Ajker Patrika

জাতীয় ক্রীড়া পরিষদের লিখিত পরীক্ষার সূচি

চাকরি ডেস্ক 
জাতীয় ক্রীড়া পরিষদের লিখিত পরীক্ষার সূচি

জাতীয় ক্রীড়া পরিষদের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে। আগামী ৮ মার্চ থেকে এ পরীক্ষা শুরু হবে। প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক (প্রশাসন) মো. নিয়াজুল হাসান খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আগামী ৮ মার্চ সকাল ১০টায় ‘প্রশিক্ষক, গ্রেড-৩’ পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৈধ মর্মে অনুমোদিত ৮ জন প্রার্থীর বর্তমান ঠিকানায় প্রবেশপত্র পাঠানো হয়েছে। পাশাপাশি যাঁদের মোবাইল নম্বর উল্লেখ করা হয়েছে, তাঁদের কাছে এসএমএস ও হোয়াটসঅ্যাপে বার্তা প্রদান করা হয়েছে।

এ ছাড়া আগামী ১৫ মার্চ সকাল ১০টায় ইন্সট্রাকটর ও ইন্সট্রাকটেস পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইন্সট্রাকটর পদে ২৭ ও ইন্সট্রাকটেস পদে ৪ জন প্রার্থীর বর্তমান ঠিকানায় প্রবেশপত্র পাঠানো হয়েছে। পাশাপাশি যাঁদের মোবাইল নম্বর উল্লেখ করা হয়েছে, তাঁদের কাছে এসএমএস ও হোয়াটসঅ্যাপে বার্তা প্রদান করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

রিয়াল-বার্সার খেলা দেখে উল্লাস, জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়রদের হামলা

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত