
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এবার বন্দুকধারীর গুলিতে ১৫ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। এ ছাড়া আরও তিনজন আহত হয়েছেন, যাঁদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাতে এ গুলির ঘটনা ঘটেছে।
মার্কিন পুলিশ বলেছে, ওয়াশিংটন ডিসির ইউ স্ট্রিটে একটি অননুমোদিত সংগীতানুষ্ঠান চলছিল। এটি স্থানীয়ভাবে ‘মোচেলা’ নামে পরিচিত। শহরে এ সংগীতানুষ্ঠানটি নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে। রোববার সন্ধ্যায় এ অনুষ্ঠানের ১৪ তম পর্ব অনুষ্ঠিত হচ্ছিল। এর মধ্যে হঠাৎ বন্দুকধারীর হামলার ঘটনা ঘটে। হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে।
রোববার গভীর রাতে মেট্রোপলিটন পুলিশ বিভাগের প্রধান তৃতীয় রবার্ট জে. কন্টি সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি বলেন, আহত পুলিশ কর্মকর্তা সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। অপর দুই আহত ব্যক্তির অবস্থা স্থিতিশীল। তাঁদের চিকিৎসা চলছে।
এ ঘটনায় সন্দেহভাজন কাউকে আটক করা হয়েছে কি না, সে ব্যাপারে সংবাদ সম্মেলনে কিছু জানাননি রবার্ট জে. কন্টি। তিনি বলেন, কে বা কারা গুলি চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে পুলিশ কর্মকর্তারা কাউকে গুলি করেননি।
তবে অনুমতি ছাড়া এ ধরনের সংগীত অনুষ্ঠানের আয়োজন করার জন্য আয়োজকদের জবাবদিহি করতে হবে বলে তিনি জানান।
নিউ ইয়র্ক টাইসম লিখেছে, এ ব্যাপারে মন্তব্যের জন্য অনুষ্ঠান আয়োজক এবং র্যাপ গায়ক জাস্টিন জনসনকে অনেক চেষ্টা করেও পাওয়া যায়নি।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে একের পর এক গুলির ঘটনা নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত ২৪ মে টেক্সাসের একটি স্কুলে বন্দুকধারীর হামলায় ১৯ শিশুসহ ২১ জন নিহত হয়েছেন। এরপর দেশটিতে অস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর করার জোর দাবি জানিয়েছেন সাধারণ মানুষ থেকে আইনপ্রণেতারা। অস্ত্র নিয়ন্ত্রণ আইন পাসের দাবিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ হচ্ছে। এর মধ্যেই রাজধানী শহর ওয়াশিংটন ডিসিতে গুলির ঘটনা ঘটল।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এবার বন্দুকধারীর গুলিতে ১৫ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। এ ছাড়া আরও তিনজন আহত হয়েছেন, যাঁদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাতে এ গুলির ঘটনা ঘটেছে।
মার্কিন পুলিশ বলেছে, ওয়াশিংটন ডিসির ইউ স্ট্রিটে একটি অননুমোদিত সংগীতানুষ্ঠান চলছিল। এটি স্থানীয়ভাবে ‘মোচেলা’ নামে পরিচিত। শহরে এ সংগীতানুষ্ঠানটি নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে। রোববার সন্ধ্যায় এ অনুষ্ঠানের ১৪ তম পর্ব অনুষ্ঠিত হচ্ছিল। এর মধ্যে হঠাৎ বন্দুকধারীর হামলার ঘটনা ঘটে। হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে।
রোববার গভীর রাতে মেট্রোপলিটন পুলিশ বিভাগের প্রধান তৃতীয় রবার্ট জে. কন্টি সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি বলেন, আহত পুলিশ কর্মকর্তা সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। অপর দুই আহত ব্যক্তির অবস্থা স্থিতিশীল। তাঁদের চিকিৎসা চলছে।
এ ঘটনায় সন্দেহভাজন কাউকে আটক করা হয়েছে কি না, সে ব্যাপারে সংবাদ সম্মেলনে কিছু জানাননি রবার্ট জে. কন্টি। তিনি বলেন, কে বা কারা গুলি চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে পুলিশ কর্মকর্তারা কাউকে গুলি করেননি।
তবে অনুমতি ছাড়া এ ধরনের সংগীত অনুষ্ঠানের আয়োজন করার জন্য আয়োজকদের জবাবদিহি করতে হবে বলে তিনি জানান।
নিউ ইয়র্ক টাইসম লিখেছে, এ ব্যাপারে মন্তব্যের জন্য অনুষ্ঠান আয়োজক এবং র্যাপ গায়ক জাস্টিন জনসনকে অনেক চেষ্টা করেও পাওয়া যায়নি।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে একের পর এক গুলির ঘটনা নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত ২৪ মে টেক্সাসের একটি স্কুলে বন্দুকধারীর হামলায় ১৯ শিশুসহ ২১ জন নিহত হয়েছেন। এরপর দেশটিতে অস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর করার জোর দাবি জানিয়েছেন সাধারণ মানুষ থেকে আইনপ্রণেতারা। অস্ত্র নিয়ন্ত্রণ আইন পাসের দাবিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ হচ্ছে। এর মধ্যেই রাজধানী শহর ওয়াশিংটন ডিসিতে গুলির ঘটনা ঘটল।

ইরান সরকার যদি বিক্ষোভকারীদের ফাঁসি দিতে শুরু করে, তাহলে ‘অত্যন্ত কঠোর ব্যবস্থা’ নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হুমকির পর মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলো থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন হামলার আশঙ্কায় সতর্ক অবস্থান নিয়েছে ইরান।
৪ ঘণ্টা আগে
ইউক্রেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ জানিয়েছেন, দেশটির সেনাবাহিনীতে প্রায় দুই লাখ সেনা অনুমতি ছাড়াই নিজ নিজ অবস্থান ত্যাগ করেছেন। পাশাপাশি সামরিক আইন এড়ানোর অভিযোগে প্রায় ২০ লাখ ইউক্রেনীয় নাগরিক বর্তমানে ‘ওয়ান্টেড’ হিসেবে তালিকাভুক্ত।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। আজ বুধবার (১৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
৬ ঘণ্টা আগে
তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি সম্প্রতি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) এ বিষয়ে সতর্ক করেছে। ইতিমধ্যে সীমান্ত এলাকায় কুর্দি যোদ্ধাদের সঙ্গে ইরানি বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষের খবরও পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে