Ajker Patrika

১০৭৫ জনকে নিয়োগ দেবে পূবালী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১০৭৫ জনকে নিয়োগ দেবে পূবালী ব্যাংক

ডেপুটি জুনিয়র অফিসার পদে ১ হাজার ৭৫ জনকে নিয়োগ দেবে পূবালী ব্যাংক। আগামী ১৪ অক্টোবর সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবেদন করা যাবে। এই পদে আবেদনের জন্য বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৩২ বছর। 

পূবালী ব্যাংকের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনের যোগ্যতা হিসেবে আবেদনকারীকে কমপক্ষে স্নাতক পাস হতে হবে। একাডেমিক পর্যায়ে কোনো তৃতীয় বিভাগ থাকা যাবে না ও ব্যাংকিং সম্পর্কে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া ৩১ আগস্ট ২০২১ তারিখে প্রার্থীর বয়স ৩২ বছরের বেশি হওয়া যাবে না। এই পদে বেতন ৩১ হাজার ২০০ টাকা ও নীতিমালার সঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

যোগ্যতা পূরণ সাপেক্ষে আগ্রহীরা পূবালী ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। 

সাধারণত লিখিত এবং মৌখিক দুটো ধাপে পূবালী ব্যাংকের ডেপুটি জুনিয়র অফিসার পদের নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়। তবে এবারও সেভাবেই পরীক্ষা হবে কিনা তা নিশ্চিত করতে পারেনি ব্যাংকটির মানবসম্পদ বিভাগ। বৃহস্পতিবার সকালে মানব সম্পদ বিভাগ থেকে বলা হয়েছে, করোনা পরিস্থিতির কারণে পরীক্ষা সম্পর্কে আগে থেকেই কিছু বলা যাচ্ছে না। আবেদন প্রক্রিয়া শেষ হলে প্রার্থী সংখ্যা দেখে পরীক্ষা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

থার্টি ফার্স্টের রাতে ‘মিষ্টি খাওয়াতে ডেকে’ পরকীয়া প্রেমিকের গোপনাঙ্গ কর্তন

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

‘ক্রিকেট বোর্ড ভাঙতে পারে, আবার আইসিসিতেও যেতে পারে’

আগামী ৯০ দিন পর্যন্ত বন্ধ হবে না অবৈধ ফোন, আতঙ্কিত না হওয়ার পরামর্শ

আজকের রাশিফল: বিবাহিত জীবনে ‘তৃতীয় ব্যক্তি’ কড়া নাড়বে, তবে ভয়ের কিছু নেই

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত