
কুখ্যাত গুয়ানতানামো বে সামরিক কারাগার থেকে সৌদি আরবের এক প্রকৌশলীকে মুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রকৌশলী ঘাসান আল শারবির (৪৮) বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ না থাকলেও তিনি ২০ বছরেরও বেশি সময় কারাবন্দী ছিলেন। বৃহস্পতিবার (৯ মার্চ) মার্কিন প্রতিরক্ষা বিভাগের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
বুধবার মার্কিন প্রতিরক্ষা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, আল শারবিকে সৌদি আরবে ফেরত পাঠানো হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে পেন্টাগনের একটি পর্যালোচনাকারী বোর্ড সিদ্ধান্ত নেয়, তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য কোনো উল্লেখযোগ্য হুমকি সৃষ্টি করছেন না। তাই তাঁকে আর আটক রাখার প্রয়োজন নেই।
বিবৃতিতে বলা হয়, ‘শারবিকে সৌদি আরবে স্থানান্তর করা হলেও নিরাপত্তা সংশ্লিষ্ট কিছু বিষয় তাঁকে মেনে চলতে হবে। যেমন, নজরদারিতে থাকা, ভ্রমণের ওপর বিধিনিষেধ ও যেকোনো প্রয়োজনে তথ্য দিয়ে সহায়তা করা।
পেন্টাগনের পর্যালোচনাকারী বোর্ড ২০২২ সালে সিদ্ধান্ত নেয়, শারবি জঙ্গি সংগঠন আল-কায়দার কোনো সহায়তাকারীর ভূমিকা পালন করেনি এবং তিনি আটক থাকাকালে সব ধরনের নীতি মেনে চলেছেন। তবে তাঁর ‘শারীরিক ও মানসিক স্বাস্থ্য সমস্যা’ রয়েছে বলে জানায় বোর্ড।
যুক্তরাষ্ট্র এর আগে জানিয়েছিল নাইন ইলেভেনের হামলার পর শারবি পাকিস্তানে পালিয়ে যান। সেখানে তিনি বোমা বানানোর ওপর প্রশিক্ষণ নেন। এই অভিযোগে পরের বছর ২০০২ সালে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর পর পুলিশ হেফাজতে নির্যাতন করা হয় এবং পরবর্তীতে গুয়ানতানামো বে সামরিক কারাগারে পাঠানো হয়। তবে শারবির বিরুদ্ধে কখনোই আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনা হয়নি। প্রায় ২১ বছর ধরে তাঁকে শত্রুপক্ষের যোদ্ধা হিসেবে আটকে রাখে যুক্তরাষ্ট্র।

কুখ্যাত গুয়ানতানামো বে সামরিক কারাগার থেকে সৌদি আরবের এক প্রকৌশলীকে মুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রকৌশলী ঘাসান আল শারবির (৪৮) বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ না থাকলেও তিনি ২০ বছরেরও বেশি সময় কারাবন্দী ছিলেন। বৃহস্পতিবার (৯ মার্চ) মার্কিন প্রতিরক্ষা বিভাগের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
বুধবার মার্কিন প্রতিরক্ষা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, আল শারবিকে সৌদি আরবে ফেরত পাঠানো হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে পেন্টাগনের একটি পর্যালোচনাকারী বোর্ড সিদ্ধান্ত নেয়, তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য কোনো উল্লেখযোগ্য হুমকি সৃষ্টি করছেন না। তাই তাঁকে আর আটক রাখার প্রয়োজন নেই।
বিবৃতিতে বলা হয়, ‘শারবিকে সৌদি আরবে স্থানান্তর করা হলেও নিরাপত্তা সংশ্লিষ্ট কিছু বিষয় তাঁকে মেনে চলতে হবে। যেমন, নজরদারিতে থাকা, ভ্রমণের ওপর বিধিনিষেধ ও যেকোনো প্রয়োজনে তথ্য দিয়ে সহায়তা করা।
পেন্টাগনের পর্যালোচনাকারী বোর্ড ২০২২ সালে সিদ্ধান্ত নেয়, শারবি জঙ্গি সংগঠন আল-কায়দার কোনো সহায়তাকারীর ভূমিকা পালন করেনি এবং তিনি আটক থাকাকালে সব ধরনের নীতি মেনে চলেছেন। তবে তাঁর ‘শারীরিক ও মানসিক স্বাস্থ্য সমস্যা’ রয়েছে বলে জানায় বোর্ড।
যুক্তরাষ্ট্র এর আগে জানিয়েছিল নাইন ইলেভেনের হামলার পর শারবি পাকিস্তানে পালিয়ে যান। সেখানে তিনি বোমা বানানোর ওপর প্রশিক্ষণ নেন। এই অভিযোগে পরের বছর ২০০২ সালে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর পর পুলিশ হেফাজতে নির্যাতন করা হয় এবং পরবর্তীতে গুয়ানতানামো বে সামরিক কারাগারে পাঠানো হয়। তবে শারবির বিরুদ্ধে কখনোই আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনা হয়নি। প্রায় ২১ বছর ধরে তাঁকে শত্রুপক্ষের যোদ্ধা হিসেবে আটকে রাখে যুক্তরাষ্ট্র।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘যদি কোনো দেশ গ্রিনল্যান্ড ইস্যুতে আমাদের সঙ্গে একমত না হয়, তবে আমি তাদের ওপর শুল্ক বসাতে পারি। কারণ জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন।’ তবে কোন কোন দেশের ওপর এই শুল্ক আরোপ হতে পারে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
৩ ঘণ্টা আগে
ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি দাবি করেছেন, দেশটিতে চলমান গণজাগরণ এখন একটি পূর্ণাঙ্গ বিপ্লবে রূপ নিয়েছে। আজ শুক্রবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের পতন হবেই—প্রশ্নটি এখন ‘হবে কি না’ তা নয়, বরং ‘কখন হবে’ তা নিয়ে।
৩ ঘণ্টা আগে
গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় বলা হয়েছিল—অবিলম্বে সব ধরনের সামরিক হামলা বন্ধ করতে হবে; ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে; গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সুনির্দিষ্ট সীমা নির্ধারণ করতে হবে; পূর্ণমাত্রায় মানবিক সহায়তা...
৭ ঘণ্টা আগে
এনডিটিভি জানিয়েছে, সীতামাড়ির ঝাঝিহাট গ্রামে সপ্তম শ্রেণির ছাত্র রিতেশ কুমার (ডাকনাম গোলু) সকালে যখন কোচিং ক্লাসে যাচ্ছিল, সে সময় এক দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই ছাত্র। খবর পেয়ে রিতেশের পরিবার ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যায়।
৯ ঘণ্টা আগে