
যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকাজুড়ে তুষারঝড় আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে কানাডার কুইবেক পর্যন্ত দুই হাজার মাইলজুড়ে এ ঝড় হয়েছে। বড় দিনের আগে যুক্তরাষ্ট্রে তুষারঝড় সম্পর্কিত নানা দুর্ঘটনায় ১৯ জনের প্রাণহানি ঘটেছে। গত শুক্রবার ১৫ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়ে এবং কয়েক হাজার ফ্লাইট বাতিল করতে হয়। দেশজুড়ে ভোগান্তিতে পড়েছেন অন্তত ২৫ কোটি মানুষ।
আজ শনিবার বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ঝড়ের তাণ্ডব সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে কানাডার অন্টারিও ও কুইবেক প্রদেশে, সেখানে লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। ব্রিটিশ কলম্বিয়া থেকে নিউফান্ডল্যান্ড পর্যন্ত চরম শৈত্যপ্রবাহ ও শীতকালীন ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে।
শুক্রবার বায়ুমণ্ডলের চাপ দ্রুত কমে ঝড়টি ‘বোম্ব সাইক্লোনে’ রূপ নেয়। এতে যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে তুষার ঝড়ের মতো পরিস্থিতি সৃষ্টি হয়।
যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মন্টানার এলক পার্কের তাপমাত্রা মাইনাস ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। মিশিগানের হেল শহর পুরোপুরি বরফের চাদরে ঢাকা ছিল। শুক্রবার রাতে হেল শহরের তাপমাত্রা ছিল মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াস।
শহরটির স্মিটিটিস হেল সেলুনের বারটেন্ডার এমিলি বিবিসিকে বলেন, ‘এখানে অনেক ঠান্ডা, আমরা নারকীয় সময় পার করছি।’
পেনসিলভানিয়া ও মিশিগানেও ভারী তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। নিউ ইংল্যান্ড, নিউ জার্সি ও নিউ ইয়র্কের উপকূলীয় এলাকায় বন্যা দেখা দিয়েছে। প্রশান্ত মহাসাগরীয় উপকূলের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিয়াটল ও পোর্টল্যান্ডের কিছু বাসিন্দাকে রাস্তায় জমাট বাঁধা তুষারের ওপর আইস-স্কেটিং করতে দেখা গেছে।
এর আগে বিশেষজ্ঞরা সতর্ক করেন, যুক্তরাষ্ট্র ও কানাডা জুড়ে তাপমাত্রা প্রবলভাবে নিচে নেমে যাওয়ার জেরে মাত্র ৫ থেকে ১০ মিনিট কেউ যদি খালি ত্বকে বাইরে বেরোন তাহলে সঙ্গে সঙ্গে তাঁর ফ্রস্টবাইট হতে পারে।
ট্র্যাকিং সাইট ফ্লাইটঅ্যাওয়ার এর তথ্যমতে, শুক্রবার পাঁচ হাজার ৯০০-এর বেশি মার্কিন ফ্লাইট বাতিল করা হয়েছে। আজ শনিবারেও ১ হাজার ২০০ ফ্লাইট বাতিল করা হয়।
পাওয়ারআউটেজ ডট ইউএস ডটের তথ্যমতে, শুক্রবার যুক্তরাষ্ট্রজুড়ে ১০ লাখ গ্রাহক বিদ্যুৎ সুবিধার বাইরে রয়েছে।

যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকাজুড়ে তুষারঝড় আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে কানাডার কুইবেক পর্যন্ত দুই হাজার মাইলজুড়ে এ ঝড় হয়েছে। বড় দিনের আগে যুক্তরাষ্ট্রে তুষারঝড় সম্পর্কিত নানা দুর্ঘটনায় ১৯ জনের প্রাণহানি ঘটেছে। গত শুক্রবার ১৫ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়ে এবং কয়েক হাজার ফ্লাইট বাতিল করতে হয়। দেশজুড়ে ভোগান্তিতে পড়েছেন অন্তত ২৫ কোটি মানুষ।
আজ শনিবার বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ঝড়ের তাণ্ডব সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে কানাডার অন্টারিও ও কুইবেক প্রদেশে, সেখানে লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। ব্রিটিশ কলম্বিয়া থেকে নিউফান্ডল্যান্ড পর্যন্ত চরম শৈত্যপ্রবাহ ও শীতকালীন ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে।
শুক্রবার বায়ুমণ্ডলের চাপ দ্রুত কমে ঝড়টি ‘বোম্ব সাইক্লোনে’ রূপ নেয়। এতে যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে তুষার ঝড়ের মতো পরিস্থিতি সৃষ্টি হয়।
যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মন্টানার এলক পার্কের তাপমাত্রা মাইনাস ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। মিশিগানের হেল শহর পুরোপুরি বরফের চাদরে ঢাকা ছিল। শুক্রবার রাতে হেল শহরের তাপমাত্রা ছিল মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াস।
শহরটির স্মিটিটিস হেল সেলুনের বারটেন্ডার এমিলি বিবিসিকে বলেন, ‘এখানে অনেক ঠান্ডা, আমরা নারকীয় সময় পার করছি।’
পেনসিলভানিয়া ও মিশিগানেও ভারী তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। নিউ ইংল্যান্ড, নিউ জার্সি ও নিউ ইয়র্কের উপকূলীয় এলাকায় বন্যা দেখা দিয়েছে। প্রশান্ত মহাসাগরীয় উপকূলের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিয়াটল ও পোর্টল্যান্ডের কিছু বাসিন্দাকে রাস্তায় জমাট বাঁধা তুষারের ওপর আইস-স্কেটিং করতে দেখা গেছে।
এর আগে বিশেষজ্ঞরা সতর্ক করেন, যুক্তরাষ্ট্র ও কানাডা জুড়ে তাপমাত্রা প্রবলভাবে নিচে নেমে যাওয়ার জেরে মাত্র ৫ থেকে ১০ মিনিট কেউ যদি খালি ত্বকে বাইরে বেরোন তাহলে সঙ্গে সঙ্গে তাঁর ফ্রস্টবাইট হতে পারে।
ট্র্যাকিং সাইট ফ্লাইটঅ্যাওয়ার এর তথ্যমতে, শুক্রবার পাঁচ হাজার ৯০০-এর বেশি মার্কিন ফ্লাইট বাতিল করা হয়েছে। আজ শনিবারেও ১ হাজার ২০০ ফ্লাইট বাতিল করা হয়।
পাওয়ারআউটেজ ডট ইউএস ডটের তথ্যমতে, শুক্রবার যুক্তরাষ্ট্রজুড়ে ১০ লাখ গ্রাহক বিদ্যুৎ সুবিধার বাইরে রয়েছে।

ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
৩০ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
১ ঘণ্টা আগে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, সরকার বিক্ষোভকারীদের কথা ‘শুনতে প্রস্তুত।’ তবে একই সঙ্গে তিনি জনগণকে সতর্ক করে দিয়েছেন যেন ‘দাঙ্গাকারী’ এবং ‘সন্ত্রাসী উপাদানগুলো’ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। খবর আল–জাজিরার।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে চলমান বিক্ষোভের প্রতিক্রিয়ায় ওয়াশিংটন দেশটিতে সামরিক হস্তক্ষেপসহ ‘কঠোর পদক্ষেপের’ কথা বিবেচনা করছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে