
১৯৭৭ সালের ২১ মার্চ। হাওয়াইয়ের হোনোলুলুর ম্যাকিনলে হাই স্কুলে সেদিন এক ভয়াবহ ঘটনা ঘটে। স্কুলের ইংরেজি ভবনের দ্বিতীয় তলায় পাওয়া যায় ১৬ বছর বয়সী ডন মোমোহারার মৃতদেহ। তাঁর গলায় শক্ত করে জড়ানো ছিল কমলা রঙের একটি কাপড়। পুলিশের মতে, তাঁকে শারীরিক নির্যাতন এবং শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল।
ডনের মৃতদেহ পাওয়ার পর সেই ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছিল। স্কুলের সেই সময়ের শিক্ষার্থী সুসি চুন ওকল্যান্ড বলেন, ‘আমাদের জন্য এটা ছিল এক ভয়ানক অভিজ্ঞতা। আমরা এমন কিছু এর আগে কখনো দেখিনি। এটি আমাদের কমিউনিটির জন্য খুবই দুঃখজনক ছিল।’
রোববার সিএনএন জানিয়েছে, সেই হত্যাকাণ্ডের ৪৮ বছর পর আধুনিক ডিএনএ প্রযুক্তির সাহায্যে ৬৬ বছর বয়সী গিডিয়ন ক্যাস্ট্রোকে গ্রেপ্তার করেছে পুলিশ। গিডিয়ন সেই স্কুল থেকেই স্নাতক হয়েছিলেন। পুলিশের তথ্য অনুযায়ী, অতীতে গিডিয়ন জানিয়েছিলেন, তিনি ডনকে চিনতেন।
২০২৩ সালে পুলিশ তদন্তে জানতে পারে, গিডিয়ন ক্যাস্ট্রো বা তাঁর ভাই ডনের সন্দেহভাজন হত্যাকারী হতে পারেন। এই পর্যায়ে এসে তদন্তকারীরা যুক্তরাষ্ট্রের মূল ভূমিতে আসেন। কারণ ক্যাস্ট্রো পরিবার তত দিনে হাওয়াই দ্বীপ ছেড়ে যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যে বসবাস করছিলেন।
তদন্তকারীরা ডিএনএ পরীক্ষার জন্য ক্যাস্ট্রোর সন্তানদের থেকে গোপনে নমুনা সংগ্রহ করেছিলেন। পরীক্ষার মাধ্যমে পরে দেখা যায়, ডনের শর্টস থেকে পাওয়া ডিএনএ গিডিয়ন ক্যাস্ট্রোর ডিএনএ-র সঙ্গে মিলে যায়।
পুলিশ জানায়, ২০২৩ সালের জানুয়ারিতে ক্যাস্ট্রোর ডিএনএ সরাসরি সংগ্রহ করে নিশ্চিত হওয়া যায়, তিনিই ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। অবশেষে, গত ২৩ জানুয়ারি ক্যাস্ট্রোকে ইউটার একটি নার্সিং হোম থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গিডিয়নের গ্রেপ্তারের খবরে সুসি চুন ওকল্যান্ড বলেন, ‘ডনের পরিবার হয়তো আজ কিছুটা স্বস্তি পাবে। কিন্তু এ ধরনের অনেক ঘটনা এখনো অমীমাংসিত রয়ে গেছে।’

১৯৭৭ সালের ২১ মার্চ। হাওয়াইয়ের হোনোলুলুর ম্যাকিনলে হাই স্কুলে সেদিন এক ভয়াবহ ঘটনা ঘটে। স্কুলের ইংরেজি ভবনের দ্বিতীয় তলায় পাওয়া যায় ১৬ বছর বয়সী ডন মোমোহারার মৃতদেহ। তাঁর গলায় শক্ত করে জড়ানো ছিল কমলা রঙের একটি কাপড়। পুলিশের মতে, তাঁকে শারীরিক নির্যাতন এবং শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল।
ডনের মৃতদেহ পাওয়ার পর সেই ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছিল। স্কুলের সেই সময়ের শিক্ষার্থী সুসি চুন ওকল্যান্ড বলেন, ‘আমাদের জন্য এটা ছিল এক ভয়ানক অভিজ্ঞতা। আমরা এমন কিছু এর আগে কখনো দেখিনি। এটি আমাদের কমিউনিটির জন্য খুবই দুঃখজনক ছিল।’
রোববার সিএনএন জানিয়েছে, সেই হত্যাকাণ্ডের ৪৮ বছর পর আধুনিক ডিএনএ প্রযুক্তির সাহায্যে ৬৬ বছর বয়সী গিডিয়ন ক্যাস্ট্রোকে গ্রেপ্তার করেছে পুলিশ। গিডিয়ন সেই স্কুল থেকেই স্নাতক হয়েছিলেন। পুলিশের তথ্য অনুযায়ী, অতীতে গিডিয়ন জানিয়েছিলেন, তিনি ডনকে চিনতেন।
২০২৩ সালে পুলিশ তদন্তে জানতে পারে, গিডিয়ন ক্যাস্ট্রো বা তাঁর ভাই ডনের সন্দেহভাজন হত্যাকারী হতে পারেন। এই পর্যায়ে এসে তদন্তকারীরা যুক্তরাষ্ট্রের মূল ভূমিতে আসেন। কারণ ক্যাস্ট্রো পরিবার তত দিনে হাওয়াই দ্বীপ ছেড়ে যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যে বসবাস করছিলেন।
তদন্তকারীরা ডিএনএ পরীক্ষার জন্য ক্যাস্ট্রোর সন্তানদের থেকে গোপনে নমুনা সংগ্রহ করেছিলেন। পরীক্ষার মাধ্যমে পরে দেখা যায়, ডনের শর্টস থেকে পাওয়া ডিএনএ গিডিয়ন ক্যাস্ট্রোর ডিএনএ-র সঙ্গে মিলে যায়।
পুলিশ জানায়, ২০২৩ সালের জানুয়ারিতে ক্যাস্ট্রোর ডিএনএ সরাসরি সংগ্রহ করে নিশ্চিত হওয়া যায়, তিনিই ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। অবশেষে, গত ২৩ জানুয়ারি ক্যাস্ট্রোকে ইউটার একটি নার্সিং হোম থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গিডিয়নের গ্রেপ্তারের খবরে সুসি চুন ওকল্যান্ড বলেন, ‘ডনের পরিবার হয়তো আজ কিছুটা স্বস্তি পাবে। কিন্তু এ ধরনের অনেক ঘটনা এখনো অমীমাংসিত রয়ে গেছে।’

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘যদি কোনো দেশ গ্রিনল্যান্ড ইস্যুতে আমাদের সঙ্গে একমত না হয়, তবে আমি তাদের ওপর শুল্ক বসাতে পারি। কারণ জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন।’ তবে কোন কোন দেশের ওপর এই শুল্ক আরোপ হতে পারে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
৪ ঘণ্টা আগে
ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি দাবি করেছেন, দেশটিতে চলমান গণজাগরণ এখন একটি পূর্ণাঙ্গ বিপ্লবে রূপ নিয়েছে। আজ শুক্রবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের পতন হবেই—প্রশ্নটি এখন ‘হবে কি না’ তা নয়, বরং ‘কখন হবে’ তা নিয়ে।
৫ ঘণ্টা আগে
গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় বলা হয়েছিল—অবিলম্বে সব ধরনের সামরিক হামলা বন্ধ করতে হবে; ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে; গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সুনির্দিষ্ট সীমা নির্ধারণ করতে হবে; পূর্ণমাত্রায় মানবিক সহায়তা...
৯ ঘণ্টা আগে
এনডিটিভি জানিয়েছে, সীতামাড়ির ঝাঝিহাট গ্রামে সপ্তম শ্রেণির ছাত্র রিতেশ কুমার (ডাকনাম গোলু) সকালে যখন কোচিং ক্লাসে যাচ্ছিল, সে সময় এক দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই ছাত্র। খবর পেয়ে রিতেশের পরিবার ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যায়।
১১ ঘণ্টা আগে