আজকের পত্রিকা ডেস্ক

নিউ জার্সিতে মার্কিন প্রেসিডেন্টের রাষ্ট্রীয় বিমান এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, গত ২৯ এপ্রিল ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের মন্তব্যের সঙ্গে তিনি একমত। বেসেন্ট বলেছিলেন, যুক্তরাষ্ট্রের ‘সমৃদ্ধ বস্ত্র শিল্পের’ প্রয়োজন নেই। তবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্সিল অব টেক্সটাইল অর্গানাইজেশনসের সমালোচনা করেছিল।
ট্রাম্প বলেন, ‘আমরা স্নিকার্স ও টি-শার্ট তৈরির কথা ভাবছি না। আমরা সামরিক সরঞ্জাম তৈরি করতে চাই। আমরা বড় কিছু তৈরি করতে চাই। আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার কাজগুলো করতে চাই।’ তিনি আরও বলেন, ‘সত্যি বলতে, আমি টি-শার্ট তৈরিতে আগ্রহী নই। আমি মোজা তৈরিতে আগ্রহী নই। আমরা অন্য জায়গায় সেগুলো খুব ভালোভাবে করতে পারি। আমরা চিপ, কম্পিউটার এবং আরও অনেক কিছু—যেমন ট্যাংক ও জাহাজ তৈরি করতে চাই।’
আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন (এএপিএ) ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় বলেছে, শুল্ক এই শিল্পের জন্য ভালো নয়। সংস্থাটির প্রেসিডেন্ট স্টিভ লামার এক বিবৃতিতে বলেন, ‘আমাদের পরা ৯৭ শতাংশ পোশাক ও জুতা আমদানি করা হয়। পোশাক ও জুতার শিল্প ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ শুল্কপ্রাপ্ত শিল্প। আমাদের বাস্তবসম্মত সমাধানের দিকে মনোযোগ দিতে হবে, যা পরিবর্তন আনতে পারে।’
লামার আরও বলেন, ‘আরও শুল্কের অর্থ হবে মার্কিন উৎপাদকদের জন্য উচ্চতর উৎপাদন ব্যয় এবং নিম্ন আয়ের ভোক্তাদের জন্য উচ্চ মূল্য।’
ট্রাম্প ব্যাপক শুল্ক আরোপ করে বিশ্ব বাজারকে উল্টে দিয়েছেন। শুক্রবার তিনি ইউরোপীয় ইউনিয়ন পণ্যের ওপর ১ জুন থেকে ৫০ শতাংশ শুল্ক আরোপের কথা বলে কঠোর বাণিজ্যনীতি পুনরুজ্জীবিত করেন। তিনি অ্যাপলকে সতর্ক করেছেন যে মার্কিন ভোক্তাদের কেনা সমস্ত আমদানি করা আইফোনের ওপর তিনি ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারেন।
তবে রোববার তিনি ইউরোপীয় ইউনিয়নের হুমকির বিষয়ে সুর নরম করেন। ওয়াশিংটন ও ২৭ জাতির জোটের মধ্যে আলোচনার জন্য তিনি সেই শুল্কের সময়সীমা ৯ জুলাই পর্যন্ত বাড়িয়েছেন।

নিউ জার্সিতে মার্কিন প্রেসিডেন্টের রাষ্ট্রীয় বিমান এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, গত ২৯ এপ্রিল ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের মন্তব্যের সঙ্গে তিনি একমত। বেসেন্ট বলেছিলেন, যুক্তরাষ্ট্রের ‘সমৃদ্ধ বস্ত্র শিল্পের’ প্রয়োজন নেই। তবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্সিল অব টেক্সটাইল অর্গানাইজেশনসের সমালোচনা করেছিল।
ট্রাম্প বলেন, ‘আমরা স্নিকার্স ও টি-শার্ট তৈরির কথা ভাবছি না। আমরা সামরিক সরঞ্জাম তৈরি করতে চাই। আমরা বড় কিছু তৈরি করতে চাই। আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার কাজগুলো করতে চাই।’ তিনি আরও বলেন, ‘সত্যি বলতে, আমি টি-শার্ট তৈরিতে আগ্রহী নই। আমি মোজা তৈরিতে আগ্রহী নই। আমরা অন্য জায়গায় সেগুলো খুব ভালোভাবে করতে পারি। আমরা চিপ, কম্পিউটার এবং আরও অনেক কিছু—যেমন ট্যাংক ও জাহাজ তৈরি করতে চাই।’
আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন (এএপিএ) ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় বলেছে, শুল্ক এই শিল্পের জন্য ভালো নয়। সংস্থাটির প্রেসিডেন্ট স্টিভ লামার এক বিবৃতিতে বলেন, ‘আমাদের পরা ৯৭ শতাংশ পোশাক ও জুতা আমদানি করা হয়। পোশাক ও জুতার শিল্প ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ শুল্কপ্রাপ্ত শিল্প। আমাদের বাস্তবসম্মত সমাধানের দিকে মনোযোগ দিতে হবে, যা পরিবর্তন আনতে পারে।’
লামার আরও বলেন, ‘আরও শুল্কের অর্থ হবে মার্কিন উৎপাদকদের জন্য উচ্চতর উৎপাদন ব্যয় এবং নিম্ন আয়ের ভোক্তাদের জন্য উচ্চ মূল্য।’
ট্রাম্প ব্যাপক শুল্ক আরোপ করে বিশ্ব বাজারকে উল্টে দিয়েছেন। শুক্রবার তিনি ইউরোপীয় ইউনিয়ন পণ্যের ওপর ১ জুন থেকে ৫০ শতাংশ শুল্ক আরোপের কথা বলে কঠোর বাণিজ্যনীতি পুনরুজ্জীবিত করেন। তিনি অ্যাপলকে সতর্ক করেছেন যে মার্কিন ভোক্তাদের কেনা সমস্ত আমদানি করা আইফোনের ওপর তিনি ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারেন।
তবে রোববার তিনি ইউরোপীয় ইউনিয়নের হুমকির বিষয়ে সুর নরম করেন। ওয়াশিংটন ও ২৭ জাতির জোটের মধ্যে আলোচনার জন্য তিনি সেই শুল্কের সময়সীমা ৯ জুলাই পর্যন্ত বাড়িয়েছেন।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি জানুয়ারি মাসের মধ্যেই ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরিত হতে পারে। আজ সোমবার গুজরাটের আহমেদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ এই সম্ভাবনার কথা জানিয়ে...
৫ ঘণ্টা আগে
ইরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত বিক্ষোভকারীদের সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে—এমন আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে। ইন্টারনেট সম্পূর্ণভাবে বন্ধ থাকলেও মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ও ছবি বাইরে আসতে শুরু করেছে।
৫ ঘণ্টা আগে
ইরানের রাজধানী তেহরানের ফরেনসিক ডায়াগনস্টিক অ্যান্ড ল্যাবরেটরি সেন্টারের একটি ভিডিওতে বিপুলসংখ্যক মরদেহ দেখা যাওয়ার দাবি ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। গত কয়েক দিনে সামাজিক মাধ্যমে ওই কেন্দ্র থেকে ধারণ করা অন্তত ছয়টি ভিডিও প্রকাশিত হয়েছে।
৬ ঘণ্টা আগে
জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) সোমবার (১২ জানুয়ারি) গাম্বিয়া অভিযোগ করেছে, মিয়ানমার পরিকল্পিতভাবে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ধ্বংসের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এবং তাদের জীবনকে এক ভয়াবহ দুঃস্বপ্নে রূপ দিয়েছে।
৭ ঘণ্টা আগে