
টেসলা, স্পেসএক্স, স্টারলিংক, নিউরালিংক এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ বিলিয়ন মার্কিন ডলারে। যা তাঁকে বিশ্বের ইতিহাসে সবচেয়ে বেশি সম্পদ নিয়ে ধনী ব্যক্তির মুকুট পরার সুযোগ দিয়েছে। মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের তথ্য অনুসারে, ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ৩৪৮ বিলিয়ন মার্কিন ডলার। বিগত কয়েক দিনে তাঁর সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ২৪ বিলিয়ন ডলার। এই তালিকায় থাকা বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী ব্যক্তিটি হলেন অনলাইন রিটেইলার চেইন আমাজনের মালিক জেফ বেজোস। তাঁর মোট সম্পদের পরিমাণ ২১৯ বিলিয়ন ডলার। অর্থাৎ, ইলন মাস্কের সম্পদের পরিমাণ তাঁর চেয়ে প্রায় ১৩০ বিলিয়ন ডলার বেশি।
ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সে থাকা তৃতীয় ব্যক্তিটি হলেন, কম্পিউটার সফটওয়্যার কোম্পানি ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। তাঁর মোট সম্পদের পরিমাণ ২০৬ বিলিয়ন ডলার। তালিকায় চতুর্থ স্থানে আছেন মেটার প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তিনি মোট ১৯৮ বিলিয়ন মার্কিন ডলার।
এই তালিকায় ১৬৩ বিলিয়ন ডলার নিয়ে পঞ্চম স্থানে আছেন ফরাসি বিলাসদ্রব্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান লুই ভিতোঁর প্রতিষ্ঠাতা বের্নার্ড আরনল্ট। ষষ্ঠ স্থানে আছেন, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। তাঁর মোট সম্পদের পরিমাণ ১৬২ বিলিয়ন ডলার। সপ্তম স্থানে থাকা বার্কশায়ার হ্যাথাওয়ের প্রতিষ্ঠাতা ওয়ারেন বাফেটের সম্পদের পরিমাণ ১৫০ বিলিয়ন ডলার। একই পরিমাণ সম্পদ নিয়ে অষ্টম স্থানে আছেন গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজ।
মাইক্রোসফটের সাবেক প্রধান নির্বাহী স্টিভ বালমার আছেন তালিকার নবম স্থানে। তাঁর মোট সম্পদের পরিমাণ ১৪৫ বিলিয়ন ডলার। এ ছাড়া, তালিকার ১০ অবস্থানে থাকা ব্যক্তিটি হলেন গুগলের আরেক প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন। তাঁর মোট সম্পদ ১৪১ বিলিয়ন ডলার।
ভারতীয়দের মধ্য থেকে ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের শীর্ষ ২০—এ জায়গা করে নিয়েছেন রিলায়েন্স গ্রুপের প্রতিষ্ঠাতা মুকেশ আম্বানি। ৯৫ দশমিক ৭ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে তিনি আছেন তালিকার ১৭ নম্বরে। এ ছাড়া, যুক্তরাষ্ট্রে ঘুষ ও প্রতারণার অভিযোগে অভিযুক্ত আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানি আছেন তালিকার ২১ নম্বরে। সাম্প্রতিক সময়ে এই কেলেঙ্কারিরে জেরে কয়েক বিলিয়ন ডলার হারালেও তাঁর মোট সম্পদের পরিমাণ এখনো ৭০ দশমিক ৮ বিলিয়ন ডলার।

টেসলা, স্পেসএক্স, স্টারলিংক, নিউরালিংক এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ বিলিয়ন মার্কিন ডলারে। যা তাঁকে বিশ্বের ইতিহাসে সবচেয়ে বেশি সম্পদ নিয়ে ধনী ব্যক্তির মুকুট পরার সুযোগ দিয়েছে। মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের তথ্য অনুসারে, ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ৩৪৮ বিলিয়ন মার্কিন ডলার। বিগত কয়েক দিনে তাঁর সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ২৪ বিলিয়ন ডলার। এই তালিকায় থাকা বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী ব্যক্তিটি হলেন অনলাইন রিটেইলার চেইন আমাজনের মালিক জেফ বেজোস। তাঁর মোট সম্পদের পরিমাণ ২১৯ বিলিয়ন ডলার। অর্থাৎ, ইলন মাস্কের সম্পদের পরিমাণ তাঁর চেয়ে প্রায় ১৩০ বিলিয়ন ডলার বেশি।
ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সে থাকা তৃতীয় ব্যক্তিটি হলেন, কম্পিউটার সফটওয়্যার কোম্পানি ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। তাঁর মোট সম্পদের পরিমাণ ২০৬ বিলিয়ন ডলার। তালিকায় চতুর্থ স্থানে আছেন মেটার প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তিনি মোট ১৯৮ বিলিয়ন মার্কিন ডলার।
এই তালিকায় ১৬৩ বিলিয়ন ডলার নিয়ে পঞ্চম স্থানে আছেন ফরাসি বিলাসদ্রব্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান লুই ভিতোঁর প্রতিষ্ঠাতা বের্নার্ড আরনল্ট। ষষ্ঠ স্থানে আছেন, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। তাঁর মোট সম্পদের পরিমাণ ১৬২ বিলিয়ন ডলার। সপ্তম স্থানে থাকা বার্কশায়ার হ্যাথাওয়ের প্রতিষ্ঠাতা ওয়ারেন বাফেটের সম্পদের পরিমাণ ১৫০ বিলিয়ন ডলার। একই পরিমাণ সম্পদ নিয়ে অষ্টম স্থানে আছেন গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজ।
মাইক্রোসফটের সাবেক প্রধান নির্বাহী স্টিভ বালমার আছেন তালিকার নবম স্থানে। তাঁর মোট সম্পদের পরিমাণ ১৪৫ বিলিয়ন ডলার। এ ছাড়া, তালিকার ১০ অবস্থানে থাকা ব্যক্তিটি হলেন গুগলের আরেক প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন। তাঁর মোট সম্পদ ১৪১ বিলিয়ন ডলার।
ভারতীয়দের মধ্য থেকে ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের শীর্ষ ২০—এ জায়গা করে নিয়েছেন রিলায়েন্স গ্রুপের প্রতিষ্ঠাতা মুকেশ আম্বানি। ৯৫ দশমিক ৭ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে তিনি আছেন তালিকার ১৭ নম্বরে। এ ছাড়া, যুক্তরাষ্ট্রে ঘুষ ও প্রতারণার অভিযোগে অভিযুক্ত আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানি আছেন তালিকার ২১ নম্বরে। সাম্প্রতিক সময়ে এই কেলেঙ্কারিরে জেরে কয়েক বিলিয়ন ডলার হারালেও তাঁর মোট সম্পদের পরিমাণ এখনো ৭০ দশমিক ৮ বিলিয়ন ডলার।

ইরানের রাজধানীর তেহরানের বাসিন্দা ৩৫ বছর বয়সী পারিসা। গত শুক্রবার রাতে বিক্ষোভে যোগ দিয়ে স্লোগান দিচ্ছিলেন ‘স্বৈরাচার নিপাত যাক’। বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। হঠাৎ এই বিক্ষোভে গুলি চালান নিরাপত্তা বাহিনীর চার সদস্য। এই বিক্ষোভে কিশোর ছেলেকে সঙ্গে নিয়ে যোগ দিয়েছিলেন এক বাবা। গুলিতে তিনি মারা যান।
২ ঘণ্টা আগে
লস অ্যাঞ্জেলেসের আকাশে দীর্ঘ ৫১ বছর পর দেখা গেল মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে সুরক্ষিত ও রহস্যময় বিমান বোয়িং ই-৪বি ‘নাইটওয়াচ’। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পারমাণবিক ‘যুদ্ধ আসন্ন কি না’ তা নিয়ে শুরু হয়
৫ ঘণ্টা আগে
ইরানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানে রূপ নিয়েছে। গত দুই সপ্তাহের নজিরবিহীন এই অস্থিরতায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা এইচআরএএনএ। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা
৫ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের নানা বিকল্প বিবেচনা করছেন। যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ইরানি কর্তৃপক্ষ যদি বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ অব্যাহত রাখে, সে ক্ষেত্রে তেহরানের বিরুদ্ধে...
৬ ঘণ্টা আগে