
অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি ভাগাভাগি করে চীনকে মোকাবিলা করতে গত ১৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া একটি বিশেষ নিরাপত্তা চুক্তির কথা ঘোষণা করে। ত্রিদেশীয় এই চুক্তির নাম 'এইউকেইউএস'। চুক্তির প্রথম উদ্যোগ হিসেবে অস্ট্রেলিয়ার নৌবাহিনীর পারমাণবিক সাবমেরিন সক্ষমতা অর্জনে সহায়তা দিতে কাজ করার কথা বলা হয়। এই চুক্তির ফলে ফ্রান্সের নকশা করা একটি সাবমেরিন তৈরির চুক্তি বাতিল করে অস্ট্রেলিয়া। এতে বিপুল পরিমাণে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ে ফ্রান্স। এ নিয়েই ফ্রান্সের সঙ্গে ওই তিন দেশের (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া) সম্পর্কের টানাপোড়েন শুরু হয়।
ত্রিদেশীয় ওই চুক্তির পর ওয়াশিংটন ও ক্যানবেরা থেকে রাষ্ট্রদূতদের দেশে ডেকে পাঠায় প্যারিস। যুক্তরাজ্যের সঙ্গে একটি প্রতিরক্ষা বৈঠকও বাতিল করে দেশটি। তবে এই টানাপোড়েন দূর করতে বুধবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
গত কয়েক দিনের পাল্টাপাল্টি বক্তব্যের পর অবশেষে সমঝোতার পথে হাঁটতে শুরু করেছে ফ্রান্স। বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর মধ্যে টেলিফোনে প্রায় ৩০ মিনিট আলাপ হয়েছে।
বাইডেন-মাখোঁর ফোনালাপের পর মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস এবং ফ্রান্সের প্রেসিডেন্টের দপ্তর থেকে একটি যৌথ বিবৃতি দেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে কূটনৈতিক যোগাযোগ স্বাভাবিক করার ব্যাপারে উভয় দেশের নেতা সম্মত হয়েছেন। ফ্রান্স ও অন্যান্য ইউরোপীয় মিত্রদের কৌশলগত স্বার্থকে যুক্তরাষ্ট্র সব সময়েই গুরুত্ব দেয় এবং প্রেসিডেন্ট বাইডেন এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।’
দুই দেশের প্রেসিডেন্টের ফোনালাপের পর ফ্রান্স তাদের রাষ্ট্রদূতকে ওয়াশিংটনে ফেরত পাঠাতে রাজি হয়েছে। ত্রিদেশীয় চুক্তির আগে এ বিষয়ে প্যারিসের সঙ্গে আলোচনা না করা ভুল ছিল বলে স্বীকার করে নিয়েছে হোয়াইট হাউসও। এ ছাড়া আগামী অক্টোবরের শেষের দিকে দেখা করতে রাজি হয়েছেন বাইডেন ও মাখোঁ।

অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি ভাগাভাগি করে চীনকে মোকাবিলা করতে গত ১৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া একটি বিশেষ নিরাপত্তা চুক্তির কথা ঘোষণা করে। ত্রিদেশীয় এই চুক্তির নাম 'এইউকেইউএস'। চুক্তির প্রথম উদ্যোগ হিসেবে অস্ট্রেলিয়ার নৌবাহিনীর পারমাণবিক সাবমেরিন সক্ষমতা অর্জনে সহায়তা দিতে কাজ করার কথা বলা হয়। এই চুক্তির ফলে ফ্রান্সের নকশা করা একটি সাবমেরিন তৈরির চুক্তি বাতিল করে অস্ট্রেলিয়া। এতে বিপুল পরিমাণে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ে ফ্রান্স। এ নিয়েই ফ্রান্সের সঙ্গে ওই তিন দেশের (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া) সম্পর্কের টানাপোড়েন শুরু হয়।
ত্রিদেশীয় ওই চুক্তির পর ওয়াশিংটন ও ক্যানবেরা থেকে রাষ্ট্রদূতদের দেশে ডেকে পাঠায় প্যারিস। যুক্তরাজ্যের সঙ্গে একটি প্রতিরক্ষা বৈঠকও বাতিল করে দেশটি। তবে এই টানাপোড়েন দূর করতে বুধবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
গত কয়েক দিনের পাল্টাপাল্টি বক্তব্যের পর অবশেষে সমঝোতার পথে হাঁটতে শুরু করেছে ফ্রান্স। বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর মধ্যে টেলিফোনে প্রায় ৩০ মিনিট আলাপ হয়েছে।
বাইডেন-মাখোঁর ফোনালাপের পর মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস এবং ফ্রান্সের প্রেসিডেন্টের দপ্তর থেকে একটি যৌথ বিবৃতি দেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে কূটনৈতিক যোগাযোগ স্বাভাবিক করার ব্যাপারে উভয় দেশের নেতা সম্মত হয়েছেন। ফ্রান্স ও অন্যান্য ইউরোপীয় মিত্রদের কৌশলগত স্বার্থকে যুক্তরাষ্ট্র সব সময়েই গুরুত্ব দেয় এবং প্রেসিডেন্ট বাইডেন এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।’
দুই দেশের প্রেসিডেন্টের ফোনালাপের পর ফ্রান্স তাদের রাষ্ট্রদূতকে ওয়াশিংটনে ফেরত পাঠাতে রাজি হয়েছে। ত্রিদেশীয় চুক্তির আগে এ বিষয়ে প্যারিসের সঙ্গে আলোচনা না করা ভুল ছিল বলে স্বীকার করে নিয়েছে হোয়াইট হাউসও। এ ছাড়া আগামী অক্টোবরের শেষের দিকে দেখা করতে রাজি হয়েছেন বাইডেন ও মাখোঁ।

সুইজারল্যান্ডের অভিজাত স্কি রিসোর্ট ক্র্যান-মন্টানায় থার্টিফার্স্ট নাইটের এক জনাকীর্ণ বারে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১০০ জন। আজ বৃহস্পতিবার সুইজারল্যান্ড পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।
১ ঘণ্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ–আইপিএলে বাংলাদেশে ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমানকে দলে ভেড়ানোর কারণে বলিউড অভিনেতা ও কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানকে গাদ্দার বা দেশদ্রোহী বলে আখ্যা দিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক নেতা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
চলতি বছরের শুরুর দিকে ভারত-পাকিস্তানের মধ্যকার সামরিক সংঘাতের সময় যুদ্ধবিরতি অর্জনে মধ্যস্থতা করেছে চীন—এমনটাই দাবি করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তবে চীনের মধ্যস্থতার এই দাবি প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লির সরকারি সূত্রগুলো। কিন্তু কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো আসেনি।
৩ ঘণ্টা আগে
গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের চলমান যুদ্ধের আবহের মধ্যেই ২০২৫ সালে ৬৯ হাজারেরও বেশি নাগরিক দেশ ছেড়েছেন। গতকাল বুধবার প্রকাশিত এক বার্ষিক প্রতিবেদনে দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো (সিবিএস) জানিয়েছে, এর ফলে টানা দ্বিতীয় বছরের মতো ইসরায়েলে অভিবাসনের ভারসাম্য ঋণাত্মক পর্যায়ে পৌঁছেছে।
৫ ঘণ্টা আগে