
ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের প্রধান শহর ব্যাটন রগে। সম্প্রতি সেখানকার মিলিয়নিয়ার বাসিন্দা ম্যাট বিউবিস জরুরি ‘ফায়ার অ্যালার্ম’ শুনে তড়িঘড়ি করে বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু কোথাও কোনো অগ্নিকাণ্ড না দেখে ৪২ বছর বয়সী এই ধনী নাগরিক কাছাকাছি একটি কফিশপের দিকে এগিয়ে যান। সেখানেই ঘটে ব্যতিক্রম এক ঘটনা!
বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই কফিশপের সামনেই স্থানীয় ৯ বছরের এক বালক ম্যাটকে একজন গৃহহীন মানুষ ভেবে বসে। ঘটনাটি ছিল এমন—একটি কফির অর্ডার দিয়ে শপের সামনেই দাঁড়িয়েছিলেন ম্যাট। আর এই ফাঁকে তিনি চোখ বন্ধ করে সকালের প্রার্থনাটুকু সেরে নিচ্ছিলেন।
এদিকে মধ্যবয়স্ক একজন মানুষকে এভাবে চোখ বুজে প্রার্থনারত অবস্থায় দেখে ক্যালভিন অ্যালিস জুনিয়র নামের সেই বালকটি তাঁর দিয়ে এগিয়ে যায়। শুধু তা-ই নয়, পকেট থেকে এক ডলারের একটি নোট বের করে এটি ম্যাটকে দিতে চায় সে।
ম্যাটের কাছে গিয়ে ক্যালভিন বলে, ‘এক্সকিউজ মি স্যার, আপনি কি একজন গৃহহীন? যদি তা হয়ে থাকেন, তবে এই নিন ডলার।’
এ বিষয়ে স্থানীয় একটি সংবাদমাধ্যমকে ক্যালভিন বলে, ‘আমার কাছে এর বেশি অর্থ ছিল না। ভেবেছিলাম, এক ডলার দিয়েই হয়তো ওই ব্যক্তি কিছু কিনে খেতে পারবেন।’
ক্যালভিন জানায়, স্কুলের পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য ওই এক ডলার তার বাবা তাকে দিয়েছিলেন।
তবে এই ঘটনাটি ম্যাট নামের সেই ভদ্রলোককে চমকে দিয়েছে। ছোট্ট এক বালকের এমন মহানুভবতায় তিনি মুগ্ধ হয়েছেন। পরে তিনি ক্যালভিনকে নাশতা কিনে খাওয়ান। আর তার বাবাকে একটি কফি পান করান এবং দুজনকেই ধন্যবাদ দেন। শুধু তাই নয়, ক্যালভিনকে তিনি শহরের একটি খেলার সরঞ্জামের দোকানে নিয়ে যান। আর বলেন, ‘তোমাকে ৪০ সেকেন্ড সময় দেওয়া হলো—এর মধ্যে তুমি যা যা নিতে চাও, পছন্দ করো।’
এ বিষয়ে সিবিএস নিউজকে ম্যাট বিউবিস বলেন, ‘আপনি যদি কিছু দেন, তবে আপনি আসলে এর থেকে আরও বেশি কিছু ফিরে পাবেন। ছোটবেলায় আমি এটা বুঝতে পারিনি। যদি আমরা এটাকে চারপাশে ছড়িয়ে দিতে পারি, সবকিছু বদলে যাবে।’
স্থানীয় সংবাদমাধ্যমগুলোকে ক্যালভিন জানায়, ঘটনাটি দারুণ ছিল। তবে ডলার দেওয়ার বিপরীতে কোনো কিছু পাওয়ার আশা ছিল না তার। কাউকে সাহায্য করলে আনন্দ অনুভব হয় বলেও জানায় সে।
উল্লেখ্য, গত কয়েক বছরে লুইজিয়ানা অঙ্গরাজ্যে গৃহহীন মানুষের সংখ্যা তুলনামূলকভাবে বেড়েছে। ধারণা করা হচ্ছে, ২০২১ সালে হারিকেন ইডার বিধ্বংসী প্রভাবে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের প্রধান শহর ব্যাটন রগে। সম্প্রতি সেখানকার মিলিয়নিয়ার বাসিন্দা ম্যাট বিউবিস জরুরি ‘ফায়ার অ্যালার্ম’ শুনে তড়িঘড়ি করে বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু কোথাও কোনো অগ্নিকাণ্ড না দেখে ৪২ বছর বয়সী এই ধনী নাগরিক কাছাকাছি একটি কফিশপের দিকে এগিয়ে যান। সেখানেই ঘটে ব্যতিক্রম এক ঘটনা!
বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই কফিশপের সামনেই স্থানীয় ৯ বছরের এক বালক ম্যাটকে একজন গৃহহীন মানুষ ভেবে বসে। ঘটনাটি ছিল এমন—একটি কফির অর্ডার দিয়ে শপের সামনেই দাঁড়িয়েছিলেন ম্যাট। আর এই ফাঁকে তিনি চোখ বন্ধ করে সকালের প্রার্থনাটুকু সেরে নিচ্ছিলেন।
এদিকে মধ্যবয়স্ক একজন মানুষকে এভাবে চোখ বুজে প্রার্থনারত অবস্থায় দেখে ক্যালভিন অ্যালিস জুনিয়র নামের সেই বালকটি তাঁর দিয়ে এগিয়ে যায়। শুধু তা-ই নয়, পকেট থেকে এক ডলারের একটি নোট বের করে এটি ম্যাটকে দিতে চায় সে।
ম্যাটের কাছে গিয়ে ক্যালভিন বলে, ‘এক্সকিউজ মি স্যার, আপনি কি একজন গৃহহীন? যদি তা হয়ে থাকেন, তবে এই নিন ডলার।’
এ বিষয়ে স্থানীয় একটি সংবাদমাধ্যমকে ক্যালভিন বলে, ‘আমার কাছে এর বেশি অর্থ ছিল না। ভেবেছিলাম, এক ডলার দিয়েই হয়তো ওই ব্যক্তি কিছু কিনে খেতে পারবেন।’
ক্যালভিন জানায়, স্কুলের পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য ওই এক ডলার তার বাবা তাকে দিয়েছিলেন।
তবে এই ঘটনাটি ম্যাট নামের সেই ভদ্রলোককে চমকে দিয়েছে। ছোট্ট এক বালকের এমন মহানুভবতায় তিনি মুগ্ধ হয়েছেন। পরে তিনি ক্যালভিনকে নাশতা কিনে খাওয়ান। আর তার বাবাকে একটি কফি পান করান এবং দুজনকেই ধন্যবাদ দেন। শুধু তাই নয়, ক্যালভিনকে তিনি শহরের একটি খেলার সরঞ্জামের দোকানে নিয়ে যান। আর বলেন, ‘তোমাকে ৪০ সেকেন্ড সময় দেওয়া হলো—এর মধ্যে তুমি যা যা নিতে চাও, পছন্দ করো।’
এ বিষয়ে সিবিএস নিউজকে ম্যাট বিউবিস বলেন, ‘আপনি যদি কিছু দেন, তবে আপনি আসলে এর থেকে আরও বেশি কিছু ফিরে পাবেন। ছোটবেলায় আমি এটা বুঝতে পারিনি। যদি আমরা এটাকে চারপাশে ছড়িয়ে দিতে পারি, সবকিছু বদলে যাবে।’
স্থানীয় সংবাদমাধ্যমগুলোকে ক্যালভিন জানায়, ঘটনাটি দারুণ ছিল। তবে ডলার দেওয়ার বিপরীতে কোনো কিছু পাওয়ার আশা ছিল না তার। কাউকে সাহায্য করলে আনন্দ অনুভব হয় বলেও জানায় সে।
উল্লেখ্য, গত কয়েক বছরে লুইজিয়ানা অঙ্গরাজ্যে গৃহহীন মানুষের সংখ্যা তুলনামূলকভাবে বেড়েছে। ধারণা করা হচ্ছে, ২০২১ সালে হারিকেন ইডার বিধ্বংসী প্রভাবে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ইন্দোনেশিয়ার উদ্ধারকারীরা নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করেছেন। ধারণা করা হচ্ছে, মেঘাচ্ছন্ন আবহাওয়ায় সুলাওয়েসি দ্বীপের পাহাড়ি অঞ্চলে পৌঁছানোর সময় বিমানটি বিধ্বস্ত হয়। ওই বিমানে ১১ জন আরোহী ছিলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা শাসনের জন্য প্রস্তাবিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদে যোগ দিতে ইচ্ছুক দেশগুলোর কাছে ১ বিলিয়ন ডলার অর্থ জোগানোর শর্ত দিচ্ছেন। এই অর্থের নিয়ন্ত্রণ থাকবে ট্রাম্পের হাতেই। এমনটি জানা গেছে মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে।
৩ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলের চালানো গণহত্যামূলক যুদ্ধ বন্ধে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অংশ হিসেবে ট্রাম্প প্রথম এই বোর্ডের কথা প্রকাশ করেন। সে সময় তিনি বলেছিলেন, এই সংস্থাটি গাজায় ‘শাসনব্যবস্থা গড়ে তোলা, আঞ্চলিক সম্পর্ক উন্নয়ন, পুনর্গঠন, বিনিয়োগ আকর্ষণ, বৃহৎ তহবিল সংগ্রহ এবং মূলধন ব্যবস্থাপনা’ তদারকি করবে।
৩ ঘণ্টা আগে
গাজায় প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য গঠিত নতুন ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটি শান্তি, অর্থনৈতিক উন্নয়ন এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। এমনটি বলা হয়েছে কমিটির শীর্ষ কর্মকর্তা ড. আলী শাথ প্রকাশিত এক মিশন স্টেটমেন্টে।
৫ ঘণ্টা আগে