
জাতিসংঘের সদর দপ্তরের সামনে থাকা অস্ত্রধারী এক ব্যক্তিকে তিন ঘণ্টার চেষ্টায় আটক করেছে নিউইয়র্ক পুলিশ। স্থানীয় সময় বৃহস্পতিবার তাঁকে ম্যানহাটনে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরের সামনে থেকে আটক করা হয়। এর আগে অস্ত্রধারী ওই ব্যক্তি জাতিসংঘের সদর দপ্তরের সামনে অবস্থান করেন। সতর্কতার অংশ হিসেবে সদর দপ্তরের চারপাশের রাস্তা বন্ধ করে দেয় প্রশাসন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিউইয়র্ক পুলিশ এক টুইট বার্তায় জানিয়েছে, ওই ব্যক্তি এখন পুলিশের হেফাজতে রয়েছে। সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েকটি ভিডিওতে অস্ত্রধারী ওই ব্যক্তিকে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে দেখা গেছে।
আইন প্রয়োগকারী এক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ওই ব্যক্তি ঘটনাস্থলেই জাতিসংঘকে দায়ী করে বিবৃতি দিয়েছিলেন। তাঁর দাবি ছিল, জাতিসংঘ বিশ্বের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।
আটক অস্ত্রধারী ব্যক্তি ফুটপাতে বেশ কয়েকটি নোটবুক রেখে গেছেন। নোটবুকগুলো নিউইয়র্ক পুলিশ সংগ্রহ করেছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিট থেকে বেলা ১টা ৪০ মিনিট পর্যন্ত প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে ওই অস্ত্রধারী ব্যক্তিকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
নিউইয়র্ক পুলিশের একজন মুখপাত্র বলেছেন, অস্ত্রধারী ওই ব্যক্তির বয়স ষাটের কাছাকাছি।
নাম প্রকাশ না করার শর্তে জাতিসংঘের একজন কর্মকর্তা বলেন, জাতিসংঘের সদর দপ্তরের সামনের প্রবেশপথে ওই ব্যক্তি আত্মহত্যার হুমকি দিয়েছিলেন। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, সশস্ত্র ওই ব্যক্তিকে ঘিরে রেখেছে পুলিশ। তিনি দীর্ঘ সময় ধরে অস্ত্র হাতে ফুটপাতে হাঁটাচলা করেন।

জাতিসংঘের সদর দপ্তরের সামনে থাকা অস্ত্রধারী এক ব্যক্তিকে তিন ঘণ্টার চেষ্টায় আটক করেছে নিউইয়র্ক পুলিশ। স্থানীয় সময় বৃহস্পতিবার তাঁকে ম্যানহাটনে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরের সামনে থেকে আটক করা হয়। এর আগে অস্ত্রধারী ওই ব্যক্তি জাতিসংঘের সদর দপ্তরের সামনে অবস্থান করেন। সতর্কতার অংশ হিসেবে সদর দপ্তরের চারপাশের রাস্তা বন্ধ করে দেয় প্রশাসন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিউইয়র্ক পুলিশ এক টুইট বার্তায় জানিয়েছে, ওই ব্যক্তি এখন পুলিশের হেফাজতে রয়েছে। সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েকটি ভিডিওতে অস্ত্রধারী ওই ব্যক্তিকে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে দেখা গেছে।
আইন প্রয়োগকারী এক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ওই ব্যক্তি ঘটনাস্থলেই জাতিসংঘকে দায়ী করে বিবৃতি দিয়েছিলেন। তাঁর দাবি ছিল, জাতিসংঘ বিশ্বের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।
আটক অস্ত্রধারী ব্যক্তি ফুটপাতে বেশ কয়েকটি নোটবুক রেখে গেছেন। নোটবুকগুলো নিউইয়র্ক পুলিশ সংগ্রহ করেছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিট থেকে বেলা ১টা ৪০ মিনিট পর্যন্ত প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে ওই অস্ত্রধারী ব্যক্তিকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
নিউইয়র্ক পুলিশের একজন মুখপাত্র বলেছেন, অস্ত্রধারী ওই ব্যক্তির বয়স ষাটের কাছাকাছি।
নাম প্রকাশ না করার শর্তে জাতিসংঘের একজন কর্মকর্তা বলেন, জাতিসংঘের সদর দপ্তরের সামনের প্রবেশপথে ওই ব্যক্তি আত্মহত্যার হুমকি দিয়েছিলেন। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, সশস্ত্র ওই ব্যক্তিকে ঘিরে রেখেছে পুলিশ। তিনি দীর্ঘ সময় ধরে অস্ত্র হাতে ফুটপাতে হাঁটাচলা করেন।

ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাবাসীর জন্য সবটুকু আশার আলো যেন নিভে যেতে বসেছে। উপত্যকার কয়েক ডজন আন্তর্জাতিক সাহায্য সংস্থাকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল, যা ওই অঞ্চলে জীবন রক্ষাকারী মানবিক কার্যক্রমকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।
১ ঘণ্টা আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল বুধবার জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তির লক্ষ্যমাত্রা থেকে তাঁর দেশ আর মাত্র ‘১০ শতাংশ’ দূরে। তবে তিনি সতর্ক করে বলেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনো অমীমাংসিত এবং মস্কোকে পুরস্কৃত করার বিরুদ্ধেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
তাইওয়ানকে ঘিরে চীনের বিশাল সামরিক মহড়া ‘জাস্টিস মিশন ২০২৫’ শেষ হওয়ার মাত্র এক দিন পরই সি চিন পিংয়ের এই কড়া বার্তা এল। উল্লেখ্য, চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে তা দখলের হুমকি দিয়ে আসছে।
১৫ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাম হাতে কালশিটে বা কালচে দাগ দেখা দেওয়ায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। শপথ নেওয়ার এক বছরের মাথায় ও ৮০ বছরে পা দেওয়ার ঠিক আগমুহূর্তে প্রেসিডেন্টের এই শারীরিক পরিবর্তনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন চিকিৎসা বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকেরা।
১৫ ঘণ্টা আগে