Ajker Patrika

বেবিচক সদর দপ্তরে নামাজের স্থানের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বেবিচক সদর দপ্তরে নামাজের স্থানের উদ্বোধন
ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সদর দপ্তরের গ্রাউন্ড ফ্লোরে নবনির্মিত নামাজের স্থানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার যোহরের নামাজ আদায়ের মধ্য দিয়ে এ স্থানের উদ্বোধন করেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া।

উদ্বোধনকালে বেবিচকের বিভিন্ন স্তরের সদস্য, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন এবং চেয়ারম্যানের সঙ্গে একত্রে নামাজ আদায় করেন। ধর্মীয় এই আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানটির মধ্যে পারস্পরিক সংহতি ও আধ্যাত্মিক চেতনার প্রকাশ ঘটেছে।

সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নামাজ আদায়ের উপযোগী ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বেবিচক কর্তৃপক্ষ এই নামাজের স্থানটি নির্মাণ করে। এটি আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত একটি নিরিবিলি ধর্মীয় স্থান হিসেবে ব্যবহৃত হবে।

নামাজ শেষে অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনার পাশাপাশি বেবিচকের উন্নয়ন ও দেশের বেসামরিক বিমান চলাচল খাতের উত্তরোত্তর সাফল্যের জন্য প্রার্থনা করা হয়। এ সময় উপস্থিত সকলে আন্তরিক অংশগ্রহণ করেন।

বেবিচক কর্তৃপক্ষ জানিয়েছে, কর্মক্ষেত্রে ধর্মীয় চর্চার সুযোগ নিশ্চিত করার মাধ্যমে কর্মীদের মধ্যে শৃঙ্খলা, নৈতিকতা ও মনোযোগ বৃদ্ধি পাবে, যা সামগ্রিকভাবে প্রতিষ্ঠানকে আরও গতিশীল ও কার্যকর করে তুলবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত