
গত সেপ্টেম্বরে কানাডার মিলটন শহরে একটি গোলাগুলির ঘটনায় তদন্তকারীদের সন্দেহে ছিলেন অর্শদীপ সিংহ গিল ওরফে অর্শ ডাল্লা। ধারণা করা হয়, আততায়ীদের আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছিলেন তিনিই। সেই মামলাতে গত ২৮ অক্টোবর কানাডার অন্টারিওতে গ্রেপ্তার করা হয় অর্শদীপকে।
রোববার এনডিটিভি, আনন্দবাজার সহ ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, গ্রেপ্তার হওয়ার তিন সপ্তাহের মধ্যেই জামিন পেয়ে গেছেন অর্শ ডাল্লা। কানাডার আদালত তাঁর জামিন মঞ্জুর করেছে।
আনন্দবাজার জানিয়েছে, গ্রেপ্তার হওয়ার পর থেকেই অর্শদীপকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কানাডাকে চাপ দিয়েছিল ভারত। কিন্তু এর মধ্যেই তাঁর জামিন মঞ্জুর হওয়ায় ভারতের উদ্বেগ বেড়েছে বলে মনে করছেন অনেকে।
ডাল্লাকে ৩০ হাজার মার্কিন ডলারের বন্ডে জামিন দিয়েছেন বিচারক। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী বছরের ২৪ ফেব্রুয়ারি।
ভারতীয় কেন্দ্রীয় সূত্রগুলোর বরাতে জানা গেছে, জামিন পেলেও ডাল্লার প্রত্যর্পণের বিষয়ে পিছু হটবে না ভারত সরকার। গত মাসেই কানাডার অন্টারিওর একটি আদালতে ভারত সরকারের প্রত্যর্পণের অনুরোধ সংক্রান্ত মামলাও নথিভুক্ত হয়েছে।
ডাল্লার বিরুদ্ধে একাধিক সন্ত্রাসমূলক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ভারতীয় কর্তৃপক্ষের। ভারতে তাঁকে ‘মোস্ট ওয়ান্টেড’ ঘোষণাও করা হয়েছিল। তবে তাঁর নাগাল পাওয়া যায়নি।
ভারতীয় গোয়েন্দা সূত্রমতে, কানাডায় স্ত্রীকে নিয়ে বাস করছিলেন ডাল্লা। গত বছর দেশটিতে নিহত খলিস্তানপন্থী নেতা হরদীপ সিংহ নিজ্জরের অনুগামী ছিলেন ডাল্লা। শুধু তা-ই নয়, নিজ্জরের অবর্তমানে তাঁর তৈরি খলিস্তানপন্থী সংগঠন খলিস্তানি টাইগার ফোর্সেরও (কেটিএফ) দেখভাল করেন তিনি।
ভারতের পঞ্জাবের মোগা অঞ্চলের বাসিন্দা ছিলেন ডাল্লা। সেখানেই ছোট খাট নানা অপরাধে হাত পাকান তিনি। পরে ‘গ্যাংস্টার’ হওয়ার লক্ষ্য নিয়ে ২০১৮ সালে পাড়ি জমান কানাডায়। সেখানে গিয়েই নিজ্জরের সঙ্গে পরিচয় হয়েছিল তাঁর।

গত সেপ্টেম্বরে কানাডার মিলটন শহরে একটি গোলাগুলির ঘটনায় তদন্তকারীদের সন্দেহে ছিলেন অর্শদীপ সিংহ গিল ওরফে অর্শ ডাল্লা। ধারণা করা হয়, আততায়ীদের আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছিলেন তিনিই। সেই মামলাতে গত ২৮ অক্টোবর কানাডার অন্টারিওতে গ্রেপ্তার করা হয় অর্শদীপকে।
রোববার এনডিটিভি, আনন্দবাজার সহ ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, গ্রেপ্তার হওয়ার তিন সপ্তাহের মধ্যেই জামিন পেয়ে গেছেন অর্শ ডাল্লা। কানাডার আদালত তাঁর জামিন মঞ্জুর করেছে।
আনন্দবাজার জানিয়েছে, গ্রেপ্তার হওয়ার পর থেকেই অর্শদীপকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কানাডাকে চাপ দিয়েছিল ভারত। কিন্তু এর মধ্যেই তাঁর জামিন মঞ্জুর হওয়ায় ভারতের উদ্বেগ বেড়েছে বলে মনে করছেন অনেকে।
ডাল্লাকে ৩০ হাজার মার্কিন ডলারের বন্ডে জামিন দিয়েছেন বিচারক। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী বছরের ২৪ ফেব্রুয়ারি।
ভারতীয় কেন্দ্রীয় সূত্রগুলোর বরাতে জানা গেছে, জামিন পেলেও ডাল্লার প্রত্যর্পণের বিষয়ে পিছু হটবে না ভারত সরকার। গত মাসেই কানাডার অন্টারিওর একটি আদালতে ভারত সরকারের প্রত্যর্পণের অনুরোধ সংক্রান্ত মামলাও নথিভুক্ত হয়েছে।
ডাল্লার বিরুদ্ধে একাধিক সন্ত্রাসমূলক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ভারতীয় কর্তৃপক্ষের। ভারতে তাঁকে ‘মোস্ট ওয়ান্টেড’ ঘোষণাও করা হয়েছিল। তবে তাঁর নাগাল পাওয়া যায়নি।
ভারতীয় গোয়েন্দা সূত্রমতে, কানাডায় স্ত্রীকে নিয়ে বাস করছিলেন ডাল্লা। গত বছর দেশটিতে নিহত খলিস্তানপন্থী নেতা হরদীপ সিংহ নিজ্জরের অনুগামী ছিলেন ডাল্লা। শুধু তা-ই নয়, নিজ্জরের অবর্তমানে তাঁর তৈরি খলিস্তানপন্থী সংগঠন খলিস্তানি টাইগার ফোর্সেরও (কেটিএফ) দেখভাল করেন তিনি।
ভারতের পঞ্জাবের মোগা অঞ্চলের বাসিন্দা ছিলেন ডাল্লা। সেখানেই ছোট খাট নানা অপরাধে হাত পাকান তিনি। পরে ‘গ্যাংস্টার’ হওয়ার লক্ষ্য নিয়ে ২০১৮ সালে পাড়ি জমান কানাডায়। সেখানে গিয়েই নিজ্জরের সঙ্গে পরিচয় হয়েছিল তাঁর।

ইরানে গত রাতের দেশজুড়ে বিক্ষোভ চলাকালে রাষ্ট্রীয় দমনপীড়ন ও সহিংসতার মাত্রা খুবই তীব্র ছিল বলে জানিয়েছে বিবিসি পারসিয়ান। বিভিন্ন শহর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সংবাদ সংস্থাটি বলছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে অনেক বিক্ষোভকারী নিহত ও আহত হয়েছেন।
৭ ঘণ্টা আগে
দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর জাতীয় পর্যায়ে ইন্টারনেট সংযোগ বন্ধের সিদ্ধান্ত নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইরান সরকার। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে ইরানের যোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশের ‘বর্তমান পরিস্থিতির’ কারণে নিরাপত্তা কর্তৃপক্ষের সিদ্ধান্তে এই ইন্টারনেট...
৮ ঘণ্টা আগে
কঠোর নিরাপত্তা অভিযান ও দমন–পীড়নের পরও শুক্রবার রাতে (১৩ তম দিন) আবারও ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইরানের রাজধানী তেহরানে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে, শহরের বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসে সরকারবিরোধী স্লোগান দিচ্ছে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে।
৮ ঘণ্টা আগে
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৪৮ বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। একই সঙ্গে নিহত হয়েছেন ১৪ নিরাপত্তা সদস্য; এমন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ)।
৮ ঘণ্টা আগে