এমরান হোসাইন, যুক্তরাষ্ট্র থেকে

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বাঙালি হিন্দুদের অন্যতম উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। ক্যানসাস অঙ্গরাজ্যের ক্যানসাস সিটি ও উচিটা শহরে দুই দিনব্যাপী দুর্গোৎসব শুরু হয় শনিবার (৮ অক্টোবর)। রোববার (৯ অক্টোবর) দুর্গা দেবীকে বিদায় জানানোর মধ্য দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গাপূজা।
কনকনে শীত উপেক্ষা করে দুই দিনব্যাপী বর্ণিল আয়োজনে প্রথম দিন শনিবার সকাল থেকে পুরোহিত শুভেচ্ছা চক্রবর্তী ও শুভাগত চক্রবর্তী পূজারিদের নিয়ে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী পালন করেছেন। এদিন সকাল থেকে ক্যানসাসের বিভিন্ন শহর থেকে শত শত পূজারি এনডেভার স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন সেন্টারে যোগ দেন।
মেয়েকে দেখতে পরিবার নিয়ে বাংলাদেশ থেকে ছুটে এসেছেন পীযূষ ভট্টাচার্য। তিনি বলেন, ‘ভারত ও বাংলাদেশের সমাজে পূজার যে ঐতিহ্য, তা ধরে রাখতে এ আয়োজন। প্রবাসজীবনে নানা ব্যস্ততার মাঝেও এ আয়োজন সত্যি মনোমুগ্ধকর।’
আরেক পূজারি সঞ্জিব বলেন, ‘নতুন প্রজন্মের চিন্তাচেতনায় পূজায় আধুনিকতার ছোঁয়া লাগা স্বাভাবিক। একসময় আমরা এক জামায় পূজা শেষ করেছি। এখন চার দিনে চার সেট রংচটা জামা না হলে নয়, এর সঙ্গে সামাজিক যোগাযোগে ছবি পোস্ট করতে হলেও পূজার আয়োজনকে মনের মাধুরী মিশিয়ে আরও সমৃদ্ধ করতে প্রতিযোগিতা চলে, যার ঢেউ দক্ষিণ এশিয়া হয়ে মার্কিন মুলুকে এসে পড়েছে।’
এদিকে নিউজার্সির আটলান্টিক সিটি থেকে দীপা দে জানান, নানা আয়োজনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার দুর্গোৎসব শেষ হয়েছে।
এ ছাড়া টেক্সাস, ডালাস, ওকলাহোমা, অ্যারিজোনা, নিউইয়র্ক, ওয়াশিংটনসহ নানা অঙ্গরাজ্যে এ উৎসব উদ্যাপিত হয়েছে।
প্রতিবারের মতো এবারও অনেকে ক্যানসাসের আশপাশের শহর থেকে পূজায় যোগ দিতে উচিটায় এসেছিলেন। শুরুতে হিন্দু ধর্মের মূলমন্ত্র পাঠ করতে গিয়ে শুভেচ্ছা চক্রবর্তী বলেন, ‘নিষ্ঠার সঙ্গে প্রার্থনা বা পুষ্পাঞ্জলি করলে মনে শুদ্ধি ও উচ্চভাব লাভ হয়।’ সৃষ্টির মূল ধ্বনি ‘ওম’-এর মাঝে সৃষ্টির মূলমন্ত্র রয়েছে বলে পূজারিদের স্মরণ করিয়ে দেন।
এ সময় দেবী দুর্গার বেদিতে পুষ্পাঞ্জলি, আরতি, মহাপ্রসাদ বিতরণ করা হয়। প্রশান্তর খাসির রেজালা, ইলিশ মাছ ভাজাসহ নানা পদের মুখরোচক বাঙালি খাবার দিয়ে চলে ভূরিভোজ। এরপর শারদীয় শুভেচ্ছার মধ্য দিয়ে আলো ঝলমলে মঞ্চে পূজায় আগত একঝাঁক তরুণ-তরুণীর যৌথ নৃত্যে উৎসবমুখর হয়ে ওঠে মণ্ডপ চত্বর।
এর আগে দ্বৈত সংগীতের মূর্ছনায় মুগ্ধতার আবেশ ছড়িয়ে যায়।
বিশ্বাস অনুযায়ী, অশুভ শক্তিকে দমন করার জন্য দেবী দুর্গার পৃথিবীতে আগমন। ষষ্ঠী, সপ্তমী, নবমী পর্যন্ত দেবীর অর্চনা করা হয়। দশমী তিথিতে দেবীর বিসর্জন। আর তাই এই দশমী ‘বিজয়া দশম’ নামে খ্যাত। রোববার ছিল সেই মাহেন্দ্রক্ষণ।
তাই ক্যানসাস রাজ্যের বিভিন্ন সিটি থেকে ছুটে আসা অনেক পূজারিকে দেবীর বিগ্রহের সামনে দল বেঁধে সেলফি তুলতে দেখা গেছে। বাদ্যের তালে প্রকৌশলী রুপেন দেবের নেতৃত্বে শৈল্পিক নৃত্য অনুষ্ঠানে যোগ করে ভিন্নমাত্রা।
পূজার দ্বিতীয় দিনে দুর্গা দেবীর আশীর্বাদ নিতে আসা পূজারিরা দুর্গার বেদিতে শেষ ছোঁয়া নিতে দেখা যায়। এ সময় বাদ্যের তালে তালে পূজারিরা সিঁদুর খেলায় মেতে ওঠেন। সিঁদুর খেলার মাধ্যমে বিজয়ার ভারাক্রান্ত হ্রদয়ে কিছুটা আনন্দ যোগ করে।
অনুষ্ঠানের আয়োজক দীপক ঘোষ আগত পূজারিদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্যে অনুষ্ঠান সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানান।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বাঙালি হিন্দুদের অন্যতম উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। ক্যানসাস অঙ্গরাজ্যের ক্যানসাস সিটি ও উচিটা শহরে দুই দিনব্যাপী দুর্গোৎসব শুরু হয় শনিবার (৮ অক্টোবর)। রোববার (৯ অক্টোবর) দুর্গা দেবীকে বিদায় জানানোর মধ্য দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গাপূজা।
কনকনে শীত উপেক্ষা করে দুই দিনব্যাপী বর্ণিল আয়োজনে প্রথম দিন শনিবার সকাল থেকে পুরোহিত শুভেচ্ছা চক্রবর্তী ও শুভাগত চক্রবর্তী পূজারিদের নিয়ে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী পালন করেছেন। এদিন সকাল থেকে ক্যানসাসের বিভিন্ন শহর থেকে শত শত পূজারি এনডেভার স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন সেন্টারে যোগ দেন।
মেয়েকে দেখতে পরিবার নিয়ে বাংলাদেশ থেকে ছুটে এসেছেন পীযূষ ভট্টাচার্য। তিনি বলেন, ‘ভারত ও বাংলাদেশের সমাজে পূজার যে ঐতিহ্য, তা ধরে রাখতে এ আয়োজন। প্রবাসজীবনে নানা ব্যস্ততার মাঝেও এ আয়োজন সত্যি মনোমুগ্ধকর।’
আরেক পূজারি সঞ্জিব বলেন, ‘নতুন প্রজন্মের চিন্তাচেতনায় পূজায় আধুনিকতার ছোঁয়া লাগা স্বাভাবিক। একসময় আমরা এক জামায় পূজা শেষ করেছি। এখন চার দিনে চার সেট রংচটা জামা না হলে নয়, এর সঙ্গে সামাজিক যোগাযোগে ছবি পোস্ট করতে হলেও পূজার আয়োজনকে মনের মাধুরী মিশিয়ে আরও সমৃদ্ধ করতে প্রতিযোগিতা চলে, যার ঢেউ দক্ষিণ এশিয়া হয়ে মার্কিন মুলুকে এসে পড়েছে।’
এদিকে নিউজার্সির আটলান্টিক সিটি থেকে দীপা দে জানান, নানা আয়োজনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার দুর্গোৎসব শেষ হয়েছে।
এ ছাড়া টেক্সাস, ডালাস, ওকলাহোমা, অ্যারিজোনা, নিউইয়র্ক, ওয়াশিংটনসহ নানা অঙ্গরাজ্যে এ উৎসব উদ্যাপিত হয়েছে।
প্রতিবারের মতো এবারও অনেকে ক্যানসাসের আশপাশের শহর থেকে পূজায় যোগ দিতে উচিটায় এসেছিলেন। শুরুতে হিন্দু ধর্মের মূলমন্ত্র পাঠ করতে গিয়ে শুভেচ্ছা চক্রবর্তী বলেন, ‘নিষ্ঠার সঙ্গে প্রার্থনা বা পুষ্পাঞ্জলি করলে মনে শুদ্ধি ও উচ্চভাব লাভ হয়।’ সৃষ্টির মূল ধ্বনি ‘ওম’-এর মাঝে সৃষ্টির মূলমন্ত্র রয়েছে বলে পূজারিদের স্মরণ করিয়ে দেন।
এ সময় দেবী দুর্গার বেদিতে পুষ্পাঞ্জলি, আরতি, মহাপ্রসাদ বিতরণ করা হয়। প্রশান্তর খাসির রেজালা, ইলিশ মাছ ভাজাসহ নানা পদের মুখরোচক বাঙালি খাবার দিয়ে চলে ভূরিভোজ। এরপর শারদীয় শুভেচ্ছার মধ্য দিয়ে আলো ঝলমলে মঞ্চে পূজায় আগত একঝাঁক তরুণ-তরুণীর যৌথ নৃত্যে উৎসবমুখর হয়ে ওঠে মণ্ডপ চত্বর।
এর আগে দ্বৈত সংগীতের মূর্ছনায় মুগ্ধতার আবেশ ছড়িয়ে যায়।
বিশ্বাস অনুযায়ী, অশুভ শক্তিকে দমন করার জন্য দেবী দুর্গার পৃথিবীতে আগমন। ষষ্ঠী, সপ্তমী, নবমী পর্যন্ত দেবীর অর্চনা করা হয়। দশমী তিথিতে দেবীর বিসর্জন। আর তাই এই দশমী ‘বিজয়া দশম’ নামে খ্যাত। রোববার ছিল সেই মাহেন্দ্রক্ষণ।
তাই ক্যানসাস রাজ্যের বিভিন্ন সিটি থেকে ছুটে আসা অনেক পূজারিকে দেবীর বিগ্রহের সামনে দল বেঁধে সেলফি তুলতে দেখা গেছে। বাদ্যের তালে প্রকৌশলী রুপেন দেবের নেতৃত্বে শৈল্পিক নৃত্য অনুষ্ঠানে যোগ করে ভিন্নমাত্রা।
পূজার দ্বিতীয় দিনে দুর্গা দেবীর আশীর্বাদ নিতে আসা পূজারিরা দুর্গার বেদিতে শেষ ছোঁয়া নিতে দেখা যায়। এ সময় বাদ্যের তালে তালে পূজারিরা সিঁদুর খেলায় মেতে ওঠেন। সিঁদুর খেলার মাধ্যমে বিজয়ার ভারাক্রান্ত হ্রদয়ে কিছুটা আনন্দ যোগ করে।
অনুষ্ঠানের আয়োজক দীপক ঘোষ আগত পূজারিদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্যে অনুষ্ঠান সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানান।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
৮ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৯ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
১০ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
১২ ঘণ্টা আগে