মুফতি আবু আবদুল্লাহ আহমদ

আবু আলি আল-হুসাইন ইবনে আবদুল্লাহ ইবনে সিনা (৯৮০–১০৩৭ খ্রিষ্টাব্দ) (পশ্চিমে ‘অ্যাভিসেনা’ নামে পরিচিত) ছিলেন ইসলামের সোনালি যুগের অন্যতম প্রতিভাধর ব্যক্তি। চিকিৎসা, দর্শন, গণিত, জ্যোতির্বিজ্ঞান, রসায়ন ও ইসলামি চিন্তায় ব্যাপক অবদান রেখেছেন তিনি। তাঁকে ‘চিকিৎসাবিজ্ঞানের জনক’ এবং ‘দার্শনিকদের রাজা’ বলা হয়। ইবনে সিনার লেখা গ্রন্থগুলো যুগ যুগ ধরে বিজ্ঞান ও জ্ঞানচর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
জন্ম ও বেড়ে ওঠা
ইবনে সিনার জন্ম ৯৮০ খ্রিষ্টাব্দে বুখারা (বর্তমান উজবেকিস্তান) শহরের কাছে, আফশানায়। অল্প বয়স থেকেই অসাধারণ প্রতিভার পরিচয় দেন তিনি। মাত্র ১০ বছর বয়সে পুরো কোরআন শরিফ মুখস্থ করেন এবং ১৬ বছর বয়সে চিকিৎসাবিজ্ঞানে তাঁর প্রতিভা প্রতিষ্ঠিত হয়। তাঁর বাবার উৎসাহ এবং স্থানীয় শিক্ষকদের সহযোগিতায় তিনি দার্শনিক ও বৈজ্ঞানিক জ্ঞানের প্রতি আকৃষ্ট হন।
চিকিৎসাবিজ্ঞানে ইবনে সিনা
ইবনে সিনা চিকিৎসাবিজ্ঞানে অসাধারণ অবদানের জন্য বিশেষভাবে পরিচিত। তাঁর সবচেয়ে বিখ্যাত গ্রন্থ ‘আল-কানুন ফি আল-তিব’ (দ্য ক্যানন অব মেডিসিন) চিকিৎসাবিজ্ঞানের একটি ভিত্তি হিসেবে গণ্য হয়। চিকিৎসায় তাঁর উল্লেখযোগ্য অবদানের মধ্যে রয়েছে—
আল-কানুন ফি আল-তিব্ব: এই গ্রন্থটি একটি মেডিকেল এনসাইক্লোপিডিয়া, যেখানে রোগের বিবরণ, লক্ষণ ও চিকিৎসা পদ্ধতির আলোচনা রয়েছে। এটি পরবর্তী ৬ শতাব্দী ধরে ইউরোপ ও আরব বিশ্বে চিকিৎসাশাস্ত্রের প্রধান পাঠ্যপুস্তক হিসেবে ব্যবহৃত হয়। এতে রক্ত সঞ্চালন, সংক্রমণ, এবং শরীরের বিভিন্ন অংশের কাজ নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে। রোগ নির্ণয়ের জন্য পরীক্ষার গুরুত্ব এবং অষুধ ব্যবহারের পদ্ধতিগত দিক সম্পর্কেও ব্যাখ্যা রয়েছে তাতে।
চিকিৎসায় নৈতিকতার গুরুত্ব: ইবনে সিনা বিশ্বাস করতেন, একজন চিকিৎসকের নৈতিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি রোগীদের সঙ্গে মানবিক আচরণ, সহানুভূতি, এবং সতর্কতার ওপর জোর দিয়েছেন।
মানসিক স্বাস্থ্যে অবদান: ইবনে সিনা মানসিক স্বাস্থ্যের গুরুত্ব বুঝতেন এবং দেখিয়েছিলেন যে মানসিক অবস্থার সঙ্গে শারীরিক স্বাস্থ্যের গভীর সম্পর্ক রয়েছে। তাঁর মানসিক রোগ গবেষণা আধুনিক সাইকিয়াট্রির ভিত্তি স্থাপন করে।
দর্শনে অবদান
ইবনে সিনার দর্শনের প্রধান ভিত্তি ছিল যুক্তি, প্রমাণ এবং ইসলামি চিন্তাধারা। তাঁর দার্শনিক রচনাগুলোর মধ্যে ‘আল-শিফা’ (দ্য বুক অব হিলিং) এবং ‘আল-ইশারাত ওয়াল-তানবিহাত’ (দ্য বুক অব ইন্ডিকেশনস অ্যান্ড অ্যাডমোনিশনস) বিশেষভাবে উল্লেখযোগ্য। দর্শনে তাঁর উল্লেখযোগ্য অবদান হলো—
আল-শিফা: এ গ্রন্থটি দর্শন এবং বিজ্ঞান নিয়ে একটি বিস্তৃত কাজ। এতে যুক্তিবিদ্যা, পদার্থবিদ্যা, গণিত ও মেটাফিজিক্স নিয়ে আলোচনা করা হয়েছে। এটি দার্শনিক এবং বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য রচনা।
যুক্তি ও প্রমাণের ওপর গুরুত্ব: ইবনে সিনার দর্শনে ইসলামি বিশ্বাস এবং গ্রীক দর্শনের একটি সুষম মিশ্রণ দেখা যায়। তিনি আল্লাহর অস্তিত্ব প্রমাণে যুক্তির ব্যবহার করেছিলেন এবং দেখিয়েছিলেন যে বিজ্ঞান এবং ধর্ম পরস্পরবিরোধী নয় বরং পরিপূরক।
ইসলামি জ্ঞানে অবদান
ইবনে সিনা কোরআন ও হাদিস অধ্যয়নের মাধ্যমে ইসলামি জ্ঞানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ইসলামি বিশ্বাসকে তিনি যুক্তির আলোকে ব্যাখ্যা করতে পছন্দ করতেন। তাঁর লেখা ‘আল-ইশারাত’ গ্রন্থে কোরআনের আধ্যাত্মিক দিক এবং আল্লাহর একত্বের দর্শন নিয়ে আলোচনা করা হয়েছে। তিনি তাওহিদ এবং আল্লাহর গুণাবলি নিয়ে ব্যাখ্যা দেন এবং দেখান যে কোরআন শুধু আধ্যাত্মিক নির্দেশিকা নয়, বরং মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে জ্ঞানের উৎস।
উত্তরাধিকার
ইবনে সিনা ১০৩৭ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন, তবে তাঁর কাজ মানবজাতির জ্ঞানভাণ্ডারে এক অবিনশ্বর অবদান। তাঁর রচনাগুলো লাতিন ভাষায় অনূদিত হয়ে ইউরোপে বিজ্ঞানের পুনর্জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শুধু চিকিৎসাবিদ বা দার্শনিক ছিলেন না; তিনি ছিলেন মানবতার এক সত্যিকারের সেবক।
তথ্যসূত্র
১. ইবনে আবি উসাইবিয়া, উয়ুন আল-আনবা ফি তাবাকাত আল-আত্তিবা।
২. ইবনে সিনা, আল-কানুন ফি আল-তিব্ব।
৩. ইবনে সিনা, আল-শিফা।
৪. ইবনে খালদুন, মুকাদ্দিমা।
৫. Nasr, Seyyed Hossein. Science and Civilization in Islam

আবু আলি আল-হুসাইন ইবনে আবদুল্লাহ ইবনে সিনা (৯৮০–১০৩৭ খ্রিষ্টাব্দ) (পশ্চিমে ‘অ্যাভিসেনা’ নামে পরিচিত) ছিলেন ইসলামের সোনালি যুগের অন্যতম প্রতিভাধর ব্যক্তি। চিকিৎসা, দর্শন, গণিত, জ্যোতির্বিজ্ঞান, রসায়ন ও ইসলামি চিন্তায় ব্যাপক অবদান রেখেছেন তিনি। তাঁকে ‘চিকিৎসাবিজ্ঞানের জনক’ এবং ‘দার্শনিকদের রাজা’ বলা হয়। ইবনে সিনার লেখা গ্রন্থগুলো যুগ যুগ ধরে বিজ্ঞান ও জ্ঞানচর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
জন্ম ও বেড়ে ওঠা
ইবনে সিনার জন্ম ৯৮০ খ্রিষ্টাব্দে বুখারা (বর্তমান উজবেকিস্তান) শহরের কাছে, আফশানায়। অল্প বয়স থেকেই অসাধারণ প্রতিভার পরিচয় দেন তিনি। মাত্র ১০ বছর বয়সে পুরো কোরআন শরিফ মুখস্থ করেন এবং ১৬ বছর বয়সে চিকিৎসাবিজ্ঞানে তাঁর প্রতিভা প্রতিষ্ঠিত হয়। তাঁর বাবার উৎসাহ এবং স্থানীয় শিক্ষকদের সহযোগিতায় তিনি দার্শনিক ও বৈজ্ঞানিক জ্ঞানের প্রতি আকৃষ্ট হন।
চিকিৎসাবিজ্ঞানে ইবনে সিনা
ইবনে সিনা চিকিৎসাবিজ্ঞানে অসাধারণ অবদানের জন্য বিশেষভাবে পরিচিত। তাঁর সবচেয়ে বিখ্যাত গ্রন্থ ‘আল-কানুন ফি আল-তিব’ (দ্য ক্যানন অব মেডিসিন) চিকিৎসাবিজ্ঞানের একটি ভিত্তি হিসেবে গণ্য হয়। চিকিৎসায় তাঁর উল্লেখযোগ্য অবদানের মধ্যে রয়েছে—
আল-কানুন ফি আল-তিব্ব: এই গ্রন্থটি একটি মেডিকেল এনসাইক্লোপিডিয়া, যেখানে রোগের বিবরণ, লক্ষণ ও চিকিৎসা পদ্ধতির আলোচনা রয়েছে। এটি পরবর্তী ৬ শতাব্দী ধরে ইউরোপ ও আরব বিশ্বে চিকিৎসাশাস্ত্রের প্রধান পাঠ্যপুস্তক হিসেবে ব্যবহৃত হয়। এতে রক্ত সঞ্চালন, সংক্রমণ, এবং শরীরের বিভিন্ন অংশের কাজ নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে। রোগ নির্ণয়ের জন্য পরীক্ষার গুরুত্ব এবং অষুধ ব্যবহারের পদ্ধতিগত দিক সম্পর্কেও ব্যাখ্যা রয়েছে তাতে।
চিকিৎসায় নৈতিকতার গুরুত্ব: ইবনে সিনা বিশ্বাস করতেন, একজন চিকিৎসকের নৈতিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি রোগীদের সঙ্গে মানবিক আচরণ, সহানুভূতি, এবং সতর্কতার ওপর জোর দিয়েছেন।
মানসিক স্বাস্থ্যে অবদান: ইবনে সিনা মানসিক স্বাস্থ্যের গুরুত্ব বুঝতেন এবং দেখিয়েছিলেন যে মানসিক অবস্থার সঙ্গে শারীরিক স্বাস্থ্যের গভীর সম্পর্ক রয়েছে। তাঁর মানসিক রোগ গবেষণা আধুনিক সাইকিয়াট্রির ভিত্তি স্থাপন করে।
দর্শনে অবদান
ইবনে সিনার দর্শনের প্রধান ভিত্তি ছিল যুক্তি, প্রমাণ এবং ইসলামি চিন্তাধারা। তাঁর দার্শনিক রচনাগুলোর মধ্যে ‘আল-শিফা’ (দ্য বুক অব হিলিং) এবং ‘আল-ইশারাত ওয়াল-তানবিহাত’ (দ্য বুক অব ইন্ডিকেশনস অ্যান্ড অ্যাডমোনিশনস) বিশেষভাবে উল্লেখযোগ্য। দর্শনে তাঁর উল্লেখযোগ্য অবদান হলো—
আল-শিফা: এ গ্রন্থটি দর্শন এবং বিজ্ঞান নিয়ে একটি বিস্তৃত কাজ। এতে যুক্তিবিদ্যা, পদার্থবিদ্যা, গণিত ও মেটাফিজিক্স নিয়ে আলোচনা করা হয়েছে। এটি দার্শনিক এবং বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য রচনা।
যুক্তি ও প্রমাণের ওপর গুরুত্ব: ইবনে সিনার দর্শনে ইসলামি বিশ্বাস এবং গ্রীক দর্শনের একটি সুষম মিশ্রণ দেখা যায়। তিনি আল্লাহর অস্তিত্ব প্রমাণে যুক্তির ব্যবহার করেছিলেন এবং দেখিয়েছিলেন যে বিজ্ঞান এবং ধর্ম পরস্পরবিরোধী নয় বরং পরিপূরক।
ইসলামি জ্ঞানে অবদান
ইবনে সিনা কোরআন ও হাদিস অধ্যয়নের মাধ্যমে ইসলামি জ্ঞানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ইসলামি বিশ্বাসকে তিনি যুক্তির আলোকে ব্যাখ্যা করতে পছন্দ করতেন। তাঁর লেখা ‘আল-ইশারাত’ গ্রন্থে কোরআনের আধ্যাত্মিক দিক এবং আল্লাহর একত্বের দর্শন নিয়ে আলোচনা করা হয়েছে। তিনি তাওহিদ এবং আল্লাহর গুণাবলি নিয়ে ব্যাখ্যা দেন এবং দেখান যে কোরআন শুধু আধ্যাত্মিক নির্দেশিকা নয়, বরং মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে জ্ঞানের উৎস।
উত্তরাধিকার
ইবনে সিনা ১০৩৭ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন, তবে তাঁর কাজ মানবজাতির জ্ঞানভাণ্ডারে এক অবিনশ্বর অবদান। তাঁর রচনাগুলো লাতিন ভাষায় অনূদিত হয়ে ইউরোপে বিজ্ঞানের পুনর্জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শুধু চিকিৎসাবিদ বা দার্শনিক ছিলেন না; তিনি ছিলেন মানবতার এক সত্যিকারের সেবক।
তথ্যসূত্র
১. ইবনে আবি উসাইবিয়া, উয়ুন আল-আনবা ফি তাবাকাত আল-আত্তিবা।
২. ইবনে সিনা, আল-কানুন ফি আল-তিব্ব।
৩. ইবনে সিনা, আল-শিফা।
৪. ইবনে খালদুন, মুকাদ্দিমা।
৫. Nasr, Seyyed Hossein. Science and Civilization in Islam
মুফতি আবু আবদুল্লাহ আহমদ

আবু আলি আল-হুসাইন ইবনে আবদুল্লাহ ইবনে সিনা (৯৮০–১০৩৭ খ্রিষ্টাব্দ) (পশ্চিমে ‘অ্যাভিসেনা’ নামে পরিচিত) ছিলেন ইসলামের সোনালি যুগের অন্যতম প্রতিভাধর ব্যক্তি। চিকিৎসা, দর্শন, গণিত, জ্যোতির্বিজ্ঞান, রসায়ন ও ইসলামি চিন্তায় ব্যাপক অবদান রেখেছেন তিনি। তাঁকে ‘চিকিৎসাবিজ্ঞানের জনক’ এবং ‘দার্শনিকদের রাজা’ বলা হয়। ইবনে সিনার লেখা গ্রন্থগুলো যুগ যুগ ধরে বিজ্ঞান ও জ্ঞানচর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
জন্ম ও বেড়ে ওঠা
ইবনে সিনার জন্ম ৯৮০ খ্রিষ্টাব্দে বুখারা (বর্তমান উজবেকিস্তান) শহরের কাছে, আফশানায়। অল্প বয়স থেকেই অসাধারণ প্রতিভার পরিচয় দেন তিনি। মাত্র ১০ বছর বয়সে পুরো কোরআন শরিফ মুখস্থ করেন এবং ১৬ বছর বয়সে চিকিৎসাবিজ্ঞানে তাঁর প্রতিভা প্রতিষ্ঠিত হয়। তাঁর বাবার উৎসাহ এবং স্থানীয় শিক্ষকদের সহযোগিতায় তিনি দার্শনিক ও বৈজ্ঞানিক জ্ঞানের প্রতি আকৃষ্ট হন।
চিকিৎসাবিজ্ঞানে ইবনে সিনা
ইবনে সিনা চিকিৎসাবিজ্ঞানে অসাধারণ অবদানের জন্য বিশেষভাবে পরিচিত। তাঁর সবচেয়ে বিখ্যাত গ্রন্থ ‘আল-কানুন ফি আল-তিব’ (দ্য ক্যানন অব মেডিসিন) চিকিৎসাবিজ্ঞানের একটি ভিত্তি হিসেবে গণ্য হয়। চিকিৎসায় তাঁর উল্লেখযোগ্য অবদানের মধ্যে রয়েছে—
আল-কানুন ফি আল-তিব্ব: এই গ্রন্থটি একটি মেডিকেল এনসাইক্লোপিডিয়া, যেখানে রোগের বিবরণ, লক্ষণ ও চিকিৎসা পদ্ধতির আলোচনা রয়েছে। এটি পরবর্তী ৬ শতাব্দী ধরে ইউরোপ ও আরব বিশ্বে চিকিৎসাশাস্ত্রের প্রধান পাঠ্যপুস্তক হিসেবে ব্যবহৃত হয়। এতে রক্ত সঞ্চালন, সংক্রমণ, এবং শরীরের বিভিন্ন অংশের কাজ নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে। রোগ নির্ণয়ের জন্য পরীক্ষার গুরুত্ব এবং অষুধ ব্যবহারের পদ্ধতিগত দিক সম্পর্কেও ব্যাখ্যা রয়েছে তাতে।
চিকিৎসায় নৈতিকতার গুরুত্ব: ইবনে সিনা বিশ্বাস করতেন, একজন চিকিৎসকের নৈতিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি রোগীদের সঙ্গে মানবিক আচরণ, সহানুভূতি, এবং সতর্কতার ওপর জোর দিয়েছেন।
মানসিক স্বাস্থ্যে অবদান: ইবনে সিনা মানসিক স্বাস্থ্যের গুরুত্ব বুঝতেন এবং দেখিয়েছিলেন যে মানসিক অবস্থার সঙ্গে শারীরিক স্বাস্থ্যের গভীর সম্পর্ক রয়েছে। তাঁর মানসিক রোগ গবেষণা আধুনিক সাইকিয়াট্রির ভিত্তি স্থাপন করে।
দর্শনে অবদান
ইবনে সিনার দর্শনের প্রধান ভিত্তি ছিল যুক্তি, প্রমাণ এবং ইসলামি চিন্তাধারা। তাঁর দার্শনিক রচনাগুলোর মধ্যে ‘আল-শিফা’ (দ্য বুক অব হিলিং) এবং ‘আল-ইশারাত ওয়াল-তানবিহাত’ (দ্য বুক অব ইন্ডিকেশনস অ্যান্ড অ্যাডমোনিশনস) বিশেষভাবে উল্লেখযোগ্য। দর্শনে তাঁর উল্লেখযোগ্য অবদান হলো—
আল-শিফা: এ গ্রন্থটি দর্শন এবং বিজ্ঞান নিয়ে একটি বিস্তৃত কাজ। এতে যুক্তিবিদ্যা, পদার্থবিদ্যা, গণিত ও মেটাফিজিক্স নিয়ে আলোচনা করা হয়েছে। এটি দার্শনিক এবং বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য রচনা।
যুক্তি ও প্রমাণের ওপর গুরুত্ব: ইবনে সিনার দর্শনে ইসলামি বিশ্বাস এবং গ্রীক দর্শনের একটি সুষম মিশ্রণ দেখা যায়। তিনি আল্লাহর অস্তিত্ব প্রমাণে যুক্তির ব্যবহার করেছিলেন এবং দেখিয়েছিলেন যে বিজ্ঞান এবং ধর্ম পরস্পরবিরোধী নয় বরং পরিপূরক।
ইসলামি জ্ঞানে অবদান
ইবনে সিনা কোরআন ও হাদিস অধ্যয়নের মাধ্যমে ইসলামি জ্ঞানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ইসলামি বিশ্বাসকে তিনি যুক্তির আলোকে ব্যাখ্যা করতে পছন্দ করতেন। তাঁর লেখা ‘আল-ইশারাত’ গ্রন্থে কোরআনের আধ্যাত্মিক দিক এবং আল্লাহর একত্বের দর্শন নিয়ে আলোচনা করা হয়েছে। তিনি তাওহিদ এবং আল্লাহর গুণাবলি নিয়ে ব্যাখ্যা দেন এবং দেখান যে কোরআন শুধু আধ্যাত্মিক নির্দেশিকা নয়, বরং মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে জ্ঞানের উৎস।
উত্তরাধিকার
ইবনে সিনা ১০৩৭ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন, তবে তাঁর কাজ মানবজাতির জ্ঞানভাণ্ডারে এক অবিনশ্বর অবদান। তাঁর রচনাগুলো লাতিন ভাষায় অনূদিত হয়ে ইউরোপে বিজ্ঞানের পুনর্জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শুধু চিকিৎসাবিদ বা দার্শনিক ছিলেন না; তিনি ছিলেন মানবতার এক সত্যিকারের সেবক।
তথ্যসূত্র
১. ইবনে আবি উসাইবিয়া, উয়ুন আল-আনবা ফি তাবাকাত আল-আত্তিবা।
২. ইবনে সিনা, আল-কানুন ফি আল-তিব্ব।
৩. ইবনে সিনা, আল-শিফা।
৪. ইবনে খালদুন, মুকাদ্দিমা।
৫. Nasr, Seyyed Hossein. Science and Civilization in Islam

আবু আলি আল-হুসাইন ইবনে আবদুল্লাহ ইবনে সিনা (৯৮০–১০৩৭ খ্রিষ্টাব্দ) (পশ্চিমে ‘অ্যাভিসেনা’ নামে পরিচিত) ছিলেন ইসলামের সোনালি যুগের অন্যতম প্রতিভাধর ব্যক্তি। চিকিৎসা, দর্শন, গণিত, জ্যোতির্বিজ্ঞান, রসায়ন ও ইসলামি চিন্তায় ব্যাপক অবদান রেখেছেন তিনি। তাঁকে ‘চিকিৎসাবিজ্ঞানের জনক’ এবং ‘দার্শনিকদের রাজা’ বলা হয়। ইবনে সিনার লেখা গ্রন্থগুলো যুগ যুগ ধরে বিজ্ঞান ও জ্ঞানচর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
জন্ম ও বেড়ে ওঠা
ইবনে সিনার জন্ম ৯৮০ খ্রিষ্টাব্দে বুখারা (বর্তমান উজবেকিস্তান) শহরের কাছে, আফশানায়। অল্প বয়স থেকেই অসাধারণ প্রতিভার পরিচয় দেন তিনি। মাত্র ১০ বছর বয়সে পুরো কোরআন শরিফ মুখস্থ করেন এবং ১৬ বছর বয়সে চিকিৎসাবিজ্ঞানে তাঁর প্রতিভা প্রতিষ্ঠিত হয়। তাঁর বাবার উৎসাহ এবং স্থানীয় শিক্ষকদের সহযোগিতায় তিনি দার্শনিক ও বৈজ্ঞানিক জ্ঞানের প্রতি আকৃষ্ট হন।
চিকিৎসাবিজ্ঞানে ইবনে সিনা
ইবনে সিনা চিকিৎসাবিজ্ঞানে অসাধারণ অবদানের জন্য বিশেষভাবে পরিচিত। তাঁর সবচেয়ে বিখ্যাত গ্রন্থ ‘আল-কানুন ফি আল-তিব’ (দ্য ক্যানন অব মেডিসিন) চিকিৎসাবিজ্ঞানের একটি ভিত্তি হিসেবে গণ্য হয়। চিকিৎসায় তাঁর উল্লেখযোগ্য অবদানের মধ্যে রয়েছে—
আল-কানুন ফি আল-তিব্ব: এই গ্রন্থটি একটি মেডিকেল এনসাইক্লোপিডিয়া, যেখানে রোগের বিবরণ, লক্ষণ ও চিকিৎসা পদ্ধতির আলোচনা রয়েছে। এটি পরবর্তী ৬ শতাব্দী ধরে ইউরোপ ও আরব বিশ্বে চিকিৎসাশাস্ত্রের প্রধান পাঠ্যপুস্তক হিসেবে ব্যবহৃত হয়। এতে রক্ত সঞ্চালন, সংক্রমণ, এবং শরীরের বিভিন্ন অংশের কাজ নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে। রোগ নির্ণয়ের জন্য পরীক্ষার গুরুত্ব এবং অষুধ ব্যবহারের পদ্ধতিগত দিক সম্পর্কেও ব্যাখ্যা রয়েছে তাতে।
চিকিৎসায় নৈতিকতার গুরুত্ব: ইবনে সিনা বিশ্বাস করতেন, একজন চিকিৎসকের নৈতিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি রোগীদের সঙ্গে মানবিক আচরণ, সহানুভূতি, এবং সতর্কতার ওপর জোর দিয়েছেন।
মানসিক স্বাস্থ্যে অবদান: ইবনে সিনা মানসিক স্বাস্থ্যের গুরুত্ব বুঝতেন এবং দেখিয়েছিলেন যে মানসিক অবস্থার সঙ্গে শারীরিক স্বাস্থ্যের গভীর সম্পর্ক রয়েছে। তাঁর মানসিক রোগ গবেষণা আধুনিক সাইকিয়াট্রির ভিত্তি স্থাপন করে।
দর্শনে অবদান
ইবনে সিনার দর্শনের প্রধান ভিত্তি ছিল যুক্তি, প্রমাণ এবং ইসলামি চিন্তাধারা। তাঁর দার্শনিক রচনাগুলোর মধ্যে ‘আল-শিফা’ (দ্য বুক অব হিলিং) এবং ‘আল-ইশারাত ওয়াল-তানবিহাত’ (দ্য বুক অব ইন্ডিকেশনস অ্যান্ড অ্যাডমোনিশনস) বিশেষভাবে উল্লেখযোগ্য। দর্শনে তাঁর উল্লেখযোগ্য অবদান হলো—
আল-শিফা: এ গ্রন্থটি দর্শন এবং বিজ্ঞান নিয়ে একটি বিস্তৃত কাজ। এতে যুক্তিবিদ্যা, পদার্থবিদ্যা, গণিত ও মেটাফিজিক্স নিয়ে আলোচনা করা হয়েছে। এটি দার্শনিক এবং বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য রচনা।
যুক্তি ও প্রমাণের ওপর গুরুত্ব: ইবনে সিনার দর্শনে ইসলামি বিশ্বাস এবং গ্রীক দর্শনের একটি সুষম মিশ্রণ দেখা যায়। তিনি আল্লাহর অস্তিত্ব প্রমাণে যুক্তির ব্যবহার করেছিলেন এবং দেখিয়েছিলেন যে বিজ্ঞান এবং ধর্ম পরস্পরবিরোধী নয় বরং পরিপূরক।
ইসলামি জ্ঞানে অবদান
ইবনে সিনা কোরআন ও হাদিস অধ্যয়নের মাধ্যমে ইসলামি জ্ঞানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ইসলামি বিশ্বাসকে তিনি যুক্তির আলোকে ব্যাখ্যা করতে পছন্দ করতেন। তাঁর লেখা ‘আল-ইশারাত’ গ্রন্থে কোরআনের আধ্যাত্মিক দিক এবং আল্লাহর একত্বের দর্শন নিয়ে আলোচনা করা হয়েছে। তিনি তাওহিদ এবং আল্লাহর গুণাবলি নিয়ে ব্যাখ্যা দেন এবং দেখান যে কোরআন শুধু আধ্যাত্মিক নির্দেশিকা নয়, বরং মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে জ্ঞানের উৎস।
উত্তরাধিকার
ইবনে সিনা ১০৩৭ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন, তবে তাঁর কাজ মানবজাতির জ্ঞানভাণ্ডারে এক অবিনশ্বর অবদান। তাঁর রচনাগুলো লাতিন ভাষায় অনূদিত হয়ে ইউরোপে বিজ্ঞানের পুনর্জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শুধু চিকিৎসাবিদ বা দার্শনিক ছিলেন না; তিনি ছিলেন মানবতার এক সত্যিকারের সেবক।
তথ্যসূত্র
১. ইবনে আবি উসাইবিয়া, উয়ুন আল-আনবা ফি তাবাকাত আল-আত্তিবা।
২. ইবনে সিনা, আল-কানুন ফি আল-তিব্ব।
৩. ইবনে সিনা, আল-শিফা।
৪. ইবনে খালদুন, মুকাদ্দিমা।
৫. Nasr, Seyyed Hossein. Science and Civilization in Islam

নামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটি যেমন আমাদের দৈহিক পবিত্রতা নিশ্চিত করে, তেমনই আত্মাকে পরিশুদ্ধ করে। আজকের এই নামাজের সময়সূচি আমাদের মনে করিয়ে দেয়—জীবনের ব্যস্ততা যতই থাকুক না কেন, আল্লাহর জন্য সময় বের করা আমাদের প্রধান দায়িত্ব।
৭ ঘণ্টা আগে
মৃত্যুর সঙ্গে সঙ্গে মানুষের আমলের দুয়ার বন্ধ হয়ে যায়। এই অবস্থায় বিলাপ কিংবা উচ্চ স্বরে কান্নাকাটি মৃত ব্যক্তির কোনো উপকারে আসে না; বরং তাঁর জন্য মাগফিরাতের দোয়া এবং তাঁর ভালো গুণগুলো স্মরণ করাই প্রকৃত কল্যাণকর।
১৩ ঘণ্টা আগে
পৃথিবীর এই ক্ষণস্থায়ী জীবনে প্রতিটি মানুষের জন্য একটি বিষয় নিশ্চিত ও অলঙ্ঘনীয়—তা হলো মৃত্যু। মানবজীবনের এই অনিবার্য পরিণতি সম্পর্কে পবিত্র কোরআন ও হাদিসে রয়েছে সুস্পষ্ট দিকনির্দেশনা। এই চিরন্তন বাস্তবতাকে মেনে নেওয়ার শিক্ষাই পবিত্র কোরআন আমাদের দিয়েছে।
১৭ ঘণ্টা আগে
আজ জমাদিউস সানি মাসের চতুর্থ জুমা। এদিনটি একজন মুমিনের জীবনে আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির এক বিশেষ সুযোগ। এ বরকতময় দিনে নিজের ইমান, আমল ও চরিত্রকে নতুন করে পর্যালোচনা করা প্রয়োজন। আজকের জুমার বিশেষ আমলি দিকনির্দেশনাগুলো নিচে সংক্ষেপে তুলে ধরা হলো:
২০ ঘণ্টা আগেইসলাম ডেস্ক

জীবনকে সুশৃঙ্খল করতে এবং আল্লাহর সান্নিধ্য পেতে নামাজের কোনো বিকল্প নেই। একজন মুমিনের জন্য নামাজ হলো আল্লাহর সঙ্গে সরাসরি কথোপকথনের মাধ্যম। এটি এমন এক ইবাদত—যা আমাদের মনে আধ্যাত্মিক প্রশান্তি আনে, জীবনের প্রতিটি কাজে আনে বরকত।
প্রতিদিন সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের ওপর আবশ্যক। তাই জেনে নেওয়া যাক আজ কোন ওয়াক্তের নামাজ কখন আদায় করতে হবে।
আজ শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ ইংরেজি, ০৫ পৌষ ১৪৩২ বাংলা, ২৮ জমাদিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার আশপাশের এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো—
| নামাজ | ওয়াক্ত শুরু | ওয়াক্ত শেষ |
|---|---|---|
| তাহাজ্জুদ ও সেহরির শেষ সময় | ০০: ০০ | ০৫: ১৪ মিনিট |
| ফজর | ০৫: ১৫ মিনিট | ০৬: ৩৫ মিনিট |
| জোহর | ১১: ৫৭ মিনিট | ০৩: ৩৯ মিনিট |
| আসর | ০৩: ৪০ মিনিট | ০৫: ১৫ মিনিট |
| মাগরিব | ০৫: ১৭ মিনিট | ০৬: ৩৬ মিনিট |
| এশা | ০৬: ৩৭ মিনিট | ০৫: ১৪ মিনিট |
উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় যোগ-বিয়োগ করতে হবে, সেগুলো হলো:
বিয়োগ করতে হবে—
চট্টগ্রাম: ০৫ মিনিট
সিলেট: ০৬ মিনিট
যোগ করতে হবে—
খুলনা: ০৩ মিনিট
রাজশাহী: ০৭ মিনিট
রংপুর: ০৮ মিনিট
বরিশাল: ০১ মিনিট
নামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটি যেমন আমাদের দৈহিক পবিত্রতা নিশ্চিত করে, তেমনই আত্মাকে পরিশুদ্ধ করে। আজকের এই নামাজের সময়সূচি আমাদের মনে করিয়ে দেয়—জীবনের ব্যস্ততা যতই থাকুক না কেন, আল্লাহর জন্য সময় বের করা আমাদের প্রধান দায়িত্ব।
আসুন, নামাজের মাধ্যমে আমরা নিজেদেরকে তাঁর আরও কাছে নিয়ে যাই। জীবনে নিয়ে আসি ইমানের নুর।

জীবনকে সুশৃঙ্খল করতে এবং আল্লাহর সান্নিধ্য পেতে নামাজের কোনো বিকল্প নেই। একজন মুমিনের জন্য নামাজ হলো আল্লাহর সঙ্গে সরাসরি কথোপকথনের মাধ্যম। এটি এমন এক ইবাদত—যা আমাদের মনে আধ্যাত্মিক প্রশান্তি আনে, জীবনের প্রতিটি কাজে আনে বরকত।
প্রতিদিন সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের ওপর আবশ্যক। তাই জেনে নেওয়া যাক আজ কোন ওয়াক্তের নামাজ কখন আদায় করতে হবে।
আজ শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ ইংরেজি, ০৫ পৌষ ১৪৩২ বাংলা, ২৮ জমাদিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার আশপাশের এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো—
| নামাজ | ওয়াক্ত শুরু | ওয়াক্ত শেষ |
|---|---|---|
| তাহাজ্জুদ ও সেহরির শেষ সময় | ০০: ০০ | ০৫: ১৪ মিনিট |
| ফজর | ০৫: ১৫ মিনিট | ০৬: ৩৫ মিনিট |
| জোহর | ১১: ৫৭ মিনিট | ০৩: ৩৯ মিনিট |
| আসর | ০৩: ৪০ মিনিট | ০৫: ১৫ মিনিট |
| মাগরিব | ০৫: ১৭ মিনিট | ০৬: ৩৬ মিনিট |
| এশা | ০৬: ৩৭ মিনিট | ০৫: ১৪ মিনিট |
উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় যোগ-বিয়োগ করতে হবে, সেগুলো হলো:
বিয়োগ করতে হবে—
চট্টগ্রাম: ০৫ মিনিট
সিলেট: ০৬ মিনিট
যোগ করতে হবে—
খুলনা: ০৩ মিনিট
রাজশাহী: ০৭ মিনিট
রংপুর: ০৮ মিনিট
বরিশাল: ০১ মিনিট
নামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটি যেমন আমাদের দৈহিক পবিত্রতা নিশ্চিত করে, তেমনই আত্মাকে পরিশুদ্ধ করে। আজকের এই নামাজের সময়সূচি আমাদের মনে করিয়ে দেয়—জীবনের ব্যস্ততা যতই থাকুক না কেন, আল্লাহর জন্য সময় বের করা আমাদের প্রধান দায়িত্ব।
আসুন, নামাজের মাধ্যমে আমরা নিজেদেরকে তাঁর আরও কাছে নিয়ে যাই। জীবনে নিয়ে আসি ইমানের নুর।

আবু আলি আল-হুসাইন ইবনে আবদুল্লাহ ইবনে সিনা (৯৮০–১০৩৭ খ্রিষ্টাব্দ) (পশ্চিমে ‘অ্যাভিসেনা’ নামে পরিচিত) ছিলেন ইসলামের সোনালি যুগের অন্যতম প্রতিভাধর ব্যক্তি। চিকিৎসা, দর্শন, গণিত, জ্যোতির্বিজ্ঞান, রসায়ন ও ইসলামি চিন্তায় ব্যাপক অবদান রেখেছেন তিনি।
১৫ মার্চ ২০২৫
মৃত্যুর সঙ্গে সঙ্গে মানুষের আমলের দুয়ার বন্ধ হয়ে যায়। এই অবস্থায় বিলাপ কিংবা উচ্চ স্বরে কান্নাকাটি মৃত ব্যক্তির কোনো উপকারে আসে না; বরং তাঁর জন্য মাগফিরাতের দোয়া এবং তাঁর ভালো গুণগুলো স্মরণ করাই প্রকৃত কল্যাণকর।
১৩ ঘণ্টা আগে
পৃথিবীর এই ক্ষণস্থায়ী জীবনে প্রতিটি মানুষের জন্য একটি বিষয় নিশ্চিত ও অলঙ্ঘনীয়—তা হলো মৃত্যু। মানবজীবনের এই অনিবার্য পরিণতি সম্পর্কে পবিত্র কোরআন ও হাদিসে রয়েছে সুস্পষ্ট দিকনির্দেশনা। এই চিরন্তন বাস্তবতাকে মেনে নেওয়ার শিক্ষাই পবিত্র কোরআন আমাদের দিয়েছে।
১৭ ঘণ্টা আগে
আজ জমাদিউস সানি মাসের চতুর্থ জুমা। এদিনটি একজন মুমিনের জীবনে আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির এক বিশেষ সুযোগ। এ বরকতময় দিনে নিজের ইমান, আমল ও চরিত্রকে নতুন করে পর্যালোচনা করা প্রয়োজন। আজকের জুমার বিশেষ আমলি দিকনির্দেশনাগুলো নিচে সংক্ষেপে তুলে ধরা হলো:
২০ ঘণ্টা আগেইসলাম ডেস্ক

মৃত্যুর সঙ্গে সঙ্গে মানুষের আমলের দুয়ার বন্ধ হয়ে যায়। এই অবস্থায় বিলাপ কিংবা উচ্চ স্বরে কান্নাকাটি মৃত ব্যক্তির কোনো উপকারে আসে না; বরং তাঁর জন্য মাগফিরাতের দোয়া এবং তাঁর ভালো গুণগুলো স্মরণ করাই প্রকৃত কল্যাণকর।
হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন—‘তোমরা তোমাদের মৃতদের ভালো কাজগুলোর আলোচনা করো এবং মন্দ কাজের আলোচনা থেকে বিরত থাকো।’ (সুনানে আবু দাউদ: ৪৯০০)
কারও মৃত্যুর পর তাঁর পাশে উপস্থিত হলে লাশ দেখার সময় দোয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। হজরত উম্মে সালামাহ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা রোগী কিংবা মৃতের কাছে উপস্থিত হলে ভালো কথা বলবে। কেননা তোমরা যা বলবে, ফেরেশতারা তার ওপর আমিন বলবেন।’
এই অবস্থায় এই দোয়া পড়া সুন্নত—‘আল্লাহুম্মাগফিরলি ওয়া লাহু ওয়া আকিবনি মিনহু উকবান হাসানাহ।’
অর্থ: ‘হে আল্লাহ, তুমি আমাকে ও তাকে ক্ষমা করো এবং আমাকে তার চেয়েও উত্তম প্রতিদান দাও।’ (সুনানে ইবনে মাজাহ: ১৪৪৭)
পবিত্র কোরআনে পূর্ববর্তী নবীগণ নিজেদের এবং সমস্ত মুমিনের জন্য যেভাবে দোয়া করেছেন, তা আমাদের জন্য বড় শিক্ষা।
হজরত ইবরাহিম (আ.)-এর দোয়া—‘রব্বানাগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব।’
অর্থ: ‘হে আমার প্রতিপালক, যেদিন হিসাব প্রতিষ্ঠিত হবে, সেদিন আমাকে, আমার পিতা-মাতা ও সব ইমানদারকে ক্ষমা করুন।’ (সুরা ইবরাহিম: ৪১)
হজরত নুহ (আ.)-এর দোয়া—‘রব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনাও-ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত।’
অর্থ: ‘হে আমার প্রতিপালক, আমাকে ক্ষমা করে দিন এবং আমার পিতা-মাতাকেও; আর যে ইমান অবস্থায় আমার ঘরে প্রবেশ করেছে এবং সমস্ত মুমিন পুরুষ ও মুমিন নারীকেও।’ (সুরা নুহ: ২৮)

মৃত্যুর সঙ্গে সঙ্গে মানুষের আমলের দুয়ার বন্ধ হয়ে যায়। এই অবস্থায় বিলাপ কিংবা উচ্চ স্বরে কান্নাকাটি মৃত ব্যক্তির কোনো উপকারে আসে না; বরং তাঁর জন্য মাগফিরাতের দোয়া এবং তাঁর ভালো গুণগুলো স্মরণ করাই প্রকৃত কল্যাণকর।
হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন—‘তোমরা তোমাদের মৃতদের ভালো কাজগুলোর আলোচনা করো এবং মন্দ কাজের আলোচনা থেকে বিরত থাকো।’ (সুনানে আবু দাউদ: ৪৯০০)
কারও মৃত্যুর পর তাঁর পাশে উপস্থিত হলে লাশ দেখার সময় দোয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। হজরত উম্মে সালামাহ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা রোগী কিংবা মৃতের কাছে উপস্থিত হলে ভালো কথা বলবে। কেননা তোমরা যা বলবে, ফেরেশতারা তার ওপর আমিন বলবেন।’
এই অবস্থায় এই দোয়া পড়া সুন্নত—‘আল্লাহুম্মাগফিরলি ওয়া লাহু ওয়া আকিবনি মিনহু উকবান হাসানাহ।’
অর্থ: ‘হে আল্লাহ, তুমি আমাকে ও তাকে ক্ষমা করো এবং আমাকে তার চেয়েও উত্তম প্রতিদান দাও।’ (সুনানে ইবনে মাজাহ: ১৪৪৭)
পবিত্র কোরআনে পূর্ববর্তী নবীগণ নিজেদের এবং সমস্ত মুমিনের জন্য যেভাবে দোয়া করেছেন, তা আমাদের জন্য বড় শিক্ষা।
হজরত ইবরাহিম (আ.)-এর দোয়া—‘রব্বানাগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব।’
অর্থ: ‘হে আমার প্রতিপালক, যেদিন হিসাব প্রতিষ্ঠিত হবে, সেদিন আমাকে, আমার পিতা-মাতা ও সব ইমানদারকে ক্ষমা করুন।’ (সুরা ইবরাহিম: ৪১)
হজরত নুহ (আ.)-এর দোয়া—‘রব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনাও-ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত।’
অর্থ: ‘হে আমার প্রতিপালক, আমাকে ক্ষমা করে দিন এবং আমার পিতা-মাতাকেও; আর যে ইমান অবস্থায় আমার ঘরে প্রবেশ করেছে এবং সমস্ত মুমিন পুরুষ ও মুমিন নারীকেও।’ (সুরা নুহ: ২৮)

আবু আলি আল-হুসাইন ইবনে আবদুল্লাহ ইবনে সিনা (৯৮০–১০৩৭ খ্রিষ্টাব্দ) (পশ্চিমে ‘অ্যাভিসেনা’ নামে পরিচিত) ছিলেন ইসলামের সোনালি যুগের অন্যতম প্রতিভাধর ব্যক্তি। চিকিৎসা, দর্শন, গণিত, জ্যোতির্বিজ্ঞান, রসায়ন ও ইসলামি চিন্তায় ব্যাপক অবদান রেখেছেন তিনি।
১৫ মার্চ ২০২৫
নামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটি যেমন আমাদের দৈহিক পবিত্রতা নিশ্চিত করে, তেমনই আত্মাকে পরিশুদ্ধ করে। আজকের এই নামাজের সময়সূচি আমাদের মনে করিয়ে দেয়—জীবনের ব্যস্ততা যতই থাকুক না কেন, আল্লাহর জন্য সময় বের করা আমাদের প্রধান দায়িত্ব।
৭ ঘণ্টা আগে
পৃথিবীর এই ক্ষণস্থায়ী জীবনে প্রতিটি মানুষের জন্য একটি বিষয় নিশ্চিত ও অলঙ্ঘনীয়—তা হলো মৃত্যু। মানবজীবনের এই অনিবার্য পরিণতি সম্পর্কে পবিত্র কোরআন ও হাদিসে রয়েছে সুস্পষ্ট দিকনির্দেশনা। এই চিরন্তন বাস্তবতাকে মেনে নেওয়ার শিক্ষাই পবিত্র কোরআন আমাদের দিয়েছে।
১৭ ঘণ্টা আগে
আজ জমাদিউস সানি মাসের চতুর্থ জুমা। এদিনটি একজন মুমিনের জীবনে আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির এক বিশেষ সুযোগ। এ বরকতময় দিনে নিজের ইমান, আমল ও চরিত্রকে নতুন করে পর্যালোচনা করা প্রয়োজন। আজকের জুমার বিশেষ আমলি দিকনির্দেশনাগুলো নিচে সংক্ষেপে তুলে ধরা হলো:
২০ ঘণ্টা আগেইসলাম ডেস্ক

পৃথিবীর এই ক্ষণস্থায়ী জীবনে প্রতিটি মানুষের জন্য একটি বিষয় নিশ্চিত ও অলঙ্ঘনীয়—তা হলো মৃত্যু। মানবজীবনের এই অনিবার্য পরিণতি সম্পর্কে পবিত্র কোরআন ও হাদিসে রয়েছে সুস্পষ্ট দিকনির্দেশনা। এই চিরন্তন বাস্তবতাকে মেনে নেওয়ার শিক্ষাই পবিত্র কোরআন আমাদের দিয়েছে।
মহান আল্লাহ তাআলা এই দুনিয়াবি জীবনকে শুধু পরীক্ষার ক্ষেত্র হিসেবে প্রেরণ করেছেন, যেখানে মৃত্যুই হচ্ছে এই পরীক্ষার অবসান এবং পরকালীন জীবনের সূচনা।
মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এরশাদ করেছেন, ‘প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর কেয়ামতের দিন তোমাদের পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। তারপর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই সফলকাম। আর পার্থিব জীবন ধোঁকার বস্তু ছাড়া কিছুই নয়।’ (সুরা আলে ইমান: ১৮৫)
তিনি আরও বলেন, ‘তোমরা যেখানেই থাক না কেন, মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবেই। যদি তোমরা সুদৃঢ় দুর্গের ভেতরেও অবস্থান করো, তবুও।’ (সুরা নিন্দা: ৭৮)
মৃতদের জন্য দোয়া ও মাগফিরাত
প্রিয়জনের মৃত্যুতে মানুষের হৃদয় ভারাক্রান্ত হয়ে ওঠে। এই বিচ্ছেদ-কষ্টে ব্যথিত মন থেকে তাদের জন্য কল্যাণ কামনার অনুভূতি জাগা স্বাভাবিক। মৃতদের জন্য দোয়া ও মাগফিরাত কামনা করা ইসলামি দৃষ্টিকোণ থেকে অত্যন্ত ফজিলতপূর্ণ ও গুরুত্বপূর্ণ আমল।
রাসুলুল্লাহ (সাধারণ) বলেছেন, ‘যখন মানুষ মারা যায়, তার সব আমল বন্ধ হয়ে যায়। শুধু তিনটি আমল অব্যাহত থাকে—সাদকায়ে জারিয়া, এমন জ্ঞান যার দ্বারা মানুষ উপকৃত হয় এবং ওই সুসন্তান, যে তার জন্য দোয়া করে।’ (সহিহ্ মুসলিম: ১৬৩১)
রাসুল (সা.)-এর শেখানো দোয়া রাসুলুল্লাহ (সা.) মৃতদের জন্য যে দোয়া করতেন। দোয়াটি হলো—‘আল্লাহুম্মাগ ফিরলাহু ওয়ারহামহু, ওয়া আফিহি ওয়া ফু আনহু; ওয়া আকরিম নুজুলাহু, ওয়া ওয়াসসি মাদখালাহু; ওয়াগসিলহু বিল মায়ি ওয়াস সালজি ওয়াল বারাদি, ওয়ানাক্কিহি মিনাল খাতা-ইয়া কামা ইউননাককাস সাওবুল আব ইয়াযু মিনাদদানাসি; ওয়াবদিলহু দা-রান খায়রান মিন দারিহি, ওয়া আহলান খাইরান মিন আহলিহি; ওয়া যাওজান খাইরান মিন যাওজিহি। ওয়া আদখিলহুল জান্নাতা, ওয়া আইজহু মিন আজাবিল কাবরি ওয়ামিন আজাবিন নার।
অর্থ: ‘হে আল্লাহ, তাকে ক্ষমা করুন এবং দয়া করুন। শান্তিতে রাখুন এবং তার থাকার স্থানটিকে মর্যাদাশীল করুন। তার কবর প্রশস্ত করে দিন। বরফ ও তুষারের শুভ্রতা দিয়ে তাকে গুনাহ থেকে এমনভাবে পরিচ্ছন্ন করে দিন—যেমন ময়লা থেকে সাদা কাপড় পরিষ্কার হয়। তাকে দুনিয়ার বাসস্থানের চেয়ে উত্তম বাসস্থান, পরিবার ও সঙ্গী দান করুন। হে মাবুদ, তাকে জান্নাতে দাখিল করুন এবং কবর ও দোজখের আজাব থেকে রক্ষা করুন।’

পৃথিবীর এই ক্ষণস্থায়ী জীবনে প্রতিটি মানুষের জন্য একটি বিষয় নিশ্চিত ও অলঙ্ঘনীয়—তা হলো মৃত্যু। মানবজীবনের এই অনিবার্য পরিণতি সম্পর্কে পবিত্র কোরআন ও হাদিসে রয়েছে সুস্পষ্ট দিকনির্দেশনা। এই চিরন্তন বাস্তবতাকে মেনে নেওয়ার শিক্ষাই পবিত্র কোরআন আমাদের দিয়েছে।
মহান আল্লাহ তাআলা এই দুনিয়াবি জীবনকে শুধু পরীক্ষার ক্ষেত্র হিসেবে প্রেরণ করেছেন, যেখানে মৃত্যুই হচ্ছে এই পরীক্ষার অবসান এবং পরকালীন জীবনের সূচনা।
মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এরশাদ করেছেন, ‘প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর কেয়ামতের দিন তোমাদের পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। তারপর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই সফলকাম। আর পার্থিব জীবন ধোঁকার বস্তু ছাড়া কিছুই নয়।’ (সুরা আলে ইমান: ১৮৫)
তিনি আরও বলেন, ‘তোমরা যেখানেই থাক না কেন, মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবেই। যদি তোমরা সুদৃঢ় দুর্গের ভেতরেও অবস্থান করো, তবুও।’ (সুরা নিন্দা: ৭৮)
মৃতদের জন্য দোয়া ও মাগফিরাত
প্রিয়জনের মৃত্যুতে মানুষের হৃদয় ভারাক্রান্ত হয়ে ওঠে। এই বিচ্ছেদ-কষ্টে ব্যথিত মন থেকে তাদের জন্য কল্যাণ কামনার অনুভূতি জাগা স্বাভাবিক। মৃতদের জন্য দোয়া ও মাগফিরাত কামনা করা ইসলামি দৃষ্টিকোণ থেকে অত্যন্ত ফজিলতপূর্ণ ও গুরুত্বপূর্ণ আমল।
রাসুলুল্লাহ (সাধারণ) বলেছেন, ‘যখন মানুষ মারা যায়, তার সব আমল বন্ধ হয়ে যায়। শুধু তিনটি আমল অব্যাহত থাকে—সাদকায়ে জারিয়া, এমন জ্ঞান যার দ্বারা মানুষ উপকৃত হয় এবং ওই সুসন্তান, যে তার জন্য দোয়া করে।’ (সহিহ্ মুসলিম: ১৬৩১)
রাসুল (সা.)-এর শেখানো দোয়া রাসুলুল্লাহ (সা.) মৃতদের জন্য যে দোয়া করতেন। দোয়াটি হলো—‘আল্লাহুম্মাগ ফিরলাহু ওয়ারহামহু, ওয়া আফিহি ওয়া ফু আনহু; ওয়া আকরিম নুজুলাহু, ওয়া ওয়াসসি মাদখালাহু; ওয়াগসিলহু বিল মায়ি ওয়াস সালজি ওয়াল বারাদি, ওয়ানাক্কিহি মিনাল খাতা-ইয়া কামা ইউননাককাস সাওবুল আব ইয়াযু মিনাদদানাসি; ওয়াবদিলহু দা-রান খায়রান মিন দারিহি, ওয়া আহলান খাইরান মিন আহলিহি; ওয়া যাওজান খাইরান মিন যাওজিহি। ওয়া আদখিলহুল জান্নাতা, ওয়া আইজহু মিন আজাবিল কাবরি ওয়ামিন আজাবিন নার।
অর্থ: ‘হে আল্লাহ, তাকে ক্ষমা করুন এবং দয়া করুন। শান্তিতে রাখুন এবং তার থাকার স্থানটিকে মর্যাদাশীল করুন। তার কবর প্রশস্ত করে দিন। বরফ ও তুষারের শুভ্রতা দিয়ে তাকে গুনাহ থেকে এমনভাবে পরিচ্ছন্ন করে দিন—যেমন ময়লা থেকে সাদা কাপড় পরিষ্কার হয়। তাকে দুনিয়ার বাসস্থানের চেয়ে উত্তম বাসস্থান, পরিবার ও সঙ্গী দান করুন। হে মাবুদ, তাকে জান্নাতে দাখিল করুন এবং কবর ও দোজখের আজাব থেকে রক্ষা করুন।’

আবু আলি আল-হুসাইন ইবনে আবদুল্লাহ ইবনে সিনা (৯৮০–১০৩৭ খ্রিষ্টাব্দ) (পশ্চিমে ‘অ্যাভিসেনা’ নামে পরিচিত) ছিলেন ইসলামের সোনালি যুগের অন্যতম প্রতিভাধর ব্যক্তি। চিকিৎসা, দর্শন, গণিত, জ্যোতির্বিজ্ঞান, রসায়ন ও ইসলামি চিন্তায় ব্যাপক অবদান রেখেছেন তিনি।
১৫ মার্চ ২০২৫
নামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটি যেমন আমাদের দৈহিক পবিত্রতা নিশ্চিত করে, তেমনই আত্মাকে পরিশুদ্ধ করে। আজকের এই নামাজের সময়সূচি আমাদের মনে করিয়ে দেয়—জীবনের ব্যস্ততা যতই থাকুক না কেন, আল্লাহর জন্য সময় বের করা আমাদের প্রধান দায়িত্ব।
৭ ঘণ্টা আগে
মৃত্যুর সঙ্গে সঙ্গে মানুষের আমলের দুয়ার বন্ধ হয়ে যায়। এই অবস্থায় বিলাপ কিংবা উচ্চ স্বরে কান্নাকাটি মৃত ব্যক্তির কোনো উপকারে আসে না; বরং তাঁর জন্য মাগফিরাতের দোয়া এবং তাঁর ভালো গুণগুলো স্মরণ করাই প্রকৃত কল্যাণকর।
১৩ ঘণ্টা আগে
আজ জমাদিউস সানি মাসের চতুর্থ জুমা। এদিনটি একজন মুমিনের জীবনে আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির এক বিশেষ সুযোগ। এ বরকতময় দিনে নিজের ইমান, আমল ও চরিত্রকে নতুন করে পর্যালোচনা করা প্রয়োজন। আজকের জুমার বিশেষ আমলি দিকনির্দেশনাগুলো নিচে সংক্ষেপে তুলে ধরা হলো:
২০ ঘণ্টা আগেডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ

আজ জমাদিউস সানি মাসের চতুর্থ জুমা। এদিনটি একজন মুমিনের জীবনে আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির এক বিশেষ সুযোগ। এ বরকতময় দিনে নিজের ইমান, আমল ও চরিত্রকে নতুন করে পর্যালোচনা করা প্রয়োজন। আজকের জুমার বিশেষ আমলি দিকনির্দেশনাগুলো নিচে সংক্ষেপে তুলে ধরা হলো:
১. জুমার দিনের মর্যাদা অনুধাবন: জুমা মুমিনের জন্য সাপ্তাহিক ঈদের দিন। এদিনে বেশি বেশি দরুদ পাঠ, দীর্ঘ দোয়ায় মগ্ন হওয়া এবং জুমার খুতবা গভীর মনোযোগ দিয়ে শোনা প্রতিটি মুসলমানের ইমানি দায়িত্ব।
২. সালাতে খুশু-খুজু অর্জন: পাঁচ ওয়াক্ত নামাজ সময়মতো আদায়ের পাশাপাশি জুমার নামাজে আগেভাগে মসজিদে উপস্থিত হওয়া জরুরি। নামাজকে কেবল আনুষ্ঠানিকতা নয়; বরং আল্লাহর সঙ্গে আত্মিক সংযোগের মাধ্যম হিসেবে গ্রহণ করতে হবে।
৩. কোরআনের সঙ্গে গভীর সম্পর্ক: নিয়মিত তিলাওয়াতের পাশাপাশি কোরআনের অর্থ ও শিক্ষা বোঝার চেষ্টা করা উচিত। ব্যক্তিগত ও পারিবারিক জীবনে কোরআনের নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি সন্তানদের কোরআন শিক্ষায় আগ্রহী করে তোলা আমাদের কর্তব্য।
৪. তাওবা ও আত্মপর্যালোচনা: অতীতের গুনাহের জন্য আন্তরিক অনুতাপ এবং প্রকাশ্য-গোপন সব পাপ থেকে ফিরে আসার দৃঢ়সংকল্প করতে হবে। প্রতিদিনের আমল নিজে নিজে মূল্যায়নের অভ্যাস গড়ে তোলা আত্মশুদ্ধির মূল চাবিকাঠি।
৫. সবর, তাওয়াক্কুল ও তাকওয়া চর্চা: বিপদ-আপদে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা ইমানের দাবি। নিজের সাধ্যমতো চেষ্টা করে ফলাফলের জন্য আল্লাহর ওপর ভরসা করতে হবে এবং সর্বদা আল্লাহভীতি (তাকওয়া) বজায় রাখতে হবে।
৬. পরিবারে ইসলামি পরিবেশ প্রতিষ্ঠা: পরিবারে ন্যায় ও ইনসাফ কায়েম করা এবং স্ত্রী-সন্তানের প্রতি দায়িত্বশীল আচরণ করা অত্যন্ত জরুরি। পারিবারিকভাবে নামাজ ও নিয়মিত দ্বীনি আলোচনার চর্চা করা একজন মুমিনের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
৭. সামাজিক দায়িত্ব ও মানবিকতা: প্রতিবেশীর হক আদায় করা, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজে সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করা ইসলামের মৌলিক শিক্ষা।
৮. দুনিয়াবিমুখতা ও আত্মসংযম: অতিরিক্ত ভোগবিলাস ও অপচয় পরিহার করে সহজ-সরল ও সংযত জীবনযাপনে অভ্যস্ত হতে হবে। আল্লাহর সন্তুষ্টিকেই জীবনের সর্বোচ্চ লক্ষ্য হিসেবে স্থির করতে হবে।
৯. ইসলামের মহান মনীষীদের অনুসরণ: ইসলামের মহান মনীষী ও সালাফদের জীবন থেকে সংযম, ত্যাগ ও পবিত্রতার শিক্ষা গ্রহণ করে জীবনের মূল্যবোধ ও ইমান রক্ষায় সচেতন থাকা প্রয়োজন।
১০. নতুন আমলি অঙ্গীকার: প্রতিটি জুমাকে আত্মশুদ্ধির একটি মাইলফলক হিসেবে গ্রহণ করা উচিত। ছোট হলেও নিয়মিত ভালো আমলের অভ্যাস গড়ে তোলা এবং গুনাহমুক্ত জীবনের পথে অবিচল থাকার প্রতিজ্ঞাই হোক আজকের জুমার শিক্ষা।
হে আল্লাহ, আপনি আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে দিন। আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিন এবং আমাদের আমলগুলো কবুল করুন। জমাদিউস সানি মাসের এই বরকতময় চতুর্থ জুমাকে আমাদের জীবনে হেদায়েত ও কল্যাণের মাধ্যম হিসেবে কবুল করুন।
লেখক: প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, জাতীয় রোগীকল্যাণ সোসাইটি।

আজ জমাদিউস সানি মাসের চতুর্থ জুমা। এদিনটি একজন মুমিনের জীবনে আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির এক বিশেষ সুযোগ। এ বরকতময় দিনে নিজের ইমান, আমল ও চরিত্রকে নতুন করে পর্যালোচনা করা প্রয়োজন। আজকের জুমার বিশেষ আমলি দিকনির্দেশনাগুলো নিচে সংক্ষেপে তুলে ধরা হলো:
১. জুমার দিনের মর্যাদা অনুধাবন: জুমা মুমিনের জন্য সাপ্তাহিক ঈদের দিন। এদিনে বেশি বেশি দরুদ পাঠ, দীর্ঘ দোয়ায় মগ্ন হওয়া এবং জুমার খুতবা গভীর মনোযোগ দিয়ে শোনা প্রতিটি মুসলমানের ইমানি দায়িত্ব।
২. সালাতে খুশু-খুজু অর্জন: পাঁচ ওয়াক্ত নামাজ সময়মতো আদায়ের পাশাপাশি জুমার নামাজে আগেভাগে মসজিদে উপস্থিত হওয়া জরুরি। নামাজকে কেবল আনুষ্ঠানিকতা নয়; বরং আল্লাহর সঙ্গে আত্মিক সংযোগের মাধ্যম হিসেবে গ্রহণ করতে হবে।
৩. কোরআনের সঙ্গে গভীর সম্পর্ক: নিয়মিত তিলাওয়াতের পাশাপাশি কোরআনের অর্থ ও শিক্ষা বোঝার চেষ্টা করা উচিত। ব্যক্তিগত ও পারিবারিক জীবনে কোরআনের নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি সন্তানদের কোরআন শিক্ষায় আগ্রহী করে তোলা আমাদের কর্তব্য।
৪. তাওবা ও আত্মপর্যালোচনা: অতীতের গুনাহের জন্য আন্তরিক অনুতাপ এবং প্রকাশ্য-গোপন সব পাপ থেকে ফিরে আসার দৃঢ়সংকল্প করতে হবে। প্রতিদিনের আমল নিজে নিজে মূল্যায়নের অভ্যাস গড়ে তোলা আত্মশুদ্ধির মূল চাবিকাঠি।
৫. সবর, তাওয়াক্কুল ও তাকওয়া চর্চা: বিপদ-আপদে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা ইমানের দাবি। নিজের সাধ্যমতো চেষ্টা করে ফলাফলের জন্য আল্লাহর ওপর ভরসা করতে হবে এবং সর্বদা আল্লাহভীতি (তাকওয়া) বজায় রাখতে হবে।
৬. পরিবারে ইসলামি পরিবেশ প্রতিষ্ঠা: পরিবারে ন্যায় ও ইনসাফ কায়েম করা এবং স্ত্রী-সন্তানের প্রতি দায়িত্বশীল আচরণ করা অত্যন্ত জরুরি। পারিবারিকভাবে নামাজ ও নিয়মিত দ্বীনি আলোচনার চর্চা করা একজন মুমিনের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
৭. সামাজিক দায়িত্ব ও মানবিকতা: প্রতিবেশীর হক আদায় করা, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজে সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করা ইসলামের মৌলিক শিক্ষা।
৮. দুনিয়াবিমুখতা ও আত্মসংযম: অতিরিক্ত ভোগবিলাস ও অপচয় পরিহার করে সহজ-সরল ও সংযত জীবনযাপনে অভ্যস্ত হতে হবে। আল্লাহর সন্তুষ্টিকেই জীবনের সর্বোচ্চ লক্ষ্য হিসেবে স্থির করতে হবে।
৯. ইসলামের মহান মনীষীদের অনুসরণ: ইসলামের মহান মনীষী ও সালাফদের জীবন থেকে সংযম, ত্যাগ ও পবিত্রতার শিক্ষা গ্রহণ করে জীবনের মূল্যবোধ ও ইমান রক্ষায় সচেতন থাকা প্রয়োজন।
১০. নতুন আমলি অঙ্গীকার: প্রতিটি জুমাকে আত্মশুদ্ধির একটি মাইলফলক হিসেবে গ্রহণ করা উচিত। ছোট হলেও নিয়মিত ভালো আমলের অভ্যাস গড়ে তোলা এবং গুনাহমুক্ত জীবনের পথে অবিচল থাকার প্রতিজ্ঞাই হোক আজকের জুমার শিক্ষা।
হে আল্লাহ, আপনি আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে দিন। আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিন এবং আমাদের আমলগুলো কবুল করুন। জমাদিউস সানি মাসের এই বরকতময় চতুর্থ জুমাকে আমাদের জীবনে হেদায়েত ও কল্যাণের মাধ্যম হিসেবে কবুল করুন।
লেখক: প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, জাতীয় রোগীকল্যাণ সোসাইটি।

আবু আলি আল-হুসাইন ইবনে আবদুল্লাহ ইবনে সিনা (৯৮০–১০৩৭ খ্রিষ্টাব্দ) (পশ্চিমে ‘অ্যাভিসেনা’ নামে পরিচিত) ছিলেন ইসলামের সোনালি যুগের অন্যতম প্রতিভাধর ব্যক্তি। চিকিৎসা, দর্শন, গণিত, জ্যোতির্বিজ্ঞান, রসায়ন ও ইসলামি চিন্তায় ব্যাপক অবদান রেখেছেন তিনি।
১৫ মার্চ ২০২৫
নামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটি যেমন আমাদের দৈহিক পবিত্রতা নিশ্চিত করে, তেমনই আত্মাকে পরিশুদ্ধ করে। আজকের এই নামাজের সময়সূচি আমাদের মনে করিয়ে দেয়—জীবনের ব্যস্ততা যতই থাকুক না কেন, আল্লাহর জন্য সময় বের করা আমাদের প্রধান দায়িত্ব।
৭ ঘণ্টা আগে
মৃত্যুর সঙ্গে সঙ্গে মানুষের আমলের দুয়ার বন্ধ হয়ে যায়। এই অবস্থায় বিলাপ কিংবা উচ্চ স্বরে কান্নাকাটি মৃত ব্যক্তির কোনো উপকারে আসে না; বরং তাঁর জন্য মাগফিরাতের দোয়া এবং তাঁর ভালো গুণগুলো স্মরণ করাই প্রকৃত কল্যাণকর।
১৩ ঘণ্টা আগে
পৃথিবীর এই ক্ষণস্থায়ী জীবনে প্রতিটি মানুষের জন্য একটি বিষয় নিশ্চিত ও অলঙ্ঘনীয়—তা হলো মৃত্যু। মানবজীবনের এই অনিবার্য পরিণতি সম্পর্কে পবিত্র কোরআন ও হাদিসে রয়েছে সুস্পষ্ট দিকনির্দেশনা। এই চিরন্তন বাস্তবতাকে মেনে নেওয়ার শিক্ষাই পবিত্র কোরআন আমাদের দিয়েছে।
১৭ ঘণ্টা আগে