Ajker Patrika

২১ বছর পর গুয়ানতানামো বে কারাগার থেকে মুক্তি পেলেন সৌদি প্রকৌশলী

২১ বছর পর গুয়ানতানামো বে কারাগার থেকে মুক্তি পেলেন সৌদি প্রকৌশলী

কুখ্যাত গুয়ানতানামো বে সামরিক কারাগার থেকে সৌদি আরবের এক প্রকৌশলীকে মুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রকৌশলী ঘাসান আল শারবির (৪৮) বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ না থাকলেও তিনি ২০ বছরেরও বেশি সময় কারাবন্দী ছিলেন। বৃহস্পতিবার (৯ মার্চ) মার্কিন প্রতিরক্ষা বিভাগের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। 

বুধবার মার্কিন প্রতিরক্ষা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, আল শারবিকে সৌদি আরবে ফেরত পাঠানো হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে পেন্টাগনের একটি পর্যালোচনাকারী বোর্ড সিদ্ধান্ত নেয়, তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য কোনো উল্লেখযোগ্য হুমকি সৃষ্টি করছেন না। তাই তাঁকে আর আটক রাখার প্রয়োজন নেই। 

বিবৃতিতে বলা হয়, ‘শারবিকে সৌদি আরবে স্থানান্তর করা হলেও নিরাপত্তা সংশ্লিষ্ট কিছু বিষয় তাঁকে মেনে চলতে হবে। যেমন, নজরদারিতে থাকা, ভ্রমণের ওপর বিধিনিষেধ ও যেকোনো প্রয়োজনে তথ্য দিয়ে সহায়তা করা। 

পেন্টাগনের পর্যালোচনাকারী বোর্ড ২০২২ সালে সিদ্ধান্ত নেয়, শারবি জঙ্গি সংগঠন আল-কায়দার কোনো সহায়তাকারীর ভূমিকা পালন করেনি এবং তিনি আটক থাকাকালে সব ধরনের নীতি মেনে চলেছেন। তবে তাঁর ‘শারীরিক ও মানসিক স্বাস্থ্য সমস্যা’ রয়েছে বলে জানায় বোর্ড।

যুক্তরাষ্ট্র এর আগে জানিয়েছিল নাইন ইলেভেনের হামলার পর শারবি পাকিস্তানে পালিয়ে যান। সেখানে তিনি বোমা বানানোর ওপর প্রশিক্ষণ নেন। এই অভিযোগে পরের বছর ২০০২ সালে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর পর পুলিশ হেফাজতে নির্যাতন করা হয় এবং পরবর্তীতে গুয়ানতানামো বে সামরিক কারাগারে পাঠানো হয়। তবে শারবির বিরুদ্ধে কখনোই আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনা হয়নি। প্রায় ২১ বছর ধরে তাঁকে শত্রুপক্ষের যোদ্ধা হিসেবে আটকে রাখে যুক্তরাষ্ট্র।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত