ইজাজুল হক, ঢাকা
সংযুক্ত আরব আমিরাতের শারজায় অবস্থিত মিউজিয়াম অব ইসলামিক সিভিলাইজেশন ১৯৯৬ সালে প্রথম যাত্রা শুরু করে। জাদুঘরটি পরে শারজার শাসক শায়খ ড. সুলতান বিন মুহাম্মদ আল-কাসিমির নির্বাহী আদেশে একটি স্থানীয় মার্কেটে পরিণত করা হয়। ২০০৮ সালে ফের জাদুঘরটি নতুনভাবে সংস্কার ও পুনর্নির্মাণ করা হয়।
এই জাদুঘরে হিজরি সনের প্রথম শতাব্দী থেকে শুরু করে বর্তমান পর্যন্ত সময়ের পাঁচ হাজারের বেশি ইসলামি সংস্কৃতি-সভ্যতার নিদর্শন রয়েছে। তন্মধ্যে ক্যালিগ্রাফি, খোদাই পাথর, সিরামিক, কয়েন, কাচ, পাণ্ডুলিপি, ধাতব মুদ্রা, বৈজ্ঞানিক আবিষ্কার ইত্যাদি উল্লেখযোগ্য। মুসলিম বিশ্বের বিভিন্ন স্থান থেকে এসব নিদর্শন সংগ্রহ করা হয়েছে।
সময়কাল অনুসারে সাতটি গ্যালারিতে ভাগ করে এই নিদর্শনগুলো প্রদর্শিত হয়। দর্শনার্থীরা এখানে এসে ইসলামের ইতিহাস, শিল্প, সংস্কৃতি, বিজ্ঞান ও ইসলামি যুগের বিভিন্ন আবিষ্কার সম্পর্কে স্বচ্ছ ধারণা নিতে পারেন।
আবু বকর গ্যালারি অব ইসলামিক ফেইথে ইসলামের মূলনীতি এবং পবিত্র কোরআনের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার আয়োজন করা হয়েছে। এখানে ইসলামের মৌলিক পাঁচ স্তম্ভ, ইসলামি বিশ্বাসের ভিত্তিবিষয়ক তথ্য উপস্থাপন করা হয়েছে এবং হজ ও ওমরাহর আচার-অনুষ্ঠান সংজ্ঞায়িত করা হয়েছে। এখানে দর্শক পবিত্র কাবাঘরের নৃতাত্ত্বিক অংশ, কিসওয়াহ বা গিলাফ, কোরআনের বিরল ও ঐতিহাসিক পাণ্ডুলিপিসহ ইউরোপ ও মুসলিম বিশ্বের বিভিন্ন মসজিদের স্থাপত্যশৈলীর সঙ্গেও পরিচিত হতে পারেন।
ইবনুল-হাইসাম গ্যালারি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে মুসলিম বিজ্ঞানীদের গুরুত্বপূর্ণ সব বৈজ্ঞানিক সাফল্য ও অবদানের কথা তুলে ধরা হয়েছে।
অত্যাধুনিক প্রযুক্তির ত্রিমাত্রিক মডেল, অডিও ভিজ্যুয়াল ও বিস্তারিত তথ্যের সাহায্যে এসব আবিষ্কার, উদ্ভাবন ও তত্ত্বের তালিকা দর্শকদের সামনে তুলে ধরার ব্যবস্থা রয়েছে। মধ্যযুগের মুসলিম বিজ্ঞানীদের আবিষ্কৃত অ্যাস্ট্রোলেব ও এলিফ্যান্ট ক্লকের নমুনা এগুলোর মধ্যে উল্লেখযোগ্য।
ইসলামিক আর্টের চারটি গ্যালারির প্রথমটিতে মৃৎশিল্প, ধাতব কাজ, কাঠের খোদাই, পাণ্ডুলিপি এবং কাপড় বোনার ইসলামি ঐতিহ্য দেখানো হয়েছে। এতে ইসলামের শুরু থেকে প্রথম ৭০০ বছরের নিদর্শনগুলো স্থান পেয়েছে। দ্বিতীয়টিতে পরের ৭০০ বছরের গুরুত্বপূর্ণ ইসলামি শিল্পকর্মগুলো স্থান পেয়েছে। তৃতীয় ও চতুর্থ গ্যালারিতে স্থান পেয়েছে আধুনিক সময়ে ইসলামি শিল্পকলা, ক্যালিগ্রাফি, সামরিক সরঞ্জাম ও কারুশিল্পের উৎকর্ষের কথা।
ইসলামি যুগের বিভিন্ন মুদ্রা প্রদর্শনের জন্য রয়েছে স্বতন্ত্র গ্যালারি। দেড় হাজার বছরের ইসলামের ইতিহাসের বিখ্যাত অনেক শাসকের মুদ্রা এখানে স্থান পেয়েছে, যা সভ্যতার উত্থান-পতনের সাক্ষ্য হয়ে দর্শনার্থীদের চোখে ধরা দেয়। এ ছাড়া অস্থায়ীভাবে প্রদর্শনীর আয়োজনের জন্য রয়েছে আলাদা গ্যালারি। যেখানে নিয়মিত বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক শিল্পকলা প্রদর্শনীগুলো হয়ে থাকে।
সূত্র: শারজা মিউজিয়াম ডটএই
সংযুক্ত আরব আমিরাতের শারজায় অবস্থিত মিউজিয়াম অব ইসলামিক সিভিলাইজেশন ১৯৯৬ সালে প্রথম যাত্রা শুরু করে। জাদুঘরটি পরে শারজার শাসক শায়খ ড. সুলতান বিন মুহাম্মদ আল-কাসিমির নির্বাহী আদেশে একটি স্থানীয় মার্কেটে পরিণত করা হয়। ২০০৮ সালে ফের জাদুঘরটি নতুনভাবে সংস্কার ও পুনর্নির্মাণ করা হয়।
এই জাদুঘরে হিজরি সনের প্রথম শতাব্দী থেকে শুরু করে বর্তমান পর্যন্ত সময়ের পাঁচ হাজারের বেশি ইসলামি সংস্কৃতি-সভ্যতার নিদর্শন রয়েছে। তন্মধ্যে ক্যালিগ্রাফি, খোদাই পাথর, সিরামিক, কয়েন, কাচ, পাণ্ডুলিপি, ধাতব মুদ্রা, বৈজ্ঞানিক আবিষ্কার ইত্যাদি উল্লেখযোগ্য। মুসলিম বিশ্বের বিভিন্ন স্থান থেকে এসব নিদর্শন সংগ্রহ করা হয়েছে।
সময়কাল অনুসারে সাতটি গ্যালারিতে ভাগ করে এই নিদর্শনগুলো প্রদর্শিত হয়। দর্শনার্থীরা এখানে এসে ইসলামের ইতিহাস, শিল্প, সংস্কৃতি, বিজ্ঞান ও ইসলামি যুগের বিভিন্ন আবিষ্কার সম্পর্কে স্বচ্ছ ধারণা নিতে পারেন।
আবু বকর গ্যালারি অব ইসলামিক ফেইথে ইসলামের মূলনীতি এবং পবিত্র কোরআনের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার আয়োজন করা হয়েছে। এখানে ইসলামের মৌলিক পাঁচ স্তম্ভ, ইসলামি বিশ্বাসের ভিত্তিবিষয়ক তথ্য উপস্থাপন করা হয়েছে এবং হজ ও ওমরাহর আচার-অনুষ্ঠান সংজ্ঞায়িত করা হয়েছে। এখানে দর্শক পবিত্র কাবাঘরের নৃতাত্ত্বিক অংশ, কিসওয়াহ বা গিলাফ, কোরআনের বিরল ও ঐতিহাসিক পাণ্ডুলিপিসহ ইউরোপ ও মুসলিম বিশ্বের বিভিন্ন মসজিদের স্থাপত্যশৈলীর সঙ্গেও পরিচিত হতে পারেন।
ইবনুল-হাইসাম গ্যালারি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে মুসলিম বিজ্ঞানীদের গুরুত্বপূর্ণ সব বৈজ্ঞানিক সাফল্য ও অবদানের কথা তুলে ধরা হয়েছে।
অত্যাধুনিক প্রযুক্তির ত্রিমাত্রিক মডেল, অডিও ভিজ্যুয়াল ও বিস্তারিত তথ্যের সাহায্যে এসব আবিষ্কার, উদ্ভাবন ও তত্ত্বের তালিকা দর্শকদের সামনে তুলে ধরার ব্যবস্থা রয়েছে। মধ্যযুগের মুসলিম বিজ্ঞানীদের আবিষ্কৃত অ্যাস্ট্রোলেব ও এলিফ্যান্ট ক্লকের নমুনা এগুলোর মধ্যে উল্লেখযোগ্য।
ইসলামিক আর্টের চারটি গ্যালারির প্রথমটিতে মৃৎশিল্প, ধাতব কাজ, কাঠের খোদাই, পাণ্ডুলিপি এবং কাপড় বোনার ইসলামি ঐতিহ্য দেখানো হয়েছে। এতে ইসলামের শুরু থেকে প্রথম ৭০০ বছরের নিদর্শনগুলো স্থান পেয়েছে। দ্বিতীয়টিতে পরের ৭০০ বছরের গুরুত্বপূর্ণ ইসলামি শিল্পকর্মগুলো স্থান পেয়েছে। তৃতীয় ও চতুর্থ গ্যালারিতে স্থান পেয়েছে আধুনিক সময়ে ইসলামি শিল্পকলা, ক্যালিগ্রাফি, সামরিক সরঞ্জাম ও কারুশিল্পের উৎকর্ষের কথা।
ইসলামি যুগের বিভিন্ন মুদ্রা প্রদর্শনের জন্য রয়েছে স্বতন্ত্র গ্যালারি। দেড় হাজার বছরের ইসলামের ইতিহাসের বিখ্যাত অনেক শাসকের মুদ্রা এখানে স্থান পেয়েছে, যা সভ্যতার উত্থান-পতনের সাক্ষ্য হয়ে দর্শনার্থীদের চোখে ধরা দেয়। এ ছাড়া অস্থায়ীভাবে প্রদর্শনীর আয়োজনের জন্য রয়েছে আলাদা গ্যালারি। যেখানে নিয়মিত বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক শিল্পকলা প্রদর্শনীগুলো হয়ে থাকে।
সূত্র: শারজা মিউজিয়াম ডটএই
লজ্জা মোমিনের ভূষণ বা অলংকার। বাহ্যিক সৌন্দর্যের চেয়ে তা বেশি গুরুত্বপূর্ণ। লজ্জাশীলতা কল্যাণ বয়ে আনে। হজরত ইমরান ইবনে হুসাইন (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, লজ্জা মঙ্গল বয়ে আনে। (সহিহ্ মুসলিমের অন্য বর্ণনায় আছে, লজ্জার সবটুকু মঙ্গলই মঙ্গল। (রিয়াজুস সালেহিন: ৬৮৭)
৫ ঘণ্টা আগেমানবতার এক মহান কাজ ক্ষুধার্তদের মুখে খাবার তুলে দেওয়া । ইসলামে একে অন্যতম শ্রেষ্ঠ কাজ বলে আখ্যা দেওয়া হয়েছে । এক ব্যক্তি রাসুলুল্লাহ ( সা . ) - কে প্রশ্ন করলেন , ‘ ইসলামে কোন কাজটি শ্রেষ্ঠ ? ” তিনি বললেন , ‘ ইসলামে সবচেয়ে ভালো কাজ হচ্ছে ক্ষুধার্তকে খাবার খাওয়ানো । ' ( সহিহ্ বুখারি : ১২ ,
১৬ ঘণ্টা আগেরমজান মাস এবং ফরজ রোজা শেষ হলেও বছরজুড়ে বিভিন্ন রোজা রয়েছে। মহান আল্লাহর নৈকট্য লাভের জন্য সেসব রোজার যথেষ্ট গুরুত্ব রয়েছে।
১ দিন আগেমানবজীবনে আত্মীয়তার বন্ধন অমূল্য এক সম্পর্ক। জীবনের প্রতিকূলতায় আত্মীয়রা প্রেরণা এবং শক্তির উৎস হয়ে থাকে। এই সম্পর্ক আমাদের মাঝে ভালোবাসা, সহানুভূতি এবং আস্থা তৈরি করতে সহায়তা করে। তাই আত্মীয়তার সম্পর্ক অটুট রাখার বিকল্প নেই।
১ দিন আগে