
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সিনেটের ম্যারি আলভারাদো-গিল। সম্প্রতি এই নারী আইনপ্রণেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন তাঁরই একসময়ের সহকারী শাদ কনডিট। তাঁর অভিযোগ, ম্যারি আলভারাদো-গিল তাঁকে ‘যৌনদাসের’ মতো ব্যবহার করেছেন এবং তিনি এর বিরুদ্ধাচরণ করায় তাঁকে চাকরি থেকে বরখাস্ত করেছেন।
মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজের প্রতিবেদন অনুসারে, শাদ কনডিট ম্যারি আলভারাদো-গিলের চিফ অব স্টাফ হিসেবে কাজ করে আসছিলেন। সম্প্রতি গিলের বিরুদ্ধে দায়ের করা এক মামলায় কনডিট অভিযোগ করেছেন, সিনেটরের চিফ অব স্টাফ হিসেবে কাজ করার সময় তিনি অবাঞ্ছিত যৌন সম্পর্ক ও হয়রানির শিকার হয়েছিলেন।
কনডিট মামলায় দাবি করেছেন, তিনি তাঁর চাকরির নিরাপত্তা বজায় রাখার জন্য চাপে পড়ে কয়েক বছর ধরে তাঁর নিয়োগকর্তার সঙ্গে যৌনকর্মে জড়িত ছিলেন। তিনি দাবি করেন, আলভারাদো-গিলের বিভিন্ন ধরনে যৌন প্রবণতা ছিল এবং তিনি এটি হাসিল করার জন্য তাঁর ক্ষমতা ব্যবহার করতেন। তিনি এখন তাঁর বকেয়া বেতন, উপার্জনক্ষমতা হ্রাস, কর্মচারী সুবিধা ও মানসিক যন্ত্রণার ক্ষতিপূরণ চাইছেন।
স্যাক্রামান্টো কাউন্টি সুপিরিয়র কোর্টে দায়ের করা মামলায় দাবি করা হয়েছে, ২০২৩ সালের বেশির ভাগ সময় ধরে সিনেটর মেরি আলভারাদো-গিল তাঁর চিফ অব স্টাফ শাদ কনডিটের বিরুদ্ধে ‘অনিয়ম, নিয়ন্ত্রণ, যৌন আধিপত্যসহ অপব্যবহারের সঙ্গে জড়িত।’
মামলায় অভিযোগ করা হয়, সিনেটর প্রায়ই তাঁর প্রধান কর্মকর্তার কাছ থেকে একাধিকবার ‘ওরাল সেক্স’ দাবি করেছিলেন, যার ফলে একবার কনডিট তাঁর পিঠে আঘাত পেয়েছিলেন। যার কারণে কনডিটের পিঠের তিনটি হার্নিয়েটেড ডিস্ক এবং একটি নিতম্ব ভেঙে গায়। কনডিট আরও দাবি করেছেন, গত বছরের আগস্টে সিনেটরের ডাকে সাড়া না দেওয়া তিনি তাঁর পিঠে আঘাত করেন।
উল্লেখ্য, আলভারাদো-গিল ২০২২ সালে সিনেটর নির্বাচিত হন এবং শাদ কনডিটকে তাঁর চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দেন। মামলায় দাবি করা হয়েছে যে দায়িত্ব নেওয়ার পরপরই সিনেটর তাঁর সঙ্গে ব্যক্তিগত ও ঘনিষ্ঠ আলাপ করতে শুরু করেন। বিশেষ করে নিজের প্রেম, বিবাহবিচ্ছেদ এবং বৈবাহিক অবিশ্বাসের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। সর্বশেষ, কনডিট সান্তা ক্লজের পোশাক পরিধান করতে অস্বীকার করায় তাঁকে ২০২৩ সালের ডিসেম্বরে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
তবে আলভারাদো-গিলের আইনজীবীরা অভিযোগগুলো অস্বীকার করেছেন এবং কনডিটের দাবিগুলোকে ‘ভুয়া’ এবং ‘আর্থিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেছেন। তাঁর আইনজীবী ওগনিয়ান গ্যাভ্রিলভ বলেন, ‘একজন অসন্তুষ্ট সাবেক কর্মচারী বেতন-ভাতা পাওয়ার জন্য একটি বিচিত্র গল্প তৈরি করেছেন, যা প্রমাণ ছাড়াই উপস্থাপন করা হয়েছে। আমরা আশা করি, সিনেটর এই ভুয়া, আর্থিক উদ্দেশ্যপ্রণোদিত দাবিগুলো থেকে বেকসুর খালাস পাবেন।’

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সিনেটের ম্যারি আলভারাদো-গিল। সম্প্রতি এই নারী আইনপ্রণেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন তাঁরই একসময়ের সহকারী শাদ কনডিট। তাঁর অভিযোগ, ম্যারি আলভারাদো-গিল তাঁকে ‘যৌনদাসের’ মতো ব্যবহার করেছেন এবং তিনি এর বিরুদ্ধাচরণ করায় তাঁকে চাকরি থেকে বরখাস্ত করেছেন।
মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজের প্রতিবেদন অনুসারে, শাদ কনডিট ম্যারি আলভারাদো-গিলের চিফ অব স্টাফ হিসেবে কাজ করে আসছিলেন। সম্প্রতি গিলের বিরুদ্ধে দায়ের করা এক মামলায় কনডিট অভিযোগ করেছেন, সিনেটরের চিফ অব স্টাফ হিসেবে কাজ করার সময় তিনি অবাঞ্ছিত যৌন সম্পর্ক ও হয়রানির শিকার হয়েছিলেন।
কনডিট মামলায় দাবি করেছেন, তিনি তাঁর চাকরির নিরাপত্তা বজায় রাখার জন্য চাপে পড়ে কয়েক বছর ধরে তাঁর নিয়োগকর্তার সঙ্গে যৌনকর্মে জড়িত ছিলেন। তিনি দাবি করেন, আলভারাদো-গিলের বিভিন্ন ধরনে যৌন প্রবণতা ছিল এবং তিনি এটি হাসিল করার জন্য তাঁর ক্ষমতা ব্যবহার করতেন। তিনি এখন তাঁর বকেয়া বেতন, উপার্জনক্ষমতা হ্রাস, কর্মচারী সুবিধা ও মানসিক যন্ত্রণার ক্ষতিপূরণ চাইছেন।
স্যাক্রামান্টো কাউন্টি সুপিরিয়র কোর্টে দায়ের করা মামলায় দাবি করা হয়েছে, ২০২৩ সালের বেশির ভাগ সময় ধরে সিনেটর মেরি আলভারাদো-গিল তাঁর চিফ অব স্টাফ শাদ কনডিটের বিরুদ্ধে ‘অনিয়ম, নিয়ন্ত্রণ, যৌন আধিপত্যসহ অপব্যবহারের সঙ্গে জড়িত।’
মামলায় অভিযোগ করা হয়, সিনেটর প্রায়ই তাঁর প্রধান কর্মকর্তার কাছ থেকে একাধিকবার ‘ওরাল সেক্স’ দাবি করেছিলেন, যার ফলে একবার কনডিট তাঁর পিঠে আঘাত পেয়েছিলেন। যার কারণে কনডিটের পিঠের তিনটি হার্নিয়েটেড ডিস্ক এবং একটি নিতম্ব ভেঙে গায়। কনডিট আরও দাবি করেছেন, গত বছরের আগস্টে সিনেটরের ডাকে সাড়া না দেওয়া তিনি তাঁর পিঠে আঘাত করেন।
উল্লেখ্য, আলভারাদো-গিল ২০২২ সালে সিনেটর নির্বাচিত হন এবং শাদ কনডিটকে তাঁর চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দেন। মামলায় দাবি করা হয়েছে যে দায়িত্ব নেওয়ার পরপরই সিনেটর তাঁর সঙ্গে ব্যক্তিগত ও ঘনিষ্ঠ আলাপ করতে শুরু করেন। বিশেষ করে নিজের প্রেম, বিবাহবিচ্ছেদ এবং বৈবাহিক অবিশ্বাসের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। সর্বশেষ, কনডিট সান্তা ক্লজের পোশাক পরিধান করতে অস্বীকার করায় তাঁকে ২০২৩ সালের ডিসেম্বরে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
তবে আলভারাদো-গিলের আইনজীবীরা অভিযোগগুলো অস্বীকার করেছেন এবং কনডিটের দাবিগুলোকে ‘ভুয়া’ এবং ‘আর্থিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেছেন। তাঁর আইনজীবী ওগনিয়ান গ্যাভ্রিলভ বলেন, ‘একজন অসন্তুষ্ট সাবেক কর্মচারী বেতন-ভাতা পাওয়ার জন্য একটি বিচিত্র গল্প তৈরি করেছেন, যা প্রমাণ ছাড়াই উপস্থাপন করা হয়েছে। আমরা আশা করি, সিনেটর এই ভুয়া, আর্থিক উদ্দেশ্যপ্রণোদিত দাবিগুলো থেকে বেকসুর খালাস পাবেন।’

প্রায় অর্ধশতাব্দী ধরে চলা ধর্মীয় শাসনের বিরুদ্ধে কখনোই এক হতে পারেনি ইরানের বিভক্ত বিরোধী রাজনীতি। তবে এবার দেশটিতে সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন সর্বশেষ শাহের ছেলে রেজা পাহলভি।
১ ঘণ্টা আগে
নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানিকে ‘নিজের চরকায় তেল দেওয়ার’ পরামর্শ দিয়ে কঠোর তিরস্কার করেছে ভারত। দিল্লিতে কারাবন্দী সাবেক ছাত্রনেতা উমর খালিদকে সংহতি জানিয়ে একটি ব্যক্তিগত চিরকুট পাঠানোয় মামদানির ওপর চটেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
২ ঘণ্টা আগে
সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মোয়ালিম ফিকি অভিযোগ করেছেন, ইসরায়েল ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করে বিচ্ছিন্নতাবাদী অঞ্চল সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা করছে। এই কথিত পরিকল্পনাকে তিনি আন্তর্জাতিক আইনের ‘গুরুতর লঙ্ঘন’ হিসেবে অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
চার বছর ধরে চলা যুদ্ধ ইউক্রেনীয়দের জীবনের প্রায় সব সিদ্ধান্তই পাল্টে দিয়েছে। সম্পর্ক, বিয়ে কিংবা সন্তান নেওয়ার মতো ব্যক্তিগত সিদ্ধান্তও এখন যুদ্ধের বাস্তবতায় আটকে যাচ্ছে। এর প্রভাব পড়ছে দেশের ভবিষ্যতের ওপর—ইউক্রেনে কমছে বিয়ে ও জন্মহার।
৩ ঘণ্টা আগে