
গর্ভপাতের জন্য আদালতের অনুমোদন চেয়ে ব্যর্থ হওয়া যুক্তরাষ্ট্রের নারী কেট কক্স টেক্সাস ত্যাগ করেছেন। অঙ্গরাজ্যটিতে গর্ভপাত সম্পূর্ণ নিষিদ্ধ হওয়ার কারণে টেক্সাসের বাইরে গিয়ে তিনি গর্ভপাতের চেষ্টা করতে পারেন বলে তাঁর আইনজীবীর বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
৩১ বছর বয়সী কেট কক্সের গর্ভের ভ্রূণে ট্রাইসোমি-১৮ ধরা পড়েছে। এটি একটি জেনেটিক ত্রুটি, এর ফলে সাধারণত গর্ভপাত, মৃত সন্তান প্রসব বা জন্মের পরপরই মৃত্যু ঘটায়। চিকিৎসকেরা জানান, এর ফলে ভবিষ্যতে আর মা হতে না পারার শঙ্কার মধ্যে পড়েন এই নারী। পরে গর্ভপাতের অনুমোদন চাইলে নিম্ন আদালতে অনুমতি পান কেট।
কিন্তু গত সোমবার টেক্সাসের সুপ্রিম কোর্ট অঙ্গরাজ্যর অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনের একটি পিটিশনের পরিপ্রেক্ষিতে নিম্ন আদালতের দেওয়া জরুরি গর্ভপাতের অনুমতির রায় স্থগিত করেছেন। সেদিনই কেট কক্সের আইনজীবী মলি ডুয়ান জানান, টেক্সাস ত্যাগ করেছেন কেট কক্স। এর ঠিক পরপরই কেটের বিরুদ্ধে রুল জারি করেন সুপ্রিম কোর্ট।
কেট কক্সকে প্রতিনিধিত্ব করা সেন্টার ফর রিপ্রোডাক্টিভ রাইটসের প্রেসিডেন্ট ও সিইও ন্যান্সি নর্থাপ বলেছেন, ‘আইনি অচলাবস্থার গত সপ্তাহটি কেটের জন্য নারকীয় ছিল। জটিল স্বাস্থ্যগত অবস্থায় রয়েছেন তিনি। হাসপাতালের ইমার্জেন্সি কক্ষের ভেতরে-বাইরে ঘুরতে ঘুরতে আর অপেক্ষা করতে পারেননি তিনি। বাড়িতে পরিবারের সান্নিধ্যে একটু যত্ন পেতে তিনি মরিয়া ছিলেন।’
তবে কেট কক্স কোথায় গিয়েছেন তা প্রকাশ করেনি সেন্টার ফর রিপ্রোডাক্টিভ রাইটস। ন্যান্সি নর্থাপ বলেছেন, এখন কোনো মন্তব্য করতে পারবেন না কেট কক্স।
গর্ভপাতের জন্য রাজ্যের বাইরে ভ্রমণ নিষিদ্ধ করার ব্যাপারে কোনো আইন নেই টেক্সাসে। তবে সাম্প্রতিক সময়ে কয়েকটি কাউন্টি এ ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে। গত অক্টোবরে লুবক কাউন্টি এ ধরনের আইন করেছে। এতে গর্ভপাতের উদ্দেশ্যে ভ্রমণ করা এবং সেই ভ্রমণে অর্থ দেওয়াকে অবৈধ ঘোষণা করা হয়েছে।
গর্ভপাতে নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষেত্রে টেক্সাসের আইন যুক্তরাষ্ট্রের মধ্যে অন্যতম কঠোর। গর্ভবতী মায়ের জীবন হুমকির মুখে পড়া ছাড়া গর্ভপাতকে অনুমোদন দেয় না টেক্সাস।

গর্ভপাতের জন্য আদালতের অনুমোদন চেয়ে ব্যর্থ হওয়া যুক্তরাষ্ট্রের নারী কেট কক্স টেক্সাস ত্যাগ করেছেন। অঙ্গরাজ্যটিতে গর্ভপাত সম্পূর্ণ নিষিদ্ধ হওয়ার কারণে টেক্সাসের বাইরে গিয়ে তিনি গর্ভপাতের চেষ্টা করতে পারেন বলে তাঁর আইনজীবীর বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
৩১ বছর বয়সী কেট কক্সের গর্ভের ভ্রূণে ট্রাইসোমি-১৮ ধরা পড়েছে। এটি একটি জেনেটিক ত্রুটি, এর ফলে সাধারণত গর্ভপাত, মৃত সন্তান প্রসব বা জন্মের পরপরই মৃত্যু ঘটায়। চিকিৎসকেরা জানান, এর ফলে ভবিষ্যতে আর মা হতে না পারার শঙ্কার মধ্যে পড়েন এই নারী। পরে গর্ভপাতের অনুমোদন চাইলে নিম্ন আদালতে অনুমতি পান কেট।
কিন্তু গত সোমবার টেক্সাসের সুপ্রিম কোর্ট অঙ্গরাজ্যর অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনের একটি পিটিশনের পরিপ্রেক্ষিতে নিম্ন আদালতের দেওয়া জরুরি গর্ভপাতের অনুমতির রায় স্থগিত করেছেন। সেদিনই কেট কক্সের আইনজীবী মলি ডুয়ান জানান, টেক্সাস ত্যাগ করেছেন কেট কক্স। এর ঠিক পরপরই কেটের বিরুদ্ধে রুল জারি করেন সুপ্রিম কোর্ট।
কেট কক্সকে প্রতিনিধিত্ব করা সেন্টার ফর রিপ্রোডাক্টিভ রাইটসের প্রেসিডেন্ট ও সিইও ন্যান্সি নর্থাপ বলেছেন, ‘আইনি অচলাবস্থার গত সপ্তাহটি কেটের জন্য নারকীয় ছিল। জটিল স্বাস্থ্যগত অবস্থায় রয়েছেন তিনি। হাসপাতালের ইমার্জেন্সি কক্ষের ভেতরে-বাইরে ঘুরতে ঘুরতে আর অপেক্ষা করতে পারেননি তিনি। বাড়িতে পরিবারের সান্নিধ্যে একটু যত্ন পেতে তিনি মরিয়া ছিলেন।’
তবে কেট কক্স কোথায় গিয়েছেন তা প্রকাশ করেনি সেন্টার ফর রিপ্রোডাক্টিভ রাইটস। ন্যান্সি নর্থাপ বলেছেন, এখন কোনো মন্তব্য করতে পারবেন না কেট কক্স।
গর্ভপাতের জন্য রাজ্যের বাইরে ভ্রমণ নিষিদ্ধ করার ব্যাপারে কোনো আইন নেই টেক্সাসে। তবে সাম্প্রতিক সময়ে কয়েকটি কাউন্টি এ ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে। গত অক্টোবরে লুবক কাউন্টি এ ধরনের আইন করেছে। এতে গর্ভপাতের উদ্দেশ্যে ভ্রমণ করা এবং সেই ভ্রমণে অর্থ দেওয়াকে অবৈধ ঘোষণা করা হয়েছে।
গর্ভপাতে নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষেত্রে টেক্সাসের আইন যুক্তরাষ্ট্রের মধ্যে অন্যতম কঠোর। গর্ভবতী মায়ের জীবন হুমকির মুখে পড়া ছাড়া গর্ভপাতকে অনুমোদন দেয় না টেক্সাস।

অ্যাডাম ওয়াটারাস কানাডার তেলশিল্পের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব এবং স্ট্রাথকোনা রিসোর্সেসের নির্বাহী চেয়ারম্যান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কানাডার চলমান বাণিজ্য যুদ্ধের মধ্যে এবং ভেনেজুয়েলার অপরিশোধিত তেল মার্কিন বাজারে কানাডিয়ান তেলের জায়গা দখল করার
১ ঘণ্টা আগে
থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছে। নির্মাণকাজে ব্যবহৃত একটি ক্রেন ট্রেনটির তিনটি বগির ওপর পড়ে গেলে ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে প্রায় ৮০ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
গত বছরের ডিসেম্বরে মিসরের সশস্ত্র বাহিনীর কাছে দেশের ঋণ-সংকট সামাল দিতে সহায়তা চায় সরকার। কিন্তু বাহিনী সেই অনুরোধ প্রত্যাখ্যান করে। অথচ সেনাবাহিনীর গোপন রিজার্ভে মিসরের মোট বৈদেশিক ঋণের চেয়েও বেশি পরিমাণ অর্থ রয়েছে—এমন দাবি করেছেন দেশটির জ্যেষ্ঠ ব্যাংকিং ও সরকারি কর্মকর্তারা। তাঁরা এই তথ্য
২ ঘণ্টা আগে
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র অভিযোগ এনেছেন। তিনি দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে ‘বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন’ এবং তিনি সংবিধানের বিরুদ্ধে কাজ করছেন।
৪ ঘণ্টা আগে