মুফতি আবু দারদা

যুগে যুগে আল্লাহ তাআলা মানুষের হিদায়াতের জন্য নবী-রাসুল পাঠিয়েছেন এবং তাঁদের কাছে বিভিন্ন কিতাব ও সহিফা পাঠিয়ে সঠিক পথের দিশা দিয়েছেন। কোরআন নাজিলের পর এসব আসমানি কিতাবের বিধান রহিত হয়ে গেলেও এগুলো যে আল্লাহ তাআলা নাজিল করেছেন, সে বিষয়ে ইমান আনা মুসলমান হওয়ার অন্যতম শর্ত। পবিত্র কোরআনে এ বিষয়ে সরাসরি নির্দেশ এসেছে।
ইসলামি বিশ্বাসমতে, প্রধান আসমানি কিতাব চারটি—তাওরাত, জাবুর, ইঞ্জিল ও কোরআন। এ ছাড়া আল্লাহ তাআলা বিভিন্ন নবীকে ১০০ সহিফা দান করেছেন। সব আসমানি কিতাব ও সহিফার ওপর ইমান রাখা আবশ্যক। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘ (মুত্তাকি তারাই) যারা আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং আপনার আগে যা অবতীর্ণ হয়েছে, তার প্রতি ইমান রাখে।’ (সুরা বাকারা: ৪)
ইসলামের বিশ্বাসমতে, পবিত্র কোরআনের বার্তার সঙ্গে আগের আসমানি কিতাবের কোনো ব্যাপারে অমিল হলে সেসব বিষয়ে কোরআনের নির্দেশনা মানতে হবে। আগের বিধান এই বিষয়ে রহিত সাব্যস্ত হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ‘আর আমি তোমার প্রতি কিতাব নাজিল করেছি যথাযথভাবে, এর আগের কিতাবের সত্যায়নকারী ও এর ওপর তদারককারী হিসেবে। সুতরাং আল্লাহ যা নাজিল করেছেন, তুমি তার মাধ্যমে ফয়সালা করো এবং তোমার কাছে যে সত্য এসেছে, তা ত্যাগ করে তাদের প্রবৃত্তির অনুসরণ কোরো না।
তোমাদের প্রত্যেকের জন্য আমি নির্ধারণ করেছি শরিয়ত ও স্পষ্ট পন্থা এবং আল্লাহ যদি চাইতেন, তবে তোমাদের এক উম্মত বানাতেন। কিন্তু তিনি তোমাদের যা দিয়েছেন, তাতে তোমাদেরকে পরীক্ষা করতে চান।...’ (সুরা মায়েদা: ৪৮)
লেখক: ইসলামবিষয়ক গবেষক

যুগে যুগে আল্লাহ তাআলা মানুষের হিদায়াতের জন্য নবী-রাসুল পাঠিয়েছেন এবং তাঁদের কাছে বিভিন্ন কিতাব ও সহিফা পাঠিয়ে সঠিক পথের দিশা দিয়েছেন। কোরআন নাজিলের পর এসব আসমানি কিতাবের বিধান রহিত হয়ে গেলেও এগুলো যে আল্লাহ তাআলা নাজিল করেছেন, সে বিষয়ে ইমান আনা মুসলমান হওয়ার অন্যতম শর্ত। পবিত্র কোরআনে এ বিষয়ে সরাসরি নির্দেশ এসেছে।
ইসলামি বিশ্বাসমতে, প্রধান আসমানি কিতাব চারটি—তাওরাত, জাবুর, ইঞ্জিল ও কোরআন। এ ছাড়া আল্লাহ তাআলা বিভিন্ন নবীকে ১০০ সহিফা দান করেছেন। সব আসমানি কিতাব ও সহিফার ওপর ইমান রাখা আবশ্যক। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘ (মুত্তাকি তারাই) যারা আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং আপনার আগে যা অবতীর্ণ হয়েছে, তার প্রতি ইমান রাখে।’ (সুরা বাকারা: ৪)
ইসলামের বিশ্বাসমতে, পবিত্র কোরআনের বার্তার সঙ্গে আগের আসমানি কিতাবের কোনো ব্যাপারে অমিল হলে সেসব বিষয়ে কোরআনের নির্দেশনা মানতে হবে। আগের বিধান এই বিষয়ে রহিত সাব্যস্ত হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ‘আর আমি তোমার প্রতি কিতাব নাজিল করেছি যথাযথভাবে, এর আগের কিতাবের সত্যায়নকারী ও এর ওপর তদারককারী হিসেবে। সুতরাং আল্লাহ যা নাজিল করেছেন, তুমি তার মাধ্যমে ফয়সালা করো এবং তোমার কাছে যে সত্য এসেছে, তা ত্যাগ করে তাদের প্রবৃত্তির অনুসরণ কোরো না।
তোমাদের প্রত্যেকের জন্য আমি নির্ধারণ করেছি শরিয়ত ও স্পষ্ট পন্থা এবং আল্লাহ যদি চাইতেন, তবে তোমাদের এক উম্মত বানাতেন। কিন্তু তিনি তোমাদের যা দিয়েছেন, তাতে তোমাদেরকে পরীক্ষা করতে চান।...’ (সুরা মায়েদা: ৪৮)
লেখক: ইসলামবিষয়ক গবেষক

হাদিসে এমন কিছু সৌভাগ্যবান মানুষের কথা এসেছে, যাদের জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করেন। তাঁরা দোয়া করেন ক্ষমা, রহমত, হিদায়াত ও জান্নাতের জন্য। কারা সেই মানুষ, কোন আমলগুলো করলে একজন বান্দা এই মর্যাদায় পৌঁছাতে পারে?
৬ ঘণ্টা আগে
নামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটি যেমন আমাদের দৈহিক পবিত্রতা নিশ্চিত করে, তেমনই আত্মাকে পরিশুদ্ধ করে। আজকের এই নামাজের সময়সূচি আমাদের মনে করিয়ে দেয়—জীবনের ব্যস্ততা যতই থাকুক না কেন, আল্লাহর জন্য সময় বের করা আমাদের প্রধান দায়িত্ব।
১২ ঘণ্টা আগে
গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে দোয়ার মাধ্যমে শেষ হয়েছে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের অধীনে আয়োজিত তিন দিনব্যাপী খুরুজের জোড়। সকালে ঢাকা, গাজীপুরসহ আশপাশের জেলার ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে ইজতেমা ময়দানে। দোয়ায় অংশ নেন প্রায় ৭২টি দেশ থেকে ২ হাজার ৫০০ বিদেশি মেহমান ও বাংলাদেশের ধর্মপ্রাণ...
২১ ঘণ্টা আগে
অজু দৈনন্দিন জীবনে একাধিকবার ফিরে আসা এক পবিত্র চর্চা। যাঁরা অজুকে গুরুত্ব দেন, নিয়মিত অজু অবস্থায় থাকার চেষ্টা করেন, তাঁদের জন্য রয়েছে দুনিয়ায় শান্তি ও আখিরাতে মুক্তির প্রতিশ্রুতি। অজু নামাজের পূর্বশর্ত। এটি শুধু শরীর ধোয়ার একটি প্রক্রিয়া নয়, বরং আত্মিক ও শারীরিক পবিত্রতার সম্মিলিত একটি প্রতীক।
১ দিন আগে