ইজাজুল হক, ঢাকা

ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর (রা.) ছিলেন ইতিহাসের সফলতম রাষ্ট্রনায়ক। প্রথম খলিফা হজরত আবুবকর (রা.) মৃত্যুর আগেই সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে ওমরকে খলিফা মনোনীত করে যান। তাঁর মর্যাদা সম্পর্কে রাসুল (সা.) বলেছেন, ‘আমার পরে যদি কেউ নবী হতেন, তাহলে তিনি ওমর ইবনে খাত্তাবই হতেন।’ মিশকাত, হাদিস: ৬০৩১) হজরত ওমরের নেতৃত্বেই মদিনার ছোট ইসলামি রাষ্ট্র পৃথিবীর দিগ্দিগন্তে ছড়িয়ে পড়ে। তাঁর শাসনামলেই মুসলিম বাহিনী তৎকালীন বিশ্বের দুই পরাশক্তি বাইজান্টাইন ও সাসানি সাম্রাজ্যকে পরাজিত করে ইসলামি রাষ্ট্রের সীমানা বিস্তার করে। যেসব সহজাত গুণের কারণে তিনি কিংবদন্তি রাষ্ট্রনায়কে পরিণত হন, তা হলো—
চারিত্রিক দৃঢ়তা
চারিত্রিক দৃঢ়তার জন্য ওমর (রা.) শৈশব থেকেই পরিচিত ছিলেন। যে কথা বা কাজ তিনি ঠিক মনে করতেন, তা থেকে কোনো কিছুই তাঁকে ফেরাতে পারত না; কাউকেই তিনি ভয় পেতেন না। তাঁর ইসলাম গ্রহণের ঘটনাই তার উৎকৃষ্ট উদাহরণ। তত দিন পর্যন্ত সবাই গোপনে ইসলাম পালন করত। তিনি ইসলাম গ্রহণের পর কাবা চত্বরে গিয়ে প্রকাশ্যে ঘোষণা দেন এবং সবাইকে নিয়ে নামাজ আদায় করেন। হিজরতের সময়ও কাফিরদের সামনে প্রকাশ্যে ঘোষণা দিয়ে মক্কা ত্যাগ করেন। এমন আপসহীন চরিত্রের অধিকারী হওয়ার কারণেই রাসুল (সা.) তাঁকে বলেন, ‘হে ইবনুল খাত্তাব, আমার প্রাণ যে সত্তার হাতে, তাঁর কসম করে বলছি, শয়তান যখন তোমাকে এক রাস্তায় দেখে, তখন সে অন্য রাস্তা দিয়ে চলে যায়।’ (বুখারি) অন্য হাদিসে এরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ তাআলা সত্যকে ওমরের মুখে ও অন্তরে সুপ্রতিষ্ঠিত করেছেন। (তিরমিজি, হাদিস: ১৭৩৬)।
দায়িত্ব সচেতনতা
খেলাফতের দায়িত্ব পালনকালে ওমর (রা.)-কে একবার আলী (রা.) কোথাও দ্রুত ছুটে যেতে দেখেন। আলী (রা.) তাঁকে এ বিষয়ে জিজ্ঞেস করলে ওমর জানালেন, জাকাতের একটি উট হারিয়ে গেছে। সেটি খোঁজার জন্যই তিনি ছুটছেন। এতেই বোঝা যায়, ওমর (রা.) দায়িত্ব পালনে কত সচেতন ছিলেন। তিনি বলতেন, ‘ফোরাত নদীর তীরে যদি একটি ছাগলও হারিয়ে যায়, ওমরকে শেষবিচারের দিন এর জন্য দায়ী থাকতে হবে।’ ওমর (রা.) এতই দায়িত্বসচেতন ছিলেন যে সারা দিনের দায়িত্ব পালন শেষেও সন্ধ্যায় মদিনা ও আশপাশের এলাকায় মানুষের অবস্থা তদারকির জন্য ছদ্মবেশে বের হতেন। তা ছাড়া মুসলিম-অমুসলিম যেকোনো নাগরিক তাঁর কাছে এসে যেকোনো অভিযোগ সরাসরি জানাতে পারার মতো অবাধ সুযোগ তিনি রেখেছিলেন।
জ্ঞান ও প্রজ্ঞা
রাসুল (সা.) বলেছেন, ‘একবার ঘুমে আমি স্বপ্ন দেখি, আমি দুধ পান করছি। পান করে আমি এতই পূর্ণ হয়ে গেলাম যে আমার নখ বেয়ে দুধ গড়িয়ে পড়ছিল। তাই আমি দুধ পান করার জন্য ওমরের কাছে (পাত্র) বাড়িয়ে দিলাম।’ উপস্থিত সাহাবিরা এই স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করলে আল্লাহর রাসুল উত্তরে বলেন, ‘(দুধের এই উপমা) জ্ঞান।’ (বুখারি) তাঁর জ্ঞান ও প্রজ্ঞা এতই উন্নত ছিল যে অনেক সময় তাঁর মতামতের সঙ্গে সাদৃশ্যপূর্ণ কথাই আল্লাহ পবিত্র কোরআনের আয়াত হিসেবে নাজিল করেন। তাঁর জ্ঞানের গভীরতা সম্পর্কে রাসুল (সা.) বলেন, ‘পরবর্তী উম্মতের মধ্যে বহু মুহাদ্দিস তথা জ্ঞানী অতিবাহিত হয়েছেন। আমার উম্মতের মধ্যে যদি কেউ মুহাদ্দিস থাকেন, তিনি ওমর।’ (বুখারি, হাদিস: ৩৪৬৯)
দূরদর্শিতা
ওমর (রা.) যেকোনো মানুষের সঙ্গে সময় কাটানোর পর তার মেধা ও যোগ্যতা সম্পর্কে ধারণা করতে পারতেন। এর মাধ্যমে তিনি কোনো ব্যক্তির প্রতিভা ও দুর্বলতা বুঝতে পারতেন। মানুষ চেনার এই যোগ্যতার মাধ্যমেই তিনি সঠিক ব্যক্তিকে সঠিক দায়িত্বে নিয়োগ দিতে পারতেন।
এসব গুণ ও যোগ্যতার মাধ্যমেই ওমর (রা.) পৃথিবীর বুকে একটি শক্তিশালী ইসলামি রাষ্ট্রের ভিত্তি গড়ে যেতে সক্ষম হন।

ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর (রা.) ছিলেন ইতিহাসের সফলতম রাষ্ট্রনায়ক। প্রথম খলিফা হজরত আবুবকর (রা.) মৃত্যুর আগেই সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে ওমরকে খলিফা মনোনীত করে যান। তাঁর মর্যাদা সম্পর্কে রাসুল (সা.) বলেছেন, ‘আমার পরে যদি কেউ নবী হতেন, তাহলে তিনি ওমর ইবনে খাত্তাবই হতেন।’ মিশকাত, হাদিস: ৬০৩১) হজরত ওমরের নেতৃত্বেই মদিনার ছোট ইসলামি রাষ্ট্র পৃথিবীর দিগ্দিগন্তে ছড়িয়ে পড়ে। তাঁর শাসনামলেই মুসলিম বাহিনী তৎকালীন বিশ্বের দুই পরাশক্তি বাইজান্টাইন ও সাসানি সাম্রাজ্যকে পরাজিত করে ইসলামি রাষ্ট্রের সীমানা বিস্তার করে। যেসব সহজাত গুণের কারণে তিনি কিংবদন্তি রাষ্ট্রনায়কে পরিণত হন, তা হলো—
চারিত্রিক দৃঢ়তা
চারিত্রিক দৃঢ়তার জন্য ওমর (রা.) শৈশব থেকেই পরিচিত ছিলেন। যে কথা বা কাজ তিনি ঠিক মনে করতেন, তা থেকে কোনো কিছুই তাঁকে ফেরাতে পারত না; কাউকেই তিনি ভয় পেতেন না। তাঁর ইসলাম গ্রহণের ঘটনাই তার উৎকৃষ্ট উদাহরণ। তত দিন পর্যন্ত সবাই গোপনে ইসলাম পালন করত। তিনি ইসলাম গ্রহণের পর কাবা চত্বরে গিয়ে প্রকাশ্যে ঘোষণা দেন এবং সবাইকে নিয়ে নামাজ আদায় করেন। হিজরতের সময়ও কাফিরদের সামনে প্রকাশ্যে ঘোষণা দিয়ে মক্কা ত্যাগ করেন। এমন আপসহীন চরিত্রের অধিকারী হওয়ার কারণেই রাসুল (সা.) তাঁকে বলেন, ‘হে ইবনুল খাত্তাব, আমার প্রাণ যে সত্তার হাতে, তাঁর কসম করে বলছি, শয়তান যখন তোমাকে এক রাস্তায় দেখে, তখন সে অন্য রাস্তা দিয়ে চলে যায়।’ (বুখারি) অন্য হাদিসে এরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ তাআলা সত্যকে ওমরের মুখে ও অন্তরে সুপ্রতিষ্ঠিত করেছেন। (তিরমিজি, হাদিস: ১৭৩৬)।
দায়িত্ব সচেতনতা
খেলাফতের দায়িত্ব পালনকালে ওমর (রা.)-কে একবার আলী (রা.) কোথাও দ্রুত ছুটে যেতে দেখেন। আলী (রা.) তাঁকে এ বিষয়ে জিজ্ঞেস করলে ওমর জানালেন, জাকাতের একটি উট হারিয়ে গেছে। সেটি খোঁজার জন্যই তিনি ছুটছেন। এতেই বোঝা যায়, ওমর (রা.) দায়িত্ব পালনে কত সচেতন ছিলেন। তিনি বলতেন, ‘ফোরাত নদীর তীরে যদি একটি ছাগলও হারিয়ে যায়, ওমরকে শেষবিচারের দিন এর জন্য দায়ী থাকতে হবে।’ ওমর (রা.) এতই দায়িত্বসচেতন ছিলেন যে সারা দিনের দায়িত্ব পালন শেষেও সন্ধ্যায় মদিনা ও আশপাশের এলাকায় মানুষের অবস্থা তদারকির জন্য ছদ্মবেশে বের হতেন। তা ছাড়া মুসলিম-অমুসলিম যেকোনো নাগরিক তাঁর কাছে এসে যেকোনো অভিযোগ সরাসরি জানাতে পারার মতো অবাধ সুযোগ তিনি রেখেছিলেন।
জ্ঞান ও প্রজ্ঞা
রাসুল (সা.) বলেছেন, ‘একবার ঘুমে আমি স্বপ্ন দেখি, আমি দুধ পান করছি। পান করে আমি এতই পূর্ণ হয়ে গেলাম যে আমার নখ বেয়ে দুধ গড়িয়ে পড়ছিল। তাই আমি দুধ পান করার জন্য ওমরের কাছে (পাত্র) বাড়িয়ে দিলাম।’ উপস্থিত সাহাবিরা এই স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করলে আল্লাহর রাসুল উত্তরে বলেন, ‘(দুধের এই উপমা) জ্ঞান।’ (বুখারি) তাঁর জ্ঞান ও প্রজ্ঞা এতই উন্নত ছিল যে অনেক সময় তাঁর মতামতের সঙ্গে সাদৃশ্যপূর্ণ কথাই আল্লাহ পবিত্র কোরআনের আয়াত হিসেবে নাজিল করেন। তাঁর জ্ঞানের গভীরতা সম্পর্কে রাসুল (সা.) বলেন, ‘পরবর্তী উম্মতের মধ্যে বহু মুহাদ্দিস তথা জ্ঞানী অতিবাহিত হয়েছেন। আমার উম্মতের মধ্যে যদি কেউ মুহাদ্দিস থাকেন, তিনি ওমর।’ (বুখারি, হাদিস: ৩৪৬৯)
দূরদর্শিতা
ওমর (রা.) যেকোনো মানুষের সঙ্গে সময় কাটানোর পর তার মেধা ও যোগ্যতা সম্পর্কে ধারণা করতে পারতেন। এর মাধ্যমে তিনি কোনো ব্যক্তির প্রতিভা ও দুর্বলতা বুঝতে পারতেন। মানুষ চেনার এই যোগ্যতার মাধ্যমেই তিনি সঠিক ব্যক্তিকে সঠিক দায়িত্বে নিয়োগ দিতে পারতেন।
এসব গুণ ও যোগ্যতার মাধ্যমেই ওমর (রা.) পৃথিবীর বুকে একটি শক্তিশালী ইসলামি রাষ্ট্রের ভিত্তি গড়ে যেতে সক্ষম হন।

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার ঐতিহাসিক খন্দক যুদ্ধক্ষেত্রে একটি বৃহৎ উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে। এই প্রকল্পের আওতায় যুদ্ধের স্মৃতিবিজড়িত ছয়টি গুরুত্বপূর্ণ মসজিদ আধুনিকায়নের পাশাপাশি ওই ঐতিহাসিক যুদ্ধের রণকৌশল প্রদর্শনের জন্য একটি আধুনিক ‘সিমুলেশন সাইট’ বা কৃত্রিম যুদ্ধক্ষেত্র তৈরি করা হচ্ছে।
১৩ ঘণ্টা আগে
শীতকাল এলেই অনেকের একটি সাধারণ প্রশ্ন উঁকি দেয়—অজু করার জন্য গরম পানি ব্যবহার করলে কি পূর্ণ সওয়াব পাওয়া যাবে? অনেকের ধারণা, ঠান্ডা পানি দিয়ে কষ্ট করে অজু করলে সওয়াব বেশি আর আরামদায়ক গরম পানি ব্যবহার করলে সওয়াব কম।
১ দিন আগে
নামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটি যেমন আমাদের দৈহিক পবিত্রতা নিশ্চিত করে, তেমনই আত্মাকে পরিশুদ্ধ করে। আজকের এই নামাজের সময়সূচি আমাদের মনে করিয়ে দেয়—জীবনের ব্যস্ততা যতই থাকুক না কেন, আল্লাহর জন্য সময় বের করা আমাদের প্রধান দায়িত্ব।
১ দিন আগে
প্রভাতের সোনালি সূর্যকিরণ যেভাবে সারা দুনিয়াকে আলোকিত করে, আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ব ও সম্প্রীতিও সেভাবে ছড়িয়ে পড়ুক বিশ্বময়। ইসলামের দেখানো পথে যদি আমরা একে অপরের হাসি-কান্না ভাগ করে নিতে পারি, তবেই পৃথিবীতে প্রকৃত শান্তি ফিরে আসা সম্ভব। কারণ, মানুষকে ভালোবাসলেই আল্লাহর ভালোবাসা পাওয়া যায়...
২ দিন আগে