
গত সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপ হয়। পরে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বাইডেনের সঙ্গে সশরীরে বৈঠক প্রত্যাখ্যান করেছে শি চিনপিং। তবে মার্কিন স্থানীয় সময় মঙ্গলবার বাইডেন জানিয়েছেন এই খবরটি মিথ্যা।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে হওয়া ৯০ মিনিটের ফোনালাপে বাইডেনের বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করে শি চিনপিং।
এ নিয়ে প্রশ্ন করলে সাংবাদিকদের বাইডেন বলেন, এটি সত্য নয়।
বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান একটি বিবৃতিতে বলেন, প্রতিবেদনটি ফোনালাপটির সঠিক চিত্রায়ণ নয়। উভয় প্রেসিডেন্ট ব্যক্তিগত আলোচনার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। সেটিকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি।
তবে ওই ফোনালাপের সময় উপস্থিত ছিলেন এমন একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছিলেন যে শি চিনপিংয়ের বৈঠক প্রত্যাখ্যানের খবরটি সঠিক।
ওই সূত্র রয়টার্সকে বলেন, শি ফোনালাপে স্পষ্টত জানিয়েছেন যে বৈঠকের আগে সম্পর্কের উন্নয়ন দরকার করা।
এ নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থিত চীনা দূতাবাসের পক্ষ থেকে কিছু বলা হয়নি।
ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়, শি চিনপিংয়ের সঙ্গে সশরীরে বৈঠক নিয়ে আশাবাদী ছিলেন বাইডেন। তিনি ভাবতেও পারেননি যে এভাবে তাঁকে প্রত্যাখ্যাত করবে শি চিনপিং।
একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, হোয়াইট হাউস মনে করছে করোনা নিয়ে শঙ্কার কারণে শি ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে চাচ্ছেন না।
আগামী অক্টোবরে ইতালিতে জি২০ সামিট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে শি চিনপিং এবং বাইডেনের সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে করোনা শুরু হওয়ার পর এখনো দেশের বাইরে সফরে যাননি শি চিনপিং।
মানবাধিকার, করোনার উৎস, বাণিজ্য, জলবায়ু পরিবর্তন ইস্যুতে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বিরোধ চলছে। গত ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ফোনালাপ করেছিলেন শি চিনপিং। বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষমতাগ্রহণের কিছুদিন পরই ওই ফোনালাপ হয়। এরপর দীর্ঘ সাত মাস পর গত সপ্তাহে শি ও বাইডেনের মধ্যে সর্বশেষ ফোনালাপ হয়।

গত সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপ হয়। পরে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বাইডেনের সঙ্গে সশরীরে বৈঠক প্রত্যাখ্যান করেছে শি চিনপিং। তবে মার্কিন স্থানীয় সময় মঙ্গলবার বাইডেন জানিয়েছেন এই খবরটি মিথ্যা।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে হওয়া ৯০ মিনিটের ফোনালাপে বাইডেনের বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করে শি চিনপিং।
এ নিয়ে প্রশ্ন করলে সাংবাদিকদের বাইডেন বলেন, এটি সত্য নয়।
বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান একটি বিবৃতিতে বলেন, প্রতিবেদনটি ফোনালাপটির সঠিক চিত্রায়ণ নয়। উভয় প্রেসিডেন্ট ব্যক্তিগত আলোচনার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। সেটিকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি।
তবে ওই ফোনালাপের সময় উপস্থিত ছিলেন এমন একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছিলেন যে শি চিনপিংয়ের বৈঠক প্রত্যাখ্যানের খবরটি সঠিক।
ওই সূত্র রয়টার্সকে বলেন, শি ফোনালাপে স্পষ্টত জানিয়েছেন যে বৈঠকের আগে সম্পর্কের উন্নয়ন দরকার করা।
এ নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থিত চীনা দূতাবাসের পক্ষ থেকে কিছু বলা হয়নি।
ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়, শি চিনপিংয়ের সঙ্গে সশরীরে বৈঠক নিয়ে আশাবাদী ছিলেন বাইডেন। তিনি ভাবতেও পারেননি যে এভাবে তাঁকে প্রত্যাখ্যাত করবে শি চিনপিং।
একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, হোয়াইট হাউস মনে করছে করোনা নিয়ে শঙ্কার কারণে শি ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে চাচ্ছেন না।
আগামী অক্টোবরে ইতালিতে জি২০ সামিট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে শি চিনপিং এবং বাইডেনের সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে করোনা শুরু হওয়ার পর এখনো দেশের বাইরে সফরে যাননি শি চিনপিং।
মানবাধিকার, করোনার উৎস, বাণিজ্য, জলবায়ু পরিবর্তন ইস্যুতে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বিরোধ চলছে। গত ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ফোনালাপ করেছিলেন শি চিনপিং। বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষমতাগ্রহণের কিছুদিন পরই ওই ফোনালাপ হয়। এরপর দীর্ঘ সাত মাস পর গত সপ্তাহে শি ও বাইডেনের মধ্যে সর্বশেষ ফোনালাপ হয়।

প্রতিবেশী দেশ বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালের মতো গণ-অভ্যুত্থানের মাধ্যমে ভারতের বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানিয়ে বিতর্কের মুখে পড়েছেন ইন্ডিয়ান ন্যাশনাল লোকদলের (আইএনএলডি) প্রধান অভয় সিং চৌতালা।
৪৪ মিনিট আগে
আইপিএল ২০২৬ মৌসুমের জন্য কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নেওয়ায় ভারতে বিতর্ক তুঙ্গে। শিবসেনার পর অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম উমর আহমেদ ইলিয়াসি এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন।
১ ঘণ্টা আগে
লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আকাশ ফুঁড়ে উঠছে ধোঁয়ার কুণ্ডলী। সেখানে অবস্থানরত আল–জাজিরার প্রতিনিধি বিষয়টি নিশ্চিত করেছেন। আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এই ঘটনা ঘটল।
১ ঘণ্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ—আইপিএলের ২০২৬ সিজনের জন্য শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলে বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে নেওয়ার সিদ্ধান্ত ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তাতে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ নিয়েছেন কংগ্রেস এমপি শশী থারুর।
১ ঘণ্টা আগে