভালো দখল রাখতে হবে। বাংলাদেশ ও উপমহাদেশের মানচিত্র আঁকা রপ্ত করতে হবে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, জাতীয় সম্পদ, নির্বাচনের ব্যবস্থা, সরকারের অঙ্গসমূহ—এসব বিষয়ে বিস্তারিতভাবে পড়তে হবে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও মহান মুক্তিযুদ্ধ সম্পর্কেও পূর্ণাঙ্গ ধারণা রাখা জরুরি। বাংলাদেশ বিষয়াবলিতে মূলত সব প্রশ্নের উত্তর দেওয়া গুরুত্বপূর্ণ। তাই পড়ার পাশাপাশি লেখার কৌশলেও গুরুত্ব দিতে হবে।

আন্তর্জাতিক বিষয়াবলি: আন্তর্জাতিক বিষয়াবলির ক্ষেত্রে কনসেপচুয়াল অংশের জন্য প্রস্তুতি হবে কনসেপ্টের ওপর নির্ভর। বাজারে প্রচলিত বইগুলো থেকে আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে জানতে হবে। প্রয়োজনে গুগলের সহায়তাও নিতে পারেন। মূলত সংশ্লিষ্ট বিষয়ের ওপর সূক্ষ্ম ধারণা থাকলেই আপনি কনসেপচুয়াল প্রশ্নের উত্তর করতে পারবেন। আর ইমপেরিক্যাল অংশের জন্য আন্তর্জাতিক বিশ্বের ঘটনাপ্রবাহের নিয়মিত খোঁজখবর রাখার বিকল্প নেই। এ ক্ষেত্রে পত্রিকার আন্তর্জাতিক পাতা গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং বিষয়ভিত্তিক তথ্য-উপাত্ত ও উক্তিগুলো নির্দিষ্ট খাতায় নোট করে রাখুন। যথাসম্ভব উপমহাদেশ, মধ্যপ্রাচ্য, দূরপ্রাচ্যের মানচিত্র আঁকা রপ্ত করুন। ইদানীং নীতিপত্র বা প্রবলেম সলভিং-সংক্রান্ত প্রশ্ন আসছে না। তবু ফরম্যাট দেখে রাখতে পারেন।

সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি: সাধারণ বিজ্ঞান অংশের জন্য ‘আলো, শব্দ, খাদ্য ও পুষ্টি, রোগব্যাধি, মাটি, পানি, বায়ুমণ্ডল, জৈবপ্রযুক্তি’ বিষয় গুরুত্বপূর্ণ। প্রযুক্তি অংশের জন্য কম্পিউটার সংগঠন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, কার্শফের সূত্র, ট্রানজিস্টর, ট্রান্সফরমার, পাওয়ার জেনারেশন, রোধ ইত্যাদি গুরুত্বপূর্ণ। সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে মুখস্থভিত্তিক প্রস্তুতি না নেওয়াই ভালো। কারণ, এ বিষয়ে ছোট আকারে প্রশ্ন করা হয়। তাই সংশ্লিষ্ট বিষয়ে পরিষ্কার ধারণা রাখাই যথেষ্ট।

গণিত: মাধ্যমিক পর্যায়ের সাধারণ গণিত ও উচ্চতর গণিতের পুরোনো সিলেবাসের বই সংগ্রহ করে সেট ও ভেনচিত্র, বাস্তব সংখ্যা, বীজ গাণিতিক রাশি, ঐকিক নিয়ম, অনুপাত-সমানুপাত, ধারা, স্থানাঙ্ক জ্যামিতি, দ্বিপদী উপপাদ্য, ত্রিকোণমিতি, পরিমিতি, সূচক ও লগারিদম অনুশীলন করুন। জ্যামিতির জন্য বেছে বেছে উপপাদ্য চর্চা করুন। অনুশীলনী থেকেও গুরুত্বপূর্ণ উপপাদ্য শিখে রাখুন। উচ্চমাধ্যমিকের গণিত বই থেকে বিন্যাস, সমাবেশ ও সম্ভাবনার প্রশ্নগুলো সমাধান করুন।

মানসিক দক্ষতা: মানসিক দক্ষতার বিষয়ে প্রস্তুতির প্রাথমিক ধাপ হলো বিগত বছরগুলোতে আসা সব প্রশ্ন সমাধান করা। পাশাপাশি IndiaBIX, Examveda, Sawaal থেকে অনুশীলন করে নিজের মানসিক দক্ষতা যাচাই করতে পারেন।

সাধারণ পরামর্শ:

  • বেশি বেশি লেখার অনুশীলন করুন। এর মধ্য দিয়ে লেখার গতি বাড়বে।
  • লেখায় ডেটা, কোটেশন, ম্যাপ, চার্ট খুব গুরুত্বপূর্ণ বিষয়। লেখার সময় এ বিষয়গুলো ব্যবহারের চেষ্টা করুন।
  • প্রাঞ্জল ভাষা, নির্ভুল বানান ও ঘষামাজাহীন লেখার ওপর জোর দিন।
  • অপ্রাসঙ্গিক কথাবার্তা দিয়ে অনেক লেখার পরিবর্তে অল্প লেখায় প্রাসঙ্গিক তথ্য ফুটিয়ে তুলুন।
  • একই নম্বরের সব প্রশ্নের উত্তর যেন একই মাপের হয়, সেদিকে খেয়াল রাখুন। ১০ নম্বরের একটি প্রশ্নের উত্তর ভালো পারেন বলে চার পৃষ্ঠা লিখলেন, আবার অন্য প্রশ্নের উত্তর কম পারার কারণে দুই পৃষ্ঠা লিখলেন, এটি হবে না। কারণ, এটি পরীক্ষকের কাছে আপনার সম্পর্কে নেতিবাচক বার্তা দেয়।
  • মুখস্থভিত্তিক প্রস্তুতি নিয়ে বিসিএস লিখিত পরীক্ষায় ভালো করা কঠিন। তাই প্রতিটি বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা নিয়ে যান। পরীক্ষার হলে প্রশ্ন দেখে উপস্থিত বুদ্ধি প্রয়োগের মাধ্যমে উত্তর করে আসতে হবে। আর আপনার পড়াশোনা যত বেশি হবে, পরীক্ষার হলে মস্তিষ্ক তত ভালো সাড়া দেবে। 

অনুলিখন: শাহ বিলিয়া জুলফিকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

পপুলার ফার্মায় এক্সিকিউটিভ পদে চাকরি, সাপ্তাহিক ছুটি ২ দিন

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি। প্রতিষ্ঠানটির ইন্টারন্যাশনাল মার্কেটিং বিভাগে প্রোডাক্ট এক্সিকিউটিভ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। রোববার (২১ ডিসেম্বর) এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: প্রোডাক্ট এক্সিকিউটিভ, (ইন্টারন্যাশনাল মার্কেটিং)।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: ফার্মেসিতে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি (বি.ফার্ম/এম.ফার্ম)।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে (এমএস অফিস) দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর।

কর্মস্থল: ঢাকা।

বেতন: আলোচনা সাপেক্ষে।

সুযোগ–সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে ৩টি উৎসব বোনাস, ছুটির ভাড়া সহায়তা, লাভ বোনাস, ছুটি নগদীকরণ, মোবাইল সেট ভাতা, গ্রুপ জীবন বিমা, দুপুরের খাবার সুবিধা, পিক অ্যান্ড ড্রপ সুবিধা এবং সাপ্তাহিক ২ দিন (শুক্র-শনিবার) ছুটির ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩১ ডিসেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ফায়ার সার্ভিসের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১৭

চাকরি ডেস্ক 
ফায়ার সার্ভিসের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১৭

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ‘স্টাফ অফিসার’ (১২তম গ্রেড) পদে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ১৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর পিএসসির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) দিলাওয়েজ দুরদানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি কর্ম কমিশন কর্তৃক গৃহীত নিয়োগ পরীক্ষার ভিত্তিতে বিদ্যমান বিধিবিধান অনুসরণ করে এসব প্রার্থীদের সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের সঙ্গে প্রদত্ত সব তথ্য, ডকুমেন্টস, সনদ ইত্যাদি বিজ্ঞাপনের শর্ত এবং আবেদনপত্রে প্রদত্ত অঙ্গীকারনামার ভিত্তিতে কর্ম কমিশন প্রার্থীদের এই শর্তে সাময়িকভাবে মনোনীত করেছে যে নিয়োগের পূর্বে নিয়োগকারী কর্তৃপক্ষ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রার্থীর সব সনদ, ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাইপূর্বক নিশ্চিত হয়ে চূড়ান্ত নিয়োগ করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

গণগ্রন্থাগার অধিদপ্তরের বিভিন্ন পদের পরীক্ষা ২ জানুয়ারি

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গণগ্রন্থাগার অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, ২০২৬ সালের ২ জানুয়ারি প্রতিষ্ঠানটির তৃতীয় ও চতুর্থ শ্রেণির ১৭ ক্যাটাগরির ১২৬টি শূন্য পদে নিয়োগের নিমিত্তে প্রাথমিক বাছাই (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল লাইব্রেরিয়ান (উপপরিচালক) এ এইচ এম কামরুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পদগুলো হলো কম্পিউটার অপারেটর, ড্রাইভার, টেকনিক্যাল সহকারী (ক্যাটালগার), ডেসপ্যাচ রাইডার, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, বুকসর্টার, পাঠকক্ষ সহকারী, অফিস সহায়ক, রেফারেন্স অ্যাসিস্ট্যান্ট, অফিস সহায়ক কাম নিরাপত্তাপ্রহরী, হিসাবরক্ষক, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি সহকারী, ডেটা এন্ট্রি অপারেটর, অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, ক্যাশিয়ার ও অফিস সহকারী কাম কাম্পিউটার মুদ্রাক্ষরিক।

বিজ্ঞপ্ততি বলা হয়, আগামী ২ জুনায়ারি (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত রাজধানীর নির্ধারিত ১৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে, গত ২৭ জুলাই প্রতিষ্ঠানটির এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের প্রবেশপত্র প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটথেকে ডাউনলোড করতে হবে। প্রার্থীদের মোবাইল নম্বরে প্রবেশপত্র ডাউনলোড-সংক্রান্ত লিংক এসএমএসের মাধ্যমে পাঠানো হবে। প্রবেশপত্রটি লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার জন্য প্রযোজ্য হবে।

প্রার্থীকে অবশ্যই প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি পরীক্ষাকেন্দ্রে পরিদর্শককে প্রদর্শন করতে হবে। কোনো প্রার্থী প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। প্রার্থীকে প্রবেশপত্রে উল্লিখিত শর্তাবলি অবশ্যই অনুসরণ করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ম্যানেজার পদে কর্মী নেবে ইবনে সিনা ট্রাস্ট, আবেদন শুরু

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইবনে সিনা ট্রাস্ট। স্বাস্থ্যসেবামূলক কল্যাণ ট্রাস্টটি জেনারেল ম্যানেজার (অডিট এবং কমপ্লায়েন্স) পদে লোকবল নিয়োগ দেবে। গত ১৮ ডিসেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: জেনারেল ম্যানেজার (অডিট এবং কমপ্লায়েন্স)।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং বা ফিন্যান্সে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: নিরীক্ষা সফটওয়্যার, ইআরপি সিস্টেম এবং আর্থিক প্রতিবেদন সরঞ্জামগুলোতে দক্ষতা।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে প্রার্থীদের কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর।

কর্মস্থল: ঢাকা (ধানমন্ডি)।

বেতন: আলোচনা সাপেক্ষে।

সুযোগ–সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৯ ডিসেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত