
কয়েক দিন আগেই নিজ দল রিপাবলিকান পার্টি কতিপয় কট্টর ডানপন্থী নেতার বিরুদ্ধে গিয়ে সরকারের অচলাবস্থা এড়াতে স্টপগ্যাপ বিল পাস করিয়েছেন স্পিকার কেভিন ম্যাককার্থি। এবার ম্যাককার্থির স্পিকার পদে থাকার বিপরীতে কংগ্রেসে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেছেন তাঁরই দলের কংগ্রেসম্যান ম্যাট গেটজ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম মিত্র ম্যাট গেটজ ফ্লোরিডা থেকে নির্বাচিত কংগ্রেসম্যান। তিনি স্থানীয় সময় গতকাল মঙ্গলবার কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসে ম্যাককার্থিকে পদচ্যুত করার প্রস্তাব আনেন। নিয়ম অনুসারে, আগামী দুই দিনের মধ্যে হাউসে এই প্রস্তাব ভোটাভুটির জন্য উত্থাপন করতে হবে।
স্পিকার কেভিন ম্যাককার্থি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। বিষয়টির প্রতি ইঙ্গিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে তিনি লিখেছেন, ‘ঠিক আছে, বিষয়টি সামনে আনুন।’ মূলত ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির সরকারের ব্যয় নির্বাহের জন্য স্টপগ্যাপ বিল পাস করানোর কারণেই ম্যাককার্থির ওপর ক্ষিপ্ত কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতা। ম্যাট গেটজ তাঁদেরই একজন।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে এখন পর্যন্ত কোনো স্পিকারই অনাস্থা ভোটের মাধ্যমে পদচ্যুত হননি। তবে তার পরও ম্যাককার্থিকে অনাস্থা ভোটের মুখোমুখি হওয়া লাগতে পারে।
যুক্তরাষ্ট্রে ক্ষমতার ক্রমানুসারে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের পরপরই স্পিকারের অবস্থান। তিনিই কংগ্রেসের এজেন্ডা ঠিক করেন, বিভিন্ন কংগ্রেস কমিটির কার্যক্রম নিয়ন্ত্রণ করেন এমনকি প্রেসিডেন্টের এজেন্ডা নির্ধারণ বা বাতিলও করার ক্ষমতা রাখেন।
এর আগে ১৫ দফার চেষ্টায় মার্কিন কংগ্রেসের স্পিকার নির্বাচিত হন কেভিন ম্যাককার্থি। সে সময় যেসব রিপাবলিকান আইনপ্রণেতা তাঁর বিরোধিতা করেছিলেন, তাঁদের মধ্যে ম্যাট গেটজ একজন। সে সময় ম্যাট গেটজ ১৫ বারই ম্যাককার্থির বিরুদ্ধে ভোট দিয়েছিলেন।

কয়েক দিন আগেই নিজ দল রিপাবলিকান পার্টি কতিপয় কট্টর ডানপন্থী নেতার বিরুদ্ধে গিয়ে সরকারের অচলাবস্থা এড়াতে স্টপগ্যাপ বিল পাস করিয়েছেন স্পিকার কেভিন ম্যাককার্থি। এবার ম্যাককার্থির স্পিকার পদে থাকার বিপরীতে কংগ্রেসে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেছেন তাঁরই দলের কংগ্রেসম্যান ম্যাট গেটজ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম মিত্র ম্যাট গেটজ ফ্লোরিডা থেকে নির্বাচিত কংগ্রেসম্যান। তিনি স্থানীয় সময় গতকাল মঙ্গলবার কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসে ম্যাককার্থিকে পদচ্যুত করার প্রস্তাব আনেন। নিয়ম অনুসারে, আগামী দুই দিনের মধ্যে হাউসে এই প্রস্তাব ভোটাভুটির জন্য উত্থাপন করতে হবে।
স্পিকার কেভিন ম্যাককার্থি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। বিষয়টির প্রতি ইঙ্গিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে তিনি লিখেছেন, ‘ঠিক আছে, বিষয়টি সামনে আনুন।’ মূলত ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির সরকারের ব্যয় নির্বাহের জন্য স্টপগ্যাপ বিল পাস করানোর কারণেই ম্যাককার্থির ওপর ক্ষিপ্ত কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতা। ম্যাট গেটজ তাঁদেরই একজন।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে এখন পর্যন্ত কোনো স্পিকারই অনাস্থা ভোটের মাধ্যমে পদচ্যুত হননি। তবে তার পরও ম্যাককার্থিকে অনাস্থা ভোটের মুখোমুখি হওয়া লাগতে পারে।
যুক্তরাষ্ট্রে ক্ষমতার ক্রমানুসারে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের পরপরই স্পিকারের অবস্থান। তিনিই কংগ্রেসের এজেন্ডা ঠিক করেন, বিভিন্ন কংগ্রেস কমিটির কার্যক্রম নিয়ন্ত্রণ করেন এমনকি প্রেসিডেন্টের এজেন্ডা নির্ধারণ বা বাতিলও করার ক্ষমতা রাখেন।
এর আগে ১৫ দফার চেষ্টায় মার্কিন কংগ্রেসের স্পিকার নির্বাচিত হন কেভিন ম্যাককার্থি। সে সময় যেসব রিপাবলিকান আইনপ্রণেতা তাঁর বিরোধিতা করেছিলেন, তাঁদের মধ্যে ম্যাট গেটজ একজন। সে সময় ম্যাট গেটজ ১৫ বারই ম্যাককার্থির বিরুদ্ধে ভোট দিয়েছিলেন।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
৮ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৯ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
১০ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
১২ ঘণ্টা আগে