করোনাভাইরাসের অতিসংক্রামক ধরন ডেলটা দাপট দেখানো শুরু করেছে যুক্তরাষ্ট্রে। এই ধরনের কারণে দেশটিতে বাড়তে শুরু করেছে করোনার রোগী। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
৬ জুলাই পর্যন্ত হিসাবে, গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রে গড়ে ১৩ হাজার ৮৫৯ জন করোনার রোগী শনাক্ত করা হয়েছে। যেখানে দেখা গেছে গত দুই সপ্তাহের চেয়ে যুক্তরাষ্ট্রে করোনা রোগী ২১ শতাংশের বেশি বেড়েছে।
সিডিসির পক্ষ থেকে বলা হয়েছে, ৩ জুলাই পর্যন্ত নতুন শনাক্ত হওয়া করোনার রোগীদের ৫২ শতাংশের দেহে ডেলটা ভ্যারিয়েন্ট পাওয়া গেছে।
বিশ্বে সবচেয়ে বেশি ভ্যাকসিন মজুত রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে। দেশটিতে প্রায় ৬৭ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ ভ্যাকসিন পেয়েছেন। গত এপ্রিল থেকেই যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ কম ছিল।
মার্কিন সংবাদমাধ্যম দ্য কানসাস সিটি স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মিসৌরির স্প্রিংফিল্ডের একটি হাসপাতালে করোনা রোগীর চাপ বাড়ায় ভেন্টিলেটরের সংকট দেখা দিয়েছে। হাসপাতালটিতে গত সোমবার পর্যন্ত ২১৩ জন করোনার রোগী ভর্তি ছিলেন। গত শুক্রবার ওই হাসপাতালে ১৬৮ জন করোনার রোগী ভর্তি ছিলেন। গত ২৪ মে ওই হাসপাতালে ৩১ জন করোনার রোগী ভর্তি ছিলেন।
বার্তা সংস্থা এএফপিকে যুক্তরাষ্ট্রের জনস হপকিনস সেন্টার ফর হেলথ সিকিউরিটির সংক্রামক রোগ বিশেষজ্ঞ আমেশ আদালজা বলেন, ‘আমরা সম্ভবত যুক্তরাষ্ট্রে দুটি ভিন্ন করোনা পরিস্থিতি দেখতে যাচ্ছি। যেখানে কম মানুষ ভ্যাকসিন নিয়েছেন, সেখানে বেশি সমস্যা হবে। আর যেখানকার মানুষজন বেশি ভ্যাকসিন নিয়েছেন, সেখানে এটি সাধারণ ভাইরাস হিসেবেই গণ্য করা হবে।’
করোনার সংক্রমণ ও মৃত্যুতে বিশ্বে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৩ কোটি ৪৬ লাখ ৪৩ হাজার ৯০২ জন করোনার রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৬ লাখ ২১ হাজার ৮৭৩ জন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গ্রিনল্যান্ড ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চাকাঙ্ক্ষা থেকে মস্কোকে দূরে সরিয়ে রেখেছেন। তিনি বলেছেন, ‘এটি মস্কোর বিষয় নয়।’ তাঁর মতে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটো (উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট) মিত্ররা এই বিষয়টি নিজেদের মধ্যে মিটিয়ে নেবে।
১৫ মিনিট আগে
গাজা উপত্যকায় গতকাল বুধবার ভোরের পর থেকে ইসরায়েলি হামলায় দুই শিশু এবং তিন সাংবাদিকসহ অন্তত ১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও ৬ জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২৬ মিনিট আগে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একটি শক্তিশালী ‘সনিক উইপন’ (শব্দাস্ত্র) ব্যবহার করেছিল বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, অস্ত্রটি বিশেষ। এটা আর কারও কাছে নেই। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির...
৮ ঘণ্টা আগে
গত বছরের জুলাইয়ে স্কটল্যান্ডের টার্নবেরিতে ট্রাম্প এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তির মূল লক্ষ্য ছিল ইউরোপীয় পণ্যের ওপর মার্কিন শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা এবং লবস্টারসহ (একধরনের সামুদ্রিক মাছে) নির্দিষ্ট কিছু মার্কিন পণ্যের
১০ ঘণ্টা আগে