Ajker Patrika

হাদিসের গল্প: মুসা (আ.)-এর কাছে বনি ইসরাইলের এক বৃদ্ধার আবদার

আমজাদ ইউনুস 
মসজিদুল আল আকসা। ছবি: সংগৃহীত
মসজিদুল আল আকসা। ছবি: সংগৃহীত

রাসুল (সা.) একবার বনি ইসরাইলের এক বৃদ্ধার ঘটনা শুনিয়েছিলেন। ওই নারীর সঙ্গে নবী মুসা (আ.)-এর সাক্ষাৎ হয়। তিনি মুসা (আ.)-এর একটি উপকার করেন। সেই উপকারের বিনিময়ে তিনি পার্থিব সম্পদ ও সুখকে প্রাধান্য দেননি। কোনো ধনসম্পদ ও স্বর্ণ-রুপা চাননি; বরং তিনি জান্নাতের উচ্চতম মর্যাদা লাভকে প্রাধান্য দিয়েছেন। নিচে হাদিসের আলোকে ঘটনাটি বর্ণনা করা হলো—

একবার রাসুলুল্লাহ (সা.) এক বেদুইনের অতিথি হলেন। বেদুইন তাঁকে সম্মান জানালেন। তখন রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘হে বেদুইন, তোমার ইচ্ছা প্রকাশ করো।’

বেদুইন বলল, ‘হে আল্লাহর রাসুল, আমি যাতায়াতের জন্য একটি উট এবং আমার পরিবারের দুধপানের জন্য একটি দুগ্ধবতী ছাগল চাই।’

তিনি এ অনুরোধ দুইবার করলেন। তখন রাসুল (সা.) বললেন, ‘তুমি কি বনি ইসরাইলের বৃদ্ধার মতো হতে পারলে না?’

সাহাবিরা জানতে চাইলেন: ‘হে আল্লাহর রাসুল, বনি ইসরাইলের বৃদ্ধার ঘটনা কী?’

তখন রাসুলুল্লাহ (সা.) বলেন—

মুসা (আ.) বনি ইসরাইলকে নিয়ে বের হওয়ার সময় পথ হারিয়ে ফেলেন। তখন বনি ইসরাইলের আলেমরা বললেন, ‘আমরা শুনেছি, ইউসুফ (আ.) আমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন যে আমরা যেন তাঁর দেহও আমাদের সঙ্গে নিয়ে যাই।’

মুসা (আ.) জিজ্ঞাসা করলেন: ‘তোমাদের মধ্যে কে জানে, ইউসুফ (আ.)-এর কবর কোথায়?’ তারা উত্তর দিল, ‘শুধু বনি ইসরাইলের এক বৃদ্ধা এটি জানেন।’

মুসা (আ.) বৃদ্ধাকে ডেকে পাঠালেন এবং বললেন: ‘আমাকে ইউসুফ (আ.)-এর কবর দেখিয়ে দাও।’

বৃদ্ধা বললেন, ‘আল্লাহর কসম, আমি তোমাকে তাঁর কবর দেখাব না, যতক্ষণ না তুমি আমাকে জান্নাতে তোমার সঙ্গী হওয়ার প্রতিশ্রুতি দাও!’

মুসা (আ.) প্রথমে তাঁর এ কথা পছন্দ করেননি। কিন্তু আল্লাহর পক্ষ থেকে বলা হলো, ‘তাঁকে তাঁর চাওয়া সম্মান দাও।’

এরপর বৃদ্ধা এক সরোবরের কাছে গিয়ে বললেন: ‘এই পানির নিচেই ইউসুফ (আ.)-এর দেহ আছে। পানিটা সরাও।’

তারা পানি সরিয়ে ফেলল, তারপর বৃদ্ধা বললেন: ‘এখন এখানে খনন করো।’

খনন করার পর ইউসুফ (আ.)-এর হাড় বেরিয়ে এলো। যখন তাঁর দেহ তুলে নেওয়া হলো, তখন পথ এমন আলোকিত হয়ে গেল, যেন দিবালোকে চলা হচ্ছে!’

(মুস্তাদরাক হাকিম, হাদিস: ৪০৮৮)

গল্পের ৫ শিক্ষা

উচ্চ মর্যাদা প্রার্থনা করা: রাসুল (সা.) সাহাবিদের এবং উম্মতকে উচ্চ মর্যাদা চাওয়ার জন্য উৎসাহিত করেছেন, যেমন এই বৃদ্ধা মুসা (আ.)-এর কাছে জান্নাতে তাঁর সঙ্গী হওয়ার আবেদন করেছিল। রাসুল (সা.) সাহাবিদের আল্লাহর কাছে ফিরদাউস (যা জান্নাতের সর্বোচ্চ ও মধ্যস্থল) প্রার্থনা করতে বলেছেন।

ইহুদিদের ইতিহাস সংক্রান্ত তথ্য প্রদান: রাসুল (সা.) ইহুদিদের এমন কিছু ঘটনা বর্ণনা করেছেন, যা আহলে কিতাবের মধ্যেও অনেকের জানা ছিল না। এই বৃদ্ধার কাহিনিও তার একটি উদাহরণ। তার মানে এটি আল্লাহ তাআলা তাঁকে জানিয়ে দিয়েছেন।

উচ্চ মানসিকতার মহীয়সী নারী: বনি ইসরাইলের মধ্যেও মহৎ চরিত্র ও উচ্চ আকাঙ্ক্ষার অধিকারী মহীয়সী নারী ছিলেন।

নবীদের দেহ অক্ষত থাকে: এখানে ‘ইউসুফ (আ.)-এর হাড় বলতে তাঁর সম্পূর্ণ দেহকে বোঝানো হয়েছে, কেবল হাড় নয়। অর্থাৎ, তাঁর দেহ অক্ষতই ছিল। এতে করে এই হাদিস রাসুল (সা.)-এর সেই বর্ণনার বিরোধিতা করে না, যেখানে তিনি বলেছেন যে, আল্লাহ মাটি বা জমিনকে নবীদের দেহ ভক্ষণ করতে নিষেধ করেছেন।

আল্লাহর অহির প্রতি শ্রদ্ধা: মুসা (আ.) প্রথমে বৃদ্ধার চাওয়া পূরণে দ্বিধাগ্রস্ত হলেও আল্লাহর নির্দেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে বৃদ্ধার চাওয়া মেনে নিয়েছিলেন। এতে অহির প্রতি একজন নবীর শ্রদ্ধা ও ভক্তির বিষয়টি ফুটে ওঠে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চূড়ান্ত হচ্ছে সাত কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম, শিগগির ঘোষণা

প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়া সেই নেতাকে বহিষ্কার করল ছাত্রশিবির

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিজির অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস সহকারীকে মারধর এসপির

এশিয়ার ১০টিসহ ৪৩ দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত