Ajker Patrika

হাদিসের গল্প: সূর্যের থেমে যাওয়া এবং কোরবানি কবুলের গল্প

আমজাদ ইউনুস 
ফিলিস্তিনের গালিলিতে এটিকে ইউশা (আ.)–এর মাজার বলে বিশ্বাস করেন স্থানীয়রা। ছবি: উইকিপিডিয়া
ফিলিস্তিনের গালিলিতে এটিকে ইউশা (আ.)–এর মাজার বলে বিশ্বাস করেন স্থানীয়রা। ছবি: উইকিপিডিয়া

ইউশা ইবনে নুন (আ.) বনি ইসরাইলের একজন নবী ছিলেন। তিনি মুসা (আ.)-এর সঙ্গী ছিলেন এবং তাঁর সঙ্গে খিজির (আ.)-এর সঙ্গে সাক্ষাতের সফরেও ছিলেন। ঘটনাটি কোরআনে বর্ণিত হয়েছে। মুসা (আ.)-এর মৃত্যুর পর আল্লাহ তাঁকে নবুওয়াত দান করেন এবং বনি ইসরাইলের নেতা নিযুক্ত করেন। তাঁর হাতেই আল্লাহ পবিত্র ভূমি (ফিলিস্তিন) বিজয় করান। তিনি একটি যুদ্ধে যাওয়ার আগে তাঁর সৈন্যদের প্রস্তুত করতে একটি প্রজ্ঞাপূর্ণ নীতিমালা গ্রহণ করেন। এ নীতিমালা থেকে তাঁর রণদক্ষতা ও যুদ্ধ পরিচালনার অভিজ্ঞতা ফুটে ওঠে। পাশাপাশি তাঁর একটি অলৌকিক ঘটনা প্রকাশ পায়। হাদিসে এ ঘটনাটি বর্ণিত হয়েছে।

নবী (সা.) বলেছেন, কোনো একজন নবি জিহাদ করেছিলেন। তিনি তাঁর সম্প্রদায়কে বললেন, ‘এমন কোনো ব্যক্তি আমার অনুসরণ করবে না, যে কোনো নারীকে বিয়ে করেছে এবং তাঁর সঙ্গে মিলিত হওয়ার ইচ্ছা রাখে, কিন্তু সে এখনো মিলিত হয়নি। এমন ব্যক্তিও না যে ঘর তৈরি করেছে কিন্তু তার ছাদ তোলেনি। আর এমন ব্যক্তিও না যে গর্ভবতী ছাগল বা উটনী কিনেছে এবং সে তার প্রসবের অপেক্ষায় আছে।’

অতঃপর তিনি জিহাদে গেলেন এবং আসরের সালাতের সময় কিংবা এর কাছাকাছি সময়ে একটি জনপদের নিকটে এলেন। তখন তিনি সূর্যকে বললেন, ‘তুমিও আদেশ পালনকারী আর আমিও আদেশ পালনকারী। হে আল্লাহ, সূর্যকে থামিয়ে দিন।’ তখন তাকে থামিয়ে দেওয়া হলো। অবশেষে আল্লাহ তাঁকে বিজয় দান করেন। এরপর তিনি গনিমতের মাল একত্র করলেন। তখন সেগুলো জ্বালিয়ে দিতে আগুন এলো, কিন্তু আগুন তা জ্বালিয়ে দিল না।

তখন তিনি বললেন, তোমাদের মধ্যে (গনিমতের মাল) আত্মসাৎকারী রয়েছে। প্রত্যেক গোত্র থেকে একজন যেন আমার কাছে বায়আত গ্রহণ করে। সে সময় একজনের হাত নবীর হাতের সঙ্গে আটকে গেল। তখন তিনি বললেন, তোমাদের মধ্যেই আত্মসাৎকারী রয়েছে। কাজেই তোমার গোত্রের লোকজন যেন আমার কাছে বায়আত গ্রহণ করে। এ সময় দুই বা তিন ব্যক্তির হাত তাঁর হাতের সঙ্গে আটকে গেল। তখন তিনি বললেন, তোমাদের মধ্যেই আত্মসাৎকারী রয়েছে। অবশেষে তারা একটি গাভীর মস্তক পরিমাণ স্বর্ণ উপস্থিত করল এবং তা রেখে দিল। এরপর আগুন এসে তা জ্বালিয়ে ফেলল। এরপর আল্লাহ আমাদের জন্য গনিমত হালাল করে দিলেন এবং আমাদের দুর্বলতা ও অক্ষমতা লক্ষ্য করে তা আমাদের জন্য তা হালাল করে দিলেন।

(সহিহ বুখারি, হাদিস: ৩১২৪, সহিহ মুসলিম, হাদিস: ১৭৪৭)

হাদিস থেকে শিক্ষা

দায়িত্বশীলদের জন্য শিক্ষা: এ হাদিসে শাসকদের জন্য একটি বড় শিক্ষা রয়েছে। বড় দায়িত্ব সবসময় মনোযোগী লোকদের দেওয়া উচিত। যাদের হৃদয় দুনিয়াবি বিষয় নিয়ে ব্যস্ত, তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে ব্যর্থ হতে পারে।

সেনাবাহিনী পরিচালনায় বিচক্ষণতা: একজন সফল সেনাপতিকে অবশ্যই তার বাহিনীর মানসিক ও শারীরিক প্রস্তুতি সম্পর্কে সচেতন হতে হবে। শুধু সংখ্যার ওপর নির্ভরশীল না থেকে, এমন সেনা নির্বাচন করা উচিত, যারা দৃঢ়চিত্ত ও যুদ্ধের জন্য প্রস্তুত। ইউশা (আ.) দুর্বল মনোবলের লোকদের বাহিনী থেকে বাদ দিয়েছিলেন, যাতে সেনাবাহিনী দৃঢ়ভাবে যুদ্ধ করতে পারে।

আল্লাহর কুদরত প্রকাশ: এ হাদিসে বেশ কিছু অলৌকিক ঘটনা উল্লেখ করা হয়েছে। আল্লাহ সূর্যকে থামিয়ে দেন, যাতে ইউশা (আ.) যুদ্ধ শেষ করে বিজয় নিশ্চিত করতে পারেন। আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দেন কোন গোত্রে অবৈধভাবে গনিমতের সম্পদ আত্মসাৎ করা হয়েছে।

পূর্ববর্তী জাতির জন্য গনিমতের (যুদ্ধলব্ধ) বিধান: মুহাম্মদ (সা.)-এর উম্মতের জন্য আল্লাহ যুদ্ধলব্ধ সম্পদকে হালাল করেছেন, কিন্তু পূর্ববর্তী জাতিদের জন্য এটি নিষিদ্ধ ছিল। তারা যুদ্ধের সম্পদ জমা করলে আল্লাহর পক্ষ থেকে আগুন নেমে এসে তা ভস্মীভূত করত। কিন্তু যদি কেউ গোপনে কিছু রেখে দিত, তাহলে সেই আগুন সম্পদ গ্রহণ করত না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চূড়ান্ত হচ্ছে সাত কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম, শিগগির ঘোষণা

প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়া সেই নেতাকে বহিষ্কার করল ছাত্রশিবির

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিজির অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস সহকারীকে মারধর এসপির

এশিয়ার ১০টিসহ ৪৩ দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত