
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট থাকাকালে ২০১৭ সালে রাষ্ট্রীয় গোপন নথি নিজ বাড়িতে নিয়েছিলেন জো বাইডেন। তবে ইচ্ছাকৃতভাবে নথিগুলো নিয়ে গেলেও এ বিষয়ে তাঁকে কোনো ধরনে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে না। অন্তত এখনই। এসংক্রান্ত অভিযোগের তদন্তকারী কৌঁসুলি গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।
বিশেষ কৌঁসুলি রবার্ট হুর তাঁর প্রতিবেদনে উল্লেখ করেছেন, ১৫ মাসের তদন্ত শেষে তিনি বাইডেনকে এসংক্রান্ত মামলায় অভিযুক্ত করার বিপক্ষে। কারণ, এই অভিযোগ প্রমাণ করা কঠিন হবে। পাশাপাশি বাইডেন এই তদন্তে পুরোপুরি সহযোগিতা করেছেন এবং প্রতিবেদনে হুর বাইডেন ‘ভদ্র আচরণের দুর্বল স্মৃতির বুড়ো’ বলে অভিহিত করেছেন।
তবে তদন্ত প্রতিবেদনে ‘দুর্বল স্মৃতির বুড়ো’ বলে উল্লেখ করা বেজায় চটেছেন বাইডেন। তিনি বলেছেন, তাঁর স্মৃতি ঠিক আছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বাইডেন।
বাইডেন জানান, মূলত তাঁর ছেলে বিউ বাইডেনের মৃত্যুর পর তিনি স্বাভাবিক অবস্থায় ছিলেন না। এ কারণে তিনি নথির বিষয়গুলো ভুলে গিয়েছিলেন। তিনি দাবি করেছেন, ইচ্ছাকৃতভাবে নথি ফাঁসের যে অভিযোগ তাঁর বিরুদ্ধে তোলা হয়েছে, তা ‘স্রেফ সরল মিথ্যা।’
এদিকে, ট্রাম্পকে গোপন নথির মামলায় একপ্রকার ক্লিন চিট দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যাকে একই ধরনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে ফেডারেল মামলায়। ট্রাম্প বলেছেন, বাইডেনকে স্টেট ও ফেডারেল মামলা থেকে বাঁচিয়ে দেওয়া হচ্ছে। তবে ট্রাম্প কোনো প্রমাণ হাজির করেননি।
ট্রাম্প একটি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘এটি এখন প্রমাণ হয়েছে গেছে যে, আমাদের বিচারব্যবস্থা দুই স্তরের হয়ে গেছে এবং এখানে অসাংবিধানিকভাবে বিশেষ উপায়ে বিচার কার্যক্রম চলে।’

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট থাকাকালে ২০১৭ সালে রাষ্ট্রীয় গোপন নথি নিজ বাড়িতে নিয়েছিলেন জো বাইডেন। তবে ইচ্ছাকৃতভাবে নথিগুলো নিয়ে গেলেও এ বিষয়ে তাঁকে কোনো ধরনে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে না। অন্তত এখনই। এসংক্রান্ত অভিযোগের তদন্তকারী কৌঁসুলি গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।
বিশেষ কৌঁসুলি রবার্ট হুর তাঁর প্রতিবেদনে উল্লেখ করেছেন, ১৫ মাসের তদন্ত শেষে তিনি বাইডেনকে এসংক্রান্ত মামলায় অভিযুক্ত করার বিপক্ষে। কারণ, এই অভিযোগ প্রমাণ করা কঠিন হবে। পাশাপাশি বাইডেন এই তদন্তে পুরোপুরি সহযোগিতা করেছেন এবং প্রতিবেদনে হুর বাইডেন ‘ভদ্র আচরণের দুর্বল স্মৃতির বুড়ো’ বলে অভিহিত করেছেন।
তবে তদন্ত প্রতিবেদনে ‘দুর্বল স্মৃতির বুড়ো’ বলে উল্লেখ করা বেজায় চটেছেন বাইডেন। তিনি বলেছেন, তাঁর স্মৃতি ঠিক আছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বাইডেন।
বাইডেন জানান, মূলত তাঁর ছেলে বিউ বাইডেনের মৃত্যুর পর তিনি স্বাভাবিক অবস্থায় ছিলেন না। এ কারণে তিনি নথির বিষয়গুলো ভুলে গিয়েছিলেন। তিনি দাবি করেছেন, ইচ্ছাকৃতভাবে নথি ফাঁসের যে অভিযোগ তাঁর বিরুদ্ধে তোলা হয়েছে, তা ‘স্রেফ সরল মিথ্যা।’
এদিকে, ট্রাম্পকে গোপন নথির মামলায় একপ্রকার ক্লিন চিট দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যাকে একই ধরনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে ফেডারেল মামলায়। ট্রাম্প বলেছেন, বাইডেনকে স্টেট ও ফেডারেল মামলা থেকে বাঁচিয়ে দেওয়া হচ্ছে। তবে ট্রাম্প কোনো প্রমাণ হাজির করেননি।
ট্রাম্প একটি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘এটি এখন প্রমাণ হয়েছে গেছে যে, আমাদের বিচারব্যবস্থা দুই স্তরের হয়ে গেছে এবং এখানে অসাংবিধানিকভাবে বিশেষ উপায়ে বিচার কার্যক্রম চলে।’

জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি করে।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘আলোচনায় বসতে’ চেয়েছে। তবে তিনি এও বলেছেন যে, আলোচনায় বসার আগেই একটা কিছু করে ফেলতে পারেন তিনি।
১ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
৩ ঘণ্টা আগে