ইসলাম ডেস্ক

হিজরি সনের ১১তম মাস জিলকদ। চার পবিত্র মাসের একটি এটি। এই মাসে ইসলামের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। এখানে ইসলামের প্রাথমিক যুগের কয়েকটির কথা তুলে ধরা হলো—
১ জিলকদ: পঞ্চম হিজরির এই দিনে মহানবী (সা.) ফুফাতো বোন জয়নব বিনতে জাহাশকে বিয়ে করেন। জয়নব এর আগে জায়েদ ইবনে হারিসার স্ত্রী ছিলেন। তাঁর সঙ্গে বিচ্ছেদের পর আল্লাহর আদেশে মহানবী (সা.) তাঁকে ঘরে তোলেন। এ ছাড়া ষষ্ঠ হিজরির এই দিনে মহানবী (সা.) দেড় হাজার সাহাবি নিয়ে মক্কায় ওমরাহ করতে রওনা করেছিলেন। তবে মক্কার কাফিরদের বাধায় সেবার তাঁকে ফিরে আসতে হয়।
৪ জিলকদ: ৬৪ হিজরির এই দিনে উমাইয়া সাম্রাজ্যের চতুর্থ খলিফা মারওয়ান ইবনুল হাকাম দামেশকের সিংহাসনে আরোহণ করেন।
৮ জিলকদ: পঞ্চম হিজরির এই দিনে খন্দকের যুদ্ধ চলাকালে হজরত আলি (রা.) আমর ইবন আবদে উদ আল-আমিরি নামের এক গোত্রপ্রধানকে মহানবী (সা.)-এর অনুমতি নিয়ে সম্মুখ লড়াইয়ে পরাজিত এবং হত্যা করেন।
১২ জিলকদ: পঞ্চম হিজরির এই দিনে মহানবী (সা.) মদিনার বনি কুরাইজার ইহুদিদের চুক্তি লঙ্ঘনের অপরাধে অবরোধ আরোপ করেন।
১৬ জিলকদ: ষষ্ঠ হিজরির এই দিনে মহানবী (সা.) মক্কার কাফিরদের সঙ্গে ঐতিহাসিক হুদায়বিয়ার চুক্তি সম্পন্ন করেন।
২৪ জিলকদ: দশম হিজরির এই দিনে মহানবী (সা.) সাহাবিদের বিশাল বহর নিয়ে মদিনা থেকে মক্কার উদ্দেশে হজ পালনের জন্য বের হন।

হিজরি সনের ১১তম মাস জিলকদ। চার পবিত্র মাসের একটি এটি। এই মাসে ইসলামের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। এখানে ইসলামের প্রাথমিক যুগের কয়েকটির কথা তুলে ধরা হলো—
১ জিলকদ: পঞ্চম হিজরির এই দিনে মহানবী (সা.) ফুফাতো বোন জয়নব বিনতে জাহাশকে বিয়ে করেন। জয়নব এর আগে জায়েদ ইবনে হারিসার স্ত্রী ছিলেন। তাঁর সঙ্গে বিচ্ছেদের পর আল্লাহর আদেশে মহানবী (সা.) তাঁকে ঘরে তোলেন। এ ছাড়া ষষ্ঠ হিজরির এই দিনে মহানবী (সা.) দেড় হাজার সাহাবি নিয়ে মক্কায় ওমরাহ করতে রওনা করেছিলেন। তবে মক্কার কাফিরদের বাধায় সেবার তাঁকে ফিরে আসতে হয়।
৪ জিলকদ: ৬৪ হিজরির এই দিনে উমাইয়া সাম্রাজ্যের চতুর্থ খলিফা মারওয়ান ইবনুল হাকাম দামেশকের সিংহাসনে আরোহণ করেন।
৮ জিলকদ: পঞ্চম হিজরির এই দিনে খন্দকের যুদ্ধ চলাকালে হজরত আলি (রা.) আমর ইবন আবদে উদ আল-আমিরি নামের এক গোত্রপ্রধানকে মহানবী (সা.)-এর অনুমতি নিয়ে সম্মুখ লড়াইয়ে পরাজিত এবং হত্যা করেন।
১২ জিলকদ: পঞ্চম হিজরির এই দিনে মহানবী (সা.) মদিনার বনি কুরাইজার ইহুদিদের চুক্তি লঙ্ঘনের অপরাধে অবরোধ আরোপ করেন।
১৬ জিলকদ: ষষ্ঠ হিজরির এই দিনে মহানবী (সা.) মক্কার কাফিরদের সঙ্গে ঐতিহাসিক হুদায়বিয়ার চুক্তি সম্পন্ন করেন।
২৪ জিলকদ: দশম হিজরির এই দিনে মহানবী (সা.) সাহাবিদের বিশাল বহর নিয়ে মদিনা থেকে মক্কার উদ্দেশে হজ পালনের জন্য বের হন।

ইসলাম ব্যবসাকে হালাল ও বরকতময় করেছে, তবে তা হতে হবে সততা ও জনকল্যাণের ভিত্তিতে। বর্তমানে একশ্রেণির অসাধু ব্যবসায়ী বেশি মুনাফার লোভে পণ্য গুদামজাত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। ইসলামের দৃষ্টিতে এই মজুতদারি কেবল অনৈতিক নয়; বরং সম্পূর্ণ হারাম।
১৮ ঘণ্টা আগে
নামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটি যেমন আমাদের দৈহিক পবিত্রতা নিশ্চিত করে, তেমনই আত্মাকে পরিশুদ্ধ করে। আজকের এই নামাজের সময়সূচি আমাদের মনে করিয়ে দেয়—জীবনের ব্যস্ততা যতই থাকুক না কেন, আল্লাহর জন্য সময় বের করা আমাদের প্রধান দায়িত্ব।
১ দিন আগে
জুমার দিন মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ। এই দিনে আল্লাহর বিশেষ রহমত বর্ষিত হয়। ইসলামে জুমার দিন সপ্তাহের সেরা হিসেবে বিবেচিত। নবী করিম (সা.) বলেন, পৃথিবীতে যত দিন সূর্য উদিত হবে, তার মধ্যে শ্রেষ্ঠ হলো জুমার দিন। (সহিহ্ মুসলিম: ৮৫৪)।
১ দিন আগে
দরুদ পাঠ অফুরন্ত বরকতের উৎস। এই ইবাদতের মাধ্যমে আল্লাহর রহমত লাভ হয় এবং জীবনে বরকত নেমে আসে। এতে আল্লাহর প্রিয় হাবিব হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও আনুগত্য প্রকাশ পায়। দরুদ পাঠের মাধ্যমে অন্তর হয় প্রশান্ত, মুখ হয় পবিত্র, আর আমলনামা হয় ভারী।
১ দিন আগে