
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি সুপার মার্কেটে বন্দুকধারীর হামলায় গত শনিবার ১০ জন নিহতের ঘটনা ঘটে। রয়টার্স জানিয়েছে, এ ঘটনায় পেটন গেন্ডরন (১৮) নামের এক তরুণকে আটক করেছে নিউইয়র্ক পুলিশ। তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
বিবিসি বলছে, আটক তরুণ হামলার দৃশ্য লাইভ সম্প্রচার করেছিলেন। সেই ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ভিডিও অবাধে ছড়িয়ে পড়া নিয়ে সর্বত্র সমালোচনা হচ্ছে। এবার সেই সব সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।
আজ বুধবার নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস বলেছেন, বন্দুকধারী হামলার পরিকল্পনা, প্রচার ও সম্প্রচার করতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেছিলেন।
লেটিটিয়া জেমস বলেন, ‘তদন্তে আমাজন ডট কমের প্রতিষ্ঠান লাইভ ভিডিও স্ক্রিমিং প্ল্যাটফর্ম ‘টুইচ’কে ফোকাস করা হচ্ছে। কেননা, হামলাকারী এই প্ল্যাটফর্ম ব্যবহার করে ভিডিও ধারণ করেন। এ ছাড়া ডিসকোর্ড, 4 chan, 8 chan এবং অন্যান্য বেশ কিছু সামাজিক যোগাযোগমাধ্যমের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। এসব প্ল্যাটফর্ম ব্যবহার করেই হামলার ভিডিও ও ছবি ছড়ানো হয়। এ ঘটনা আবারও বুঝিয়ে দিল যে বেশ কিছু সামাজিক যোগাযোগমাধ্যমের ভূমিকা এখনো কতটা বিপজ্জনক। এমন কার্যক্রম বন্ধ করতে এবং এটি যেন আর কখনো না ঘটে সেটি নিশ্চিতে আমরা আমাদের সাধ্য অনুযায়ী সব চেষ্টাই করে যাব।’
টুইচের পক্ষ থেকে অবশ্য একটি বিবৃতি দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই ভিডিও শুরুর দুই মিনিটেরও কম সময়ের মধ্যে ভিডিওটি সরিয়ে দেওয়া হয়। এই পোস্ট যেন অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে না পড়ে, সেটি নিশ্চিতে পদক্ষেপ নেওয়া হয়েছে।
টুইচের ভূমিকাকে দায়ী করে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল বলেছেন, ‘টুইচের উচিত ছিল সেকেন্ডের মধ্যে ভিডিওটি সরিয়ে ফেলা।’
ক্যাথি হোচুল আরও বলেন, ‘নিউইয়র্কের অস্ত্র আইন কঠোর করতে নির্দেশনা দেওয়া হয়েছে এবং জনসাধারণের জন্য হুমকি এমন ব্যক্তিদের নিরস্ত্র করার জন্য পুলিশকে তাদের কর্তৃত্ব প্রয়োগের বিষয়ে বলা হয়েছে।’
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকালেও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার স্ক্রিনশটের ছবি দেখা গেছে। সেখানে দেখা যায়, হামলাকারী বন্দুক হাতে এক ব্যক্তির ওপর দাঁড়িয়ে আছেন।
হামলার আগে ৫৮৯ পৃষ্ঠার পরিকল্পনা ‘ডিসকোর্ড’-এ অন্য নাম ব্যবহার করে হামলাকারী পোস্ট করেছেন বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। তবে ‘ডিসকোর্ড’-এর পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেলের তদন্তে সহায়তা করছি।’
মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) বলেছে, তারা এ ঘটনাকে ‘জাতিগত বিদ্বেষ থেকে উদ্বুদ্ধ অপরাধ’ হিসেবে তদন্ত করছে।
বাইডেন বলেন, ‘যারা আমেরিকাকে বোঝে না, অথচ ভালোবাসার ভান করে, তারাই ঘৃণা ও ভীতি ছড়ায়। বিশ্বের ইতিহাসে আমরাই সবচেয়ে বেশি বর্ণের মানুষ নিয়ে গঠিত সবচেয়ে গতিশীল জাতি। এখন সময় ধর্ম-বর্ণনির্বিশেষে আমেরিকান হিসেবে কথা বলার এবং হোয়াইট সুপ্রিমেসিকে প্রত্যাখ্যান করার।’

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি সুপার মার্কেটে বন্দুকধারীর হামলায় গত শনিবার ১০ জন নিহতের ঘটনা ঘটে। রয়টার্স জানিয়েছে, এ ঘটনায় পেটন গেন্ডরন (১৮) নামের এক তরুণকে আটক করেছে নিউইয়র্ক পুলিশ। তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
বিবিসি বলছে, আটক তরুণ হামলার দৃশ্য লাইভ সম্প্রচার করেছিলেন। সেই ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ভিডিও অবাধে ছড়িয়ে পড়া নিয়ে সর্বত্র সমালোচনা হচ্ছে। এবার সেই সব সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।
আজ বুধবার নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস বলেছেন, বন্দুকধারী হামলার পরিকল্পনা, প্রচার ও সম্প্রচার করতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেছিলেন।
লেটিটিয়া জেমস বলেন, ‘তদন্তে আমাজন ডট কমের প্রতিষ্ঠান লাইভ ভিডিও স্ক্রিমিং প্ল্যাটফর্ম ‘টুইচ’কে ফোকাস করা হচ্ছে। কেননা, হামলাকারী এই প্ল্যাটফর্ম ব্যবহার করে ভিডিও ধারণ করেন। এ ছাড়া ডিসকোর্ড, 4 chan, 8 chan এবং অন্যান্য বেশ কিছু সামাজিক যোগাযোগমাধ্যমের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। এসব প্ল্যাটফর্ম ব্যবহার করেই হামলার ভিডিও ও ছবি ছড়ানো হয়। এ ঘটনা আবারও বুঝিয়ে দিল যে বেশ কিছু সামাজিক যোগাযোগমাধ্যমের ভূমিকা এখনো কতটা বিপজ্জনক। এমন কার্যক্রম বন্ধ করতে এবং এটি যেন আর কখনো না ঘটে সেটি নিশ্চিতে আমরা আমাদের সাধ্য অনুযায়ী সব চেষ্টাই করে যাব।’
টুইচের পক্ষ থেকে অবশ্য একটি বিবৃতি দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই ভিডিও শুরুর দুই মিনিটেরও কম সময়ের মধ্যে ভিডিওটি সরিয়ে দেওয়া হয়। এই পোস্ট যেন অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে না পড়ে, সেটি নিশ্চিতে পদক্ষেপ নেওয়া হয়েছে।
টুইচের ভূমিকাকে দায়ী করে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল বলেছেন, ‘টুইচের উচিত ছিল সেকেন্ডের মধ্যে ভিডিওটি সরিয়ে ফেলা।’
ক্যাথি হোচুল আরও বলেন, ‘নিউইয়র্কের অস্ত্র আইন কঠোর করতে নির্দেশনা দেওয়া হয়েছে এবং জনসাধারণের জন্য হুমকি এমন ব্যক্তিদের নিরস্ত্র করার জন্য পুলিশকে তাদের কর্তৃত্ব প্রয়োগের বিষয়ে বলা হয়েছে।’
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকালেও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার স্ক্রিনশটের ছবি দেখা গেছে। সেখানে দেখা যায়, হামলাকারী বন্দুক হাতে এক ব্যক্তির ওপর দাঁড়িয়ে আছেন।
হামলার আগে ৫৮৯ পৃষ্ঠার পরিকল্পনা ‘ডিসকোর্ড’-এ অন্য নাম ব্যবহার করে হামলাকারী পোস্ট করেছেন বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। তবে ‘ডিসকোর্ড’-এর পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেলের তদন্তে সহায়তা করছি।’
মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) বলেছে, তারা এ ঘটনাকে ‘জাতিগত বিদ্বেষ থেকে উদ্বুদ্ধ অপরাধ’ হিসেবে তদন্ত করছে।
বাইডেন বলেন, ‘যারা আমেরিকাকে বোঝে না, অথচ ভালোবাসার ভান করে, তারাই ঘৃণা ও ভীতি ছড়ায়। বিশ্বের ইতিহাসে আমরাই সবচেয়ে বেশি বর্ণের মানুষ নিয়ে গঠিত সবচেয়ে গতিশীল জাতি। এখন সময় ধর্ম-বর্ণনির্বিশেষে আমেরিকান হিসেবে কথা বলার এবং হোয়াইট সুপ্রিমেসিকে প্রত্যাখ্যান করার।’

জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি করে।
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘আলোচনায় বসতে’ চেয়েছে। তবে তিনি এও বলেছেন যে, আলোচনায় বসার আগেই একটা কিছু করে ফেলতে পারেন তিনি।
৩ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
৫ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
৬ ঘণ্টা আগে