
ইউক্রেনে হামলা চালানো হলে রাশিয়াকে চরম মূল্য চোকাতে হবে বলে সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই সতর্কবার্তার কথা জানান বাইডেন।
এর আগে গত বৃহস্পতিবার ইউক্রেন ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ৫০ মিনিট ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
ওই ফোনালাপ ইস্যুতে বাইডেন বলেন, ‘আমি প্রেসিডেন্ট পুতিনকে স্পষ্ট বলেছি যে রাশিয়া যদি আর কোনো পদক্ষেপ নেয়, তাহলে আমাদের কঠোর নিষেধাজ্ঞা থাকবে। আমরা আমাদের ন্যাটো মিত্রদের সঙ্গে ইউরোপে আমাদের উপস্থিতি বাড়াব এবং এর জন্য একটি চরম মূল্য দিতে হবে।
বাইডেন জানান, পুতিন একটি সমাধান খুঁজে পেতে সহায়তা করার জন্য সিনিয়র কর্মীদের সঙ্গে আগামী মাসে তিনটি গুরুত্বপূর্ণ বৈঠকে সম্মত হয়েছেন।
সীমান্তে সেনা বৃদ্ধি হলে রাশিয়াকে নিষেধাজ্ঞা দেওয়া হবে কি না—এমন প্রশ্নে বাইডেন বলেন, ‘আমি এটি জনসমক্ষে আলোচনা করতে চাইছি না। তবে আমরা এটা পরিষ্কার করে দিয়েছি যে পুতিন ইউক্রেনের দিকে যেতে পারবেন না।
গতকাল শুক্রবার হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন বাইডেন।
হোয়াইট হাউসের পক্ষ থেকে আরও জানানো হয়, বাইডেন ইউক্রেনের প্রতি সমর্থন পুনরায় নিশ্চিত করবেন। রাশিয়ার সামরিক গঠন নিয়ে আলোচনা করবেন এবং ওই অঞ্চলের পরিস্থিতি শান্ত করার জন্য কূটনৈতিক প্রচেষ্টার প্রস্তুতি পর্যালোচনা করবেন।
এদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ন্যাটোর মহাসচিব জেনস স্টোলেনবার্গ ও অন্য কর্মকর্তাদের সঙ্গে ইউক্রেন ইস্যুতে বৈঠক করেছেন।
এ ছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কানাডা ও ইতালির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ইস্যুতে বৈঠক করেছেন।

ইউক্রেনে হামলা চালানো হলে রাশিয়াকে চরম মূল্য চোকাতে হবে বলে সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই সতর্কবার্তার কথা জানান বাইডেন।
এর আগে গত বৃহস্পতিবার ইউক্রেন ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ৫০ মিনিট ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
ওই ফোনালাপ ইস্যুতে বাইডেন বলেন, ‘আমি প্রেসিডেন্ট পুতিনকে স্পষ্ট বলেছি যে রাশিয়া যদি আর কোনো পদক্ষেপ নেয়, তাহলে আমাদের কঠোর নিষেধাজ্ঞা থাকবে। আমরা আমাদের ন্যাটো মিত্রদের সঙ্গে ইউরোপে আমাদের উপস্থিতি বাড়াব এবং এর জন্য একটি চরম মূল্য দিতে হবে।
বাইডেন জানান, পুতিন একটি সমাধান খুঁজে পেতে সহায়তা করার জন্য সিনিয়র কর্মীদের সঙ্গে আগামী মাসে তিনটি গুরুত্বপূর্ণ বৈঠকে সম্মত হয়েছেন।
সীমান্তে সেনা বৃদ্ধি হলে রাশিয়াকে নিষেধাজ্ঞা দেওয়া হবে কি না—এমন প্রশ্নে বাইডেন বলেন, ‘আমি এটি জনসমক্ষে আলোচনা করতে চাইছি না। তবে আমরা এটা পরিষ্কার করে দিয়েছি যে পুতিন ইউক্রেনের দিকে যেতে পারবেন না।
গতকাল শুক্রবার হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন বাইডেন।
হোয়াইট হাউসের পক্ষ থেকে আরও জানানো হয়, বাইডেন ইউক্রেনের প্রতি সমর্থন পুনরায় নিশ্চিত করবেন। রাশিয়ার সামরিক গঠন নিয়ে আলোচনা করবেন এবং ওই অঞ্চলের পরিস্থিতি শান্ত করার জন্য কূটনৈতিক প্রচেষ্টার প্রস্তুতি পর্যালোচনা করবেন।
এদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ন্যাটোর মহাসচিব জেনস স্টোলেনবার্গ ও অন্য কর্মকর্তাদের সঙ্গে ইউক্রেন ইস্যুতে বৈঠক করেছেন।
এ ছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কানাডা ও ইতালির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ইস্যুতে বৈঠক করেছেন।

প্রায় সিকি শতাব্দী ধরে রাশিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন ভ্লাদিমির পুতিন। বিশ্ব রাজনীতির অন্যতম প্রভাবশালী এই নেতার মুখ ও বক্তব্য অহরহ দেখা গেলেও তাঁর ব্যক্তিগত জীবন আজও রয়ে গেছে কঠোর গোপনীয়তার আড়ালে। রাষ্ট্রীয় প্রচারণা যন্ত্রের ছাঁকনি পেরিয়ে পুতিনের পারিবারিক জীবনের খুব কম তথ্যই জনসমক্ষ
৯ ঘণ্টা আগে
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’ হিসেবে অভিহিত করে বলেন, ইরানি জাতি বরাবরের মতোই শত্রুদের হতাশ করবে।
৯ ঘণ্টা আগে
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মেয়র হিসেবে প্রথম দিনেই মামদানি তাঁর আসল চেহারা দেখিয়েছেন। তিনি ইহুদি-বিদ্বেষের আন্তর্জাতিক সংজ্ঞা (আইএইচআরএ) বাতিল করেছেন এবং ইসরায়েল বয়কটের ওপর থেকে বিধিনিষেধ তুলে নিয়েছেন। এটি নেতৃত্ব নয়, বরং এটি খোলা আগুনে ইহুদি-বিদ্বেষী ঘি ঢালার সমান।
১০ ঘণ্টা আগে
গত মাসে এসটিসি এই অঞ্চলটি দখলের পর সৌদি জোটের পক্ষ থেকে এটিই প্রথম সরাসরি প্রাণঘাতী হামলা। এর আগে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী হাজরামাউতের সামরিক স্থাপনাগুলো ‘শান্তিপূর্ণভাবে’ নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেয়। কিন্তু ওই ঘোষণা দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই বিমান হামলা শুরু হয়।
১১ ঘণ্টা আগে